Nahar's Passion

Nahar's Passion Merchandising Articles , Literary Compose & Online Sale.

19/10/2025

আসুন দেশকে ভালবাসি
**************************
দেশ এখন আগুনে পুড়ছে
রাষ্ট্রীয় সম্পদ , ব্যাবসায়িক স্থাপনা
নিরাপত্তা প্রযুক্তি ধংস করা হচ্ছে 😩!

কি ভয়ঙ্কর বিষাক্ত ছোবল মারছে
দেশের ঘাতক স্বৈরাচারীর দোসর রা
বন্ধু সেজে এখনও নীল নকশা করছে !

১৮ কোটি মানুষের জীবন নিয়ে
ছিনিমিন খেলছে ,
দেশের ভূখন্ড বিকিয়ে দেবার
ধারাবাহিক চক্রান্ত চালিয়ে যাচ্ছে !

রক্ষক রা যদি ভক্ষক হয়ে যায়
তাহলে দেশ রক্ষা করবে কে !!!

এক ড্রাম খাবার পানিতে
যদি এক শিশি বিষ মিশানো হয়
পুরো পানিটাই তখন জীবন নাশক !

রাজনৈতিক প্রেম আর দেশের
স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্তরালে
কৌশলে দেশ বিক্রির সকল প্রস্তুতি
করে রাখা হয়েছিলো !
আর নিরীহ জনগণের গলায়
নাইলনের রশি ঝুলিয়ে গেলো !

রচয়িতা : নুরুন নাহার হানিফ
১৯/১০/২০২৫

17/10/2025

English poem :

A Sullen Belle
***********************

It’s the tale of a sweet Belle
In the wide sea shore
When I was wandering lonely
Found her too sullen and bore !

Wear on a sky coloured saree
She was counting water waves with melancholy
To me seems her isolated and free
from the eternal joy and jolly

Watching a shower of rain ( tears ! ) in her eyes ,
When I extend to shake my hand
Instantly she stops her cries ,
I proposed her to be my friend !

Then I told her please let me know
Why thou art so gloomy
What’s are thy pains and sorrow
Have thou lost your Dad/Mammy ?

She replied yes ! by an Air accident
I have lost my dearest parent !
I felt so sorry for this sullen belle !

Written by :
Nurun Nahar Hanif
16/10/2025

10/10/2025

রুচির দুর্ভিক্ষ চলছে
************************

রুচির দুর্ভিক্ষ চলছে এখন
এটা একটা মহামারী
অশালীন পোশাক পরিচ্ছদ ,
শিষ্ঠাচার বিহীন আচরণ
অনেকের কাছে হয়ে গেছে
হাল ফ্যাশন !

আধুনিকতার নামে উগ্রতা ,
স্টাইলের নামে অস্থিরতা
বিনয়ের বদলে দাম্ভিকতা
স্বাধীনতার নামে স্বেচ্ছাচারীতা
চারিদিকে সয়লাব হয়ে গেছে !

ব্যক্তিত্বের নামে আত্ম অহমিকা
আমাদেরকে ঘিরে আছে ,
অনিয়মটাই নিয়ম হয়ে গেছে !

চিরন্তন সৌন্দর্য আর মানসিক সুস্থতা
বিকলাঙ্গ হয়ে শিকলে আটকে আছে !
শিকল ভাঙ্গতে হবে, স্বাভাবিক সৌন্দর্য
ফিরিয়ে আনতে হবে !

রচয়িতা : নুরুন নাহার হানিফ
০৮ অক্টোবর , ২০২৫ ।

বাংলাদেশ সহ বিশ্বের সকল প্রান্তে থাকা হিন্দু সনাতন ধর্মের সমগ্র নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ও আমার বন্ধু বান্ধব/ সুভাকাং...
01/10/2025

বাংলাদেশ সহ বিশ্বের সকল প্রান্তে থাকা হিন্দু সনাতন ধর্মের সমগ্র
নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ও আমার বন্ধু বান্ধব/ সুভাকাংখী দের
জানাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন 🌺🎂🇧🇩!

