MD Wahid Sadik

MD Wahid Sadik As A Marketer

1. চেষ্টা করুন। 2. আবার চেষ্টা করুন। 3. আরও একবার চেষ্টা করুন৷ 4. একটু ভিন্নভাবে চেষ্টা করুন। 5. আগামীকাল আবার চেষ্টা কর...
15/11/2023

1. চেষ্টা করুন।
2. আবার চেষ্টা করুন।
3. আরও একবার চেষ্টা করুন৷
4. একটু ভিন্নভাবে চেষ্টা করুন।
5. আগামীকাল আবার চেষ্টা করুন।
6. চেষ্টা করুন এবং সাহায্যের জন্য জিজ্ঞাসা করুন।
7. এমন কাউকে খুঁজে বের করার চেষ্টা করুন যিনি এটি করেছেন।
8. কি কাজ করছে না তা ঠিক করার চেষ্টা করুন।
9. কি কাজ করছে তা প্রসারিত করার চেষ্টা করুন।
10. আপনি সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যান।

 #নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?প্রথমেই ৩ টি বিষয়:১. স্কিল২. মার্কেটপ্লেস৩. পেমেন্ট ম্যাথডউক্ত ৩ টি বিষয় আপনার ...
28/10/2023

#নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?

প্রথমেই ৩ টি বিষয়:

১. স্কিল
২. মার্কেটপ্লেস
৩. পেমেন্ট ম্যাথড

উক্ত ৩ টি বিষয় আপনার মধ্যে থাকলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন।

▪️নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রথমেই একটি ব্যাপার মাথায় আসে আর সেটা হলো ফ্রিল্যান্সিং শুরু করবো কিভাবে!🤔কোন বিষয় শিখে ফ্রিল্যান্সিং শুরু করলে ভাল হবে?

▪️বর্তমানে ফ্রিল্যান্সিং আলোচিত বিষয় হলেও, নতুনদের কাছে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে এই রকম প্রশ্নের উদয় হয়।তাই একটা লাইনে বলে যাওয়া ভাল যে, আপনি কোন বিষয়টাতে খুব বেশি ইন্টাররেস্ট ফিল করেন সেই বিষয়টা বেছে নিন। তাহলে দেখবেন নতুন কিছু শিখতে এবং এর জন্য লংটাইম কাজ করতে হলেও কখনই বোরিং লাগবে না😊

▪️ যে এই বিষয়ে দক্ষ এমন কারও কাছ থেকে পরামর্শ নিন।বেছে নিন এমন একটি বিষয় যাতে আপনি সফল হতে পারেন এবং সময়টাও কাজে লাগে।

▪️প্রথমে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে।এই ক্ষেত্রে একটি ভালো যায়গা থেকে আপনাকে ফ্রিল্যান্সিং শিখতে হবে। কারণ ফ্রিল্যান্সিং এর মূল বিষয় হচ্ছে স্কিল। আপনার স্কিল বেশী থাকলে আপনি অন্য অনেক ক্যাটাগরির ফ্রিল্যান্সারদের থেকে বেশি আয় করতে পারবেন।


🌸সময় তো নিজ গতিতে  চলে যাচ্ছে, চাকরি খুজতে কিংবা চাকরি পেতে, পড়ালেখা করতে বা ব্যবসা করতে।আমরা বেশিরভাগই হুদাই Facebook ,...
09/09/2023

🌸সময় তো নিজ গতিতে চলে যাচ্ছে, চাকরি খুজতে কিংবা চাকরি পেতে, পড়ালেখা করতে বা ব্যবসা করতে।
আমরা বেশিরভাগই হুদাই Facebook ,youtube,tiktok এর ভিডিও দেখে MB, টাকা খরচ করি।
যদি এরকম হয় আপনি ফেইসবুক, ইউটিউব ব্যবহারের মাধ্যমে ইনকাম করা যেতো😊
যদি এমন হতো,ঘরে বসেই আমেরিকা,কানাডা, ফ্রান্সের বিভিন্ন দূরদূরান্তের প্রতিষ্ঠানের কাজ ওখানে না গিয়ে করা যেতো, ঘরে বসেই অনলাইনের সাহায্যে ছোট একটা ডিভাইস মোবাইল ফোন, ল্যাপটপ অথবা কম্পিউটার সাহায্যে ইন্টারন্যাশনাল - ন্যাশনাল প্লাটফর্মে থেকে বিভিন্ন মাধ্যমে কাজ করে ইনকাম করার নামই হচ্ছে - ফ্রিল্যান্সিং। আর যারা এই কাজের সাথে যুক্ত তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার।❤️



