Gobooks

Gobooks SkiBooks দিচ্ছে ঘরে বসে অনলাইনে যেকোন বই কেনার সুযোগ। রয়েছে বই হাতে পাওয়ার পর টাকা পরিশোধের ব্যবস্থা।
(1)

আজ আর কাল এখানে দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়িয়ে থাকা রিস্ক। পরশু কাকু স্কুল ছুটির পর আসবেন। উনি শিলিগুড়ি যাচ্ছেন। ফিরতে ...
12/06/2021

আজ আর কাল এখানে দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়িয়ে থাকা রিস্ক। পরশু কাকু স্কুল ছুটির পর আসবেন। উনি শিলিগুড়ি যাচ্ছেন। ফিরতে ফিরতে রাত হবে। আর ওইদিন আমাদের ক্লাস শেষে স্কাউটের ড্রিল হবে। শেষ হবে ৫ টায়। আমি একাই বাসায় ফিরবো। চাইলে দেখা হবে, আমি সুভাষ বসু পার্কের সামনে দিয়ে যাবো।

শর্মিলা
লেখক > মাহতাব হোসেন
মূল্য > ১৭৬ টাকা

'মুসলিম রেনেসাঁর কবি' ফররুখ আহমদ এর আজ জন্মদিন,  যার কবিতা থেকে বাংলার অধঃপতিত মুসলিম সমাজ পুনর্জাগরণের অণুপ্রেরণা পেয়ে...
10/06/2021

'মুসলিম রেনেসাঁর কবি' ফররুখ আহমদ এর আজ জন্মদিন, যার কবিতা থেকে বাংলার অধঃপতিত মুসলিম সমাজ পুনর্জাগরণের অণুপ্রেরণা পেয়েছে। রকমারির পক্ষ থেকে কবি ফররুখ আহমদ-এর জন্মদিনে শুভেচ্ছা ।

আপনার মন প্রচণ্ড শক্তিশালী। যা কিছু ঘটে, আপনার ভাবনাই তাকে নিয়ন্ত্রণ করে। ভাবনারা আপনার হৃদযন্ত্রের ক্রিয়া হ্রাস ও বৃদ্ধ...
03/06/2021

আপনার মন প্রচণ্ড শক্তিশালী। যা কিছু ঘটে, আপনার ভাবনাই তাকে নিয়ন্ত্রণ করে। ভাবনারা আপনার হৃদযন্ত্রের ক্রিয়া হ্রাস ও বৃদ্ধি করতে পারে, পরিপাকে সাহায্য বা বাধা দিতে পারে, রক্তের রাসায়নিক ক্রিয়া বদলে দিতে পারে এবং আপনাকে সারারাত ঘুমাতে দিতে বা জাগিয়ে রাখতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক বা আধ্যাত্মিক তথ্য হলো যে, বেশিরভাগ সময় আপনি যা ভাবেন, নিজে আপনি তা-ই হবেন। আপনার বাহ্যিক পৃথিবী আপনার আন্তঃবিশ্বের প্রতিচ্ছবি। আপনার ভেতরে যা ঘটছে, বাইরে তারই প্রতিফলন দেখা যায়। একজন মানুষের বাইরের অবস্থা দেখলেই তার ভেতরটা পড়া যায়। এর অন্যথা সাধারণত হয় না।
বই : চেঞ্জ ইয়োর থিংকিং চেঞ্জ ইয়োর লাইফ
লেখক : ব্রায়ান ট্রেসি
প্রকাশনী : চর্চা গ্রন্থ প্রকাশ
মূল্য : ১৮% ছাড়ে ২৬২৳

★★★ ‘সিরাত বিশ্বকোষ’ বইটি এবার সর্বাধুনিক মেশিনে শামওয়া ৮০ গ্রাম কাগজে মিশর থেকে প্রিন্ট এবং বাঁধাই হয়ে এসেছে। (সীরাত বি...
02/06/2021

★★★ ‘সিরাত বিশ্বকোষ’ বইটি এবার সর্বাধুনিক মেশিনে শামওয়া ৮০ গ্রাম কাগজে মিশর থেকে প্রিন্ট এবং বাঁধাই হয়ে এসেছে। (সীরাত বিশ্বকোষ উন্নত সংস্করণ ৪৯০০৳) ★

