Baria TV

Baria TV দরবারে বারীয়া শরীফ। চান্দগাঁও, চট্টগ্রাম।
Baria Darbar Sharif, Chattogram, Bangladesh

19/09/2025

২৯ - দরবারে বারীয়া শরীফের হযরত কেবলা গাউসে জামান হযরত শাহছুফি হাফেজ ছৈয়্যদ আব্দুল বারী শাহ্ (শাহাজী বারী) বাবাজান কেবলার রাহমাতুল্লাহে আলাইহ ১৯৯৪ সালে ১২ই মাঘ মাহফিলে আল্লাহ পাক রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আওলিয়ায়ে কেরামের প্রেম মুহব্বত এবং তরিকত সম্পর্কে নসিহত করেন ভক্ত মুরিদানদের কে।

ষ্টেইজে উপস্থিত ছিলেন বাবাজান কেবলার বড় ছাহেবজাদা দরবারে বারীয়া শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মুহছেনে আহলে ছুন্নত শাহছুফি ছৈয়্যদ বদরুদ্দোজা বারী মা, জি,আ।

পাশের ষ্টেইজে ইমামে আহলে ছুন্নত পীরে তরিকত হরতুল আল্লামা হাশেমী সাহেব হুজুর রাহমাতুল্লাহে আলাইহ।
আহলে ছুন্নত ওয়াল জামাতে বহু উলামায়ে কেরাম গণ উপস্তিত ছিলেন।

🔴 ( বাবাজান কেবলা ইন্তেকালের আগে হায়াতে জিন্দেগী মোবারকে থাকা অবস্থায় এই ১২ই মাঘ মাহফিল দরবারে বারীয়া শরীফে না করার হুকুম দিয়েছেন। এই ১২ই মাঘ মাহফিল কুমিল্লার খাড্ডার আলহাজ্ব আনিসুর রহমান সাহেব কে নিজ গ্রামে করার হুকুম দিয়ে যান। বাবাজান কেবলা ইন্তেকালের শেষ তিন বছর এই মাহফিল দরবারে বারীয়া শরীফে বন্ধ রেখে ছিলেন। যেহেতু আনিস সাহেবের বাড়িতে বাবাজান কেবলা মাহফিলে থাকতেন সাথে ভক্ত মুরিদান গণ উক্ত মাহফিলে উপস্থিত থাকতেন)।
দরবারে বারীয়া শরীফের বার্ষিক মাহফিল মহান ১৮ ই ফাল্গুন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গাউছে জামান হযরত শাহাজী বারী বাবাজান কেবলার ওরছ শরীফ অনুষ্ঠিত হয়।

