Nahar's Passion

Nahar's Passion Merchandising Articles , Literary Compose & Online Sale.

01/09/2025

চুয়ান্ন বছরের বাংলাদেশ
************************

মবের রাজ্যে সবাই থাকবে
থাকবেনা গণতন্ত্র
রাষ্ট্রের মধ্যে পরিচালক থাকবে
থাকবেনা মেরুদন্ড !

অপরাধীরা ছড়ি ঘুরাবে
প্রতিবাদকারীর হবে মৃতুদন্ড !

দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে
র’ দিয়ে রাষ্ট্র চলবে ,
রিজার্ভের টাকা পাচার হবে
লুটের টাকায় রাজনীতি করবে
সারা বিশ্বে বাড়ী কিনবে !!

দেশটাকে প্রতি পাঁচ বছর ইজারা দিবে
দুই কোটি সন্ত্রাসীরা দেশ চালাবে
যা ইচ্ছা তাই লুটপাট করবে
ষোল কোটি অধম নীরব থাকবে !!!

হে আমার প্রিয় বাংলাদেশ
চুয়ান্ন বছরের বাংলাদেশ
চব্বিশ এর বাংলাদেশ
এভাবেই কি চলবে একটা স্বাধীন দেশ ?

জানি আমার / আমাদের দিন শেষ ।
কিন্তু কি পেলো, কি পাবে
আমাদের ১৫-৩০ বছরের
বর্তমান তরুণ প্রজন্ম !
জবাব দাও আমার বাংলাদেশ
কোথায় পাব ইনসাফ
কখন হবে দুর্নীতি , চাঁদাবাজি
আর মাফিয়া তন্ত্রের শেষ !!!!

( আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থী আমার এই
লিখা যদি কাওকে একটুও আঘাত করে ) !

রচয়িতা : নুরুন নাহার হানিফ

29/08/2025

কোরানে আল হামদুলিল্লাহ PART 2 : গত পরবে তিন টি সুরার আয়াত তোলে ধরেছিলাম , এখানে দ্বিতীয় পর্ব হিসেবে ৪ টি সুরার আয়াত পেশ করলাম ঃ
৪।Surah Ibrahim, verse no. 39 :
ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي وَهَبَ لِي عَلَى ٱلۡكِبَرِ إِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَۚ إِنَّ رَبِّي لَسَمِيعُ ٱلدُّعَآءِ

Bengali Transliteration (বাংলা উচ্চারণ )ঃ
আলহামদুলিল্লা হিল্লাযী ওয়াহাবা লী 'আলাল কিবারি ইসমাইল ওয়া ইসহাক। ইন্না রাব্বী লা সামীয়ুদ্দু'আ'.
বাংলা অর্থ হলো: "সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাকে বার্ধক্যে ইসমাঈল ও ইসহাককে দান করেছেন; নিশ্চয় আমার প্রতিপালক দু'আ শ্রবণ করেন"।

এই আয়াতটি প্রখ্যাত নবী ইব্রাহিম (আঃ)-এর পক্ষ থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি অংশ, যেখানে তিনি তাঁর বার্ধক্যে দুই পুত্র সন্তান ইসমাঈল ও ইসহাক (আঃ) লাভ করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছেন এবং তাঁর প্রার্থনা শোনার জন্য আল্লাহর প্রশংসা করছেন।

English Translation ( meaning ) :
"All praise is for Allah, Who has granted me, in old age, Ishmael and Isaac. Surely, my Lord is indeed the Hearer of prayer".

৫। সুরা আন নাহল আয়াত ৭৫ এ ঃ
۞ضَرَبَ ٱللَّهُ مَثَلًا عَبۡدٗا مَّمۡلُوكٗا لَّا يَقۡدِرُ عَلَىٰ شَيۡءٖ وَمَن رَّزَقۡنَٰهُ مِنَّا رِزۡقًا حَسَنٗا فَهُوَ يُنفِقُ مِنۡهُ سِرّٗا وَجَهۡرًاۖ هَلۡ يَسۡتَوُۥنَۚ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ

