Nasrin427

Nasrin427 আল্লাহ চাইলে সফল হবো ইনশাআল্লাহ 🥰🥰 I am a student. Please support me to go far.🥰🥰🥰
(35)

20/07/2025

''সময় কাটে না,, গেলাম.. ``হতাশা ডিপার্টমেন্টাল স্টোর``
``যেখানে প্রতিটি ফ্লোরে সাজানো,, ভিন্ন ভিন্ন দুঃখের বিভাগ``।
পুরো সেটিংটাই `নরকের,, বাণিজ্যিকীকরণে রমরমা,,
শুরুতে নিলাম,,
,,ভালোবাসার হালকা নাস্তা: শূন্যতার প্লেটে!"
..,গেলাম,, 'ফুর্তি ডিসকাউন্ট নিতে'! এখনই শেষ সময়!"
``আত্মার অধঃপতন শপিং স্টোরে,, পপকর্ন ফ্রি!
আরও নিলাম,,
''গুজব গপ্পো ভাজা! গরম গরম মিথ্যা,, মনের জিলাপি পেঁচানো সাপ,, শক্তিশালী 'টেনশন।
নিলাম,, ভ্রমের আইসক্রিম,, হাতে নিতে গলে যায়!

গেলাম গর্ব করে হাঁটা স্টোরে,,
``অহংকারের হাই-হিল: উঁচুতে তোলে, পড়তেও সাহায্য করে!
"পিউর টাকার কুমিরের,, চামড়া দিয়ে বানানো``

গেলাম অতীত ভেজাল স্টোরে,,
""স্মৃতির ডাস্টবিনে,, পুরোনো আবেগ পঁচে গলে পড়ে আছে,, আহাঃ কি দাম,,
নগদে চোখের জল ফেলে কিনে নিলাম, তবুও।,, .বন্ধুরা এলো, বলে,, চল আরও তলিয়ে কাঁদি গলা মিলে``।

গেলাম হতাশা রিচার্জ স্টোরে,,
"দুঃখের রিফিল কার্টিজ! চিরস্থায়ী উৎকণ্ঠা!
ফুল লোড,,
"নিলাম- লোভের EMI স্কিম! প্রথম কিস্তি: সামান্য বিবেক পে!"

একটু হাঁটতেই দেখি,, "শয়তান দোকান খুলেছে 'নরকের 'রসগোল্লা' নামে,
বলে, আসুন,, 'একটা খেয়ে দেখুন, স্বাদ পাবেন অনুতাপের চিনি!'
জিজ্ঞেস করলাম, 'ক্যালোরি কত?'
উত্তরে হাসে, 'এক গ্লাস 'পাপের সমান!'".মুখে নিতেই,, কপালে পড়লো,, 'দুর্ভাগ্যের শুকনো পাঁউরুটি'..

অবশেষ,, 'শয়তান মুচকি হেসে বলে,,
নেন, আরও একটা হতাশার ডোজ, সারাক্ষন মিথ্যা কুয়াশার তৃপ্তি পাবেন !'
জিজ্ঞাস করলাম, 'মেয়াদ কতদিন?'
প্যাকেটের গায়ে লিখা আছে , 'সত্যের আলো উত্থান পর্যন্ত"!

———————
'হতাশা স্টোর।
সংগৃহীত🥹🥹

20/07/2025

কিডনি খারাপ রোগি এড়িয়ে চলবেন:- কাঁচা লবন,ব্যথার ঔষধ,কামরাঙ্গা, আম, কলা, বেল এবং ডাবের পানি।

বাবার টাকা না, বাবা থাকাটাই বেশি জরুরি...!জীবনে সবকিছুর চেয়ে বেশি দামি হলো "বাবা" নামের ছায়া।টাকা দিয়ে হয়তো অনেক কিছু কে...
20/07/2025

বাবার টাকা না, বাবা থাকাটাই বেশি জরুরি...!

জীবনে সবকিছুর চেয়ে বেশি দামি হলো "বাবা" নামের ছায়া।
টাকা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায়, কিন্তু বাবার ভালোবাসা, সাহস আর আশীর্বাদ কখনোই টাকা দিয়ে মাপা যায় না।

#বাবা #ভালোবাসা #বাবার_স্মৃতি

📍📌🚨💰ফেসবুকে ইনকাম করা সম্ভব।🎯📍📌💰💰ফেসবুকে ইনকাম করা এখন আর কঠিন কিছু নয়। ইউটিউবের তুলনায় এটা অনেক সহজ, যদি একটু বাস্তব ...
20/07/2025