01/10/2025

নিচের এই কবিতাটি ১৯৮২ সালের ১৮ই
সেপ্টেম্বর আমি লিখেছিলাম !
তখন কি কারণে বা কেন লিখেছিলাম জানিনা,
তবে আজ জীবনের এই পড়ন্ত বিকেলে,
এখন আমার ভীষণ ভালো লাগছে
তাই শেয়ার করলাম ,
যদি কোনও বন্ধু / পাঠকের ভালো লাগে !
ধন্যবাদ সকলকে 🌺🙏✍🏻

বালুচরে বাধিব ঘর
*****************************

দখিনা মলয় হাতছানি দিয়ে
ডাক দিলো আমারে
আয় চলে আয় ওরে !
দেখবি ঘুরে বাংলার বন বনানী
যেথা ঝিঙ্গে ফুলের মাচার নিচে
বেঁধেছে ঘর নবীনা কৃষাণী !

হেতা ঘুরেছি, হোতা ঘুরেছি
কোথাও বাধিনিকু কোনও ঠাঁই
ঘর ছাড়া এক বাউল আমি
পথের গান গাই !

আর ডেকনা মা আমায়
তোমার শাড়ির আঁচলে
আসবনা আমি ,
আমার ওই বিশাল
শুন্য পৃথিবী ফেলে !

আমি যাব মা , আমার
সেই সে সোনার দেশে
যেথা পদ্মা মেঘনা যমুনা
সুরমা চলে , আপন আবেশে !

যমুনার তীরে ঘুরব ফিরে
বালুচরে বাধিব ঘর ,
হয়ত কোনও ক্লান্ত নাবিক ,
শূন্য হাতে শুধাবে এসে
করবে কি আমায় “তোমার সহচর “ !

রচয়িতা : নুরুন নাহার হানিফ
পহেলা অক্টোবর ২০২৫

27/09/2025

আধুনিক বাংলাদেশ 🇧🇩 চাই
******************************

আমি কিংবা আমরা ধর্মান্ধ নই
আমরা মৌলবাদী নই ,
এই দেশে কোনও মৌলবাদ নেই
সন্ত্রাসী জঙ্গিবাদ ও নেই ।
যারা মিথ্যা প্রচারণা চালাবে
ও প্রতারণা করবে
তাদের সাজা দিতে হবে !
এখানে জন স্বার্থ বিহীন
ব্যক্তি রাজনীতি করণ কিংবা
স্বীয় স্বার্থে কেউ গণতন্ত্রকে
হরণ করলে জনগণ তা
রুখে দাঁড়াবে !

বিংশ শতাব্দীর ফর্মুলা দিয়ে
একবিংশ শতাব্দী চলতে পারেনা,
সময় বদলেছে আমাদেরকেও
দৃষ্টিভঙ্গি বদলাতে হবে !
উন্নত ও আধুনিক পদ্ধতিতে
দেশ পরিচালনা করা হউক !

ভোটের নিরাপত্তা ও পিআর
পদ্ধতি চালু করা চাই
স্বৈরতন্ত্র কিংবা পরিবারতন্ত্র নয়
সুশাসনতন্ত্র ও আধুনিক রাষ্ট্রযন্ত্র চাই !

সকল তরুণ ও যুবক এবং নবীনের
সম্মিলিত মেধায়
নিত্য নতুন আধুনিক প্রযুক্তি
আর প্রবীণ এর অভিজ্ঞতায়
ও বাস্তব জীবনের প্রজ্ঞার সমন্বয়ে
উন্নত বাংলাদেশ গড়তে হবে !

কোনো ভুল চেতনায় ধাবিত না হয়ে
জনগণের জন্য রাজনীতি করুন
নিজেদের লোভ লালসাকে কবর দিন !

দুর্নীতি ও বেঝাল মুক্ত তথা অসাধু
সিন্ডিকেট বিহীন , সুস্থ ও সঠিক
বাজার নীতি প্রতিষ্ঠা করুন !
অন্যায় ভাবে লুটপাট না করে
সত্য ও ইনসাফ প্রতিষ্ঠা করুন ,
গণতন্ত্র চর্চার প্রচলন হউক !
তাহলেই আধুনিক বাংলাদেশ 🇧🇩
সর্ব দিকে সফল ✌️🇧🇩💪হবে !

রচনা : নুরুন নাহার হানিফ
চট্টগ্রাম, ২৭/৯/২০২৫

ফুলকে নিয়ে কবিতা ************************লজ্জাবতী নাম তার ছুঁলেই যেন লজ্জায় সংকুচিত হয়ে যায় ওই অত টুকুন মেয়ে !তবু ত...
22/09/2025

ফুলকে নিয়ে কবিতা
************************
লজ্জাবতী নাম তার
ছুঁলেই যেন লজ্জায় সংকুচিত
হয়ে যায় ওই অত টুকুন মেয়ে !
তবু তারে লজ্জা দিয়ে পুলকিত হই
ওগো লাজুক লতা মাইমুসা( বৈজ্ঞানিক নাম),
তোমায় আর ছোঁবনা
শুধু একটু খানি চেয়ে দেখোনা !