বাংলা ঊচ্চারন ঃ দারাবাল্লা-হু মাছালান ‘আবদাম মাম্ লূকাল লা- ইয়াকদিরু ‘ আলা-শাইইও ওয়া মার রাঝাকনা-হু মিন্না-রিঝকান , হাছানান ফাহুওয়া ইউঁনফিকু মিনহু ছিররাও ওয়া জাহরান হাল ইয়াছতাঊনা
আলহামদুলিল্লা-হি বাল আকছসারুহুম লা ইয়া- লামুন ।

বাংলা অর্থ : আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন, অপরের মালিকানাধীন গোলামের যে, কোন কিছুর উপর শক্তি রাখে না এবং এমন একজন যাকে আমি নিজের পক্ষ থেকে চমৎকার রুযী দিয়েছি। অতএব, সে তা থেকে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে উভয়ে কি সমান হয়? সব প্রশংসা আল্লাহর, কিন্তু অনেক মানুষ জানে না।

৬। Sura Al Isra Verse no 111 :
وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ
وَلِيٌّ مِنَ الذُّلِّ ۖ وَكَبِّرْهُ تَكْبِيرًا

Bengali Transliteration : ওয়া কুলিল হামদু লিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুম লাহু শারীকুন ফিল মূলকি ওয়া লাম ইয়াকুম লাহু ওয়ালীয়্যুম মিনায যুল্লাহ্, ওয়াকাব্বিরহু তাকবীরা

বাংলা অর্থ ঃ "বলুন: সমস্ত প্রশংসা আল্লাহর যিনি না কোন সন্তান রাখেন, না তাঁর সার্বভৌমত্বে কোন শরীক আছে এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না, যে কারণে তাঁর কোন সাহয্যকারীর প্রয়োজন হতে পারে। সুতরাং আপনি স-সম্ভ্রমে তাঁর মাহাত্ম্যপূর্ণ বর্ণনা করতে থাকুন".

৭। Surah Al-Kahf, Verse 1 : Arabic:
ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِيٓ أَنزَلَ عَلَىٰ عَبۡدِهِ ٱلۡكِتَٰبَ وَلَمۡ يَجۡعَل لَّهُۥ عِوَجَاۜ

•Bengali transliteration ( বাংলা উচ্চারন ) ঃ
আলহামদু লিল্লাহিల్లযি আনযালা 'আলা 'আক্দীহিল কিতাবা ওয়ালাম ইয়াজ'আল লাহু 'ইওয়া'আজা.
•Meaning:
"সকল প্রশংসা আল্লাহর, যিনি তাঁর বান্দার উপর কিতাব নাযিল করেছেন, এবং তাতে কোনো বক্রতা রাখেননি।"

আশা করছি আল্লাহ আমার এই প্রচেষ্টা খুসি মনে কবুল করবেন এবং আমার সকল ত্রুটি গুলি মার্জনা করে দিবেন ইনশাল্লাহ ।

বিনিত , নুরুন নাহার হানিফ

25/08/2025

31/3/2024/ : on my way to Jhon F Kennedy (JFK)
Airport in the very early morning ( during Ramadan month ) , having departure from Brooklyn, NewYork ,
USA 🇺🇸!
I feel and I love those days of my trip in USA , Alhumdulillah.

24/08/2025

বিভিন্ন ইসলামিক সাইট থেকে প্রাপ্ত সুত্র অনুযায়ী পবিত্র কোরানে
আলহামদুলিল্লাহ" শব্দটি (الحمد لله মহান আল্লাহর প্রশংসা ) পবিত্র কুরআনে মোট ২১ বার এসেছে।
এটি বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে এসেছে। নিচে কয়েকটি সূরার উদাহরণ দেওয়া হলো:
সূরা আল-ফাতিহা (১): এই সূরার শুরুতে "আলহামদুলিল্লাহ" শব্দটি রয়েছে এবং এটি এই সূরার প্রথম আয়াত।
সূরা আল-আন'আম (৬): এই সূরার শুরুতে "আলহামদুলিল্লাহ" শব্দটি রয়েছে।
সূরা আল-কাহফ (১৮): এই সূরার শুরুতে "আলহামদুলিল্লাহ" শব্দটি রয়েছে।
সূরা সাবা (৩৪): এই সূরার শুরুতে "আলহামদুলিল্লাহ" শব্দটি রয়েছে।
সূরা ফাতির (৩৫): এই সূরার শুরুতে "আলহামদুলিল্লাহ" শব্দটি রয়েছে।

