19/09/2025
২৯ - দরবারে বারীয়া শরীফের হযরত কেবলা গাউসে জামান হযরত শাহছুফি হাফেজ ছৈয়্যদ আব্দুল বারী শাহ্ (শাহাজী বারী) বাবাজান কেবলার রাহমাতুল্লাহে আলাইহ ১৯৯৪ সালে ১২ই মাঘ মাহফিলে আল্লাহ পাক রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আওলিয়ায়ে কেরামের প্রেম মুহব্বত এবং তরিকত সম্পর্কে নসিহত করেন ভক্ত মুরিদানদের কে।
ষ্টেইজে উপস্থিত ছিলেন বাবাজান কেবলার বড় ছাহেবজাদা দরবারে বারীয়া শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মুহছেনে আহলে ছুন্নত শাহছুফি ছৈয়্যদ বদরুদ্দোজা বারী মা, জি,আ।
পাশের ষ্টেইজে ইমামে আহলে ছুন্নত পীরে তরিকত হরতুল আল্লামা হাশেমী সাহেব হুজুর রাহমাতুল্লাহে আলাইহ।
আহলে ছুন্নত ওয়াল জামাতে বহু উলামায়ে কেরাম গণ উপস্তিত ছিলেন।
🔴 ( বাবাজান কেবলা ইন্তেকালের আগে হায়াতে জিন্দেগী মোবারকে থাকা অবস্থায় এই ১২ই মাঘ মাহফিল দরবারে বারীয়া শরীফে না করার হুকুম দিয়েছেন। এই ১২ই মাঘ মাহফিল কুমিল্লার খাড্ডার আলহাজ্ব আনিসুর রহমান সাহেব কে নিজ গ্রামে করার হুকুম দিয়ে যান। বাবাজান কেবলা ইন্তেকালের শেষ তিন বছর এই মাহফিল দরবারে বারীয়া শরীফে বন্ধ রেখে ছিলেন। যেহেতু আনিস সাহেবের বাড়িতে বাবাজান কেবলা মাহফিলে থাকতেন সাথে ভক্ত মুরিদান গণ উক্ত মাহফিলে উপস্থিত থাকতেন)।
দরবারে বারীয়া শরীফের বার্ষিক মাহফিল মহান ১৮ ই ফাল্গুন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গাউছে জামান হযরত শাহাজী বারী বাবাজান কেবলার ওরছ শরীফ অনুষ্ঠিত হয়।
বাবাজান কেবলার বানী - মুনিবের বাক্য শিরো ধায্য।