Local Market Place প্রথমত মার্কেটপ্লেস হলো একটা বাজার অথবা ক্রয় বিক্রয়ের স্থান,যেখানে বিক্রেতারা তাদের কাজ গুলো উপস্থাপন...
04/09/2023

Local Market Place

প্রথমত মার্কেটপ্লেস হলো একটা বাজার অথবা ক্রয় বিক্রয়ের স্থান,যেখানে বিক্রেতারা তাদের কাজ গুলো উপস্থাপন করেন এবং ক্রেতাদের থেকে ইনকাম করেন।

ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মূলত মার্কেট প্লেসেই হয়ে থাকে। এখানে ফ্রিল্যান্সাররা দুইভাবে কাজ পেয়ে থাকেন আর আউটসোর্সাররা দুইভাবে তাদের কাজ গুলো দিয়ে থাকেন এগুলো হলো (১)লোকাল মার্কেটপ্লেস(২)ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস।

লোকাল মার্কেট প্লেস মূলত একটি দেশের আভ্যন্তরীণ মার্কেট প্লেস। এখানে বায়ার আর ফ্রিল্যান্সার দুইজনই আন্তদেশীয় হয়ে থাকেন।
এই মার্কেটপ্লেস ইন্টারন্যাশনাল বায়ার আসেন না।

অর্থাৎ, লোকাল মার্কেটপ্লেস হচ্ছে এমন একটি সাইট যেখানে বিদেশি বায়ার নয় বরং নিজ দেশের বায়ারদের কাছে প্রোডাক্ট বিক্রয় করে আয় করা হয়।

বর্তমান প্রযুক্তির যুগে প্রায় সব কাজ প্রযুক্তি নির্ভর। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সব কাজ খুব সহজে নির্ভুলভাবে করা যায়। এর মাধ্যমে অল্প সময়ে অধিক কাজ করা সম্ভব হয়। ফলে আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো প্রযুক্তির মাধ্যমেই প্রায় সব কাজ করে থাকেন। এতে তারা তাদের সব কাজ দেশের দক্ষ দক্ষ মানুষ গুলো দিয়ে করিয়ে নেন। এতে ঘরে বসে যেকোনো কাজ করা সম্ভব হয়।।

দেশের অনেকগুলো মার্কেট প্লেসের মাধ্যমে তারা কাজগুলো দিয়ে থাকেন। যেমন বিভিন্ন ওয়বসাইট কিংবা অন্য কোনো সাইট থেকে মানুষ দেশের যেকোনো স্থান থেকে ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার কিংবা এড্রয়েড ফোন দিয়ে এই কাজ করতে পারে। মার্কেট প্লেসে বায়াররা তাদের কাজ দেয় আর ফ্রিল্যান্সাররা সেটা সম্পাদন করে থাকেন।

লোকাল মার্কেট প্লেসে কাজের ও নামের সাথে সামঞ্জস্যতা আছে।এখানে হালকা ও মাঝারি বা কম রেটের সব অর্ডার নিয়ে কাজ হয়ে থাকে।তবে স্কিল গ্রু আপ করার জন্য লোকাল মার্কেট প্লেস একদম পার্ফেক্ট স্থান।

দক্ষ ফ্রিল্যান্সাররা এসব মার্কেট প্লেসকে পেশা হিসেবে নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন এবং নতুন ফ্রিল্যান্সাররা সাধারণত লোকাল মার্কেট প্লেসে কাজ করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন। যা তাদের কাজ করার এবং অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ করে দেয়।

  কনটেন্ট নিয়ে কিছু কথা: যারা AI কনটেন্ট আপনার মূল্যবান সাইট এ ব্যবহার করছেন তারা এখন থেকেই সাবধান হোন। গুগল এই বিষয়টাকে...
14/08/2023

কনটেন্ট নিয়ে কিছু কথা:

যারা AI কনটেন্ট আপনার মূল্যবান সাইট এ ব্যবহার করছেন তারা এখন থেকেই সাবধান হোন। গুগল এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নিচ্ছে।

কেন গুগল এই বিষয়ে নজর দিলো ?