মুহাম্মাদে আরাবী প্রিয় নবীর সীরাত বা জীবনী জানতে চায় না, এমন কে আছে? এমন কোনো মুমিন-মুসলিমকে কি খুঁজে পাওয়া যাবে, নবীজীর জীবন-চর্চায় যার বিন্দুমাত্র আগ্রহ নেই! আমরা প্রত্যেকেই উদগ্রীব হয়ে থাকি এটা জানার জন্য যে, কেমন ছিলেন আমাদের প্রিয়নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! একজন মুমিনের জন্য রাসূল সা.-কে অনুসরণ করতে সীরাত-পাঠের বিকল্প নেই। দ্বীন বা ঈমানের অন্যতম দাবিই হচ্ছে : রাসুল সা.-এর প্রতি সর্বোচ্চ মুহাব্বাতের সম্পর্ক রাখা; কেননা, একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত রাসূল সা.-কে পুরোপুরি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিনও হতে পারবে না । তাই আসুন, আমরা রাসূল সা.-এর সীরাত পাঠ করে নিজেদের ঈমান ঝালাই করে নিই। আসুন, বেশি বেশি সীরাতপাঠে নিমগ্ন হই। আমাদের জীবন সাজাই সীরাতের মহান বৈশিষ্ট্যগুণে। আমাদের সীরাত-চর্চাকে সহজসাধ্য করতে মাকতাবাতুল আযহার প্রকাশ করেছে ১১ খণ্ডের বিশাল কলেবরে নবীজীর পূর্ণাঙ্গ জীবনী। সীরাত বিশ্বকোষ।

( বি.দ্র. এবারের মিশরি সংস্করণে এলবাম থাকছে না )

বইগুলো অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করুন

গণিত নিয়ে নানান প্রশ্ন আমাদের মনে? কখনো উত্তর পাই, কখনো পাই না। গণিত বিষয়ক প্রশ্ন যতো বেশি হবে আমাদের জানাশোনার ভাণ্ডার ...
01/06/2021

গণিত নিয়ে নানান প্রশ্ন আমাদের মনে? কখনো উত্তর পাই, কখনো পাই না। গণিত বিষয়ক প্রশ্ন যতো বেশি হবে আমাদের জানাশোনার ভাণ্ডার তত সমৃদ্ধ হবে। আমরা হয়তো নিজেদের মনে উদ্ভাবিত প্রশ্নগুলোর উত্তর কখনো পাই অথবা কখনো পাই না। এতটুকুতেই সন্তুষ্ট থাকি। এমন যদি হয় আমরা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম প্রশ্ন পেলাম সাথে পেলাম উত্তরগুলোও। তাহলে নিশ্চয়ই মন্দ হতো না।
গণিতের এমন বেশ কিছু কমন-আনকমন প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো বই 'শূন্য দিয়ে ভাগ করলে কী হয়' বইটি। গণিতের জ্ঞানকে সমৃদ্ধ করতে এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করি।
বই : শূন্য দিয়ে ভাগ করলে কী হয়
লেখক : মুরসালিন হাবিব, অতনু রায় চৌধুরী, আহমেদ জাওয়াদ চৌধুরী, রাহুল সাহা
প্রকাশনী : আদর্শ
মূল্য : ১৮% ছাড়ে ২৬২৳

যেকোনো ওয়েবসাইটে ঢুঁ মারাও হয়তো অনেকের জন্য সহজ নয়, সেখানে ওয়েবসাইট তৈরি করাটা তো অনেক কঠিন একটা ব্যাপার। এমনটা যারা মনে...
31/05/2021