📍📌🚨💰ফেসবুকে ইনকাম করা সম্ভব।🎯📍📌💰💰

ফেসবুকে ইনকাম করা এখন আর কঠিন কিছু নয়। ইউটিউবের তুলনায় এটা অনেক সহজ, যদি একটু বাস্তব বুদ্ধি কাজে লাগাতে পারেন। শুরুটা করতে হলে প্রথমেই নিজের অ্যাকাউন্ট বা পেজটা একটু গ্রো করাতে হবে। মানে, ফলোয়ার বাড়াতে হবে। এখন অনেকে ভাবে এটা বুঝি খুব কঠিন—আসলে কিন্তু না। আপনি যদি অন্যদের ফলো করেন, গিফট করেন, তাদের পেজে রিয়্যাক্ট করেন, অনেকেই আপনাকে ফিরতি ফলো করবে। এটাকে আমি বলি ‘স্মার্ট নেটওয়ার্কিং’।

তবে শুধু ফলোয়ার বাড়ালেই হবে না, মানুষকে আপনার প্রোফাইল বা পেজে ধরে রাখতে হলে আপনাকে কাজ দেখাতে হবে। নিয়মিত কিছু না কিছু পোস্ট করতে হবে—ছবি, ভিডিও, লেখা যেটা আপনি পারেন। আপনি যদি ভাবেন, “আমার কোনো ট্যালেন্টই নেই”—তবু ইনকাম করা সম্ভব।

আপনি যদি লিখতে না পারেন, তাহলে নেট থেকে ভালো কোনো লেখা কপি করে পোস্ট করুন। তবে লেখকের নাম জানা থাকলে অবশ্যই সেটা উল্লেখ করবেন, আর না জানলে 'সংগৃহীত' লিখবেন। এই জিনিসটা এখন সবাই করছে, এবং এতে কোনো ভুল নেই।

আপনি যদি ছবি তুলতে পারেন—নিজের, প্রকৃতির, খাবারের, ফুলের—তাহলে সেগুলোর সঙ্গে একটা সুন্দর লেখা মিলিয়ে পোস্ট করুন। এখন তো এমন সময়, ভিডিওর থেকেও ফটো ও লেখার পোস্টে বেশি ইনকাম হচ্ছে।

যদি ভিডিও বানাতে না পারেন, তাহলে অন্য কারো ভিডিও ডাউনলোড করে তাতে নিজের ভয়েস দিয়ে এডিট করুন। কোনো কপিরাইট আসবে না, শুধু মিউজিকটা একটু খেয়াল রাখতে হবে। নিজের কণ্ঠে কিছু একটা বলে তার সঙ্গে মিউজিক মিলিয়ে দিন, তাহলেই চলবে।

আর আপনি যদি মুখ দেখাতে না চান, তাহলে রান্না করা, ঘরের কাজ করা, গাছপালা পরিচর্যার মতো ভিডিও দিন—তাতেও ভালো রেসপন্স আসে। কথা হলো, ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে নিয়মিত হতে হবে। যদি আপনি প্রতিদিন কিছু না কিছু না দেন, আর মাঝখানে লম্বা গ্যাপ দেন, তাহলে কিন্তু আপনার রিচ আর এনগেজমেন্ট একদম নেমে যাবে। সেই জায়গা থেকে আবার শুরু করতে অনেক কষ্ট হয়।

অনেকে ভাবে, “আমার ফলোয়ার কম, আমি পারব না”—এই চিন্তা মাথা থেকে বাদ দিন। কেউ ৫ হাজার ফলোয়ারেই ইনকাম করছে, আবার কেউ ৫০ হাজার ফলোয়ার নিয়ে বসে আছে, কিছুই করতে পারছে না। তাই ফলোয়ারের সংখ্যা দিয়ে কিছু যায় আসে না, আসল বিষয় হচ্ছে আপনি কাজ করছেন কিনা।

আর একটা জিনিস মনে রাখবেন—নিজে কিছু না পারলেও অন্য কেউ কিছু করলে অনেকেই সমস্যা করে, খোঁটা দেয়। তাদের কথায় কান না দিয়ে নিজের ফোনে, নিজের পছন্দের কাজটা চালিয়ে যান। পরনিন্দা না করে ঘরে বসে যদি নিজের একটা ইনকাম তৈরি করতে পারেন, সেটা খুবই প্রশংসার বিষয়। তবে হ্যাঁ, কোনোভাবেই অশ্লীল বা অপসংস্কৃতিমূলক কিছু করাকে আমি সাপোর্ট করি না।

শেষ কথা একটাই—নিজের মতো করে, নিয়মিত কাজ করুন। ইনকাম আসবেই।

সংগৃহিত।

17/07/2025

আমার কোন ভিডিও তে একটা সেন্ট ও ডলার দেয় না কেন কেউ বলতে পারবেন।
কিছু ভিডিও ২০০-৫০০ ভিউ ও হয়ছে কিন্তু কোন ডলার কোন দিন এড করে নি।
মানুষের ১০০ -২০০ ভিউ তেও দেখি ০.১-০.২ সেন্ট দেয়।

16/07/2025

আপনার কোন দোষ নায়। আমার পোস্টে নিজের আপন জামাই পর্যন্ত রিয়েক্ট দেয় না🤣🤣🤣

ভাবছি কলেজের সামনে একটা বাদাম বা ফুচকার দোকান দিবো, আর দোকানদারীর ফাঁকে কলেজে হাজিরা দিয়ে চলে আসবো🤣🤣৬০% উপস্থিতিও হবে, ই...
14/07/2025

