
16/10/2025
📍লক লমন্ড, ফুল ট্যুর গাইড
স্কটল্যান্ডের 'লক লমন্ড', যেখানে প্রকৃতি, হাইকিং, হাইল্যান্ডের, লেকের স্বচ্ছ নীল পানি, রঙবেরঙের পশুপাখি সব দেখতে পাবেন। প্রকৃতি যে কতো সুন্দর হয়, এটি না দেখলে কখনোই বিশ্বাস করবেন না। শুরু করা যাক...
🗺️ লক লমন্ড,এটি কোথায়?
- স্টকল্যান্ডের গ্লাসগো শহরের অন্তর্ভুক্ত। যাতায়াত একদম সহজ। গ্লাসগো থেকে সরাসরি 'Balloch' ট্রেন স্টেশনে ট্রেন যাবে, মাত্র ৫০ মিনিটের দূরত্বে। লক লমন্ড এবং ট্রসাচস ন্যাশনাল পার্ক হচ্ছে স্কটল্যান্ডের প্রথম ফরেস্ট পার্ক যা উদ্বোধন হয়েছিলো ২০০২ এ প্রিন্সেস এনির মাধ্যমে।
❔লক লমন্ডেই কেনো যাবো?
- প্রকৃতির অপার সৌন্দর্য, স্বচ্ছ পানির লেক, কোলাহাল মুক্ত বিশাল পার্ক/ফরেস্ট এবং বিভিন্ন এডভেঞ্চার নেওয়ার জন্য এই জায়গায় আসা যে কারো জন্য অপরিহার্যই বটে।
🌇 কি কি আছে? কোথায় কোথায় যাবো?
- অসংখ্য জিনিস আছে করার মতো এই জায়গায়। যা একটা একটা করে এড্রেস সহ দিলাম।
১/ ক্রুজ ট্যূর: এটি নিয়ে আগেও লিখেছিলাম। ট্রেন স্টেশন থেকে নেমেই রাস্তা পার হয়ে হাতের ডানে 'সোয়ানসি ক্রুজ শিপ' পাবেন। লেকের মধ্য দিয়ে নিয়ে যাবে দুই ধারের সমৃদ্ধশালী ইতিহাস বলতে বলতে। ১ ঘন্টার এই সফর একটা পর্যায়ে লেকের মাঝেই সাগরের ফিলও পাবেন!
২/ LUSS ভিলেজ: এখানে আসা নাকি ব্যর্থ হয়ে যায় এই গ্রামটি ঘুরে না দেখলে। ভাইকিংরা নাকি এই গ্রাম পাড়ি দিয়ে গিয়েছিলো তা নিয়ে লোককথা আছে। মুগ্ধতা ছড়ানো বাড়ির নির্মানশৈলি আপনার মনকেও মন্ত্রমুগ্ধ করবে।
৩/ দ্যি ট্রসাচ ন্যাশনাল পার্ক: ফিশিং,বাইকিং,হাইকিং,বোটিং,ক্লাইম্বিং ইত্যাদি করার ইচ্ছে থাকলে এর চেয়ে ভালো জায়গা পাবেন না এই এলাকায়। পাহাড়ের মধ্যমণিতে থেকে বিভিন্ন এডভেঞ্চার করার জন্য এডভেঞ্চার পাগলদের জন্য সেরা জায়গা এটি। লোকেশন (20 Carrochan Road, Balloch, Alexandria, Scotland)
৪/ লক লমন্ড শোরস(shores) : এটি মূলত বেশিদিন হয় নি তারা যোগ করেছে। গ্লাসগো থেকে মাত্র ৩০ মিনিট দূরে এটি। লোকাল পাথর দ্বারা এটিকে পুরোপুরি সাজানো হয়েছে। লোকাল ক্রাফটস,জিনিসপত্র এবং অবশ্যই অনেকগুলা ডাইনিং অপশন। এখানে বছরে বিভিন্ন ফান ইভেন্ট হয় যেগুলোতে ইন্টারটেইন করার মতো অনেক কিছুই হয়।
৫/ আইল্যান্ড অব Inchmurrin : গ্রেট ব্রিটেনের সবচেয়ে বড় ফ্রেশওয়াটার আইল্যান্ড এটি। এখানে বিখ্যাতো 'Lennox Castle' রয়েছে। জায়গাটি প্রাইভেট প্রোপার্টি তবে টুরিস্টরা বোট নিয়ে ঘুরতে যেতে পারে এখানে। লোকেশন Inchmurrin Island, Loch Lomond, Scotland)
৬/ Conic Hill: পাখির চোখে উপভোগ করতে হলে এই জায়গায় যাওয়া বাঞ্চনীয়। যারা একটু উঁচু যায়গায় উঠে লেক দেখতে ভালোবাসেন বা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান সবুজ ঘাসে গা এলিয়ে দিয়ে,তাদের জন্য এটি স্বর্গ।
🕔 যাওয়ার সঠিক সময়?
- অবশ্যই সামারে। তবে ওয়েদারের মা বাপ নেই এখানে। আমরা শীতে গিয়ে দারুণ দিন পেয়েছিলাম। তাই চেষ্টা করবেন ভালো দিনের মাঝেই চলে যেতে। এপ্রিলের শেষ দিক থেকে শুরু করে করে সেপ্টেম্বররের শুরু, এই সময়টুকু খাতা কলমের হিসেবে উপযুক্ত সময়।
🏔️ যদিও আরোও অনেক জায়গা রয়েছে,তবে এইটুকু এখানে দেখতে পারলেই হবে। দুদিনের জন্য এয়ারবিএনবি খুব একটা খরচ পড়বেনা। তবে সময়,অর্থ সবটুকু উশুল হবে ইনশাআল্লাহ।
লিখাটি ভালো লাগলে প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন ন। সবার ভ্রমণ শুভ হোক 💙