
15/09/2025
আজ ২১শে রবিউল আউয়াল, ১৫ই সেপ্টেম্বর, রোজ সোমবার,বার আউলিয়ার অন্যতম সরদার,অলিয়ে কামেল,মাদাম বিবির জমিনের বাদশা,শাহসূফি হযরত আল্লামা শাহ্ জাহানী শাহ্ (রহমাতুল্লাহি আলাইহি)এর পবিত্র বার্ষিক ওরশে পাক অনুষ্ঠিত হবে।
উক্ত ওরশে পাকে সকলের প্রতি ঈমানী দাওয়াত রইল,,
স্থান: মাদাম বিবির হাট, হযরত শাহজাহানী শাহ্ (রহমাতুল্লাহি আলাইহি) মাজার মাঠ প্রাঙ্গন।