Turna

Turna Turna Chakraborty is ready to give you full computer skill and freelancing service

29/08/2023

★আমি কি App ব্যবহার করে ছবি এডিট করিঃ

★শুধু ফটোগ্রাফি নয়, এডিটিং ও ছবির জন্য বেশ গুরুত্বপূর্ণ।
আলো কম বেশি হলে সেটার সাপেক্ষে ছবির বিনা এডিটেড ছবি বা RAW ছবির রং এ তারতম্য চলে আসে।
কমলা রং কে লাল দেখায়, ম্যাজেন্টা রং কে মেরুন দেখায়।
রোদে ছবি তুললে ছবি হলদেটে হয়ে যায়। সন্ধ্যায় ছবি তুললে নীলচে ভাব বেশি চলে আসে।

আবার দেখা যায় ছবিকে আরেকটু সুন্দর, দৃষ্টিনন্দন করে তুলতে এডিটিং এর দরকার হয়ই।

★আমি এডিটিং এর জন্য তিন-চার রকমের App ব্যবহার করি। এবং সাধারণ ছবি চার-পাঁচটা ধাপে এডিট করি। প্রথমেই এত জটিলতায় যাব না। আজকে শুধু বেসিক আলোচনা করবো, যারা এডিটিং একদম শুরু করতে যাচ্ছেন তাদের জন্য।

★Editing Apps:

★সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি এডিটিং সফটওয়্যার যেটা আপনারা যেকোন ফোনে ব্যবহার করতে পারবেন সেটা হল Snapseed (search on Google Playstore)

★যারা একটু বেশি প্রফেশনাল এডিটিং চান বা স্পেশালি যারা RAW ছবি নিয়ে কাজ করতে চান, তারা ব্যবহার করতে পারেন Lightroom (search on Google Playstore)

এগুলো একদম বেসিক, এবং একদম সহজে ব্যবহার করার মত সফটওয়্যার।

★আমি এর সাথে এক্সট্রা এডিশন হিসেবে Quick shot App এর Pro Version ব্যবহার করি। Google Playstore থেকে সাবসক্রাইব করতে পারবেন। ক্রেডিট কার্ডের মাধ্যমে মাসে ৫০০ টাকা দিতে হবে সাবস্ক্রিপশন ফি।
আপনি বাৎসরিক সাবস্ক্রিপশন ও কিনতে পারেন। এটা আপনার প্রিফারেন্স।

★এর সাথে আরেকটা App অকেশনালি ব্যবহার করি সেটা হচ্ছে Photo Editor
এটা সাধরণত ছবি কোলাজ করার জন্য বা ফ্রেম করার জন্য ব্যবহার করি। এত বেশি গুরুত্বপূর্ণ না।

মনে রাখবেন ছবি যত পরিষ্কার, যত বেশি ডিটেইলস থাকবে এডিটিং করে সেটাকে আপনি তত বেশি সুন্দর বানাতে পারবেন।

এডিটিং মানেই এটা না যে একটা ব্লার, ঘোলা, অন্ধকার, মানে এক কথায় বাজে ছবিকে সুন্দর করে ফেলা যায়।

এডিটিং একটা অলঙ্কারের মত।
এটা সৌন্দর্য বাড়ায়। কিন্তু সৌন্দর্য টা ছবিতে আগেই থাকতে হবে। নাহলে কাজ হবেনা!

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন 💜🍁

21/04/2023

ভালো মানুষেরা ভীতু হয়। 🌻

ভিডিও সংগৃহীত

12/04/2023
09/04/2023

🍃Be kind to yourself. Be gentle with yourself. you're doing the best you can.
প্রতিদিন জিততে হবে ,প্রতিদিন সফল হতে হবে,প্রতিদিন সব পেতে হবে-এমনটা' হতে নেই।আজ-ই যদি সব পেয়ে যান তাহলে আগামী ভোরে উঠবেন কিসের আশায়।
🍂মাঝে মাঝে হেরে ফিরুন, ঘরে ফিরুন, ক্লান্তি নামুক চোখের পাতায়, দিন বিচ্ছিরি রকম খারাপ যাক, যা ভেবে বের হয়েছিলেন ঘর থেকে সব ভেস্তে যাক।
সবার আসে এমন দিন, আসুক- এমন দিন ছাড়া সে আবার কিসের জীবন! 🌸💐

08/04/2023

মানুষ খুবই স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুদ কারণে সে ভালবাসে শিকল পরে থাকতে। 💕
______হুমায়ুন আহমেদ

05/04/2023

You don't need to solve all the world's problems, some is more than enough.

