19/10/2025
আসুন দেশকে ভালবাসি
**************************
দেশ এখন আগুনে পুড়ছে
রাষ্ট্রীয় সম্পদ , ব্যাবসায়িক স্থাপনা
নিরাপত্তা প্রযুক্তি ধংস করা হচ্ছে 😩!
কি ভয়ঙ্কর বিষাক্ত ছোবল মারছে
দেশের ঘাতক স্বৈরাচারীর দোসর রা
বন্ধু সেজে এখনও নীল নকশা করছে !
১৮ কোটি মানুষের জীবন নিয়ে
ছিনিমিন খেলছে ,
দেশের ভূখন্ড বিকিয়ে দেবার
ধারাবাহিক চক্রান্ত চালিয়ে যাচ্ছে !
রক্ষক রা যদি ভক্ষক হয়ে যায়
তাহলে দেশ রক্ষা করবে কে !!!
এক ড্রাম খাবার পানিতে
যদি এক শিশি বিষ মিশানো হয়
পুরো পানিটাই তখন জীবন নাশক !
রাজনৈতিক প্রেম আর দেশের
স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্তরালে
কৌশলে দেশ বিক্রির সকল প্রস্তুতি
করে রাখা হয়েছিলো !
আর নিরীহ জনগণের গলায়
নাইলনের রশি ঝুলিয়ে গেলো !
রচয়িতা : নুরুন নাহার হানিফ
১৯/১০/২০২৫