Omar Faruk Salman

Omar Faruk Salman Those who do not know their goal will not find it even if they reach it.
لا تحزن ان الله معنا

হে বাইতুল্লাহর মালিক। কত স্বপ্ন আর আশা নিয়ে অপেক্ষমাণ।হয়তো নেই অনেক ধন-সম্পদ কিন্তু আছে প্রবল ইচ্ছে তোমায় ছোঁয়ার।যদি কবু...
05/06/2025

হে বাইতুল্লাহর মালিক।

কত স্বপ্ন আর আশা নিয়ে অপেক্ষমাণ।
হয়তো নেই অনেক ধন-সম্পদ কিন্তু আছে প্রবল ইচ্ছে তোমায় ছোঁয়ার।
যদি কবুল করো তুমি, হতে পারবো ধন্য আমি।

অশ্রুর দু'ফোটা, ভেসে যাবে নয়নটা।
জিয়ারতে রওয়াজা, যেতে চায় মনটা।
নিয়তে ভরপুর, করো আমায় কবুল।

মা-ফিয়ে গুনাহ, চুমুতে আসওয়াদ
সাক্বিয়ে কাওছার, শাফায়েতে নাবী।
কবুলে হজ্জ, নিয়তে সহীহ। (হালাল উপার্জন ও সুদ্ধ ঈমান)

উচ্চু স্বরের প্রার্থনার বাণী।
লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক, লাইব্বাইকা লা শারিকালাকা লাব্বাঈক। ইন্নাল হামদা ওয়ান্ নি’মাতা লাকা ওয়াল মূল্ক, লা শারিকালা কা লাব্বাঈক।

হে আল্লাহ! আমাদের সকলকে তোমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ এবং রাসুল এর রওজা জিয়ারত করার তাওফিক দান করুন।

ওমর ফারুক সালমান।
০৬-০৭-২০২২

তাদেরকে দেখতে যেতে ইচ্ছা করছে, শরীরটাও তেমন একটা ভালো নেই। আল্লাহ হেফাজত করুক তাদেরকে। আদিতমারী, লালমনিরহাট।
29/09/2024

তাদেরকে দেখতে যেতে ইচ্ছা করছে, শরীরটাও তেমন একটা ভালো নেই। আল্লাহ হেফাজত করুক তাদেরকে। আদিতমারী, লালমনিরহাট।

23/09/2024

নিজ জীবনের চাহিদা গুলো অন্যের চাহিদা হবে না।

নিজের চাহিদা ও রুচির বাহিরেও চিন্তা করা উচিত।

18/09/2024

যৌতুককে সামাজিকতা বলে চালিয়ে দেওয়া বন্ধ করুন

আমাদের পরবর্তী জেনারেশন❤️❤️নিজের জমানো টাকা ব্যাংক ভেঙ্গে দিয়ে গিয়েছে। আল্লাহ তোমাদের উত্তম বিনিময় দান করুক।
03/09/2024

আমাদের পরবর্তী জেনারেশন❤️❤️
নিজের জমানো টাকা ব্যাংক ভেঙ্গে দিয়ে গিয়েছে।
আল্লাহ তোমাদের উত্তম বিনিময় দান করুক।

02/09/2024

এখনো কিছু জায়গায় খাবারের প্রয়োজন।
কিছু জায়গায় এখনো পানি।

31/08/2024

ত্রান দিয়ে আসার সময় এক লোক এসে বলল, ভাই আপনাদের কাছে নৌকা হবে। বললাম কেনো ভাই?
তিনি বললেন আমার বাবা মারা গেছে। উনার লাশটা নিয়ে যাওয়ার জন্য কোনো নৌকা পাচ্ছি না।
আপনাদের নৌকা যদি দিতেন আমি আমার বাবার লাশ নিয়ে অন্য জায়গায় নিয়ে দাফন করতে পারতাম।

তখন আমাদের নৌকায় খাবার দিয়ে অন্যদিকে পাঠানো হয়েছিলো তাই তাকে তাকে সাহায্য করতে সক্ষম হয় নি।

31/08/2024

সাপ কামড় দিয়েছে এমন অনেক ভাই মেডিক্যালে।
আমাদের ট্রাকে করেও একজন ভাইকে নিয়েছিলাম।।
এখন পানি কম, যারা পানিতে নেমে কাজ করছেন, একটু সতর্ক থাকার অনুরোধ রইলো।
আল্লাহ যেনো আমাকে ও সবাইকে হেফাজতে রাখেন৷

31/08/2024

ত্রানের পাশাপাশি চিন্তা করেছি, পুনর্বাসন নিয়ে কাজ করবো ইন শা আল্লাহ।
আপনাদের সকলকে এগিয়ে আসার অনুরোধ রইলো।

বিকাশ: 01627376283
নগদ: 01624130605

30/08/2024

গত দুইদিন ধরে বিভিন্ন যায়গা পরিদর্শন করেছি।
অনেকের ঘর-বাড়ি একদমই ভেস্তে গিয়েছে। অনেকের ফ্রীজ নষ্ট হয়ে গিয়েছে ইত্যাদি।
কিন্তু এই মানুষ গুলোর এতদিনের কষ্ট শেষ করার পর যে তারা নিজ গৃহে আরামের জন্য মাথা গুজিয়ে একটা দীর্ঘ শ্বাস নিবে। সেই সুযোগ হয়তো তাদের নেয়।
আমি ওমর ফারুক সালমান, দীর্ঘ ১০ দিনের মত তাদের জন্য কাজ করেছি।
এখন খুব ইচ্ছে করছে তাদের এই ঘরবাড়ি পুনর্গঠন ও তাদের চাহিদা গুলো পূর্ন করতে আবারো তাদের পাশে থাকতে চাই। আল্লাহর সাহায্য এবং আপনারা যদি আপনাদের সাধ্যমতো এগিয়ে আসেন। হয়তো এটি করা আমার জন্য সহজ হবে। আপনাদের কাছে সহায়তা কামনা করছি।

বিকাশ: 01627-376283
নগদ: 01624130605

30/08/2024

আমাদের ফান্ড কিছুটা কমে এসেছে৷ আল্লাহ রহমতে দীর্ঘ ১০ দিন ধরে কাজ করতে সক্ষম হয়েছি।
বিকাশ: 01627-376283
নগদ: 01624130605

Address

Chittagong

Telephone

+8801627376283

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omar Faruk Salman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Omar Faruk Salman:

Share