নাম তার কৃষ্ণচুরা , রূপে মোহময়ী
সবুজ আঁচলে তার মরিচ রাঙা হাসি
দৃষ্টিকে ফিরাতে না পারি !
পথের ধারে, রাস্তার পারে
কিংবা বাড়ির আঙ্গিনায়
তার লাল রূপের ছড়াছড়ি !
সেই কিনা হলো কৃষ্ণ চুরা
আমি তো ভেবেই মরি ।

নিশিদিন মাথা বেকিয়ে যেজন
চেয়ে থাকে মাটির পানে
এক পায়ে ভর দিয়ে , তৃষিত নয়নে
হলুদিয়া আবরণে
তারেই কিনা বলে সূর্যমুখী !
ও যে নতমুখী এক অনুরা
চোখ তোলে ও তাকায়না
সে কী তোমরা কেও বুঝনা !

নামে সে গাদা ফুল ,
আসলে কিন্তু গাধা নয়
গাধা ভেবে করোনা ভুল
তুমি হবে গ্রেট fool !
ইংরেজিতে আভিজাত্য
নাম তার marigold !

লোকে বলে হাস্নাহেনা
হাসতে নাকি জানেইনা !
দিবসেতে চুপটি, পরে থাকে গুটিশুটি
আমি তো অবাক,
নিশিতে সে বিলায় তার
মোহনীয় সুবাসের ঝাপটি !

ইংরেজীতে হয় Rose 🌹
বাংলায় বলে গোলাপ
আমি ভাবছি , এটা নয়তো
কোনও পাগলের প্রলাপ !
কারণ গোলাপকে ভালোবেসে
সবাই জীবন করে দেয় সয়লাব !

রচয়িতা : নুরুন নাহার হানিফ

বিনিদ্র রজনী ***********************দেখে মনে হয় মেয়েটি অপ্রকৃতিস্থ দারুণ কষ্ট ! তবু উঠে দাঁড়ায় -খোলা বাতায়ন পাশে, দা...
17/09/2025

বিনিদ্র রজনী
***********************

দেখে মনে হয় মেয়েটি অপ্রকৃতিস্থ
দারুণ কষ্ট !
তবু উঠে দাঁড়ায় -
খোলা বাতায়ন পাশে, দাঁড়িয়ে থাকে!
হু হু মলয় এসে লাগছে সারা শরীরে ,
চুলগুলো এলোমেলো উড়ছে
একটুও নড়েনা মেয়েটি,
ভাবছে অনেকক্ষণ :
আচ্ছা আমি যদি সাগর হতাম
অথবা নীল আকাশের মেঘে
হারিয়ে যেতে পারতাম,
তাহলে তো এত কষ্ট হতোনা …

দূরে সময়ের কাটা রাত দুটো
বাজার ঘণ্টা জানিয়ে দিলো
উহ ! আর তো দাঁড়িয়ে থাকা যায়না,
কিন্তু ঘুম তো আসেনা
কেবল তারা ভরা আকাশে
বিনিদ্র রজনীতে একাকী দাড়িয়ে
অসীম আকাশে চাঁদের খেলা দেখা !

রচয়িতা : নুরুন নাহার হানিফ
চট্টগ্রাম

16/09/2025

আমার চেতনাবোধ: দেশপ্রেম

****************************

কোনো ভুল চেতনায় বুদ
হয়ে না থেকে,
আসুন কুরআন এর
আলোতে উদ্বুদ্ধ হই !
অতিরিক্ত বাড়াবাড়ি
আর মিথ্যা চেতনার
মাঝে একটা অবচেতনা
কাজ করে
আমরা তখন সঠিক চেতনার
মাহাত্ম্য গুলিয়ে ফেলি
সীমা লঙ্ঘন করে চোরাবালীতে
পা বাড়াই!
নিজের ইগোকে বড় করে দেখাই
ভুলকে কেও ধরিয়ে দিলে ,
শুদ্ধতার আহবান জানালে
তার উপর ক্ষিপ্ত হয়ে যাই !

