22/04/2025
সন্তান নিজের সম্পদ 💜
তাদের কেউ খোঁজ নিলো কি নিলো না, দেখলো কি দেখলো না এসব চিন্তা করার কোন মানে নেই । সন্তানকে ভালোবাসার জন্য কাউকে অনুরোধ করবেন না কারো স্নেহের ভিক্ষা চেয়ে নিজেকে ছোট করবেন না ।
♦️ অন্য কেউ সন্তানকে অধিক ভালবাসবে এমনটা আশা করে থাকবেন না।
🔷 সন্তানের জন্য যতটুকু করার দরকার সবই আপনি করুন । সন্তানের প্রতি নিজের ভালোবাসায় কোনো ঘাটতি রাখবেন না ।
অন্য কেউ আপনার সন্তানের জন্য ভালো কিছু করবে এমনটা আশা করে বসে থাকবেন না ।
💜 সন্তানরা যতদিন আপনার কাছে আছে ততদিন আপনার ভালবাসার ছায়ায় তাদের ঘিরে রাখুন ।
আপনি আছেন বলেই তারা নিরাপদ ।
✨ সন্তানের প্রতি মা এবং বাবার ভালোবাসা যদি থাকে সন্তানেরা কখনোই আর ভালোবাসার অভাবে কাঁদে না ।
゚