
04/09/2025
সাবেক ছাত্রলীগ নেতা এস এম ফরহাদ হোসেন। ২০২৪ সালে ১৪ই জুলাই তার মত কিছু ছেলেপেলে একযোগে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে আওয়ামী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে রাস্তায় নেমে আসে। ছাত্রলীগের মনোবল ভাঙ্গার ক্ষেত্রে এসব ছেলেদের গুরুত্বপূর্ণ অবদান আছে।
শিবিরের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের সাথে তার নাম মিল থাকার কারণে এই ছেলের পূর্বের ছাত্রলীগ পরিচয়কে জড়িয়ে অনেক নোংরা রাজনীতি হয়েছে। অথচ জুলাই আন্দোলনের শুরুতেই ওর মত ছেলেরা নিজ দলের সাথে বিদ্রোহ করে ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিল। তখন কেউ জানত না আওয়ামী লীগের পতন হবে কিনা। তাদের সেই দুঃসাহসী কাজের 'প্রতিদান' হিসেবে জুলাই বিপ্লবের পরে এখন তাদেরকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে।
এই ছবিটা ১৬ই জুলাইয়ের।
এরকম ছেলেরা আমাদের থেকে বেটার আচরণ ডিজার্ভ করে। এরা আমাদের জুলাই বিপ্লবের আংসাং হিরো।
কপি পোস্ট -আহমাদ মুসাফফা বুয়েট এলাম্নাই