29/08/2023
★আমি কি App ব্যবহার করে ছবি এডিট করিঃ
★শুধু ফটোগ্রাফি নয়, এডিটিং ও ছবির জন্য বেশ গুরুত্বপূর্ণ।
আলো কম বেশি হলে সেটার সাপেক্ষে ছবির বিনা এডিটেড ছবি বা RAW ছবির রং এ তারতম্য চলে আসে।
কমলা রং কে লাল দেখায়, ম্যাজেন্টা রং কে মেরুন দেখায়।
রোদে ছবি তুললে ছবি হলদেটে হয়ে যায়। সন্ধ্যায় ছবি তুললে নীলচে ভাব বেশি চলে আসে।
আবার দেখা যায় ছবিকে আরেকটু সুন্দর, দৃষ্টিনন্দন করে তুলতে এডিটিং এর দরকার হয়ই।
★আমি এডিটিং এর জন্য তিন-চার রকমের App ব্যবহার করি। এবং সাধারণ ছবি চার-পাঁচটা ধাপে এডিট করি। প্রথমেই এত জটিলতায় যাব না। আজকে শুধু বেসিক আলোচনা করবো, যারা এডিটিং একদম শুরু করতে যাচ্ছেন তাদের জন্য।
★Editing Apps:
★সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি এডিটিং সফটওয়্যার যেটা আপনারা যেকোন ফোনে ব্যবহার করতে পারবেন সেটা হল Snapseed (search on Google Playstore)
★যারা একটু বেশি প্রফেশনাল এডিটিং চান বা স্পেশালি যারা RAW ছবি নিয়ে কাজ করতে চান, তারা ব্যবহার করতে পারেন Lightroom (search on Google Playstore)
এগুলো একদম বেসিক, এবং একদম সহজে ব্যবহার করার মত সফটওয়্যার।
★আমি এর সাথে এক্সট্রা এডিশন হিসেবে Quick shot App এর Pro Version ব্যবহার করি। Google Playstore থেকে সাবসক্রাইব করতে পারবেন। ক্রেডিট কার্ডের মাধ্যমে মাসে ৫০০ টাকা দিতে হবে সাবস্ক্রিপশন ফি।
আপনি বাৎসরিক সাবস্ক্রিপশন ও কিনতে পারেন। এটা আপনার প্রিফারেন্স।
★এর সাথে আরেকটা App অকেশনালি ব্যবহার করি সেটা হচ্ছে Photo Editor
এটা সাধরণত ছবি কোলাজ করার জন্য বা ফ্রেম করার জন্য ব্যবহার করি। এত বেশি গুরুত্বপূর্ণ না।
মনে রাখবেন ছবি যত পরিষ্কার, যত বেশি ডিটেইলস থাকবে এডিটিং করে সেটাকে আপনি তত বেশি সুন্দর বানাতে পারবেন।
এডিটিং মানেই এটা না যে একটা ব্লার, ঘোলা, অন্ধকার, মানে এক কথায় বাজে ছবিকে সুন্দর করে ফেলা যায়।
এডিটিং একটা অলঙ্কারের মত।
এটা সৌন্দর্য বাড়ায়। কিন্তু সৌন্দর্য টা ছবিতে আগেই থাকতে হবে। নাহলে কাজ হবেনা!
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন 💜🍁