30/06/2025
সারারাত বাবু ঘুমায়নি, কোলে নিয়ে বসে ছিলাম।
বাবা হিসাবে একদম নতুন তাই অনেক কিছুই বুঝি না। একটু কম ঘুমালেই মনে হয় বাবু বুঝি অসুস্থ হয়ে গেছে। ডেলিভারির পর থেকেই বাবুর মা খুব ক্লান্ত, আগের তুলনায় ঘুম অনেক ভারী হয়ছে, প্রেগ্ন্যান্সি এবং ডেলিভারির ধকলটা এখনও কাটিয়ে উঠতে পারেনি। তাই চেষ্টা করি বাবুর মাকে যত বেশি রেস্ট দেয়া যায়, যখন বাবুর খাওয়ার সময় হয় তখনই শুধু ওরে ঘুম থেকে তুলে বাবুকে খাওয়াতে বলি কিন্তু গভীর ঘুমের একটা মানুষকে ঘুম থেকে তুলে বাবুকে খাওয়াতে বলতে বেশ অপরাধবোধ কাজ করে, তখন মনে হয় বাবুক খাওয়ানোর দায়িত্বটা যদি আল্লাহ কোনভাবে পুরুষের উপর দিয়ে দিতো তাহলে আর এই ক্লান্ত মানুষটাকে বিরক্ত করা লাগতো না।
একটা মা বাচ্চাটা পেটে আসার পর থেকে ডেলিভারি পর্যন্ত কি পরিমাণ কঠিন একটা জার্নি, পেরেশানি এবং ডিপ্রেশনের মধ্য দিয়ে যায় সেটার সাক্ষী আমি নিজে। কত রাত যে সে ঘুমায়নি আমি নিজে দেখেছি।
এই লম্বা জার্নির পর এখন সে ক্লান্ত থাকবে এবং ঘুম অনেক ভারী হবে সেটাই স্বাভাবিক। এই সময়টাতে বাবাদেরকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হয়।
আমি জানি না কতটুকু দায়িত্ব নিতে পারছি কিন্তু এই যে রাত জেগে বাবুকে পাহাড়া দিচ্ছি, কান্না করলে সাথে সাথে কোলে নিয়ে বসে পরি, পটি করলে পরিস্কার করে কাপড়টা চেইঞ্জ করে দেই, নষ্ট কাপড় গুলো ধুয়ে দেই এগুলোতে আমার একটুও বিরক্ত বা খারাপ লাগে না বরং শান্তি লাগে।
যদিও বাবুর মা আমাকে এত দায়িত্ব নিতে দেয় না, সে ভাবে আমি মনে হয় প্রচুর কষ্ট করতেছি কিন্তু আমি যে কি আনন্দে আছি তারে কেমনে বুঝাই😍❤️
Coppy post