Jahid-Js

Jahid-Js Subscribe to my YouTube channel

https://www.youtube.com/-js35

14/07/2025

তুমি যদি জু'লুম দেখেও চুপ থাকো তাহলে তুমি জু'লুমের অংশীদার!

Ahmadullah 💥💥
11/07/2025

Ahmadullah 💥💥

জালিমের কখনো উন্নতি হয় না এটা মনে রাখতে হবে ফেরাউন ও বহু চেষ্টা করছিল পুরা দুনিয়ার শাসন ক্ষমতা তার হাতে নেওয়ার জন্য ক...
11/07/2025

জালিমের কখনো উন্নতি হয় না এটা মনে রাখতে হবে ফেরাউন ও বহু চেষ্টা করছিল পুরা দুনিয়ার শাসন ক্ষমতা তার হাতে নেওয়ার জন্য কিন্তু ফেরাউনের শেষ পরিণতি এখন বর্তমান দুনিয়ার সব মানুষের সামনে উন্মুক্ত
ক্ষমতা চিরস্থায়ী নয় জনসাধারণ নেতা কে ক্ষমতায় বসায় ভালোর জন্য কিন্তু সেই নেতা জনগণের উপরেই এক সময় হত্যাকাণ্ডের মতো ভয়াবহতা উপহার দেয়

বিশেষ করে এই বাংলাদেশে উৎশৃংখল রাজনীতি থেকে দূরে থাকাই মানুষের কল্যাণকর




Jahid-Js

10/07/2025

প্রথম আলোর সম্পাদক সহ তিন জনের নামে মামলা
আলহামদুলিল্লাহ
আরো ভালো কিছু হোক

ছেলেটার নাম হীরা, ও আমার বন্ধু, সহযোদ্ধা। সত্যিকার অর্থেই এদেশের এক হীরার টুকরা সন্তান সে।আন্দোলনের শুরু থেকে সাইন্সল্যা...
08/07/2025

ছেলেটার নাম হীরা, ও আমার বন্ধু, সহযোদ্ধা। সত্যিকার অর্থেই এদেশের এক হীরার টুকরা সন্তান সে।

আন্দোলনের শুরু থেকে সাইন্সল্যাব, পুরান ঢাকা, ঢাবি জোনে অবিশ্বাস্য সাহসিকতার পরিচয় দিয়েছিলো।

হীরার সাথে একসাথে বিপ্লবে যাওয়া হয় ৫ আগষ্টে, সেদিন এক প্রকার মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়েছিলো হিরা এবং আমার আরেকজন বন্ধু।

ঘটনা ৫ আগস্ট সকালের দিকে, লুকিয়ে বেড়িবাঁধ হয়ে, পলাশীর দিকে আগাচ্ছিলাম, উদ্দেশ্য ছিলো শাহবাগে যাবো! এর মাঝে পলাশীর মোড়ে আমার রিকশা পড়ে যায় ১০০-১৫০ অস্ত্রশস্ত্র সজ্জিত পুলিশের সামনে, খুনে চোখে পুলিশ যখন আমার দিকে তাকিয়েছে, ঠিক সেসময় হীরা এবং আরেকজন আমাকে টেনে নিয়ে এক বাড়ির চিপায় লুকিয়ে যাই আমরা, পুরান ঢাকার ছেলে হওয়ায় ওখানকার প্রতিটি গলি ছিলো ওদের চেনা, সেদিন ওরা আমাকে বাঁচিয়ে শাহবাগ না নিয়ে গেলে বেঁচে ফিরতে পারতাম কিনা তা জানিনা!!

বিপ্লবের যে তেজ আর স্পৃহা আমি হীরার মাঝে দেখেছি তা আমাকে প্রচন্ড সাহস যুগিয়েছিলো। আন্দোলন শেষে হীরা'রা ঘরে ফিরে গেছে, নিজে আহত হয়েও কোনো ক্রেডিট চায়নি, কোনো স্টেক চায়নি, নিরবে দেশের জন্য বিলিয়ে দিয়ে আবার নিজের কাজে ফিরে গেছে।

হীরাদের জন্য কিছু করার নেই, তবে আছে সশ্রদ্ধ সালাম ও ভালোবাসা, খোদা এই দেশপ্রেমিকদের ভালো রাখুন।

(ছবিটা সাইন্সল্যাবের এদিকটায় তোলা, খুব সম্ভবত ২-৩ আগষ্ট)


Jahid-Js



05/07/2025

৫ বছরের বেশি বন্ধুত্ব আছে এমন একটা বন্ধু দেখান!
👬

আসিফ মাহমুদ গুম থাকা অবস্থায় তার খোঁজ চেয়ে তার বাবা সংবাদ সম্মেলন করেন। পাশে ক্রন্দনরত হাসনাত, এর পাশে চিন্তিত নাহিদ আর ...
03/07/2025

আসিফ মাহমুদ গুম থাকা অবস্থায়
তার খোঁজ চেয়ে তার বাবা সংবাদ সম্মেলন করেন।
পাশে ক্রন্দনরত হাসনাত,
এর পাশে চিন্তিত নাহিদ আর সার্জিস।

এই ছেলেগুলো কি ভাবতো ঐ সময়
আল্লাহই ভালো জানেন।
কিন্তু এরা সবার হয়ে সামনে বুক পেতে দিয়েছিল।

ওরা সফল হলে সফলতা সবার,
কিন্তু ব্যর্থ হলে ওদের জন্য দড়ি অনিবার্য ছিল।
ওদের অন্তত ফিরে যাওয়ার জায়গা ছিল না।

ওরা মানুষ তাই হয়তো কারো দৃষ্টিতে
কিছুটা বদলে গিয়েছে,
ভবিষ্যতে হয়তো আরো বদলে যাবে,
হয়তো ভুল করছে, ভুল করবে, ভুল বলবে।
তাই বলে তাদের ভুলে গেলে হবেনা।
আপনি তাদের নিয়ে ট্রল করতে পারেন,
কিন্তু,
আপনি নিজের ভেতর থেকে নিশ্চিতভাবেই জানেন
তাদের সাহসিকতার উপরই দাঁড়িয়ে আছে
আজকের বাংলাদেশ।

তাই
তাদের সেসময়ের অসম্ভব সাহসী মুহূর্তগুলোর জন্য
বাংলাদেশের একজন নাগরিক হিসেবে
তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা অবিরাম।





#হাসনাত

30/06/2025

বাংলাদেশে কোন অঞ্চলের মানুষ অ'তি'থি আপ্যায়ন বেশি করে
🤍

28/06/2025

হাসিনার পতন না হলে কোন কোন টিভি চ্যানেল জুলাইকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য সাহসিকতার পুরস্কার পেতেন?

24/06/2025

যু দ্ধ বিরতি ভেঙে
ই স রা য়ে লে হা ম লা করেছে ই রা ন

23/06/2025

কাতারে অবস্থিত আ মে রি কান সে না ঘাঁ টিতে এইমাত্র ই রা নের ক্ষে প ণা স্ত্র হা ম লা আ মেরি কান ঘাঁটি থেকেও জবাব দিচ্ছে।
প্রবাসী বাংলাদেশীসহ আল্লাহ্ সবাইকে হেফাজতে রাখুন।

23/06/2025

ই স রা য়ে লে র ১৩০টি ড্রো ন গুঁড়িয়ে দিয়েছে
ই রা ন

Address

Patenga

Telephone

+966505492152

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahid-Js posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share