Pappu Dey

Pappu Dey Entrepreneur, Programming Enthusiast, Content Creator Hello, my name is Pappu Dey and I am a Full-Stack Developer with 3 years of experience.

My skills include HTML, CSS, Tailwind, Bootstrap, JavaScript, React JS, React-Redux, Node JS, Python, Django, MySQL,, C #, WordPress, and Robotics. I am a dedicated learner and a fast learner, constantly seeking to expand my knowledge and skillset. I am able to handle multiple tasks on a daily basis and I am able to work under pressure. With 3 years of experience I have a proven track record of del

ivering high-quality code and meeting tight deadlines. I am passionate about creating robust, scalable and user-friendly web applications. I am a team player who enjoys working in a collaborative environment to achieve success. I am excited to connect and see how I can contribute to your next project.

সময় অনেক বাঁচিয়ে দিল, ছোট্ট একটি অটোমেশন 🔥আমরা কোডেক্স ডেভওয়্যারের টিম বেশ কিছুদিন ধরে আমাদের সোশ্যাল পোস্টগুলো অটোমে...
15/08/2025

সময় অনেক বাঁচিয়ে দিল, ছোট্ট একটি অটোমেশন 🔥

আমরা কোডেক্স ডেভওয়্যারের টিম বেশ কিছুদিন ধরে আমাদের সোশ্যাল পোস্টগুলো অটোমেশনের মাধ্যমে তৈরি করছি। এর জন্য আমরা একটি এজেন্ট সিস্টেম ব্যবহার করি। এই এজেন্ট দিয়ে আমরা পোস্টের কন্টেন্টগুলো আগেই তৈরি করে রাখি, যাতে প্রয়োজনমতো সেগুলো চেক করা এবং পরিবর্তন করা যায়।

কিন্তু এই পুরো প্রক্রিয়ায় একটা বড় ঝামেলা ছিল। প্রতিটা পোস্টের জন্য যে ছবিগুলো ব্যবহার করি, সেগুলোর কাজ শেষ হলে আমাদের ডিজাইনার সেগুলোকে গুগল ড্রাইভে আপলোড করেন। এরপর আমরা ম্যানুয়ালি সেই ছবিগুলোর শেয়ার লিংক কপি করে আমাদের পোস্ট অটোমেশন শীটে পেস্ট করি। এই বারবার একই কাজ করাটা বেশ বিরক্তিকর লাগছিল, আর এতে অনেক সময়ও নষ্ট হচ্ছিল।

অনেকদিন ধরে ভাবছিলাম এই পুরো প্রক্রিয়াটা অটোমেট করব, কিন্তু কিছুতেই কাজটা ধরা হয়ে উঠছিল না। আজ শুক্রবার, পিসি অন করে বসতেই হঠাৎ এই বিষয়টার কথা মনে পড়ল। তাই আর দেরি না করে একটা সহজ ওয়ার্কফ্লো তৈরি করে ফেললাম। এখন থেকে আমাদের ডিজাইনার যখনই ড্রাইভে নতুন কোনো ছবি আপলোড করবেন, এজেন্ট সিস্টেম সেটাকে পোস্টের টপিকের সাথে মিলিয়ে অটোমেটিক্যালি শীটে সেই ছবিটার লিংক যোগ করে দেবে। কী অসাধারণ, তাই না? এই ছোট্ট পরিবর্তনটা আমাদের অনেক কাজ কমিয়ে দিবে।

তবে আরেকটা সমস্যা ছিল—কিছু পুরোনো পোস্টের জন্য ছবি আগে থেকেই ডিজাইন করা ছিল, কিন্তু সেগুলোর লিংক শীটে আপডেট করা হয়নি। তাই ভাবলাম, আরেকটা নতুন এজেন্ট তৈরি করে ফেলি। এই এজেন্ট শীট থেকে সেই পোস্টগুলো খুঁজে বের করবে, যেগুলোতে ছবির লিংক নেই, এবং ড্রাইভ থেকে সঠিক ছবিটা খুঁজে নিয়ে সেই লিংকটা শীটে বসিয়ে দেবে।