যেকোনো ওয়েবসাইটে ঢুঁ মারাও হয়তো অনেকের জন্য সহজ নয়, সেখানে ওয়েবসাইট তৈরি করাটা তো অনেক কঠিন একটা ব্যাপার। এমনটা যারা মনে করে থাকেন তারা হয়তো প্রযুক্তির এই যুগেও অনেকটা পিছিয়ে আছেন।
ওয়ার্ডপ্রেস!
প্রযুক্তির জগতের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকেরই নামটা মুখস্থ। কিন্তু এ জগতের বাইরের মানুষ তো এমনটা ভাবতেই পারেনা, যে কেউ চাইলেই ওয়ার্ডপ্রেস থেকে প্রোগ্রামিং জানা ছাড়াই ওয়েবসাইট বানাতে পারে।
হ্যাঁ, এই বইটা তাদের জন্যই যারা এমন কিছু ভাবছেন। এই বইয়ে দেখানো হয়েছে-
* খুব সহজে কীভাবে নিজের দরকারি ওয়েবসাইট বানানো যায়,
* প্রোগ্রামিং ছাড়াই কিছু ওয়েব টুলস কীভাবে ব্যবহার করতে হয়,
* ওয়েবসাইটের ডোমেইন, হোস্টিং কী এবং কীভাবে পাওয়া যাবে,
* ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সিস্টেম,
* ওয়েবসাইট বানানো থেকে শুরু করে প্রাসঙ্গিক সকল বিষয়াদি।
প্রোগ্রামিং জানা ছাড়াই যদি ওয়েবসাইট বানানো সম্ভব, তাহলে প্রোগ্রামিং জানলে না জানি কত কিছু করা সম্ভব।
বই : সবার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি ও অপটিমাইজেশন
লেখক : মো: সাজ্জাদুল ফারুক
প্রকাশনী : দ্বিমিক প্রকাশনী
মূল্য : ১৫% ছাড়ে ১৩৬৳

সভ্যতার উন্নয়নের মূলে রয়েছে বিজ্ঞানের অবিস্মরণীয় অবদান। জ্ঞানবিজ্ঞানের জাদুস্পর্শে মানবজীবন আজ পালাবাদলের চাকায় সওয়ার। স...
31/05/2021

সভ্যতার উন্নয়নের মূলে রয়েছে বিজ্ঞানের অবিস্মরণীয় অবদান। জ্ঞানবিজ্ঞানের জাদুস্পর্শে মানবজীবন আজ পালাবাদলের চাকায় সওয়ার। সেই প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে বর্তমান আধুনিক সভ্যতার পরতে পরতে মানুষ উদ্ভাবন করে চলছে নিত্য নতুন সকল বিষয়। প্রতিনিয়ত মানুষের নানামুখী সমস্যার সমাধানকল্পে যেসব মস্তিষ্ক অভাবনীয় সাফল্য লাভ করেছে, তাদের অবদান যেমন অনস্বীকার্য, তেমনই প্রাতঃস্মরণীয়। তাদের জীবনটাই যেন বিজ্ঞান, বিজ্ঞানে উৎসর্গকৃত। তাদের জীবন, উদ্ভাবন ও আবিষ্কার সম্পর্কে 'জ্ঞানবিজ্ঞানের হাজারো প্রশ্ন : ব্রেইনওয়াশ' গ্রন্থটি প্রণীত।
বই : ব্রেইনওয়াশ
লেখক : বি এম শাহনেওয়াজ
প্রকাশনী : শিলা প্রকাশনী
মূল্য : ১৮% ছাড়ে ৬৫৬৳

যারা প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছেন, সংগ্রামের সময় অতিক্রম করছেন; হোক সে সংগ্রাম মানসিক, আবেগজনিত, শারীরিক, আর্থিক কিংবা ...
31/05/2021

যারা প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছেন, সংগ্রামের সময় অতিক্রম করছেন; হোক সে সংগ্রাম মানসিক, আবেগজনিত, শারীরিক, আর্থিক কিংবা সম্পর্ককেন্দ্রিক- একটি জিনিস বারবার প্রমাণিত হয়েছে, The Miracle Morning যে কাউকে অনতিক্রম্য চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় শক্তিমান করে তুলবে, যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে বিরাট সফলতা এনে দেবে এবং পরিস্থিতি পাল্টে দেবে। আর প্রায়ই এসব ঘটবে খুব সংক্ষিপ্ত সময়ে।
যাদের জীবনের চাওয়া-পাওয়া বড়, তাদের জন্য The Miracle Morning একটি পরিপূর্ণ Game Changer যা আপনাকে অধরা পরবর্তী লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যাবে, আপনার ব্যক্তিগত ও পেশাগত সফলতা অতীতের সব অর্জনকে ছাড়িয়ে যাবে।
বই : দ্য মিরাকল মর্নিং
লেখক : হ্যাল এলরড
প্রকাশনী : সূচীপত্র
মূল্য : ২২% ছাড়ে ১৯৫৳

