Mohiuddin babor emon Blog মহিউদ্দিন বাবর ইমন ব্লগ

Mohiuddin babor emon Blog মহিউদ্দিন বাবর ইমন ব্লগ ভালো কিছু করার শুভ সূচনা

শুঁয়োপোকার জীবনচক্র: এক সংক্ষিপ্ত রূপান্তরপ্রজাপতি বা মথের জীবন শুরু হয় ডিম থেকে। এই ডিমগুলো গাছের পাতায় বা ডগায় পাড...
30/07/2025

শুঁয়োপোকার জীবনচক্র: এক সংক্ষিপ্ত রূপান্তর
প্রজাপতি বা মথের জীবন শুরু হয় ডিম থেকে। এই ডিমগুলো গাছের পাতায় বা ডগায় পাড়া হয়।
শুঁয়োপোকা: বেড়ে ওঠার পর্ব
ডিম ফোটার পর বেরিয়ে আসে শুঁয়োপোকা। এটি হলো লার্ভা দশা। শুঁয়োপোকা কেবল খায় আর দ্রুত বড় হয়। বড় হওয়ার জন্য এটি কয়েকবার নিজের ত্বক বদলায়।
পিউপা: রূপান্তরের সময়
충 যথেষ্ট বড় হলে, সে পিউপা দশায় চলে যায়। প্রজাপতির শুঁয়োপোকা ক্রিসালিস (কোষ) এবং মথের শুঁয়োপোকা কোকুন তৈরি করে। এই সময়টায় শুঁয়োপোকা ভেতরে ভেতরে সম্পূর্ণ বদলে যায়।
পূর্ণাঙ্গ রূপ: প্রজাপতি বা মথ
পিউপা দশা শেষে ক্রিসালিস বা কোকুন থেকে একটি পূর্ণাঙ্গ প্রজাপতি বা মথ বেরিয়ে আসে। এটি দেখতে শুঁয়োপোকা থেকে সম্পূর্ণ আলাদা হয় এবং এর পাখা থাকে।
নতুন চক্রের সূচনা
পূর্ণাঙ্গ প্রজাপতি বা মথের কাজ হলো ডিম পাড়া, আর এভাবেই জীবনচক্র আবার শুরু হয়।

📌 স্ট্যাটাস: হৃদয়বিদারক ট্র্যাজেডি — মাইলস্টোন দুর্ঘটনা২১ জুলাই ২০২৫ — বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ দিন।একটি যুদ্ধবিমান ...
29/07/2025

📌 স্ট্যাটাস: হৃদয়বিদারক ট্র্যাজেডি — মাইলস্টোন দুর্ঘটনা

২১ জুলাই ২০২৫ — বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ দিন।
একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর আছড়ে পড়ে,
প্রাণহানি ঘটে ৩০ জনেরও বেশি নিরীহ শিক্ষার্থীর, শিক্ষকের, কর্মচারীর।

🚨 শতাধিক আহত — অনেকেই আজও হাসপাতালে, বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছেন।
তাদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে যেন রাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার দেয় —
সেটাই আমাদের প্রত্যাশা।

💔 শহীদ শিক্ষিকা মাহেরিন চৌধুরী ছিলেন সাহস আর মাতৃত্বের প্রতীক।
নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে তিনি শিক্ষার্থীদের বাঁচিয়েছেন —
তিনি আমাদের জাতীয় বীর।

🛩️ আমরা জোরালোভাবে দাবি জানাই:

দুর্ঘটনার কারণ নিরপেক্ষ তদন্তে প্রকাশ করা হোক।

পুরনো ও ত্রুটিপূর্ণ বিমান অবিলম্বে বাতিল করে নিরাপদ প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা হোক।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহায়তা দেওয়া হোক।

সকল আহতের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় খরচে নিশ্চিত করা হোক।

🕊️ যারা অকালে প্রাণ হারিয়েছেন —
আল্লাহ যেন তাঁদের শহীদের মর্যাদা দান করেন, জান্নাতুল ফেরদাউস নসীব করেন।
আমরা সবাই তাঁদের মাগফিরাত কামনা করি। 🤲

এই দুঃখের দিনে আমরা কাঁদি, কিন্তু একসঙ্গে জেগে উঠি —
আর যেন কোনো শিশুর জীবন এভাবে আগুনে ঝলসে না যায়।

#মাইলস্টোন_দুর্ঘটনা
#মাহেরিন_ম্যাডাম
#শোক_হোক_শক্তি
#পুরনো_বিমান_বন্ধ_করুন
#শহীদদের_মাগফিরাত_কামনা

29/10/2023

পরিবেশ টা সুন্দর......

Address

Chittagong

Telephone

+258877583341

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohiuddin babor emon Blog মহিউদ্দিন বাবর ইমন ব্লগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohiuddin babor emon Blog মহিউদ্দিন বাবর ইমন ব্লগ:

Share

Category