১) ফ্রি Ai টুলস গুলা থেকে যেই কনটেন্ট নিয়ে আপনি আপনার সাইট এ দিচ্ছেন সেইগুলা গুগল বুঝে হিডেন ওয়াটারমার্ক ও সেন্টেন্স এর গঠন দেখেই। আর ভুল ইনফো তো আছেই। পেইড গুলা থেকে নিলেও আপনার সেন্টেন্স গঠন ও irrelevant ও ভুল ইনফো থেকে বুঝে ফেলে যে এইটা AI জেনারেটেড কনটেন্ট।

২) ধুপ ধাপ কনটেন্ট দিচ্ছেন, গুগলও আপনার কনটেন্ট পেয়ে খুশি মনে ক্রল করে তারপর যেইটা হয় গুগল যখন বুঝতে পারে কনটেন্ট ইউসার ইনটেন্ট হয় নাই তখন গুগল রাগ করেই ডি-ইনডেক্স করে দিচ্ছে।

কেন গুগল এখন স্ট্রিক্ট জানেন ?

গুগল এর ক্রল বাজেট আছে সেইটা huge লস হচ্ছে তাই এখন সে AI কনটেন্ট বা হিউম্যান রিটেন কনটেন্ট ও যদি একটু ১৯/২০ পাচ্ছে সাথে সাথেই ব্যবস্থা নিচ্ছে।

এখন আপনারা হয়তো বলতে পারেন সব দিকে যেখানে AI কনটেন্ট এর জয়জয়কার সেখানে আপনি বিরোধিতা করছেন ? মোটেই বিরোধিতা করছি না, আমি আপনাদের যেইটা ফ্যাক্ট /রিয়ালিটি সেইটাই বলছি, আপনি AI ব্যবহার করেন যেমন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বা Youtube ভিডিও টাইটেল / ডেসক্রিপশন কিন্তু in the long run মেইন স্ট্রিমে (Website) AI content না ব্যবহার করাই ভালো।

আমি আমার রিসার্চ থেকে যা পেলাম ও বুঝলাম সেইটাই বললাম।

অনেকেই আমাকে প্রশ্ন করেন ফ্রিল্যান্সিং কি কঠিন কাজ ? আবার অনেকে প্রশ্ন করেন ফ্রিল্যান্সিং কি সহজ কাজ ?যারা প্রশ্ন করেন ফ...
13/08/2023

অনেকেই আমাকে প্রশ্ন করেন ফ্রিল্যান্সিং কি কঠিন কাজ ? আবার অনেকে প্রশ্ন করেন ফ্রিল্যান্সিং কি সহজ কাজ ?
যারা প্রশ্ন করেন ফ্রিল্যান্সিং কি কঠিন কাজ ? তাদের আমি বলব , হ্যা, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ ফ্রিল্যান্সিং । আর যারা প্রশ্ন করেন ফ্রিল্যান্সিং কি সহজ কাজ ? তাদের আমি বলব , হ্যা , পৃথিবীর সব চেয়ে সহজ কাজ ফ্রিল্যান্সিং ।
শুধু ফ্রিল্যান্সিং না , আপনি পৃথিবীর যেকোনো কাজকে সহজ মনে করলে সেটা আপনার কাছে সহজ মনে হবে আর কঠিন মনে করলে কঠিন মনে হবে ।
আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন , কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না , তাহলে কমেন্ট করুন ।

মুক্তপেশা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরনের কাজ করেন তাদের ব...
10/08/2023