'যদি ব্যর্থ হই তাহলে তো অনেক হতাশ লাগবে। আর তাই সেই অনুভূতির মুখোমুখি হতে চাই না।' কিন্তু আপনি যদি একটু হতাশ হওয়ার ভয়ে ন...
30/05/2021

'যদি ব্যর্থ হই তাহলে তো অনেক হতাশ লাগবে। আর তাই সেই অনুভূতির মুখোমুখি হতে চাই না।' কিন্তু আপনি যদি একটু হতাশ হওয়ার ভয়ে নতুন কিছু না-ই করেন, তাহলে তো সামনে এগোতে পারবেন না। আমরা ঠিকই চেষ্টা করবো ভালো অনুভূতিগুলো বেশি বেশি পেতে, কিন্তু তাই বলে কোনো খারাপ অনুভূতি বা হতাশা আসবে না, এরকম ভাবাটা অযৌক্তিক, হাস্যকর।
কারো জীবন কী অল্প কিছু 'ভাল্লাগে না'র কারণে থেমে যায়? ভালো লাগবে না-ই বা কেন? আমরা কী কখনো তাকিয়ে দেখেছি এই ভাল্লাগে না'র পেছনে আমাদের কী দায়বদ্ধতা, আমাদের করণীয় কী, কী চাইতে বা অর্জন করতে গিয়ে আমাদের এই অনুভূতির মুখোমুখি হতে হচ্ছে? যতদিন আমরা এই প্রশ্নগুলোর উত্তর বের করতে পারবোনা, ততদিন ভাল্লাগে না অনুভূতি আমাদের পিছু ছাড়বে না।
বই : ভাল্লাগে না
লেখক : অন্তিক মাহমুদ, আয়মান সাদিক
প্রকাশনী : আদর্শ
মূল্য : ১৮% ছাড়ে ২৪৬৳

ভাষা তো জানি, কথাও বলতে পারি। করি শুদ্ধ-অশুদ্ধ বিভিন্ন উচ্চারণ। এই উচ্চারণের মাঝে কতটুকু থাকে শ্রুতিমধুরতা অথবা কতটুকু শ...
29/05/2021

ভাষা তো জানি, কথাও বলতে পারি। করি শুদ্ধ-অশুদ্ধ বিভিন্ন উচ্চারণ। এই উচ্চারণের মাঝে কতটুকু থাকে শ্রুতিমধুরতা অথবা কতটুকু শ্রুতিকটু ভাব। অনেকের হয়তো ইচ্ছেও করে অনর্গল শুদ্ধ বাংলায় কথা বলতে, শ্রোতাদের মুগ্ধতা ধরে রাখতে। কিন্তু হয়ে উঠেনা, চেষ্টার করারও মিলেনা কোনো পথ।
আপনার কথা কতটা শুদ্ধ! আবৃত্তি করতে গেলেই বুঝবেন। কিন্তু আপনি এক্ষেত্রে নিজেই নিজেকে তৈরি করে নিতে পারেন। বাসায় বসেই শিখতে পারেন শুদ্ধ উচ্চারণ। আর আবৃত্তির ক্লাস দেবে আপনাকে সেই সহায়তা। বইটিতে সহজভাবে শুদ্ধ উচ্চারণের পন্থাগুলো দেওয়া আছে। এখন শুধু আপনাকে চর্চা করতে হয়।
বই : আবৃত্তির ক্লাস
লেখক : মীর বরকত
প্রকাশনী : ইত্যাদি গ্রন্থ প্রকাশ
মূল্য : ১৮% ছাড়ে ২০৫৳

আসরের পর পরিবারের সাথে যতক্ষণ থাকতেন বেশ আনন্দঘন সময় কাটাতেন নবিজি (ﷺ)। ফাঁকে ফাঁকে অনেক বিষয়ে প্রশ্ন হতো। সমাধান খোঁজা ...
28/05/2021