এই ছোট ছোট অটোমেশনগুলো শুনতে হয়তো খুব সহজ মনে হয়, কিন্তু সত্যি বলতে, এগুলো আমাদের অনেক মূল্যবান সময় বাঁচিয়ে দেয় ।

এইরকম ছোট ছোট ফ্লো দিয়ে যখন বিরক্তিকর কাজগুলো অটোমেট করা যায়, তখন মনের ভেতর একটা দারুণ শান্তি লাগে।

কম্পিউটার ডিপার্টমেন্টের ভাই-বোনদের উদ্দেশ্যে কিছু কথা🎯আমরা যারা ডিপ্লোমায় পড়াশোনা করি, আমরা এখানে মোট ৪টা বছর পার করি। ...
14/08/2025

কম্পিউটার ডিপার্টমেন্টের ভাই-বোনদের উদ্দেশ্যে কিছু কথা🎯

আমরা যারা ডিপ্লোমায় পড়াশোনা করি, আমরা এখানে মোট ৪টা বছর পার করি। ১ম সেমিস্টার থেকে শুরু করে ৭ম সেমিস্টার পর্যন্ত আমরা বিভিন্ন সাবজেক্ট পড়ি—থিওরি আর প্র্যাকটিক্যাল দুইটাই থাকে।

আমাদের এই ডিপ্লোমা কিন্তু ছোট কিছু না। তাও কেন যেন দেখা যায়, জব মার্কেটে গিয়ে আমরা অনেকে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করতে পারি না। আবার অনেক এ অনেক ভালো অবস্থানে থাকেন।

ফ্রেশাররা কেন চাকরি পাচ্ছে না?

এর অন্যতম কারণ হচ্ছে—আমাদের বেশিরভাগ স্টুডেন্ট শুধু মাত্র পাশ করার জন্য পড়ে। অনেকের রেজাল্ট ভালো হয় ঠিকই, কিন্তু যতটুকু বইতে আছে, ততটুকুই জানি।

রেজাল্ট ভালো থাকা সত্ত্বেও জব মার্কেটে বাঁধার অন্যতম কারণ জানেন? আমরা বইতে যা আছে, সেটাই মন দিয়ে পড়ি—কিন্তু বর্তমান ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, কোন টেকনোলজি ব্যবহার হচ্ছে, কোন টুল শিখতে হবে—এসব নিয়ে খোঁজ রাখি না। সফটওয়্যার সেক্টরে কোন কাজের জন্য ডাটা স্ট্রাকচার লাগবে, কোন ফ্রেমওয়ার্ক দিয়ে কী করা যায়, ব্যাকএন্ডে কখন রিলেশনাল ডাটাবেস ব্যবহার হবে আর কখন নন-রিলেশনাল ডাটাবেসে কাজ চলে যাবে—এসব আমরা জানিই না।

তার উপর এখন পরিস্থিতি বদলে গেছে—আগে যারা HTML CSS Javascript, Bootstrap Jquery এগুলো জানত, তারাও জুনিয়র ডেভেলপার হিসেবে চাকরি পেত, এখন সেটাও কঠিন হয়ে গেছে। কারণ AI এখন অনেক ভালো কাজ খুব সহজেই করে দিতে পারছে। ফলে জব মার্কেটেও পরিবর্তন এসেছে।

আমি ভয় দেখাচ্ছি না—বরং বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি। যাদের হাতে সময় আছে, তারা চাইলে কিছু জিনিস এখন থেকেই ফলো করতে পারেন।
---
📌 যদি এখন ১ম সেমিস্টারে থাকেন

- একদম বেসিক থেকে শুরু করুন।
- কম্পিউটার সম্পর্কে জানার চেষ্টা করুন।
- Microsoft Word আর Excel শিখুন। ক্যাম্পাসে স্যাররা যা দেখাবেন, তার সাথে সাথে শিখতে থাকুন।
- বাসায় এসে ইউটিউব থেকে দেখে দেখে প্র্যাকটিস করুন।
- এরপর কিছু গ্রাফিক ডিজাইনের কাজ শিখুন।

সাথে সাথে কম্পিউটারের বিভিন্ন সেক্টর সম্পর্কে ধারণা নিন—কোথায় কাজের সুযোগ আছে, সেটা জেনে নিন।

