Refat Bhuiyan

Refat Bhuiyan "মায়ের শ্রেষ্ঠ সন্তান"

20/04/2025

শেষমেশ নিজের সাথে নিজে ছাড়া আর কেউ থাকে না!

19/04/2025

নির্দিষ্ট একটা সময় পার হলেই বুঝবেন,সারাদিন বাসায় শুয়ে-বসে আরাম করাটাও এক প্রকার উৎসব!🖤😊

11/04/2025

কখনো ভেবে দেখেছেন আপনার কথাবার্তাও কারো কম্ফোর্ট জোন হতে পারে? আপনার শব্দচয়ন এর কারণে কারো পুরো দিনটাই ভালো হয়ে যেতে পারে?

আমরা সবকিছু নিয়ে খুব বেশি খুঁতখুঁতে কিংবা সচেতন হলেও নিজেদের কথাবার্তা নিয়ে খুব একটা ভাবি না। অথচ আমরা চাইলে শুধু আমাদের কথা দ্বারাই একটা মানুষকে আপন বানিয়ে ফেলতে পারি। কথাবার্তার মাধ্যমেই মানসিক শান্তি দিতে পারি। কথাবার্তার মাধ্যমেই যত্ন নিতে পারি।

পৃথিবীর সব জড়িয়ে ধরা শারীরিক হয় না, আপনি কখনো কখনো একজন ক্লান্ত মানুষকে আপনার কথার উষ্ণ শব্দ দ্বারাও আগলে নিতে পারেন। জড়িয়ে ধরতে পারেন।

যেখানে পাঁচ মিনিট উষ্ণ শব্দে জড়িয়ে ধরে একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারি, সেখানে আমরা ভাবতে থাকি অন্য উপায়ে কীভাবে যত্ন নিয়ে কাউকে খুশি করা যায়!

অথচ আমরা ভুলে যাই, শব্দের যত্ন পৃথিবীর সবচেয়ে সুন্দর যত্ন...

©️

07/02/2025

তুমি চলে যাওয়ার পর জরাজীর্ণ হয়ে পরে আছে
মূল্যবান মলিন কিছু স্মৃতি, চুপসে গেছে রক্তিম ফুল
ধুলো জমেছে প্রেম মঞ্চের বই-পৃষ্ঠায়। নিষ্প্রাণ নির্দোষ দেহ কাফফারা দিচ্ছে প্রেম মঞ্চের কাঠগড়ায়!🌺

06/02/2025

মস্তিষ্ক জুড়ে ক্লান্তির এক অপার সুর।
কেমন এক অদ্ভুত গোলক ধাঁধায় যেনো আটকে আছি।
যেখানে প্রতিটি চিন্তা যেনো ঝাপসা হয়ে গেছে- কোথায় যাবো, কী করবো—সব কিছু এক অজানা বিষন্নতার মাঝে হারিয়ে যাচ্ছে।

মনে হচ্ছে,আমার পথ ধ্বংসাবশেষে পূর্ণ- স্পষ্টতার কোনও চিহ্ন নেই। সময় থেমে গেছে- সবকিছু এক অনিশ্চিত পরিস্থিতিতে গা ঢাকা দিয়ে আছে। যদি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবি, যদি এক মুহূর্তের জন্য থেমে যেতে পারি, হয়তো আবার পথের সঠিক দিক খুঁজে পাবো। ❤️‍🩹

03/02/2025

"জীবনে প্রাণযুক্ত মানুষ না হয়ে,
অনুভূতিহীন যান্ত্রিক ট্রেন হলে ভালো হতো!

চিন্তা ছাড়া গন্তব্যে ছুটে চলা যেতো" 🌸

25/01/2025

' গুরুত্ব 'শব্দ টা খুবই ছোট। কিন্তু এটার ভার, দায়িত্ব, মূল্য, অনেক অনেক অনেক বড়। একজন এর কাছে আমার গুরুত্ব বলতে আমি বুঝি, আমাকে সম্মান করা, আমি কথা বলার সময় সেটা মনোযোগ দিয়ে শুনা, হোক না সেই কথা টা একদম নগন্য বা অপ্রয়োজনীয়।

24/01/2025

জীবন সব সময় একই প্রবাহে চলেনা।
কত চড়াই-উৎরাই এর! তাই মাঝে মাঝে নিজের অন্তর কে বিশ্রাম দিতে হয়। নিজে ভালো থাকলেই এর সাথে জুড়ে থাকা সব কিছু কে সু শৃঙ্খল ভাবে যত্ন নেয়া যায়। এই নিজের ভালো থাকাটাই যেনো অনেক সময় বিরল হয়ে যায়..এর মাঝেই একটু সুযোগ দিতে হবে সেই অল্প সময় টা কেই প্রাণ ভরে তৃপ্তি নিয়ে উপভোগ করতে হবে।🌻🌿

29/12/2024

ক্যালেন্ডারের বুক চিরে ; ডিসেম্বরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি,বছরের শেষে এসেও এখন কত কিছু ঠিক করা বাকি,এখনও অনেক কিছু নেই,কত শত আক্ষেপ...
এ-যেন বছর নয়,আমার জীবনের শেষ... 🏵️

23/11/2024

বার্ষিক পরীক্ষা শেষ হলেই শীতের ছুটি। এই সময়টা সম্ভবত ক্লাস ৯ এ আমরা ফেলে আসি। এরপর থেকে ডিসেম্বর মাস আর আগের মতোন হয়নি, হবে না।❤️

15/11/2024

কতকিছুর স্বপ্ন দেখি। এটা করবো, ওটা করবো। কাছের মানুষদের গর্ব হবো। পরিবারের মুখে হাসির কারণ হবো। নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো হ্যা আমি করে দেখিয়েছি।

এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেলো বিশ বাইশ চব্বিশ সাল। সুত্র সাপেক্ষে জানা হয়ে গেলো পৃথিবীর নিয়ম অনিয়ম।

শুধু বদলাতে পারিনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা; যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই, পরের পৃষ্ঠায় লেখা আছে- "দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমার পাশেই।"

©

Address

Brahmanbaria
Chittagong

Telephone

+8801409606193

Website

Alerts

Be the first to know and let us send you an email when Refat Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Refat Bhuiyan:

Share