14/06/2025
পোস্টটা দয়া করে সবাই শেয়ার করবেন। 🙏
ভেনিজুয়েলায় আটক বাংলাদেশি জাহাজের ক্যাপ্টেন মাহবুবুর রহমান স্যারের মুক্তিতে রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ জরুরি।
দৃষ্টি আকর্ষণ করছি
মাননীয় প্রধান উপদেষ্টা ,
মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ,
মাননীয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ,
মাননীয় শিপিং উপদেষ্টা
মানবাধিকার সংস্থা
গণমাধ্যম সহ
প্রমুখ ব্যক্তি এবং তাদের অধীনস্ত অফিস সমূহের।
বিনীত নিবেদন এই যে, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি মেঘনা প্রেস্টিজ-এর ক্যাপ্টেন মাহবুবুর রহমান স্যার চলতি বছরের ২৯ জানুয়ারি ভেনিজুয়েলার বন্দর ত্যাগের পূর্বে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জেরে আটক হয়ে সে দেশের একটি কারাগারে বন্দী আছেন। একটি ভুল বোঝাবুঝি থেকে দুঃখজনক ঘটনার সূত্রপাত হয়েছে, যেখানে একজন ক্যাপ্টেন হিসাবে তার করার কিছু ছিল না । তিনি পরিস্থিতির শিকার হয়ে এরকম ভিক্টিম হয়ে পড়েছেন। ইতোমধ্যে পাঁচ মাস পেরিয়ে গেলেও তার মুক্তির বিষয়ে দৃশ্যমান কোনো কূটনৈতিক বা আইনি অগ্রগতি না থাকায়, দেশে তার পরিবার এবং বন্ধুবান্ধব চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এর ফলে পুরো মেরিনার কমিউনিটিতে চরম হতাশা বিরাজ করছে।
জাহাজটি ইতোমধ্যে মুক্ত হয়ে সাগরে ফিরে গেলেও ক্যাপ্টেন মাহবুবুর রহমান এখনো বন্দী অবস্থায় রয়েছেন। আজ তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং আশাহত হয়ে বাংলাদেশের সরকারের কাছে ন্যায্য সহযোগিতা কামনা করছেন।
অতএব, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি—অবিলম্বে কূটনৈতিক চ্যানেল, আইনি সহায়তা ও আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার আওতায় তার নিরাপদ মুক্তি ও স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।
___ (মিনার রশিদ স্যারের পোস্ট থেকে)
ঘটনার বিস্তারিত কমেন্ট বক্সে।