এছাড়া, অন্যান্য সূরার বিভিন্ন আয়াতেও "আলহামদুলিল্লাহ" শব্দটি এসেছে।
মোটকথা, "আলহামদুলিল্লাহ" শব্দটি কুরআনের বিভিন্ন সূরায় ছড়িয়ে আছে এবং এর মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়েছে।

আমি নিজে এগুলো জানতে, পড়তে / শেয়ার করতে আগ্রহ পাচ্ছি এবং তাই আলহামদুলিল্লাহ’র আয়াতগুলা আমার পাঠক বন্ধু দের জন্য ধারাবাহিকভাবে তোলে ধরবো ইনশাল্লাহ ।


সূরা ফাতিহা: আয়াত ১ ঃ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
উচ্চারণ ঃ আলহামদুলিল্লাহি রাব্বিল আল আমিন
অর্থ ঃ যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা

সূরা ৬: আনআ’ম: ১ : এই আয়াতের আরবি لغة: "ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَجَعَلَ ٱلظُّلُمَٰتِ وَٱلنُّورَ ثُمَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ يَعْدِلُونَ" {সুরা আন'আম, আয়াত ১
বাংলা উচ্চারণ : "আলহামদুলিল্লাহিল্লাযী খালাক্বাস সামা-ওয়া-তি ওয়াল আরদা ওয়া জা'আলাজ্‌জুলুমা-তি ওয়াননূর, সুম্মানিল্লাযীনা কাফারূ বিরাব্বিহিম ইয়া'দিলূন।"
এর বাংলা অর্থ হল: "সকল প্রশংসা আল্লাহর যিনি নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন। তথাপি কাফেররা তাদের প্রতিপালকের সাথে অন্যান্যকে শরীক করে।"
সূরা আরাফ: ৪৩ নং আয়াত :
وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ ۖوَقَالُوا الْحَمْ دُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ ۖ لَقَدْ جَاءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ۖ فَنُودُوا أَن تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
উচ্চারণ: ওয়ানা যা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু ওয়া কালুল হামদুলিল্লা হিল্লাজি হাদানাহু লিহাজা, ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহু। লাকাদ জ্বাআত রুসুলু রাব্বিনা বিল হাক্কি, ফানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুها বিমা কুনতুম তা'মালুন।
অর্থ: "আর আমরা তাদের অন্তর থেকে বিদ্বেষ দূর করে দেব, তাদের তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হতে থাকবে। তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এটা (জান্নাত) পথ দেখিয়েছেন। আল্লাহ আমাদেরকে পথ না দেখালে আমরা পথ পেতাম না। নিশ্চয় আমাদের রবের রাসূলগণ সত্য বার্তা নিয়ে এসেছেন। তখন তাদেরকে আহবান করে বলা হবে, তোমরা যা আমল করেছিলে তার বিনিময়ে তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হলো।" {সূরা আরাফ, আয়াত ৪৩}

22/08/2025

অলিখিত পাণ্ডুলিপি
************************

স্মৃতির উঠোন ব্যক্তির নিজস্ব সম্পদ
নিঃশব্দ বিচরণ , নীরব ক্রন্দন
কখনও আচমকা কখনও নিভৃতে
দোলা দিয়ে যায় মনে !
জীবনের পাতায় যে কথার
নিত্য আনাগোনা ,
যায় কি তারে ভুলা !

এতো যে স্নেহ এত যে শাসন
সব কি গেল নিঃশেষ হয়ে
দূর সে বহুদূর - অটোয়ার তীরে!

জীবন বলতে কি শুধু সামনে
ছুটে চলা ,
বড় হবার লক্ষ্যে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে !
প্রাণের টান , অনুপ্রেরণা কিছুই কী
কাজে আসেনি একটুও !

অবিচ্ছিন্ন ভালো লাগার মুখরিত কলতান
অলিখিত পাণ্ডুলিপির মতো আজ
সব নিস্তব্ধ, নীরব ব্যথায় ম্রিয়মাণ
যেন এক নিথর তটিনি ।

সময়ের কাছে ভাগ্য বুঝি
হার মেনেছে আজি ,
পরাজয়ের গ্লানি
আর বেদনার কালিতে
বোবা হয়ে গেছে সেই অভিমানী !

