Tv16- গণমানুষের প্রতিচ্ছবি

Tv16- গণমানুষের প্রতিচ্ছবি bangladesh base news channel.

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৩০ মে ২০২৪) পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ শেখ কামাল ব্রীজ পরিদর্শন করেন।
01/06/2024

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৩০ মে ২০২৪) পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ শেখ কামাল ব্রীজ পরিদর্শন করেন।

30/05/2024

আজ জমিয়তুল ফালাহ মসজিদে পবিত্র মাসিক শানে মোস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাহফিল

আজ ৩০ মে বৃহস্পতিবার বাদ মাগরিব হতে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে তাসাউফ ভিত্তিক নিয়মিত মাসিক পবিত্র শানে মোস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠিতব্য মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন যে ভদ্রলোক, সাধারণ পোশাকে খালি পায়ে, হাতে কমদামী ঘড়ি ও তিন টাকা দামের পেন নিয়ে, কী যেন ...
24/05/2024

দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন যে ভদ্রলোক, সাধারণ পোশাকে খালি পায়ে, হাতে কমদামী ঘড়ি ও তিন টাকা দামের পেন নিয়ে, কী যেন সব লিখে চলেছেন !!

আসুন, পরিচয় পর্বটা সেরে ফেলা যাক...

ইনি কর্ণাটক রাজ্যের মন্ডয়া-র একজন কৃতী সন্তান, নাম :-- শংকর গৌড়া। ডিগ্রী :-- এম.বি.বি.এস,,,, এম.ডি। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ডিগ্রী প্রাপ্ত।

নিজস্ব কোনো চেম্বার নেই। একটা অত্যাধুনিক চেম্বার বানাতে, কয়েক লাখ টাকা খরচ, এতো টাকা পাবেন কোথায়??

তাছাড়া, নিজের পৈত্রিক ২ কামরার ঘর থেকে বহু দূরে। পেশেন্ট আসবেন কী করে?? যাতায়াতের খরচই বা পাবেন কোথা থেকে??

প্রতিদিন সকাল ৮ টায় পৌঁছে যান, একটা ফাস্ট-ফুডের দোকানের রকে। সেখানে বসেই রোগী দেখা,, যতক্ষণ না রোগীর লাইন শেষ হয়। ওষুধও লেখেন সস্তা দামের সহজলভ্য !!
ওষুধে কাজ হয় কিনা,, সেটা লাইন দেখেই প্রমাণ পাওয়া যায় !!

ডাক্তার বাবুর ভিজিট কত জানেন??
হাসবেন না, প্লিজ...
৫ টাকা মাত্র। হ্যাঁ,, ঠিকই শুনেছেন,, ৫ টাকা !!

আজকের যুগে, যেখানে চিকিৎসার নামে, গরীবের পকেট লুটপাট করা হচ্ছে... যেখানে অসহায় রোগীর পরিবারকে পথের ভিখারী করে দেওয়া হচ্ছে,,
এই যুগে ডক্টর শংকর গৌড়া,, গরীবের কাছে ফেরেশতা স্বরূপ !!

এমন একজন মানুষের জন্যে মানবতা গর্বিত। আপনি দীর্ঘজীবি হন স্যার.....✊❤️

আর সেখানে বাংলাদেশে যা হচ্ছে তা সত্যিই আমাদের আশাহত করে। উপরওয়ালা আমাদের ও এই রকম মানব দরদী ডাক্তার আরো বেশী বেশী প্রেরণ করুন।

21/05/2024

নিজের স্বপ্নের রাজ্য যখন নিজেই রানী।
জন্মদিনে নিজেই নিজের ইচ্ছামত কেক কাটছে

সূফী মিজানুর রহমানের সুমধুর কন্ঠ | Tv16 |   #নাতে_রাসুল  #হাম  #নাত  #গজল  #সুফি_মিজান  #জামেয়া_আহমদিয়া
21/05/2024

সূফী মিজানুর রহমানের সুমধুর কন্ঠ | Tv16 | #নাতে_রাসুল #হাম #নাত #গজল #সুফি_মিজান #জামেয়া_আহমদিয়া

সূফী মিজানুর রহমানের সুমধুর কন্ঠ | Tv16 | #নাতে_রাসুল #হাম #নাত #গজল #সুফি_মিজান #জামেয়া_আহমদিয়া

21/05/2024

সূফী মিজানুর রহমানের সুমধুর কন্ঠ | Tv16 | #নাতে_রাসুল #হাম #নাত #গজল #সুফি_মিজান #জামেয়া_আহমদিয়া

20/05/2024

চট্টগ্রামে স্বর্ণ ছিনতাইয়ে পুলিশের এসআই গ্রেফতার

19/05/2024

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ডা এ এম জাকেরিয়া চৌধুরীর সন্তান আবু সেলিম চৌধুরী আজ সকাল ৭:৪৫ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ'তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর আসকার দিঘির দক্ষিণ পাড় শতদল ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।

বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে নগরীর লালখান বাজার এলাকার সামছি কলোনীর এই বাড়িতে রাখে! রাত দশটার দিকে পুলিশ অভিযা...
15/05/2024

বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে নগরীর লালখান বাজার এলাকার সামছি কলোনীর এই বাড়িতে রাখে! রাত দশটার দিকে পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত মোটরসাইকেল সহ এক যুবককে গ্রেফতার করে। অভিযানে অংশগ্রহণ করা জেলা পুলিশ ঘটনার বিস্তারিত পরে জানাবে বলেন। জানা যায়, ওই মোটরসাইকেলের মালিক সরকারি কলেজের এক অধ্যাপকের। তিনি জানান উদ্ধারকৃত মোটরসাইকেলটি তার গ্রামের বাড়ি হইতে চুরি হয়েছে।

14/05/2024

ডিমের ডজন ১৫৫ টাকা
দাম বৃদ্ধির কারন জানে না খুচরা দোকানদার!

06/05/2024

আকাশে বিজলী চমকানো ও ঝড়ো হাওয়া!

Address

Pirzada Md Mahram Hossain , CEO-Tv16, , Office: Room No. 06 , Bangabandhu Bhavan , Cheragi Pahar, Ctg
Chittagong
SADAR

Alerts

Be the first to know and let us send you an email when Tv16- গণমানুষের প্রতিচ্ছবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share