কিন্তু আমাদের মানা দরকার , যে
সবকিছুরই পরিবর্তন হবে
বিপ্লবী যুগের renaissance হবে !
অত্যাচারীর শিকল খুলে যাবে
দুর্বলেরা প্রতিবাদী হবে
অন্যায়কে রুখে দাঁড়াবে
সত্য ন্যায়ের প্রতিষ্ঠা পাবে ,
দেশটা বদলে যাবে ইনশাআল্লাহ !

আমি শিবির করিনা,
আমি রাজনীতি বুঝিনা
আমি আওয়ামীলীগ করিনাই
আমি বিএনপি ও করিনা ।
আমি কোনও অনাচারি সংগঠন মানিনা
আমি রাজনীতির সংজ্ঞা বুঝিনা
আমি রাজনীতি করতেও চাইনা ,
কিন্তু সকল দলের সকল রাজনীতির
ভালো কাজ এর বাহবা দেই,
খারাপ কাজের প্রতিবাদ জানাই ,
এটা আমার দেশ প্রেম ,
এটা আমার গণতান্ত্রিক অধিকার
তবে আমি কোনও সুবিধাবাদীও না
কারণ আমি সাদামাটা ,
আমি বুঝি জনগণ ,
আমি বুঝি আমার দেশ !

আমি বুঝি দেশ মাতৃকা আর
বিশ্ব মানবতার জন্য কাজ করন
গণ প্রজাতন্ত্র বাংলাদেশের 🇧🇩
সামগ্রিক উন্নয়ন 🤲!

রচয়িতা : নুরুন নাহার হানিফ
১৪ ই সেপ্টেম্বর ২০২৫

পৃথিবী শ্রেষ্ট বাংলাদেশ 🇧🇩 বানাই*******************************স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা দাসত্বের শৃঙ্খলে বাধা প্রতিবে...
11/09/2025

পৃথিবী শ্রেষ্ট বাংলাদেশ 🇧🇩 বানাই
*******************************

স্বাধীনতার ৫৪ বছর পরেও
আমরা দাসত্বের শৃঙ্খলে বাধা
প্রতিবেশী দেশ আর শত্রুপক্ষের
গোলামী ছাড়ছি না !
আমরা কী দেশ চালাতে যোগ্য না !
আমাদের সশস্র বাহিনী
আমাদের সকল প্রশাসন, কী দূর্বল ?
তবে কেন শত্রু পক্ষের সাথে
এত কুলাকুলি !
যার ফলে নিজেদের মধ্যে
দেশে হচ্ছে হিংস্র দলাদলি !
ছাত্র জনতার সাথে গোলাগুলি!

আসুন নিজের দেশকে ভালবাসি সবাই
এবার সময় এসেছে ঐক্যবদ্ধ হবার
সব ভেদাভেদ ভুলে যাই ,
পৃথিবী শ্রেষ্ট বাংলাদেশ বানাই !

আমাদের প্রতিটা তরুণ আর যুবককে
হতে হবে একেকটা ইব্রাহিম ট্রাওর
পশ্চিম আফ্রিকার টগবগে সাহসী
দেশপ্রেমিক ওই রাষ্ট্র নায়কের মতো
বলিষ্ঠ কণ্ঠে গর্জে উঠি !

নিজের দেশের প্রাকৃতিক সম্পদ ,
নিজেদের প্রযুক্তি দিয়ে দেশ উন্নয়নের
কাজে ঝাঁপিয়ে পরি , আসুন আমরা
সবাই সংগবদ্ধ ভাবে কাজ করি ।

আমাদের সামরিক মেধা , সশস্র বাহিনী
আর সকল প্রজ্ঞা দেশের শৃংখলা ,
সামগ্রিক উন্নয়ন আর নিরাপত্তার
কাজে লাগাই !
সুখী সমৃদ্ধ স্বাধীন বাংলাদেশের
লাল সবুজ পতাকা 🇧🇩
পৃথিবীর সকল দেশের ওপরে ওঠাই !

লেখনী আর চেতনায় :
নুরুন নাহার হানিফ
১০ সেপ্টেম্বর ২০২৫

05/09/2025

আলহামদু লিল্লাহ পার্ট ৩ ঃ

৮। সুরা আন নামল , আয়াত নম্বর ১৫:

﴿وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا ۖ وَقَالَا الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَىٰ كَثِيرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِي
Bengali Transliteration:
"ওয়া লাকাদ আ-তাইনা দা-উদা ওয়া সুলাইমানা 'ইলমান, ওয়া কা-লা-ল হামদু লিল্লাহি-ল্লাজি ফাদ্বদ্বালানা 'আলা কাসিরিম মিন 'ইবা-দিহিল মু'মিনীন।"
Bengali Translation( অর্থ ) ঃ
"আর আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছি এবং তারা বলেছিল, 'সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তাঁর বহু বিশ্বাসী বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন'".