রচয়িতা : নুরুন নাহার হানিফ

আমার FB friends , পাঠক , ফলোয়ার সবাইকে ধন্যবাদ ।

19/08/2025

শৈশবের আঙিনায়
*************************

জানিনে কখন আমি বড় হয়ে গেলাম
শৈশব ফেলে আজ অনেকদুর চলে এলাম ,

মায়ের বকুনি খেয়ে বৃষ্টিতে ভিজা আর কেন সাজেনা ,
কেন বড়শি ফেলে আর মাছ ধরতে পারিনা !

উদাস দুপুরে বৈশাখী ঝড়ে ,
বড়দের সাথে আম কুড়ানো হয়না ।

স্মৃতিরা আমার কথা বলে আজ
তোলেনা শৈশবের বায়না ।

ভোর বেলা ফুল তুলতে গিয়ে
এখন থমকে যে দাঁড়াই,
ভুল করে কি আমি আজ
ফুল বনে ছুটে যাই !

ছুট্ট বেলার সকল সাথীরা আমার
হারিয়ে গেল কোন সে দুর অজানায়
মন যে আমায় টেনে নিয়ে যায়
শৈশবের সেই আঙ্গিনায় ।

হারিয়ে গেছে শৈশব , ফুরিয়েছে বেলা
বসে আছি আমি একা , ভাবছি আনমনে
কখন সাঙ্গ হবে এই জীবনের খেলা !

রচয়িতা : নুরুন নাহার হানিফ

17/08/2025

গগন বিদারী কোটা আন্দোলন !
*******************************

আহারে বৈষম্য বিরুধি আন্দোলন,
আহারে গগন বিদারী কোটা ,
দেশের সকল মেধাকে
করে দিলি ফুটা !

কোটার গোষ্ঠীর নাতি পুতি
সব খাইয়া গেলি লুটি পুটি !
দেশটাকে করে গেলি চোরের ঘাটি !

প্রতিবন্ধী কোটা, মুক্তিযোদ্ধা কোটা
উপজাতি কোটা , আরও কত কোটা !

দুর্নীতির কোটা , স্বৈরাচারী কোটা
জনগণকে দিলি ধোঁকা ,
দেশের ভালো মানুষগুলো
হয়ে গেল অসহায় বোকা ।

মেধাবীরা খেয়ে গেল ভীষণ এক ছেকা !
শিক্ষাঙ্গন দখল করে সন্ত্রাসীরা একা ।

সন্ত্রাসীর কবল থেকে দেশটাকে বাঁচা
এখন সবাই দলছুট, আখের তোদের গোছা!

ছাত্র সমাজ জেগেছে,
দেশবাসী সঙ্গে আছে ,
সবকিছুতেই চলছে এখন
শুদ্ধিচারণ ঘুটা !
আহারে কোটা ,
দেশটাকে করে দিলি ফুটা !

নিজেরা সংঘবদ্ধ হয়ে বাঁচো,
দেশটাকে বাঁচাও
দুর্নীতি হটাও, চাঁদাবাজি ঠেকাও ,
সন্ত্রাসীরা সবাই তখন , পালাও পালাও !

রচয়িতা: নুরুন নাহার হানিফ

12/08/2025

সংগ্রামী সেই অচেনা মেয়েটি
****************************
একরাশ বিষণ্নতা নিয়ে
এই আমি সেদিন যখন ভাবছিলাম
কোথায় হবে আমার চলার শেষ!

হঠাৎ কলিং বেল বেজে উঠলো
দরজায় দাঁড়িয়ে ততোধিক
বিষণ্ণ বদনের
অচেনা এক তরুণী মেয়ে
মাথায় একরাশ কালো চুল
পিঠে দোলানো লম্বা এক বেণী
পরিধানে ছিমছাম পোশাক ,
আর চওড়া এক ওরনা ।

শ্যামলা রঙের সেই মেয়েটি
বললো সে বিভিন্ন ফিরনী
পায়েশ ও রান্না করা খাবার
বাড়ি বাড়ি সাপ্লাই দিচ্ছে !
আমার লাগবে কিনা ….