📌 ২য় সেমিস্টার

- যদি শুধুমাত্র ক্লাসে যা শেখানো হয়, ততটুকুতেই থেমে যান, তাহলে আগানো কঠিন হয়ে যাবে।
- নিজে নিজে শেখার অভ্যাস তৈরি করুন।
- উপরের স্টেপগুলো করলে বেসিক কিছুটা ক্লিয়ার হয়ে যাবে।

📌 প্রোগ্রামিংয়ে আগ্রহ থাকলে

- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওয়েব অ্যাপ্লিকেশন বা অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করতে চাইলে যেকোনো একটি প্রোগ্রামিং ভাষা ভালোভাবে শিখুন।
- ফান্ডামেন্টাল বিষয়গুলো খুব ভালোভাবে রপ্ত করুন—এখানে কিছু স্কিপ করা ঠিক হবে না।
- কারণ ভিত্তি মজবুত থাকলে যেকোনো জায়গায় ভালো করতে পারবেন।

অনেকে প্রশ্ন করতে পারেন—"এত কিছু শিখতে গেলে কি ভালো ভালো ইন্সটিটিউট থেকে কোর্স করতে হবে?"

দেখেন, আপনি ঠিক থাকলে সব ঠিক।

ক্যাম্পাসে যা শেখানো হয়, সেটা বাসায় এসে প্র্যাকটিস করুন।

ইউটিউবে অসংখ্য ভিডিও আছে—যার ভিডিও দেখে ভালোভাবে বুঝতে পারেন, সেটাই বেছে নিন।

এখন প্রায় সবকিছুই ইউটিউবে আছে।

আসল সমস্যা হলো, আমরা ফ্লো ধরে রাখতে পারি না বা শুরু থেকেই ঠিকভাবে ফ্লোতে ঢুকতে পারি না।

চেষ্টা করুন আগে নিজে ইউটিউব থেকে শেখার।

যদি একদমই না পারেন, তারপর কোর্স করুন—সমস্যা নেই।

কিন্তু সেখানেও একই কথা—কোর্সে যা দেখায়, সেটা নিয়ে বসে থাকলে কিছু হবে না; নিজে সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে।

📌 এরপর স্পেশালাইজেশন

- ফ্রেমওয়ার্ক বা অন্য ভাষা শিখতে শুরু করুন।

ওয়েব ডেভেলপমেন্টে আগ্রহ থাকলে:
ফ্রন্টএন্ড: JavaScript, React JS, Next JS, CSS, Tailwind CSS, Firebase
ব্যাকএন্ড: Node JS, Express JS, Python (Django/Flask), PHP (Laravel)
অ্যাপ ডেভেলপমেন্টে: Java, Flutter, React Native

এখানে আসলে অপশন অনেক—এমনকি বাসায় বসেও রিমোট জব করা সম্ভব।

শেষ কথা
সবই সম্ভব—শুধু দরকার ধৈর্য আর শেখার পেছনে সময় দেওয়া।

উপরে যা বললাম, সবই আমার নিজের অভিজ্ঞতা থেকে। আমি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ২০-২১ সেশনের ছাত্র ছিলাম। বর্তমানে একটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি এবং ২০২৩ থেকে নিজের একটি স্টার্টআপ নিয়ে এগোচ্ছি। কাজ করতে গিয়ে অনেক বাঁধা এসেছে, এখনো আসছে—কিন্তু প্রতিনিয়ত শেখার মাধ্যমে এগিয়ে যাচ্ছি।

চেষ্টা করেন, আপনিও পারবেন৷

ধন্যবাদ।

🚀 Proud moment for Codex Devware !Grateful for the amazing feedback from our valued client, Sohel Irfan vaiya.At Codex D...
12/08/2025

🚀 Proud moment for Codex Devware !

Grateful for the amazing feedback from our valued client, Sohel Irfan vaiya.

At Codex Devware, we’re committed to creating intuitive, user-friendly, and efficient solutions that truly make a difference.

💡 Your vision, our innovation — together, we make it happen!