04/04/2023

যখন রোদের দেশে নেমে আসে মেঘ,
বিঁধে থাকে আলপিন হৃদয়ে আধেক,
তখনও তাহার নামে পাখির পাখায়,
অগোচরে এক আকাশ বেদনা মাখায়,
তারপর মেঘ ভাসে ভেজা ক্যানভাসে,
সে এসে বসুক পাশে বেদনার কাছে।

সে এসে বসুক পাশে,
যেভাবে অসুখ আসে,
তারপর হয়ে যাক, যন্ত্রণা অনায়াসে।
তবুও আসুক সে,
জানুক, প্রিয়তম অসুখ সে!

~ সাদাত হোসাইন

02/04/2023

ভালোবেসে কি হয়, কি হয় না, কি করে,কি করে না, ভালোবাসার প্রথম দিকে কি থাকে,পরের দিকে কি হয়- এইসব গবেষণা আমার কাছে মনে হয় একদম ই বৃথা,হুদা-ই টাইম লস।

বরং আমি মেয়েদের বলব- ভালোমত পড়াশোনা করো,বেসিক রেজাল্ট বজায় রাখো সেটা যত প্রতিকূলতা-ই থাকুক।
বেসরকারি তে পড়ার সাপোর্ট না থাকলে সরকারি তে পড়ো।(আমার ভার্সিটি লাইফে আমার ফ্যামিলি মাসে তিন হাজার করে টাকা দিত সর্ব সাকুল্যে ,আমি সেটা দিয়ে খাইতাম,টিউশন করে পড়ালেখা করতাম)

যখন যেইখানে যেই স্কিল শেখার সুযোগ পাও, সেটা শিখে ফেলো।হতে পারে রান্নাবান্না ,বেকিং,গ্রাফিক ডিজাইন,ওয়েব ডেভেলপমেন্ট ,ফটোগ্রাফি,ভিডিও মেকিং কিংবা যেকোন কিছু- যেটার বাজার মূল্য আছে।

মানি ম্যানেজমেন্ট শেখো,কমিউনিকেশন স্কিল বিল্ডাপ করো, নিজের একটা আলাদা চার্ম, আইডেন্টিটি ক্রিয়েট করো।

বই পড়ার অভ্যাস গড়ো,গাছ লাগাও,কুকুর-বিড়াল পোষো, নিজের আলাদা জগত গড়ো,ভাল কিছু বন্ধু বানাও।

আমারে অনেক মানুষ খারাপ চোখে দেখে ,আমি 'টাকা''পারসোনাল আইডেন্টিটি' রে এতো ভ্যালু দেই কেন।

কিন্তু এই দুনিয়াতে তোমার হাতে টাকা থাকলে তোমার জামাই,ভালোবাসা ,প্রেম আজকে চলে গেলে কালকে কষ্ট লাগবে ঠিকই-কিন্তু এটলিস্ট 'মন টা খারাপ,যাই একটু ঘুরে আসি' বলে তোমার মন মত জায়গায় ঘুরতে যেতে পারবা একাই,খাইতে পারবা একাই ।

ব্যাডা মাইনষের দুক্ষে ঘরে বসে কান্দার চেয়ে প্যারিসে আইফেল টাওয়ার এর সামনে কান্দা-টা একটু বেটার -আই থিংক।

আমি এটা একাপেরিয়েন্স করে দেখসি। ঢাকায় বসে 'এঞ্জাইটি এ/ট্যাকে' ভোগার চেয়ে মানালি বসে 'এঞ্জাইটি এ/ট্যাকে ভোগা টা একটু উপভোগ্য।

এই পৃথিবীতে কোন কিছু ধ্রুবক না। তোমার লাইফে কোন কিছু সারাজীবন থাকার গ্যারান্টি নাই।

তাই বেটার হয়, নিজের খারাপ দিন গুলাতে যেন তুমি মানসিক এবং আর্থিকভাবে 'Rich sad people' হও সেই বন্দোবস্ত করা।

©সংগৃহীত

🍂🌿 আমাদের সাধারণ থাকার অভ্যাস গড়তে হবে। নিজেদের সন্তানদের অল্পতে তুষ্ট থাকার পুরোনো গল্পগুলো শোনাবো, জানাবো, শেখাবো । স...
19/03/2023

🍂🌿 আমাদের সাধারণ থাকার অভ্যাস গড়তে হবে। নিজেদের সন্তানদের অল্পতে তুষ্ট থাকার পুরোনো গল্পগুলো শোনাবো, জানাবো, শেখাবো ।

সন্তানদের ভালো কিছু উপলব্ধী বাড়াতে আমাদেরই সযত্নে সাহায্য করতে হবে। তা না হলে সুস্হ সমাজ তৈরী সম্ভব নয় তো !

