14/08/2025
কম্পিউটার ডিপার্টমেন্টের ভাই-বোনদের উদ্দেশ্যে কিছু কথা🎯
আমরা যারা ডিপ্লোমায় পড়াশোনা করি, আমরা এখানে মোট ৪টা বছর পার করি। ১ম সেমিস্টার থেকে শুরু করে ৭ম সেমিস্টার পর্যন্ত আমরা বিভিন্ন সাবজেক্ট পড়ি—থিওরি আর প্র্যাকটিক্যাল দুইটাই থাকে।
আমাদের এই ডিপ্লোমা কিন্তু ছোট কিছু না। তাও কেন যেন দেখা যায়, জব মার্কেটে গিয়ে আমরা অনেকে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করতে পারি না। আবার অনেক এ অনেক ভালো অবস্থানে থাকেন।
ফ্রেশাররা কেন চাকরি পাচ্ছে না?
এর অন্যতম কারণ হচ্ছে—আমাদের বেশিরভাগ স্টুডেন্ট শুধু মাত্র পাশ করার জন্য পড়ে। অনেকের রেজাল্ট ভালো হয় ঠিকই, কিন্তু যতটুকু বইতে আছে, ততটুকুই জানি।
রেজাল্ট ভালো থাকা সত্ত্বেও জব মার্কেটে বাঁধার অন্যতম কারণ জানেন? আমরা বইতে যা আছে, সেটাই মন দিয়ে পড়ি—কিন্তু বর্তমান ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, কোন টেকনোলজি ব্যবহার হচ্ছে, কোন টুল শিখতে হবে—এসব নিয়ে খোঁজ রাখি না। সফটওয়্যার সেক্টরে কোন কাজের জন্য ডাটা স্ট্রাকচার লাগবে, কোন ফ্রেমওয়ার্ক দিয়ে কী করা যায়, ব্যাকএন্ডে কখন রিলেশনাল ডাটাবেস ব্যবহার হবে আর কখন নন-রিলেশনাল ডাটাবেসে কাজ চলে যাবে—এসব আমরা জানিই না।
তার উপর এখন পরিস্থিতি বদলে গেছে—আগে যারা HTML CSS Javascript, Bootstrap Jquery এগুলো জানত, তারাও জুনিয়র ডেভেলপার হিসেবে চাকরি পেত, এখন সেটাও কঠিন হয়ে গেছে। কারণ AI এখন অনেক ভালো কাজ খুব সহজেই করে দিতে পারছে। ফলে জব মার্কেটেও পরিবর্তন এসেছে।
আমি ভয় দেখাচ্ছি না—বরং বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি। যাদের হাতে সময় আছে, তারা চাইলে কিছু জিনিস এখন থেকেই ফলো করতে পারেন।
---
📌 যদি এখন ১ম সেমিস্টারে থাকেন
- একদম বেসিক থেকে শুরু করুন।
- কম্পিউটার সম্পর্কে জানার চেষ্টা করুন।
- Microsoft Word আর Excel শিখুন। ক্যাম্পাসে স্যাররা যা দেখাবেন, তার সাথে সাথে শিখতে থাকুন।
- বাসায় এসে ইউটিউব থেকে দেখে দেখে প্র্যাকটিস করুন।
- এরপর কিছু গ্রাফিক ডিজাইনের কাজ শিখুন।
সাথে সাথে কম্পিউটারের বিভিন্ন সেক্টর সম্পর্কে ধারণা নিন—কোথায় কাজের সুযোগ আছে, সেটা জেনে নিন।
📌 ২য় সেমিস্টার
- যদি শুধুমাত্র ক্লাসে যা শেখানো হয়, ততটুকুতেই থেমে যান, তাহলে আগানো কঠিন হয়ে যাবে।
- নিজে নিজে শেখার অভ্যাস তৈরি করুন।
- উপরের স্টেপগুলো করলে বেসিক কিছুটা ক্লিয়ার হয়ে যাবে।
📌 প্রোগ্রামিংয়ে আগ্রহ থাকলে
- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওয়েব অ্যাপ্লিকেশন বা অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করতে চাইলে যেকোনো একটি প্রোগ্রামিং ভাষা ভালোভাবে শিখুন।
- ফান্ডামেন্টাল বিষয়গুলো খুব ভালোভাবে রপ্ত করুন—এখানে কিছু স্কিপ করা ঠিক হবে না।
- কারণ ভিত্তি মজবুত থাকলে যেকোনো জায়গায় ভালো করতে পারবেন।
অনেকে প্রশ্ন করতে পারেন—"এত কিছু শিখতে গেলে কি ভালো ভালো ইন্সটিটিউট থেকে কোর্স করতে হবে?"
দেখেন, আপনি ঠিক থাকলে সব ঠিক।
ক্যাম্পাসে যা শেখানো হয়, সেটা বাসায় এসে প্র্যাকটিস করুন।
ইউটিউবে অসংখ্য ভিডিও আছে—যার ভিডিও দেখে ভালোভাবে বুঝতে পারেন, সেটাই বেছে নিন।
এখন প্রায় সবকিছুই ইউটিউবে আছে।
আসল সমস্যা হলো, আমরা ফ্লো ধরে রাখতে পারি না বা শুরু থেকেই ঠিকভাবে ফ্লোতে ঢুকতে পারি না।
চেষ্টা করুন আগে নিজে ইউটিউব থেকে শেখার।
যদি একদমই না পারেন, তারপর কোর্স করুন—সমস্যা নেই।
কিন্তু সেখানেও একই কথা—কোর্সে যা দেখায়, সেটা নিয়ে বসে থাকলে কিছু হবে না; নিজে সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে।
📌 এরপর স্পেশালাইজেশন
- ফ্রেমওয়ার্ক বা অন্য ভাষা শিখতে শুরু করুন।
ওয়েব ডেভেলপমেন্টে আগ্রহ থাকলে:
ফ্রন্টএন্ড: JavaScript, React JS, Next JS, CSS, Tailwind CSS, Firebase
ব্যাকএন্ড: Node JS, Express JS, Python (Django/Flask), PHP (Laravel)
অ্যাপ ডেভেলপমেন্টে: Java, Flutter, React Native
এখানে আসলে অপশন অনেক—এমনকি বাসায় বসেও রিমোট জব করা সম্ভব।
শেষ কথা
সবই সম্ভব—শুধু দরকার ধৈর্য আর শেখার পেছনে সময় দেওয়া।
উপরে যা বললাম, সবই আমার নিজের অভিজ্ঞতা থেকে। আমি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ২০-২১ সেশনের ছাত্র ছিলাম। বর্তমানে একটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি এবং ২০২৩ থেকে নিজের একটি স্টার্টআপ নিয়ে এগোচ্ছি। কাজ করতে গিয়ে অনেক বাঁধা এসেছে, এখনো আসছে—কিন্তু প্রতিনিয়ত শেখার মাধ্যমে এগিয়ে যাচ্ছি।
চেষ্টা করেন, আপনিও পারবেন৷
ধন্যবাদ।