আসরের পর পরিবারের সাথে যতক্ষণ থাকতেন বেশ আনন্দঘন সময় কাটাতেন নবিজি (ﷺ)। ফাঁকে ফাঁকে অনেক বিষয়ে প্রশ্ন হতো। সমাধান খোঁজা হতো। জ্ঞানচর্চা হতো। নবিজি সব সময় এমন প্রশ্নকে স্বাগতম জানাতেন। স্পষ্ট করে উত্তর দিতেন। এ রকম এক মুহূর্তে আয়েশা রা. নবিজিকে জিজ্ঞেস করেছিলেন, দাওয়াতের কাজে তাঁর সবচেয়ে কঠিন দিন কোনটি: “আল্লাহর রাসূল, উহুদের দিনের চেয়ে মর্মান্তিক কোনো দিন কি গেছে আপনার জীবনে?”
পরিবারের সাথে যতক্ষণ থাকতেন বেশ আনন্দঘন সময় কাটাতেন নবিজি। ফাঁকে ফাঁকে অনেক বিষয়ে প্রশ্ন হতো। সমাধান খোঁজা হতো। জ্ঞানচর্চা হতো। নবিজি সব সময় এমন প্রশ্নকে স্বাগতম জানাতেন। স্পষ্ট করে উত্তর দিতেন। এ রকম এক মুহূর্তে আয়েশা রা. নবিজিকে জিজ্ঞেস করেছিলেন, দাওয়াতের কাজে তাঁর সবচেয়ে কঠিন দিন কোনটি: “আল্লাহর রাসূল, উহুদের দিনের চেয়ে মর্মান্তিক কোনো দিন কি গেছে আপনার জীবনে?”
“পর্বতগিরির ফেরেশতা আমাকে সালাম জানিয়ে বলল, ‘মুহাম্মাদ, আপনার লোকজন কী বলেছে তা আল্লাহ শুনেছেন। আমি পর্বতগিরির দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। আপনার হুকুম তামিলের জন্য আপনার প্রভু আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি ইচ্ছে করলে আমি দুটো পাহাড় দিয়ে চেপে ধরব তাদের।’
“আমি বললাম, ‘না। হয়তো তাদের বংশধরদের মাঝে আল্লাহ এমন এক প্রজন্ম সৃষ্টি করবেন যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশী না বানিয়ে কেবল তাঁর দাসত্ব করবে।’”
নবিজির সঙ্গে আয়েশা রা.-এর এমন উষ্ণ আলাপচারিতা থেকে বোঝা যায় তাঁর ব্যাপারে কত চিন্তা ছিল কিশোরী-বধূ মনে। তাঁর জীবনের কষ্টটা ভাগাভাগি করে নিতে জানতে চেয়েছিলেন তাঁর সবচেয়ে মর্মান্তিক দিনের কথা।
সেদিনের নবিজির সেই আশা একদিন ঠিকই পূরণ করেছিলেন মহাপ্রভু। সাফল্যে ধন্য জীবনের শেষ লগ্নে তিনি দেখেছেন কত দেব-দেবী আর মূর্তিপূজারিদের ছেলেমেয়েরা ইসলামকে বরণ করে নিচ্ছে। কাউকে কোনো অংশী না বানিয়ে একনিষ্ঠ ইবাদত করছে শুধু এক আল্লাহর। আল্লাহর রাসূল ও তাঁর রিসালাতের প্রসার ও সমর্থনে জীবন উৎসর্গ করে দিতে এক পায়ে প্রস্তুত তারা।
বই: এক দিঘল দিনে নবিজি ﷺ
লেখক: আব্দুল ওয়াহাব ইবনু নাসির আত-তুরাইরী
প্রকাশনী: ওয়াফি পাবলিকেশন
মূল্য: ৩০% ছাড়ে ১৮২ ৳
আপনি বইটি অর্ড়ার করতে চাইলে অাপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন। অথবা কল করুন 01834364986 এই নম্বরে।

আলোকিত প্রকাশনীর কোন বইটা আপনার সংগ্রহে আছে আর কোন বইটা সবচেয়ে বেশি ভালো লাগে?
26/05/2021

আলোকিত প্রকাশনীর কোন বইটা আপনার সংগ্রহে আছে আর কোন বইটা সবচেয়ে বেশি ভালো লাগে?

Address

Chittagong

Telephone

+8801834364986

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gobooks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gobooks:

Share