একক ভাবে পরিবারে ভালোবাসা,মায়া, সমঝোতা তৈরী করতে হবে। পুরো বিশ্বের এক অস্থিরতা আমাদের চারপাশ ঘিরে ধরেছে । কেমন যেন অস্হির প্রতিযোগীতায় দৌড়াচ্ছি সবাই। এই দৌড়টা আসলে ভেঙে দিচ্ছে সমাজ সংসারকে।
এমব অবস্থায় মানুষকে স্হির হতে হবেই। যে উপলব্ধীতে, অনুধাবনে সঠিক হতে চায়, তাঁর তো ভালো কিছু শোনার আশায়, দেখার আশায় মন অস্হির হয়ে আছে।

⏳সময়ের কাছে শিক্ষা চাই,
অভিজ্ঞতায় নিজেদের ভুলগুলোকে ঠিক করতে চাই,
একেবারে নির্ভুল না হতে পারি,কিন্তু ভুল যেন আর না হয় সে চেষ্টা করতে হবেই। অনাকাঙ্ক্ষিত কোনও বেদনা আর চাই না। ভালো অনেক কিছুই হচ্ছে সমাজে,সেদিকে তাকাই, শুধু সমালোচনার ঝড় না তুলে ভালো দিকগুলোকে নিয়ে আগাই! সময় এগিয়ে যাক সময়ের গতিতে।

বিশ্বাস করি ভালো করলে ভালো হয়, ভালো হতে শিখি। আমি শিখলে শিখে যায় পাশের দশ জন।
শিখে যায় সন্তানরা যা একান্ত কাম্য। ভবিষ্যত প্রজন্মের জন্যই তো সব!

একটা পরিবার,একটা সমাজ,তথা একটা জাতি বেঁচে থাকে মুঠোর বিশ্বাসে, আশ্বাসে, ভালোবাসায়। মিলেমিশে থাকার মধ্যে দূরত্বের অবসান হোক। সবাই সবার জন্য মায়া মমতায় আবদ্ধ থাকুক।

আমরা জেগে ভালো স্বপ্ন দেখি, ভালো কাজ করি। প্রত্যেকটা ছোট ছোট ভালো কাজ,প্রতিটি দিনকে করে আরও সুপরিকল্পিত,সুন্দর,সৎ ভাবে বেঁচে থাকার চেষ্টাই , আসলে সময়ের সঠিক মূল্যবোধ। তাকে বাঁচাতেই নতুন করে প্রতিদিন বেঁচে ওঠা।
রাতে ভালো ঘুম হোক,
একটা সুন্দর সকালের আশায়।🌞

19/03/2023

You only live once, but if you do it right, once is enough."

— Mae West

📲মোবাইল মার্কেটিং কি? ⏩ মোবাইল মার্কেটিং হল মোবাইল ডিভাইস যেমন স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য হ্যান্ডহোল্ড ডিভাইসের ম...
25/02/2023

📲মোবাইল মার্কেটিং কি?

⏩ মোবাইল মার্কেটিং হল মোবাইল ডিভাইস যেমন স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য হ্যান্ডহোল্ড ডিভাইসের মাধ্যমে পণ্য বা পরিষেবার প্রচার করার মাধ্যম।

এটি ডিজিটাল মার্কেটিং এর একটি রূপ যা সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছাতে এবং তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে মোবাইল অ্যাপস, ওয়েবসাইট এবং অন্যান্য চ্যানেলের ব্যবহারের সাথে যুক্ত থাকে।

📱 মোবাইল মার্কেটিং-এর মধ্যে সৃজনশীল কৌশলগুলি যেমন লোকেশন-ভিত্তিক টার্গেটিং, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (SEO), পুশ নোটিফিকেশন এবং আরও অনেক মাধ্যম এর ব্যবহার থাকে যাতে গ্রাহকদের তাদের মোবাইল ডিভাইসের মাধ্যমে টার্গেট করা যায়।

বর্তমানে মোবাইল মার্কেটিং হল একটি ক্রমবর্ধমান শক্তিশালী এবং কার্যকর হাতিয়ার যা ব্যবসার জন্য তাদের গ্রাহকদের কাছে পৌঁছাতে এবং তাদের বিক্রয় বৃদ্ধি করতে সাহায্য করে। মোবাইল মার্কেটিং টার্গেট শ্রোতাদের কাছে পৌঁছানোর একটি কার্যকর উপায় এবং গ্রাহকদের তাদের অবস্থান এবং আগ্রহের উপর ভিত্তি করে টার্গেট করতে ব্যবহার করা হয়ে থাকে।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Turna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Turna:

Share