বাবাজান কেবলার বানী - মুনিবের বাক্য শিরো ধায্য।

19/09/2025
দরবারে বারীয়া শরীফের আজকের মাসিক মাহফিল! আলহামদুলিল্লাহ 🖤
14/09/2025

দরবারে বারীয়া শরীফের আজকের মাসিক মাহফিল! আলহামদুলিল্লাহ 🖤

12/09/2025

৩২ - গাউছে জামান হযরত শাহাজী বারী বাবাজান কেবলার ২০০৫ সালে ইন্তেকালের পর দরবারে বারীয়া শরীফের বার্ষিক মাহফিল মহান ১৮ই ফাল্গুনে তশরিফ আনয়ন করেন দিল্লির হযরত নিজামুদ্দিন মাহবুবে ইলাহির দরবার শরীফ এর সাজ্জাদানশীন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত শাহছুফি ছৈয়্যদ আহমেদ নিজামী রাহমাতুল্লাহে আলাইহ হযরত শাহাজী বারী বাবাজান কেবলার পীর মুরশিদের আওলাদ তিনি, হযরত আহমেদ নিজামী ছাহেব হুজুর হযরত শাহাজী বারী বাবাজান কেবলার মনোনিত দরবারে বারীয়া শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত রাহবরে শরীয়ত মুহছেনে আহলে সুন্নত শাহছুফি ছৈয়্যদ বদরুদ্দোজা বারী মা,জি,আ কে তরিকতের ছিলছিলা অনুযায়ী দস্তারবন্দী (পাগড়ি পরিধান) করেন হযরত আহমেদ নিজামী ছাহেব হজুর কেবলা রাহমাতুল্লাহে আলাইহ।
গাউছে জমান হযরত শাহাজী বারী বাবাজান কেবলার হায়াতে জিন্দেগী মোবারকে দরবারে বারীয়া শরীফের বার্ষিক মাহফিলে অনেকবার তাহার বড় ছাহেবজাদা শাহছুফি ছৈয়্যদ বদরুদ্দোজা বারী মা,জি,আ কে সাজ্জাদানশীন ঘোষণা করেন এবং বাবাজান কেবলার চেয়ার মোবারকে বসিয়ে দিতেন।
বাবাজান কেবলা থাকা কালীন সময়ে আঞ্জুমানে রাহমাতুল্লিল আলামিনের সভাপতি, আল আমিন বারীয়া কামিল মাদ্রাসার সভাপতি দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।
এছাড়াও বহু ভক্ত মুরিদান কে বাবাজান কেবলা শাহছুফি ছৈয়্যদ বদরুদ্দোজা বারী মা,জি,আ হাতে তুলে দিয়ে বলতেন তুমি তাদের খেয়াল রাখবে।
এই সকল কথা লিখার কারন হলো, অনেকের অনেক কিছু অজানা থেকে যায়, গাউছে জমান হযরত শাহাজী বারী বাবাজান কেবলার হুকুম আদেশ মেনে চলতে পারেন। মুনিবের হুকুমের উপর দায়েম কায়েম থাকতে মুনিবের এই বাণী গুলো আপনাকে আমাকে সহযোগিতা করবে। আমার কাজ মুনিবের দেওয়া হকুম সরন করিয়ে দেওয়া, আর আমল করা আপনার দায়িত্ব।

বাবাজান কেবলার বানী - মুনিবের বাক্য শির ধায্য।

পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফি ছৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী (মুঃজিঃআঃ)
08/09/2025

পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফি ছৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী (মুঃজিঃআঃ)

07/09/2025

পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী ﷺ ১৪৪৭ হিজরী।
আয়োজনে: দরবারে বারীয়া শরীফ, চট্টগ্রাম।

দরবারে বারীয়া শরীফে আয়োজিত প্রিয় নবিজীর ১৫০০ তম মিলাদ উপলক্ষে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ মাহফিলের দৃশ্য।
07/09/2025

দরবারে বারীয়া শরীফে আয়োজিত প্রিয় নবিজীর ১৫০০ তম মিলাদ উপলক্ষে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ মাহফিলের দৃশ্য।

06/09/2025

কুমিল্লা কোরবানপুর জি এম উচ্চ বিদ্যালয় বাঙ্গরা বাজার থানায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জশনে জুলুস শেষে স্কুল মাঠে আজিমুশশান ওয়াজ নছিহত অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের আখেরি মুনাজাত পরিচালনা করেন দরবারে বারীয়া শরীফের মেজ শাহজাদা হযরত মাওলানা ছৈয়্যদ হাসান বারী মা,জি,আ।

06/09/2025

কুমিল্লা কোরবানপুর জি এম উচ্চ বিদ্যালয়, বাঙ্গরা বাজার থানায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জশনে জুলুস শেষে জানগড় স্কুল মাঠে আজিমুশশান ওয়াজ নছিহত অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের আখেরি মুনাজাত পরিচালনা করেন দরবারে বারীয়া শরীফের মেজ শাহজাদা হযরত মাওলানা ছৈয়্যদ হাসান বারী মা,জি,আ।

Address

Darbar-E Baria Sharif
Chittagong
4221

Alerts

Be the first to know and let us send you an email when Baria TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Baria TV:

Share