Refat Bhuiyan

Refat Bhuiyan "মায়ের শ্রেষ্ঠ সন্তান"

03/10/2025

ফেলে আসা অতীত আর ফেলে আসা মানুষ
দুটোই আর ফিরে দেখা যায় না, ভয়ঙ্কর সত্যি এটাই।
ভিন্নতা’ আর ‘শূন্যতা’ মিলিয়েই আজকের জীবন, তবুও সেই শূন্যতার ভেতরেই খুঁজে নিতে হয় অদ্ভুত এক সৌন্দর্য।হয়তো হারানোই শেখায় বেঁচে থাকার নতুন মানে।🤍

21/09/2025

আপনাকে কেউ যদি বলে "আমার জন্য একটু দোয়া কইরেন" তাইলে "অবশ্যই করব" বলার চেয়ে ১০ সেকেন্ড টাইম নিয়া সাথে সাথে আল্লাহর কাছে চেয়ে ফেলবেন। নাইলে পরে মনে থাকবেনা। শুধু "আল্লাহ আপনি তার মনের ইচ্ছা পুরন করে দেন" কিংবা "আল্লাহ উনার বি'পদ আপনি দুর করে দেন" এই টুক বলার জন্য পরের ওয়াক্তের নামাজ পর্যন্ত অপেক্ষার দরকার কি।

21/09/2025

জীবনের কিছু মুহূর্ত থাকে, যা আমরা যতই ভুলতে চাই না কেন, মনে হয় ঠিক সেখানেই আটকে গেছি।
সময় এগিয়ে যায়, পৃথিবী এগিয়ে যায়, কিন্তু হৃদয়ের ভেতরে কিছু স্মৃতি শেকড় গেড়ে বসে থাকে।

সেই স্মৃতিগুলো হয়তো হাসি এনে দেয় না, কিন্তু কষ্ট দিয়েও মনে করিয়ে দেয়,
আমরা একদিন সত্যিই বেঁচেছিলাম, অনুভব করেছিলাম, ভালোবেসেছিলাম।

হয়তো এই ব্যথার ভেতরেই জীবনের গভীরতম সৌন্দর্য লুকানো আছে!🖤

03/09/2025

Still the years will pass..
And not a trace will remain of me..
Darkness and cold will enfold my weary soul..✨

03/09/2025

কারোর সাথেই আমার স্বার্থের সম্পর্ক নেই। অনেকের সাথে আমি যোগাযোগ রাখিনি আর অনেকেই আমার সাথেও রাখে না।
এই রাখা না রাখা নিয়াও কোনো অভিযোগ নাই। কারণ কারোর সাথে চাওয়া-পাওয়ার স্বার্থ নাই।
বলতে পারেন এভাবেই আমাদের অনেকের সাথে শেষ কথা,শেষ দেখা,শেষ পথচলা, শেষ যোগাযোগ হয়ে গেছে।

03/09/2025

নিভে যাওয়া সন্ধ্যের গায়ে লেগে থাকে সে সব না বলা কথা।

01/09/2025

মানুষের কাছে শান্তি খোঁজা বৃথা,নিজের শান্তি নিজেই খুঁজে নাও।

01/09/2025

Hey September, don't make it bad surprise me with something good.

28/08/2025

যে ভালোবাসা সাধন করা অসম্ভব হয়ে যায়। যা পাওয়ার আশংকা কেবল ভাগ্যের উপরেই না, নিয়তির উপরেও নির্ভর করে তা ঠেকানোর সাধ্য মানুষের নিয়ন্ত্রণে থাকে না।

নিয়ন্ত্রণের বাহিরে সব চলে গেলে অজস্র প্রহর গড়ালে মনে পড়ে দেরি হয়ে গেছে এখন আর কোনো উপায় নেই কিছু নিয়ন্ত্রণে আনার। নিরুপায় চোখ নিয়ে ভাগ্যের দিকে তাকিয়ে কী উপহাস!

হারানোর ঠিক পর মুহূর্তে মনে হয় পাওয়াটা হয়তো সৌজন্যতা। না পেয়েও যে ভালোবাসা বাঁচিয়ে রাখা যায়, সে ভালোবাসা হয়ে উঠে নিঃস্বার্থ সম্পর্কের প্রতীক। ছেড়ে দেয়া সবসময় যন্ত্রণার নয়।

আগলে রাখতে গিয়ে যা অজান্তেই বেখেয়ালে ছিটকে গেলো, তা যেনো অবহেলা অযত্নে হারিয়ে না যায়। কুড়িয়ে নেওয়ার কোনো উপায় না থাকলেও একটা নিরাপদ স্থানে তা রেখে দেয়াই যায়। ভালোবাসা বেঁচে থাকুক এটাই প্রাপ্তি।

28/08/2025

আম্মা সবসময় বলে, কারো ভালো সময়ে তারে এড়িয়ে চলবি, তিনদিন দাওয়াত দিলে একদিন যাবি।

কিন্তু খারাপ সময়ে না ডাকলেও গিয়া হাজির হবি, টাকাপয়সা ক্ষমতা কোন কিছু দিয়া হেল্প না করতে পারলেও যাবি, অন্তত হাতটা ধরে বলবি ‘ভাই আমি আছি তোর সাথে’।❤️

26/08/2025

দুঃখ তো পানির মতো বহমান এক স্রোত। কীভাবে যেন মানুষের মধ্যে মিশে যায় মানুষ তা নিজেও জানে না। সব সুন্দর নিমিষেই চোখের আড়াল হয়ে যায় মানুষ তা টেরও পায় না।🖤🥀

20/04/2025

শেষমেশ নিজের সাথে নিজে ছাড়া আর কেউ থাকে না!

Address

Brahmanbaria
Chittagong

Telephone

+8801409606193

Website

Alerts

Be the first to know and let us send you an email when Refat Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Refat Bhuiyan:

Share