16/09/2022
আসসালামু আলাইকুম
***পর্দা কি জানেন?
,,, মন দিয়ে একটু পড়বেন,,,
-ফেসবুকে অনেক পর্দাশীল নারীদের ছবি দেখেন তাই না?!
-আসলে এরা প্রকৃত পর্দাশীল নয়,এরা পর্দার নামে সৌন্দর্য্য আর বোরখা যে পরে এটা বোঝানোর জন্য লোক দেখানো পর্দা ছাড়া আর কিছুই না।
-যারা প্রকৃতই পর্দা করে তাদের ছবি আপনি আমি কখনোই ফেসবুকে পাবোনা।
-একমাত্র তাদের প্রিয় মানুষ অর্থাৎ স্বামীর কাছে থাকতেও পারে আবার নাও থাকতে পারে।
-আবার তার নিজের কাছে কিছু থাকতে পারে আবার নাও থাকতে পারে বলা যায়না কারণ যারা প্রকৃত পর্দা করে তারা ছবিই তুলতে চায়না।
-যারা আসলেই আল্লাহ তায়া’লা এর ভয়ে পর্দা করে,তারা এভাবে লোকসমাগমে নিজের ছবি আপলোড করে না।
-আসুন যেনে নেই তারা কারা যারা প্রকৃতই পর্দা করে,
১/-আলেম বা কোনো হুজুরের বউয়ের ছবি ফেসবুকে দেখছেন কখনো?
-আরে ভাই ফেসবুকে তো দুরের কথা সরাসরি কখনো তার মুখ দেখছেন কিনা সন্দেহ আছে।
২/-একজন ধর্মভীরু ছেলের বউের ছবি ফেসবুকে দেখছেন কখনো?!
-দেখবেন কিভাবে কারণ সে জানে বউ সস্তা না যে অন্যদের দেখিয়ে বেড়াবে।
৩/-কোনো মাদ্রাসায় পড়ুয়া মেয়ের ছবি দেখছেন কখনো ফেসবুকে?!
-হুম বলতে পারেন যে কিছু মাদ্রাসার মেয়ের ছবি দেখছি।
-আমি বলিকি,একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন সে মাদ্রাসায় পরে কিনা সন্দেহ আছে।
-পর্দা যে করে সে ছবি তুলে সেই ছবি আপলোড দিয়ে পর্দার নামে ভন্ডামি করবে না।
-বোরখা পরে,হিজাব লাগিয়ে ছবি তুলে সেটা ফেসবুকে আপলোড করাকে পর্দা বলে না।
-ফেসবুকে কোনো প্রকৃত পর্দাশীল নারীর ছবি নেই।
-যে সকল বোরখা হিজাব পরা ছবি দেখেন ওগুলো কখনো পর্দাশীল নারীর ছবি নয়।
-বোরখা পরলেই তাকে পর্দাশীল বলেনা।
-বোন যদি আপনি প্রকৃতই আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা করেন,তবে সহীহ পর্দা করেন।
-আর না করতে পারলে পর্দার নামে অত্যন্ত ভন্ডামি করবেন না।
-হে আল্লাহ!আপনি আমাদের হেদায়েত দান করুন।♥🥀