
04/09/2023
𝑪𝒐𝒏𝒇𝒆𝒔𝒔𝒊𝒐𝒏 - 𝑵𝒐: 02
𝑻𝒐: 𝐌𝐝 𝐍𝐚𝐡𝐢𝐝 𝐇𝐨𝐬𝐬𝐚𝐢𝐧
প্রিয়, নাহিদ কেমন আছো তুমি? তোমাকে প্রথম দেখেছি? টুমচর আসাদ একাডেমি এন্ড কলেজ এর সামনে! প্রথম দেখাতেই তোমাকে অনেক ভালো লেগেছে আমার, এক কথাই ক্রাশ খেয়ে গেলাম! তার পরে অনেক বার দেখেছি তোমাকে, অনেক খুঁজেছি তোমার ফেসবুক আইডি পাই নাই! তার কয়েক দিন পর নিউজ পিডে ঘুরাঘুরি করতে ছিলাম হঠাৎ দেখি তোমার আইডি আসনে চলে আসলো সাথে সাথে তোমাকে রিকুয়েষ্ট পাঠাইছি কিন্তু দুঃখের বিষয় তুমি আজও আমার রিকুয়েষ্ট এক্সেপ করো নাই! আমাকে এখনো জুলিয়ে রাখছো! আর আমার বান্ধবী এর আইডি থেকে তোমাকে রিকুয়েষ্ট পাঠানোর সাথে তুমি এক্সেপ করছো তুমি এমন কেনো বলো? আর তুমি দিন দিন এতো রোগা হয়ে যাও কেন! তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করো না?? না করলে এখন থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করবে নিজের খেয়াল রাখবে!আর হুম সরি আমি জানি না তোমার জীবনে কেউ আছে কি না? যদি থাকে তাহলে বলিও আর না থাকলে আমি তোমার ফ্রেন্ড লিষ্টে জুলে আছি! আমাকে এড করে নিও, আমার আইডি চিনতে তোমার একটু কষ্ট হতে পারে! কিছু করার নাই জান আমি তুমি আমার জন্য একটু কষ্ট করো কারণ কষ্ট করে পাওয়া জিনিস সারাজীবন থাকে!
তোমার অপেক্ষাই আছি আমি!