৩ মাসে সেল কয়েকগুন বৃদ্ধি – জাহেদের গল্পজাহেদ ভাই ই-কমার্সের ব্যবসা করেন। শুরুতে শুধু ফেসবুক পেইজ দিয়ে পণ্য বিক্রি করতেন...
08/08/2025

৩ মাসে সেল কয়েকগুন বৃদ্ধি – জাহেদের গল্প

জাহেদ ভাই ই-কমার্সের ব্যবসা করেন। শুরুতে শুধু ফেসবুক পেইজ দিয়ে পণ্য বিক্রি করতেন।

পণ্যের সংখ্যা অনেক… কিন্তু সমস্যা হলো—
সব একসাথে কাস্টমারকে দেখাতে পারতেন না।
কাস্টমারও বুঝতে পারত না, উনার কাছে কী কী আছে।

তারপর উনি বললেন—

> "ভাই, আমি প্রতিদিন পোস্ট করি, কিন্তু সেল হয় না।
কাস্টমার ট্রাস্টও করে না।
আর হঠাৎ কয়েকটা অর্ডার একসাথে আসলে ম্যানেজই করতে পারি না।
কবে পণ্য পাঠালাম, কবে কুরিয়ারে দিলাম—ঠিকমতো আপডেট দিতে পারি না।"

সব মিলে জাহেদ ভাইয়ের ব্যবসার অবস্থা একেবারে জটিল হয়ে গেল।

আমি উনাকে বললাম—
"ভাই, এভাবে হবে না। প্রপার সিস্টেমে আসেন। আমরা আপনাকে ফুল ই-কমার্স সাইট বানিয়ে দেই। ডোমেইন, হোস্টিং—সব আমরা ম্যানেজ করব।"

উনি রাজি হলেন।
মাত্র ৩ মাসের মধ্যে উনার সেল কয়েকগুণ বেড়ে গেল।
সব অর্ডার সিস্টেমে ট্র্যাক হয়, কাস্টমারকে অটোমেটিক নোটিফিকেশন যায়।
ব্যবসা এখন গোছানো, পেশাদার আর স্কেলেবল। 🚀

---

আপনারও কি একই অবস্থা?
পোস্ট দেন, কিন্তু সেল আসে না?
অর্ডার ম্যানেজ করতে কষ্ট হয়?
কাস্টমার আপডেট পায় না?

আজই নক করুন।
সার্ভিস নেবেন কিনা সেটা পরে ভাববেন—
আগে কথা বলে দেখেন, আপনার সমস্যার সমাধান দিতে পারি কিনা।

💬 ইনবক্সে এখনই মেসেজ করুন।
📲 আমরা আছি আপনার পাশে।















বেশ কিছুদিন আগে চায়নার একজন ভাইয়ার প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছিল।সময় ছিলো super tight — deadline মিস হলে ভাইয়াও  সমস্য...
30/07/2025

বেশ কিছুদিন আগে চায়নার একজন ভাইয়ার প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছিল।

সময় ছিলো super tight — deadline মিস হলে ভাইয়াও সমস্যায় পড়তেন। কথা শেষ করেই almost no break নিয়ে কাজে বসে যাই। রাত ৩-৪টা পর্যন্ত কাজ, সকালে আবার অফিস — pressure level ছিল extreme!

ভাগ্য ভালো, ভাইয়াও ছিলেন super cooperative।

আর যখন প্রজেক্ট শেষে এই detailed আর positive review পাই — believe me, that feeling was priceless! সেই চাপ আর রাতজেগে কাজের পর এই appreciation-টাই ছিল সবচেয়ে বড় motivation।

AI Agents for Booking & Appointment Managementআজকাল business-এ appointment আর booking management শুধু Excel-er game na —...
29/07/2025

AI Agents for Booking & Appointment Management

আজকাল business-এ appointment আর booking management শুধু Excel-er game na — AI agent দিয়ে সবকিছু smart করে ফেলা যায়!

Imagine করুন,

- ২০-৫০ টা calls আসছে প্রতিদিন।
- Manual e response দিতে সময় waste হচ্ছে।

AI agent deploy করলে কী হয়:

- Booking instantly confirm হয়!
- Automated reminders পাঠানো হয়!
- Reschedule request দ্রুত handle হয়!
- Calendar sync থাকে real-time।
- Manual workload 90% কমে যায়!