৯। সুরা আন নামল আয়াত নম্বর ৫৯ ঃ
• ﴿قُلِ الْحَمْدُ لِلَّهِ وَسَلَامٌ عَلَىٰ عِبَادِهِ الَّذِينَ اصْطَفَىٰ ۗ آللَّهُ خَيْرٌ أَمَّا يُشْرِكُونَ﴾
Bengali Transliteration:
কুলিল হামদু লিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাস ত্বফা।
আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন ।

অর্থ ঃ বল, সকল প্রশংসাই আল্লাহর এবং শান্তি তাঁর মনোনীত বান্দাগণের প্রতি! শ্রেষ্ঠ কে? আল্লাহ না ওরা-তারা যাদেরকে শরীক সাব্যস্ত করে। [সূরা নামল: 59]

১০। সুরা আন নামল আয়াত নম্বর ৯৩ ঃ
﴿وَقُلِ الْحَمْدُ لِلَّهِ سَيُرِيكُمْ آيَاتِهِ فَتَعْرِفُونَهَا ۚ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ﴾
[ النمل: 93]

ইংলিশ এবং বাংলা Transliteration:
"Waqulil-Hamdu Lillahi Sayurikum Aayatihi Fata'arifuunaha Wama Rabbuka Bighafilin Ammaa Ta'malun" ।

ওয়া কুলিল হামদু লিল্লাহি ছাই উরিকুম আ-য়া-তি-হি ,ফাতা’ রিফুনাহা-ওয়ামা-রাব্বুকা বিগা – ফিলিন ‘ আম্মা তা’মালুন ।

অর্থ ঃ এবং আরও বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর। সত্বরই তিনি তাঁর নিদর্শনসমূহ তোমাদেরকে দেখাবেন। তখন তোমরা তা চিনতে পারবে। এবং তোমরা যা কর, সে সম্পর্কে আপনার পালনকর্তা গাফেল নন। [সূরা নামল: 93]


আমার প্রিয় ফলোয়ার এবং পাঠক ঃ ভুল ভ্রান্তি ক্ষমা করবেন , ধন্যবাদ

05/09/2025

অসুস্থ রাজনীতি আর দুর্বল প্রশাসন
************************************

এই দেশে যারাই ক্ষমতা পায়
টাকার নেশায় ডুবে যায় ,

অধিকাংশরাই টাকার লোভে
ভুল পথে পা বাড়ায় ,
নিজেদের নৈতিকতা বিকায়
নিয়ম নীতি দেশ প্রীতি,
বিসর্জন দিয়ে ,
দুর্নিতিতে নাম লিখায়
নিজের লেবাস আর চরিত্র পাল্টায় !

অনিয়ম আর লুটপাটে নিজেকে ভাসায়
যেন দেশটা তাদের বাপের সম্পদ ছিলো
তাই উত্তরাধিকার সূত্রে সম্পত্তির
বড় বড় পাহাড় বানায় ,
চৌর্যবৃত্তি আর দস্যুবৃত্তি করে
দেশের অর্থ বিদেশে ও পাঠায় !

আলীশান বাড়ি, গাড়ী ও নারী
সব রাখে তাদের হাতের কব্জায় !

শুধু তাই নয়, গোপন চক্রান্ত
আর ষড়যন্ত্র করে দেশের ও
বারটা বাজায় ।

নিজের দেশের ভূখণ্ড অন্য দেশের
হাতে তোলে দেয় ঃ
চট্টগ্রামের মিরশরাই অর্থনৈতিক জোনের
৯০০ একর জমি আদানি গ্রুপকে
বিনা মুইল্লে নিঃশর্ত দান !!! ,
কি ভয়ঙ্কর অটোক্রেসি ! দেশদ্রোহিতা !

ত্রাসের রাজনীতি করে ,
গলার টুটি চেপে ধরে
সন্ত্রাসী কর্ম কান্ড চালায়!

রচয়িতা : নুরুন নাহার হানিফ
সেপ্টেম্বর ২০২৫

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahar's Passion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahar's Passion:

Share