মুক্তপেশা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরনের কাজ করেন তাদের বলা হয় "মুক্তপেশাজীবী" বা ফ্রিলেন্সার।
আধুনিক যুগে বেশিরভাগ মুক্তপেশার কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন।[১] এ পেশার মাধ্যমে অনেকে প্রচলিত চাকরি থেকে বেশি আয় করে থাকেন, তবে তা আপেক্ষিক। ইন্টারনেটভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে দেশি-বিদেশি হাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে।

ডিজিটাল মার্কেটিং হচ্ছে ফ্রিল্যান্সিং এর বড় একটি সেক্টর, যেটাকে অনলাইন ক্যারিয়ার হিসেবে মানুষ দেখতেছে। ডিজিটাল মার্কেট...
09/08/2023

ডিজিটাল মার্কেটিং হচ্ছে ফ্রিল্যান্সিং এর বড় একটি সেক্টর, যেটাকে অনলাইন ক্যারিয়ার হিসেবে মানুষ দেখতেছে। ডিজিটাল মার্কেটিং এমন ৯ ধরনের সিস্টেম আছে আর এই নয় ধরনের সিস্টেম নিয়েই ডিজিটাল মার্কেটিং গঠিত।

আপনি চাইলে আপনার ফ্রি সময়ে অথবা বোরিং সময়ে ভালো কিছু শিখতে পারেন এবং করতে পারেন।

দিন শেষে কি চিন্তা করেছেন?? 🤔
যে সময়টা অনলাইনে বিনোদনের জন্য খরচ করেন চাইলে সে সময়টাকে কাজে লাগিয়ে স্কিল ডেভেলপমেন্ট করে ঐ বিনোদন নেওয়া মাধ্যম গুলো ব্যবহার ভালো একটা ইনকাম করার অপর্চুনিটি তৈরি করা যায় ।

তাহলে
এখনই শুরু করুন ফ্রিল্যান্সিং এবং সুন্দর একটা জীবন গড়ুন।


ফ্রিল্যান্সিং নিয়ে ধোঁকাবাজির শেষ নেই⚠️ 🗣️সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলো:-★ ফ্রীতে শিখতে চ...
08/08/2023

ফ্রিল্যান্সিং নিয়ে ধোঁকাবাজির শেষ নেই⚠️

🗣️সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলো:-
★ ফ্রীতে শিখতে চাওয়া।
★ ফ্রীতে কোর্স করানোর কথা বলা।
★ ৯৯ টাকা বা ২০০ টাকায় ফুল কোর্স।
★ ১০০০ টাকায় আজীবন সাপোর্ট।
★ ইনকাম করে তারপর কোর্স ফী দেওয়া।
★ শুরু করলেই ইনকাম করা যায়।
★ সময় লাগে না। মাত্র ২ সপ্তাহ বা এক মাসে কোর্স শেষ করা।
★ ৩ মাসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়।

এরকম হলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনি একটা কথা চিন্তা করেন; ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চাচ্ছেন লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করতে চান মাত্র ২০০ টাকা। আপনি ২০০ টাকায় কি শিখবেন আর কি ইনকাম করবেন একটু ভাবুন তো.!

একটা ভালোমানের কোর্স করতে নাহলেও ৫-৬ মাস লাগে। তাহলেই আপনি প্রকৃত পক্ষে কিছু শিখতে পারবেন।

# তাই সঠিক জায়গায় ইনভেস্ট করুন, সঠিকটা শিখুন।
নিজের জন্য ইনভেস্ট করুন। নিজের প্রতি ইনভেস্ট করুন। মনে রাখবেন আজকের ইনভেস্ট ভবিষ্যতে হবে লক্ষ টাকা

# জীবনের সবথেকে মূল্যবান ইনভেস্ট হলো নিজের উপর ইনভেস্ট করা। 👈

তাই আজই নিজেকে গড়ে তুলুন।😌

☺️

ফ্রিল্যান্সিং নিয়ে বাঙালির কমন প্রশ্ন..? ১:- ভাই ফ্রিল্যান্সিং করে কত টাকা কামাইছেন..?২:- প্রতিদিন কি হাজার টাvকা উপরে ...
06/08/2023

ফ্রিল্যান্সিং নিয়ে বাঙালির কমন প্রশ্ন..?