ভাবছি কলেজের সামনে একটা বাদাম বা ফুচকার দোকান দিবো, আর দোকানদারীর ফাঁকে কলেজে হাজিরা দিয়ে চলে আসবো🤣🤣

৬০% উপস্থিতিও হবে, ইনকামও হবে! 🙂🥰🥰

09/07/2025

শুভ বিকেল

In life,When you have lost everything that means you have nothing else to lost.From then,Everything around you is availa...
08/07/2025

In life,When you have lost everything that means you have nothing else to lost.
From then,Everything around you is available for you to gain.

অনেক চিন্তা করে দেখলাম এই কন্টেন্ট বানানো জগতটা সবার জন্য না,আর যেটা সবচেয়ে বেশি মনে হয় সেটা হলো এই জগতটা আমার জন্য মোটে...
05/07/2025

অনেক চিন্তা করে দেখলাম এই কন্টেন্ট বানানো জগতটা সবার জন্য না,আর যেটা সবচেয়ে বেশি মনে হয় সেটা হলো এই জগতটা আমার জন্য মোটেও না।

আর সেটার কারণটা অনেক সাধারণ, এই যেমন এইসব ব্লগাররা জীবনের প্রতিটা মুহূর্ত ভিডিও করতে পারে সেটা যেমনই পরিস্থিতি হোকনা কেন।

যেমন কিছুদিন আছে ব্লগার শিশির ভাইয়ের বাবার কিছুদিন আগে হার্টের অপারেশন হয়েছে,তখন দেখলাম তারা প্রতিদিন টাইম টু টাইম ভিডিও দিচ্ছে প্রতিটা মোমেন্টের একটা সিন ও দেখি বাদ দেন না,পারলে অপারেশনের ভিডিও টাও করে দেন।

তাদের মত হাজার ব্লগারদের দেখেছি প্রতিটিদিন প্রতিটা মুহূর্তের ভিডিও শেয়ার করে।এমন ও দেখেছি বাচ্চা ব্যথা পেলেও আগে ভিডিও করে তারপর মেডিসিন দেয়।

আর আমার মত ব্লগার প্রতিদিন আর প্রতি মুহূর্তের ভিডিও টাইম মত দিতে পারি না তার কারণ,যদি বাসায় বাচ্চারা ব্যথা পায় বা অসুস্থ হয় তাহলে ভুলে যাই মোবাইলের কথা তাহলে ভিডিওটা কিভাবে করব,তারপর বাসার পরিস্থিতি যখন ঠিক হয় তখন আবার চেষ্টা করি সময় মত ভিডিও দেওয়ার।

কিন্তু বিশ্বাস করেন আমিও চাই তাদের মত ব্লগার হতে কিন্তু দিনশেষে আমি হেরে যাই আমার মায়ার কাছে। আজ প্রায় ১৫ দিন বেশি হয়ে গেল মা অসুস্থ তাই ফেসবুক পেইজে একটিভ থাকতে পারি না, ভিডিও দিতে পারি না নিয়ম মত, আর তখন বুঝলাম এই
জগতটা আমার জন্য না, কারণ আমি কিছু হলেই হাতে মোবাইল বা ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারি না,আবার সেই ভিডিও এডিট করে সময় মত ছাড়তে পারি না।

আমার জীবনে বা আমার আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে সেইগুলা যদি আমি প্রতিদিন ভিডিও করে ছাড়তে পারতাম তাদের মত তাহলে মনে হয় এতদিন আমিও বড় সেলিব্রিটি হয়ে যেতে পারতাম। কিন্তু দিনশেষে আমার বিবেক আমাকে বাধা দেয়!

আমি সত্যি বলতে গুছিয়ে কথা বলতে পারি না তাই
ভুল ক্রটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে।

কিন্তু দিনশেষে আমার গোলামী মনে প্রশ্ন জাগে এই ব্লগার গুলো আসলে মানুষ না কি এলিয়েন?? মানুষের ইমোশন নিয়ে এরা আর কত খেলবে??

কথা বাস্তব 🥰🥰সবার মন মানসিকতা এক না।

04/07/2025

৫০০ ভিউয়ের জন্য ০.১ টাকা ও দেয় না রিলসে।😥😥
এতদিন ভাবছি ২০০ -৩০০ ভিউতে হয়তো টাকা দেয়না।😥😥এটা কেমন ফেইসবুক এর ইনকাম মনিটাইজেশন পেলাম ২ মাস হলো এখনো একটা ভিডিওতে ও একটা টাকা ও দিলনা।
কি সমস্যা কিছু বুঝতে পারছি না।😥😥😥

01/07/2025

আজ রক্তে রাঙানো সেই জুলাই।
২৪ এর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা 😥😥

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasrin427 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share