31/05/2021
যেকোনো ওয়েবসাইটে ঢুঁ মারাও হয়তো অনেকের জন্য সহজ নয়, সেখানে ওয়েবসাইট তৈরি করাটা তো অনেক কঠিন একটা ব্যাপার। এমনটা যারা মনে করে থাকেন তারা হয়তো প্রযুক্তির এই যুগেও অনেকটা পিছিয়ে আছেন।
ওয়ার্ডপ্রেস!
প্রযুক্তির জগতের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকেরই নামটা মুখস্থ। কিন্তু এ জগতের বাইরের মানুষ তো এমনটা ভাবতেই পারেনা, যে কেউ চাইলেই ওয়ার্ডপ্রেস থেকে প্রোগ্রামিং জানা ছাড়াই ওয়েবসাইট বানাতে পারে।
হ্যাঁ, এই বইটা তাদের জন্যই যারা এমন কিছু ভাবছেন। এই বইয়ে দেখানো হয়েছে-
* খুব সহজে কীভাবে নিজের দরকারি ওয়েবসাইট বানানো যায়,
* প্রোগ্রামিং ছাড়াই কিছু ওয়েব টুলস কীভাবে ব্যবহার করতে হয়,
* ওয়েবসাইটের ডোমেইন, হোস্টিং কী এবং কীভাবে পাওয়া যাবে,
* ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সিস্টেম,
* ওয়েবসাইট বানানো থেকে শুরু করে প্রাসঙ্গিক সকল বিষয়াদি।
প্রোগ্রামিং জানা ছাড়াই যদি ওয়েবসাইট বানানো সম্ভব, তাহলে প্রোগ্রামিং জানলে না জানি কত কিছু করা সম্ভব।
বই : সবার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি ও অপটিমাইজেশন
লেখক : মো: সাজ্জাদুল ফারুক
প্রকাশনী : দ্বিমিক প্রকাশনী
মূল্য : ১৫% ছাড়ে ১৩৬৳