অচেনা ওই মেয়েটির এই উদ্যোগ
আমাকে প্রচন্ড ভাবে নাড়া দিয়ে গেলো
জীবনের এক কঠিন সংগ্রামে লড়ছে সে,

আমি জানালার গ্রিল ধরে
দাড়িয়ে রইলাম, দেখলাম
মেয়েটি এ বাড়ি থেকে ও বাড়ী যাচ্ছে ,
তার কাঁধে ঝুলছে একটি পাটের ব্যাগ
হাতে আছে আরেকটি ব্যাগ ।

আমি ভাবছিলাম, খাবার বিক্রির
আবেদন নিয়ে কতদূর যাবে সে !
আর কত খানি বিক্রিত হবে
ও সমাদৃত হবে তার খাবার!

সমাজের মানুষ আর বিবেক
কি উদার হবে এই মেয়েটির
রান্না কৃত খাবার কিনতে ,
সহযোগিতার সুন্দর হাত বাড়াতে
তাকে সাবলম্বী হবার সুযোগ দিতে !

আসুন মায়া ছড়াই ,
নিজের মনকে বদলাই
সকল পেশার নারীকে সম্মান জানাই
তাদেরকে সাবলম্বী হবার সুযোগ বাড়াই 🙏🌹✍🏻!

রচয়িতা: নুরুন নাহার হানিফ
১২/৮/২০২৫

12/08/2025

জীবনের ছন্দ, হয়ে গেল বন্ধ
তারপরও সময় চলে যায়
ভালো আর মন্দ !
কখনও সমুদ্রের ঢেউ গুনি
কখনও বৃষ্টির শব্দ শুনি
এভাবেই চলে যায় সাদামাটা দিনগুলি !

জীবনের ছন্দ হয়ে গেল বন্ধ
অতীতের সংগ্রাম আর কিছু
সুখের স্মৃতি চারনা
এভাবেই কাটে জীবন মৃদু মন্দ !

কারও কারো জীবনে কখনও বা
কঠিন একটা সময় আসে
যখন কেহই থাকেনা কাছে
বাসেনা আর ভালো !
তারপরও সময় চলবে
তার আপন গতিতে , আর
মনে জ্বলবে আশার আলো !

রচয়িতা : নুরুন নাহার হানিফ
১২/৮/২০২৫

09/08/2025
Pace University, NY , USA 🇺🇸: It’s a 100% private  university  founded by two brothers (Homer St. Clare Pace & Charles  ...
08/08/2025

Pace University, NY , USA 🇺🇸:

It’s a 100% private university founded by two brothers (Homer St. Clare Pace & Charles A. Pace ) in 1906 .
It is located in Manhattan, New York, USA .

I had the chance to have look at this city campus on 29th ( Leap year 2024 ) February 2024 at a very cold winter morning !
In the first year of 1906 / foundation of this university, only
10 students had enrolled.
Now its students are 14,092 ( as per fall 2023 ) !

04/08/2025

কেনার সময় ইলিশ মাছটার ওজন ছিলো ২ কেজি প্লাস। চাঁদপুরের ট্যুর হতে বাসায় ফেরার পথে ওখানকার লঞ্চঘাটের বাজার থেকে মাছটা কিনে এনেছিলাম।
মাছটা কেনার সময় গোলগাল লেগেছিল বাট বাসায় এনে কাটার পর দেখলাম মাছটা সাগরের লম্বা টাইপের ইলিশ মাছ আর এর পেটে প্রায় ৪/৫ ফুট লম্বা অব্যবহৃত নেটজাল ঢোকানো, জাল ছাড়া পেটে কোন নাড়ীভূড়ী বা ডিম ছিলো না।
কাজটা এতোটাই দক্ষতার সাথে করা হয়েছে যে, একজন নিয়মিত মাছ ক্রেতা হয়েও আমি তা বুঝতে পারিনি!!

এতে মাছ বিক্রেতার ২টা লাভ হলো- ১/ ওজন বাড়লো, ২/ মাছটা গোলগাল ও টাইট দেখাচ্ছিলো।
রান্নার পর কেনো যেনো আমরা বাসার কেউই মাছটা খেতে পারি নাই।

দূরত্বের কারণে মাছ বিক্রেতাকে যেয়ে ধরাটাও আর সম্ভব হবে না।

কথাগুলো ঠকে যাওয়া একজন মাছ ক্রেতার,মানুষ কতটা খারাপ হলে এভাবে বাটপারি করতে পারে 😔

সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিন। এতে করে অনেকেই প্রতারণার হাত থেকে বাঁচবে।

(সংগ্রহীত)

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahar's Passion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahar's Passion:

Share