Codex Devware এর মাধ্যমে বাংলাদেশের অনেক SME সফলভাবে AI agents deploy করেছে — order, reminders সব automate হয়ে গেছে!

আপনার business এ কোন কাজ automate হলে আপনার team অন্য কাজে ফোকাস দিতে পারবে? Try out kora jabe? 😎

🔔 ৩১ জুলাইয়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক!সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে স...
16/07/2025

🔔 ৩১ জুলাইয়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক!

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সারাদেশের সকল স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

🕒 সময়সীমা: ৩১ জুলাই ২০২৫।

📌 ওয়েবসাইটে যা থাকতে হবে:
✔️ প্রতিষ্ঠানের পরিচিতি ও অনুমোদন
✔️ শিক্ষার্থীর সংখ্যা (শ্রেণি ও লিঙ্গভিত্তিক)
✔️ শিক্ষক-কর্মচারীদের তথ্য
✔️ রুটিন, পাঠ্যসূচী, এমপিও, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা
✔️ যোগাযোগের বিস্তারিত

⏰ এখনো ওয়েবসাইট না থাকলে দেরি নয়—সময় বাকি মাত্র কয়েকদিন!

🚀 Codex Devware আপনাদের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আধুনিক, রেসপনসিভ ও সরকারি নির্দেশনা অনুযায়ী ফুল ফিচার ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে একদম সহজভাবে।

🎓 আমরা দিচ্ছি:
🔹 দ্রুত ডেলিভারি
🔹 EMIS-কমপ্লায়েন্ট ডিজাইন
🔹 হোস্টিং ও মেইন্টেন্যান্স সাপোর্ট
🔹 মোবাইল এবং ডেস্কটপ রেসপনসিভ
🔹 নিরাপদ ও নিরাপত্তা-বান্ধব সিস্টেম

📞 যোগাযোগ করুন এখনই:
📱 +8801865-139597
🌐 codexdevware.com

✅ আমরা আছি আপনাদের পাশে, দায়িত্বের সাথে।

📢 আর দেরি নয়, সময় শেষ হওয়ার আগেই আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করে নিন Codex Devware-এর সঙ্গে।

#ডিজিটাল_বাংলাদেশ

06/07/2025

বিশ্ব এগিয়ে যাচ্ছে এআই-ইনোভেশনে, আর আমরা ব্যস্ত কে বড় সেই লড়াইয়ে!

বিশ্ব যখন প্রতিনিয়ত রিসার্চ, ইনোভেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, অটোমেশন নিয়ে এগিয়ে যাচ্ছে — আমরা তখনো পরে আছি সেই পুরনো মানসিকতায়।

কে কার চেয়ে বড় হবে, কে কী লিখবে, কে কোথায় বসবে — এই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সময় নষ্ট করছি।

বাস্তবতা হলো, বিশ্বের যেখানে এআই দিয়ে বিজনেস, ইকোনমি, হেলথ, এডুকেশন রেভ্যুলুশন হচ্ছে — সেখানে আমরা এখনো কে কাকে ছাড়িয়ে যাবে সেই হিসেব নিয়ে ব্যস্ত।

আসল প্রতিযোগিতা এখন আইডিয়া, দক্ষতা আর ইনোভেশনে।
ডিগ্রি বা পদ দিয়ে কেউ এগোয় না।
দক্ষতা আর ইনোভেশন যার হাতে, সে-ই সামনে যাবে।

যারা বুঝবে, তারাই এগোবে। বাকিরা ইতিহাসের পাতা পড়বে।

04/07/2025

🧠 ১০০ লাইন কোড লিখার চেয়ে, ২০ লাইন বুঝে লেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ

অনেক সময় প্রোগ্রামাররা মনে করেন, বেশি কোড লিখলেই কাজ সম্পন্ন হবে বা দক্ষতা প্রমাণ হবে। কিন্তু আসলে, কোডের পরিমাণ নয়, কোডের গুণগত মান এবং সেটি কতটা স্পষ্টভাবে বোঝা যায়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কম এবং পরিষ্কার কোডের কিছু সুবিধা:
- বাগের সম্ভাবনা কম থাকে।
- রক্ষণাবেক্ষণ সহজ হয়।
- ডিবাগিং দ্রুত হয়।
- সফটওয়্যারের পারফরম্যান্স উন্নত হয়।

নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, শিখার প্রথম দিকে আমি অনেক বেশি কোড লিখতাম। পরে বুঝতে পারি, সফল প্রোগ্রামার হওয়ার জন্য সবচেয়ে জরুরি হলো কোডের লজিক ভালোভাবে বোঝা এবং সেটি পরিষ্কারভাবে লেখা।

আপনার অভিজ্ঞতা কী? কখনো কি কম কোড লিখে বেশি কাজ করেছেন? অথবা বেশি কোডের কারণে সমস্যা হয়েছে? আপনার মতামত শেয়ার করুন।

hashtag hashtag hashtag hashtag hashtag ?

🚀 Reflecting on My Journey: 2021 ➡️ 2025When I first built my portfolio in 2021, it was about presenting myself.Now in 2...
03/07/2025

🚀 Reflecting on My Journey: 2021 ➡️ 2025

When I first built my portfolio in 2021, it was about presenting myself.
Now in 2025, it’s about solving problems, designing with empathy, and writing systems that scale with clarity.

In these 4 years, I’ve realized:
✅ Clean UI is important — but clean architecture matters more.
✅ Learning new frameworks is good — but understanding why and when to use them is better.
✅ Design isn’t just aesthetics — it’s how your code communicates with people.

I’m still learning, still iterating. But I’m proud of how far I’ve come — both as a Software Engineer and a UX thinker.

🔗 Explore the evolution:
📍 2021 - https://pappudey-portfolio.vercel.app
📍 2025 - https://developerpappudey.pro

💬 If you visit, I’d love your honest feedback.

Let’s grow together — one commit, one component, one lesson at a time.

গুগল ম্যাপের AI: গোপনীয়তা রক্ষায় মুখ ও প্লেট ব্লারের প্রযুক্তি!আজ গুগল ম্যাপে হালকা জুম করে একটা রোড দেখছিলাম।হঠাৎ চোখ...
30/06/2025

গুগল ম্যাপের AI: গোপনীয়তা রক্ষায় মুখ ও প্লেট ব্লারের প্রযুক্তি!

আজ গুগল ম্যাপে হালকা জুম করে একটা রোড দেখছিলাম।

হঠাৎ চোখে পড়ল — গাড়িগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু নাম্বার প্লেট গুলা সব ব্লার করা!

প্রথমে ভেবেছিলাম এটা বুঝি ছবি আপলোডের সময়কার কোয়ালিটি সমস্যা…

কিন্তু পরে খেয়াল করলাম — এটা আসলে Google-এর privacy policy অনুযায়ী এক ধরনের AI-ভিত্তিক প্রযুক্তি।

কীভাবে কাজ করে?

Google Street View এ ব্যবহৃত হয় একটি Automated Blurring System — যেটা:

- মানুষের মুখ
- গাড়ির নাম্বার প্লেট
- স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে এবং ব্লার করে ফেলে।

📌 এই সিস্টেমে ব্যবহার হয়:

- Computer Vision
- Object Detection Model (যেমন: YOLO, Faster R-CNN)
- Google Cloud Vision API
- এবং TensorFlow ভিত্তিক deep learning pipeline

কেন এটা গুরুত্বপূর্ণ?

এই ধরনের অটোমেটেড সিস্টেম কোটি কোটি ছবির মধ্যে sensitive elements detect করে মানুষের প্রাইভেসি নিশ্চিত করে এবং zero human interaction-এর মাধ্যমেই কাজ করে এটাই হলো modern AI system-এর efficiency ও ethics-এর বাস্তব উদাহরণ।

Address

Chittagong

Website

https://www.showwcase.com/pappudey, https://www.codexdevware.com/

Alerts

Be the first to know and let us send you an email when Pappu Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pappu Dey:

Share