
05/06/2025
হে বাইতুল্লাহর মালিক।
কত স্বপ্ন আর আশা নিয়ে অপেক্ষমাণ।
হয়তো নেই অনেক ধন-সম্পদ কিন্তু আছে প্রবল ইচ্ছে তোমায় ছোঁয়ার।
যদি কবুল করো তুমি, হতে পারবো ধন্য আমি।
অশ্রুর দু'ফোটা, ভেসে যাবে নয়নটা।
জিয়ারতে রওয়াজা, যেতে চায় মনটা।
নিয়তে ভরপুর, করো আমায় কবুল।
মা-ফিয়ে গুনাহ, চুমুতে আসওয়াদ
সাক্বিয়ে কাওছার, শাফায়েতে নাবী।
কবুলে হজ্জ, নিয়তে সহীহ। (হালাল উপার্জন ও সুদ্ধ ঈমান)
উচ্চু স্বরের প্রার্থনার বাণী।
লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক, লাইব্বাইকা লা শারিকালাকা লাব্বাঈক। ইন্নাল হামদা ওয়ান্ নি’মাতা লাকা ওয়াল মূল্ক, লা শারিকালা কা লাব্বাঈক।
হে আল্লাহ! আমাদের সকলকে তোমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ এবং রাসুল এর রওজা জিয়ারত করার তাওফিক দান করুন।
ওমর ফারুক সালমান।
০৬-০৭-২০২২