Bangladeshi Global Star News

Bangladeshi Global Star News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladeshi Global Star News, Video Creator, Chittagong.

23/04/2025

মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গোপনে নিজেই দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন জনপ্রিয় লেখক আমিনুল ইসলাম

23/04/2025

৭ মাসে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর যত অর্জন

#আশিকচৌধুরী

22/04/2025

৭ মাসে বিডা চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরীর যত কৃতিত্ব | Ashik Chowdhury's achievements in 7 monthsবাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিড.....

আমাদের দেশের ৮ জন গর্বিত সন্তান। যারা বিশ্বমঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। ১. বাংলাদেশি আট গ্লোবাল স্টারের মধ্যে এক ন...
20/04/2025

আমাদের দেশের ৮ জন গর্বিত সন্তান। যারা বিশ্বমঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে।

১. বাংলাদেশি আট গ্লোবাল স্টারের মধ্যে এক নম্বরে যার নাম আসবে তিনি হচ্ছে ডক্টর মুহাম্মদ ইউনূস। ডক্টর মুহাম্মদ ইউনূসকে চেনে না বিশ্বের এমন শিক্ষিত মানুষ খুব কমই আছেন। তিনিই প্রথম এবং একমাত্র বাংলাদেশি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন।

ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিশ্বে মাইক্রোক্রেডিট ধারণার জনক। বাংলাদেশি হয়ে সারা বিশ্বের দরিদ্র মানুষকে দেখিয়েছেন আশার আলো। আমাদের দেশের মানুষ তাকে সেই সম্মান দিয়েছেন । বাংলাদেশের সরকার প্রধান করেছেন।

২. দ্বিতীয় নম্বরে যার নাম আসবে তিনি হচ্ছেন আশিক চৌধুরী। তিনি একজন বিনিয়োগ বিশেষজ্ঞ । বর্তমান বাংলাদেশের বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। বলা যায় আশিক চৌধুরী বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার। ইউরোপ আমেরিকায় কোটি টাকার বেতনের চাকরি ছেড়ে দেশের সেবায় ডক্টর মুহাম্মদ ইউনূসের ডাকে চলে এসেছেন। এখন তিনি বাংলাদেশে বিনিয়োগ উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন, বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন। আশিক চৌধুরী একজন পাইলটও। অর্জন করেছেন স্কাইডাইভারের সার্টিফিকেটও। এর মধ্যে প্রায় বেয়াল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে করেন নেন নিজের নাম।

৩. তৃতীয় নম্বরে যার নাম আসবে তিনি হচ্ছেন জাহিদ সবুর। গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। গুগলের মূল প্রযুক্তি কাঠামোতে দীর্ঘদিন কাজ করছেন এই বাংলাদেশি প্রতিভাবান। বিশ্বের অন্যতম এই টেক জায়ান্টে তার অবদান অনন্য।

৪. চতুর্থ নম্বরে আছেন হামজা চৌধুরী। হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলার। Leicester City ও England ইউ টুয়েন্টি ওয়ান দলের হয়ে খেলা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। ফুটবলের মাধ্যমে বাংলাদেশি পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। আমরা আশা করতেই পারি, ভবিষ্যতে মেসি নেইমার এবং রোনালদোর মতো খেলোয়াড়দের মতো দুনিয়াতে আলো ছড়াবেন তিনি।

৫. পঞ্চম নম্বরে আছেন রাহাত আহমেদ। রাহাত আহমেদ হচ্ছেন Anchorless bangladesh কো-ফাউন্ডার এবং সিইও। এটি নিউইয়র্কভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম। যারা বাংলাদেশের স্টার্টআপে বিনিয়োগ করে বদলে দিচ্ছেন অর্থনৈতিক ভবিষ্যৎ।

৬. এর পরে আছেন তানভীর হক । তানভীর হক স্ন্যাপচ্যাট এর প্রোডাক্ট ম্যানেজার। স্ন্যাপচ্যাট এর গুরুত্বপূর্ণ ফিচার ডেভেলপমেন্টে কাজ করেছেন, একজন উদীয়মান টেক লিডার হিসেবে।

৭. সপ্তম নম্বরে আছেন রুমি আলী। তিনি আমেরিকার বিশ্বখ্যাত ব্যাংক জেপি মোরগানের এর সাবেক ম্যানেজিং ডিরেক্টর। জেপি মোরগান ছাড়াও আইএফসিতে কাজ করেছেন উচ্চপদে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক আর্থিক দুনিয়ায়। বর্তমানে তিনি এবি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

৮. আর অষ্টম নম্বরে সালমান খান । তিনি জনপ্রিয় খান একাডেমি এর প্রতিষ্ঠাতা। সালমান খান এমআইটি এবং হার্ভাড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই শিক্ষক বিশ্বব্যাপী শিক্ষার সংজ্ঞাই পাল্টে দিয়েছেন। আজ খান একাডেমিতে লাখো শিক্ষার্থী ফ্রিতে পড়াশোনা করছেন।

16/04/2025

বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরছে যে ৮ বাংলাদেশি গ্লোবাল স্টার | 8 Bangladeshi Global Star

Address

Chittagong
4000

Telephone

+8801648016166

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi Global Star News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share