মায়াবী অনুভুতি

মায়াবী অনুভুতি Love Me, Like Me, Follow Me, With Like Comments And Share My Post.

15/10/2025

মানুষ আপন সাজে তবে কেউ আপন হয় না

15/10/2025

তুমি দুনিয়ার সবই বুঝলা শুধু আমার ভালোবাসা আর দুঃখটা বুঝলা না 🥹

14/10/2025
11/10/2025
11/10/2025
20/09/2024

সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার ঘাঁটি...!!!

বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দেয়া হচ্ছে, এ কথা শুনে আসছি , (১৯৯০-৯১) তখন থেকে কিংবা আরো আগে থেকে। সাম্প্রতিককালে এই শোরগোল আবার চাউর হয়েছে। এ-প্রসঙ্গে আমাদের কিছু বিষয় জানা থাকা দরকার।

বিশ্বে ৮০টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৫০টি সামরিক ঘাটি আছে। এসব ঘাঁটির জন্য যতটুকু এলাকা প্রয়োজন তা হচ্ছে: কমপক্ষে ৪০,০০০ হেক্টর জমি। বর্হিবিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৬,০০০ হেক্টর জমির সামরিক ঘাঁটিও আছে। উক্ত ঘাঁটিসমূহে ১০ থেকে ৪০,০০০ সৈন্য থাকে। একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর থাকে যার রানওয়ের দৈর্ঘ্য হবে কমপক্ষে ১০,০০০ ফুট যেন সি-১৩০ হারকিউলিস বিমান ফুল লোড হয়ে নামতে পারে। সি-১৩০ হারকিউলিস বিমান ফুল লোড হয়ে যখন নামে তখন এর ওজন থাকে ১,৫৫,০০০ পাউন্ড।

আমরা সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে আলোচনা করি : দ্বীপটির আয়তন ছেঁড়াদ্বীপ ও অন্যান্য চর সহ ৪.৩ বর্গকিলোমিটার অর্থাৎ ৪৩০০ হেক্টর (প্রয়োজন কমপক্ষে ৪০,০০০ হেক্টর)। দ্বীপটির মৃত্তিকা বিশ্লেষণ করলে দেখা যায় যে, এর উপরিভাগে বালু থাকলেও অনধিক ৩ ফুট নিচেই মূলত প্রবাল ও শৈবাল স্তর। এ-কারণে ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব নিয়েই ভূতাত্ত্বিকরা শংকিত। এমন দুর্বল ভূমিতে কিভাবে সি-১৩০ হারকিউলিস বিমান ১,৫৫,০০০ পাউন্ড ফুল লোড হয়ে ওঠানামা করবে? এই আয়তনের দ্বীপে কিভাবে ১০-৪০০০০ সৈন্য থাকবে তাদের অফিস, আবাসন, অস্ত্রাগার , মিসাইল লঞ্চার ও অন্তত ২ ডজন যুদ্ধ বিমান নিয়ে?

উপরন্তু এর মহীসোপানের গভীরতা এত কম যে এখানে ডেস্ট্রোয়ারের মতো বড়ো যুদ্ধজাহাজ দূরের কথা ফ্রিগেটও ভিড়তে পারবে না।

যা বলছেন তা কতটা সঠিক তথ্যভিত্তিক তা জেনে বলাই ভালো।

অযথা দলীয় স্বার্থে কেউ দেশের সাধারণ মানুষকে হয়রানি করবেন না।

সংগ্রহীত
(c)

16/09/2024

বিএনপি সমর্থকরা চায় সরকার দ্রুত নির্বাচন দিয়ে ছাত্ররা ক্লাসরুমে, অন্যরা যার যার এনজিওতে, কিংবা অবসরপ্রাপ্তরা নিজেদের গ্রামের বাড়িতে ফিরে যাক। কারণ রাষ্ট্র পরিচালনা তাদের কাজ না। তারা "পারবে না।"

১৯৯১ সালে নির্বাচন দিয়ে নিজের জায়গায় তো বিচারপতি শাহাবুদ্দিনও ফিরে গেছিলেন। পাঁচ বছরও লাগে নাই রাজনৈতিক দলগুলোর ফাকাপ করতে।
আবার সংবিধান সংশোধন কর, একবছরে দুইবার নির্বাচন দাও। তারও দশ বছর পর আবার ফাকাপ। ফলশ্রুতিতে ১/১১।
তারা খুব পেরেছেন।

আমাদের দীর্ঘ/চিরস্থায়ী পরিবর্তন দরকার। রাজনৈতিক দলগুলোর উচিত ইনটেরিম সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা, যেন সরকার "পারে"। এর বিকল্প হল ১৫ বছর দৌড়ের ওপর থাকা, গুম খুনের শিকার হওয়া। সাধারণের জন্য সেটা আরও ভয়ংকর, যেটা জুলাই আগস্টে দেখা গেল। দেখা যাবে সামনেও, মূলত অর্থনৈতিক সংগ্রাম আকারে।

আওয়ামী লীগ জাহাজে একটা ফুটা করে দিয়ে পালিয়েছে। এই ডুবন্ত জাহাজের ক্যাপ্টেন হতে চাইবে শুধু বোকারা। কিংবা ডেসপারেট কোন নাবিক, যার যাবার অন্য কোন জায়গা নাই।

বিএনপির উচিত কৃতজ্ঞ থাকা, কেউ এই ফুটা মেরামত করার চেষ্টা করছে। যতটুকু সফল হবে, বিএনপি সরকার গঠন করলে তার স্ট্রাগল ততটুকু কমে যাবে।

পরিবর্তন অনিশ্চিত, কিন্তু কেউ সিরিয়াসলি চেষ্টা করছে, এটা দেখতেও ভাল লাগছে। এই চেষ্টাটাই শহীদদের রক্তের দায়!

আসলেই ত
11/09/2024

আসলেই ত

ভারতের চিকেন নেকের কাছে ঠাকুরগাঁও বিমানবন্দর হওয়াতে এই ঠাকুরগাঁও বিমানবন্দর সংস্কারে অদৃশ্য বাধাঁ। আপনারা যারা এই পোস্টটি দেখবেন তাদের কাছে অনুরোধ অন্তত সবাই একটি করে পোস্ট করুন তাহলে এটা ছড়িয়ে যাবে সবার চোখে পড়বে।

এই অদৃশ্য বাধাটি কি, জানেন? এখানে যদি বিমানবন্দর হয়, Run Way হয় ভবিষ্যতে কোন এক কারণে যদি ভারত বাংলাদেশ দ্বন্দ্ব হয় তাহলে এখান থেকে যুদ্ধবিমান ভারতের শিলিগুড়ি কলিডোরে পৌঁছাতে তিন থেকে চার মিনিট সময় লাগবে। যার কারণে এখানে বিমানবন্দর বা বিমান ঘাঁটি বসাতে ভারতের বাধাঁ।

Address

Chittagong

Telephone

+8801323241277

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়াবী অনুভুতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মায়াবী অনুভুতি:

Share

Category