03/08/2025
ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি ২০২৩ সালে ওমরার উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। হারামে প্রবেশ করার পর আশেপাশের সবকিছু তিনি দেখতে পেলেও কাবা ঘর তিনি দেখতে পাচ্ছিলেন না। ভয়ে তিনি জোরে জোরে চিৎকার করছিলেন, আর আশেপাশের লোকজন তাকে শান্ত করার চেষ্টা করছিল।
তার এমন অদ্ভুত আচরণ দেখে কেউ একজন (সম্ভবত কোনো ইমাম) জিজ্ঞেস করেন, তিনি এমন কোনো গোনাহ করেছেন কি না যার কারণে এই অভিশপ্ত অবস্থা তার ওপর এসেছে।
তখন মহিলাটি স্বীকার করে, তার এক আত্মীয়ের মৃত্যুর পর তিনি সেই মৃতদেহ গোসল করানোর দায়িত্ব নিয়েছিলেন। গোসলের সময় সে মৃতদেহের মুখের ভেতরে একটি তাবিজ ঢুকিয়ে দেন। এই অবস্থাতেই মৃতদেহটি দাফন করা হয়।
এরপর কিছুদিনের মধ্যে ওই মৃতব্যক্তির পরিবারের সবাই একে একে মারা যায়। ধারণা করা হয়, ওই মহিলা হয়তো কাউকে সাহায্য করার উদ্দেশ্যে, কিংবা নিজের স্বার্থে মৃত ব্যক্তির সম্পত্তির লোভে এই কাজটি করেছিলেন। তার উদ্দেশ্য সফলও হয়েছিল।
তবে আল্লাহর বিধান থেকে কেউ রেহাই পায় না। অনেকদিন পর তিনি ওমরার জন্য মক্কায় গেলেও, সে কাবা ঘর দেখতে পাননি। তার চোখের সামনে শুধু এক অদৃশ্য পর্দা, কাবা ছিলো তার দৃষ্টির বাইরে।
ইয়া আল্লাহ্ মাফ করো সকলকে হেদায়েত দান করো (আমিন)