১:- ভাই ফ্রিল্যান্সিং করে কত টাকা কামাইছেন..?
২:- প্রতিদিন কি হাজার টাvকা উপরে পান..?
৩:- ভাই আমি মাসে কত টাকা ইনকাম করতে পারব?
৪:- ভাই টাকা কি প্রতিদিন দিবে.?
৫:- ভাই আমাকে ফ্রি শিখাবেন?
৬:- আমি আগে কাজ করবো তারপর আপনার কোর্স ফ্রি দিবো..?
৭:- ভাই আমার কাছে কোর্সের টাকা নেই কিন্তু আপনি আমাকে শিখান আপনাকে আমি টাকা দিবো
৮:- অনেকে আছে কোর্স না করেই ফ্রিল্যান্সিং করতে চায়।

যারা এই প্রশ্ন গুলো করেন তাদের কে বলি
ফ্রিল্যান্সিং টাকে আপনার হাতের মোয়া ভাবেন ?

বুঝিনা ভাই আপনারা আগে কাজ সম্পর্কে জানেন না বুঝেন না আগেই আসেন ইনকামের প্রশ্ন করতে!
একটা প্রতিষ্ঠান হাজার হাজার টাকা দিয়ে টিচার রাখে কোর্স করানোর জন্য আর তারা আপনাকে ফ্রি শিখাবে .? বাঙালিরা সব কিছু ফ্রিতে পেতে চায়
যার জন্য দেশের এই অবস্থা!

কাজ করলে কাজ হয়,
কাজ করতে জানতে হয়,
জানলে কাজ সহজ হয়।
স্কিল ডেভলপমেন্ট করুন, কাজ এমনি পাবেন।
তখন ইনকাম, কাজ এসব নিয়ে আর প্রশ্ন করতে হবে না।
&SEO Expert


যারা মন থেকে কাজ শিখতে চান তারা আমাকে ইনবক্স করুন

Congratulation Our brand new RMO. Retail Marketing officer. Ms.Fahi Ahmedlমেম আপনার এই অর্জন টা দেখে মেম আমি অনেক বেশি আ...
05/08/2023

Congratulation Our brand new RMO. Retail Marketing officer. Ms.Fahi Ahmedl
মেম আপনার এই অর্জন টা দেখে মেম আমি অনেক বেশি আনন্দিত হলাম মেম।।আর মেম আপনাকে একজন সিনিয়র আপুর মত পেয়েছি মেম।আপনি সঠিক গাইডলাইন টাই করেন সব সময়। এবং কোন কিছু যদি সমস্যা হয় আমার। সাথে সাথে আপনাকে শেয়ার করলে আপনি সঠিক তথ্যটাই দেন মেম। আপনার জন্য অনেক শুভকামনা রইল মেম।।

দক্ষতা অর্জনের জন্য অনলাইন ভিত্তিক কাজযেমন ফ্রিল্যান্সিং,  ডিজিটাল মার্কেটিং, SEO etc. আজকে সবার হাতের কাছে।  চাইলেই আপন...
05/08/2023

দক্ষতা অর্জনের জন্য অনলাইন ভিত্তিক কাজ
যেমন ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, SEO etc. আজকে সবার হাতের কাছে। চাইলেই আপনি আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করতে পারেন। বর্তমান সমাজ চিন্তায় ছিলো কিভাবে যুবক ছেলে -মেয়েদের এই আধুনিক বিশ্বের অনলাইন কার্যক্রম এর মধ্যে আনা যায় কিন্তু আজকের বিশ্ব সবাইকে এমনিতেই সচেতন করে তুলেছে । যার প্রভাব সবচেয়ে বেশি পড়ে করোনার সময় ছেলে-মেয়ে ঘরে বসে না থেকে তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য অনলাইন ভিত্তিক কাজ এর সাথে নিজেকে জড়িয়েছে।
তাই এখনো যারা এই স্কিল ডেভেলপমেন্ট করিনি তারা দ্রুত করে ফেলুন নইলে আপনি পিছিয়ে পড়বেন ✅

Address

Fatickchree
Chittagong
4000

Telephone

+8801979489794

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Wahid Sadik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Wahid Sadik:

Share