29/08/2025
কোরানে আল হামদুলিল্লাহ PART 2 : গত পরবে তিন টি সুরার আয়াত তোলে ধরেছিলাম , এখানে দ্বিতীয় পর্ব হিসেবে ৪ টি সুরার আয়াত পেশ করলাম ঃ
৪।Surah Ibrahim, verse no. 39 :
ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي وَهَبَ لِي عَلَى ٱلۡكِبَرِ إِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَۚ إِنَّ رَبِّي لَسَمِيعُ ٱلدُّعَآءِ
Bengali Transliteration (বাংলা উচ্চারণ )ঃ
আলহামদুলিল্লা হিল্লাযী ওয়াহাবা লী 'আলাল কিবারি ইসমাইল ওয়া ইসহাক। ইন্না রাব্বী লা সামীয়ুদ্দু'আ'.
বাংলা অর্থ হলো: "সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাকে বার্ধক্যে ইসমাঈল ও ইসহাককে দান করেছেন; নিশ্চয় আমার প্রতিপালক দু'আ শ্রবণ করেন"।
এই আয়াতটি প্রখ্যাত নবী ইব্রাহিম (আঃ)-এর পক্ষ থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি অংশ, যেখানে তিনি তাঁর বার্ধক্যে দুই পুত্র সন্তান ইসমাঈল ও ইসহাক (আঃ) লাভ করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছেন এবং তাঁর প্রার্থনা শোনার জন্য আল্লাহর প্রশংসা করছেন।
English Translation ( meaning ) :
"All praise is for Allah, Who has granted me, in old age, Ishmael and Isaac. Surely, my Lord is indeed the Hearer of prayer".
৫। সুরা আন নাহল আয়াত ৭৫ এ ঃ
۞ضَرَبَ ٱللَّهُ مَثَلًا عَبۡدٗا مَّمۡلُوكٗا لَّا يَقۡدِرُ عَلَىٰ شَيۡءٖ وَمَن رَّزَقۡنَٰهُ مِنَّا رِزۡقًا حَسَنٗا فَهُوَ يُنفِقُ مِنۡهُ سِرّٗا وَجَهۡرًاۖ هَلۡ يَسۡتَوُۥنَۚ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ
বাংলা ঊচ্চারন ঃ দারাবাল্লা-হু মাছালান ‘আবদাম মাম্ লূকাল লা- ইয়াকদিরু ‘ আলা-শাইইও ওয়া মার রাঝাকনা-হু মিন্না-রিঝকান , হাছানান ফাহুওয়া ইউঁনফিকু মিনহু ছিররাও ওয়া জাহরান হাল ইয়াছতাঊনা
আলহামদুলিল্লা-হি বাল আকছসারুহুম লা ইয়া- লামুন ।
বাংলা অর্থ : আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন, অপরের মালিকানাধীন গোলামের যে, কোন কিছুর উপর শক্তি রাখে না এবং এমন একজন যাকে আমি নিজের পক্ষ থেকে চমৎকার রুযী দিয়েছি। অতএব, সে তা থেকে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে উভয়ে কি সমান হয়? সব প্রশংসা আল্লাহর, কিন্তু অনেক মানুষ জানে না।
৬। Sura Al Isra Verse no 111 :
وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ
وَلِيٌّ مِنَ الذُّلِّ ۖ وَكَبِّرْهُ تَكْبِيرًا
Bengali Transliteration : ওয়া কুলিল হামদু লিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুম লাহু শারীকুন ফিল মূলকি ওয়া লাম ইয়াকুম লাহু ওয়ালীয়্যুম মিনায যুল্লাহ্, ওয়াকাব্বিরহু তাকবীরা
বাংলা অর্থ ঃ "বলুন: সমস্ত প্রশংসা আল্লাহর যিনি না কোন সন্তান রাখেন, না তাঁর সার্বভৌমত্বে কোন শরীক আছে এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না, যে কারণে তাঁর কোন সাহয্যকারীর প্রয়োজন হতে পারে। সুতরাং আপনি স-সম্ভ্রমে তাঁর মাহাত্ম্যপূর্ণ বর্ণনা করতে থাকুন".
৭। Surah Al-Kahf, Verse 1 : Arabic:
ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِيٓ أَنزَلَ عَلَىٰ عَبۡدِهِ ٱلۡكِتَٰبَ وَلَمۡ يَجۡعَل لَّهُۥ عِوَجَاۜ
•Bengali transliteration ( বাংলা উচ্চারন ) ঃ
আলহামদু লিল্লাহিల్లযি আনযালা 'আলা 'আক্দীহিল কিতাবা ওয়ালাম ইয়াজ'আল লাহু 'ইওয়া'আজা.
•Meaning:
"সকল প্রশংসা আল্লাহর, যিনি তাঁর বান্দার উপর কিতাব নাযিল করেছেন, এবং তাতে কোনো বক্রতা রাখেননি।"
আশা করছি আল্লাহ আমার এই প্রচেষ্টা খুসি মনে কবুল করবেন এবং আমার সকল ত্রুটি গুলি মার্জনা করে দিবেন ইনশাল্লাহ ।
বিনিত , নুরুন নাহার হানিফ