Mim Tv Online - মিম টিভি অনলাইন

Mim Tv Online - মিম টিভি অনলাইন সত্যের পথে আলোর সন্ধান

মিম টিভি অনলাইন এর পক্ষ থেকে দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।
30/03/2025

মিম টিভি অনলাইন এর পক্ষ থেকে দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।

আল্লামা হাফেজ রুহুল আমিন আল কাদেরী মা: জি: আ: হুজুর আজ সকাল ৮টা ৫০ মিনিটে কালিমা শরীফ ও সালাতুল সালাম পড়ে  ইন্তেকাল করেছ...
19/03/2025

আল্লামা হাফেজ রুহুল আমিন আল কাদেরী মা: জি: আ: হুজুর আজ সকাল ৮টা ৫০ মিনিটে কালিমা শরীফ ও সালাতুল সালাম পড়ে ইন্তেকাল করেছেন৷ ইন্না-লিল্লাহ ওয়া ইন্না আলাইহি রাজিউন। আল্লাহ পাক হুজুর জান্নাতুল ফেরদৌস নছিব করুন।

14/02/2025

পবিত্র শবে বরাতের আমল সমূহ

27/01/2025

নুরুন নবী যায় দিদারে নিলেন খোদা তায়ালা
সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লে আলা।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

27/01/2025
হাদিসে এসেছে- "রোজা ঢাল স্বরূপ" অর্থাৎ রোজাদার ব্যক্তি রোজা রাখা অবস্থায় যখনই কোনও গুনাহের কাজে লিপ্ত হতে যায়,তখনই রোজা ...
23/01/2025

হাদিসে এসেছে- "রোজা ঢাল স্বরূপ" অর্থাৎ রোজাদার ব্যক্তি রোজা রাখা অবস্থায় যখনই কোনও গুনাহের কাজে লিপ্ত হতে যায়,তখনই রোজা তাকে সে গুনাহের কাজ থেকে বিরত থাকার প্রতি তাগাদা দেয়।ফলে রোজাদার ব্যক্তি গুনাহের কাজ করা থেকে নিজকে হিফাজত রাখতে সক্ষম হয়।

"ছাত্রসেনা" যার সূচনা হয়েছিল ঈমান-আক্বিদা রক্ষার নিমিত্তে। বিগত ৪৫টি বসন্ত ধরে ছাত্রসেনা আমার মতো লক্ষ সেনানীর জন্য নীতিনৈতিকতা,চরিত্র এবং সর্বোপরি ঈমান-আক্বিদা রক্ষার ঢাল হিসেবে ভূমিকা রেখে যাচ্ছে।

আজকের দিনে এসে ছাত্রসেনার যেসব সাংগঠনিক ভাইয়েরা পাওয়া না পাওয়ার হিসেব কষছেন,তারা একবার চিন্তা করে দেখুন তো! ছাত্রসেনা না থাকলে আজকের দিনে আপনার জায়গা কোথায় হতো?

যদি আমার কথাই বলি,তাহলে বলা চলে-
হয়তো মানবগড়া আদর্শে বিশ্বাসী কোনও সংগঠনে থেকে নীতিনৈতিকতা হারিয়ে ধর্মীয় মূল্যবোধকে বিসর্জন দিতাম কিংবা ধর্মীয় মোড়কে বাতিল আক্বিদা লালনকারী কোনও জান্নাতের টিকাদার গ্রুপের সাথী হতাম।

আলহামদুলিল্লাহ্! আল্লাহ আমাকে হিফাজত করেছেন,আমাকে ছাত্রসেনার নগন্য কর্মি হওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহর এই মহান নিয়ামতের শুকরিয়া রাত-দিন সিজদায় পড়ে থাকলেও আদায় করে শেষ করা যাবে না।

প্রাণের সংগঠন, শহিদি কাফেলা, অহিংস ছাত্ররাজনীতির অনুপম আদর্শ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্রসেনা সীতাকুণ্ড উপজেলার ব্যবস্থাপনায় আয়োজিত আগামীকালের ছাত্রসমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালীর সার্বিক সফলতা কামনা করি।

সময়-দুপুরঃ ২.৩০মিনিট
স্থান-ভাটিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণ।

সু-খবর,  সু-খবর,  সু-খবর আগামীকাল ৮ জানুয়ারী রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় Mohius-Sunnah Nurani Madrasah উদ্ভোধন উপলক্ষে একে...
07/01/2025

সু-খবর, সু-খবর, সু-খবর
আগামীকাল ৮ জানুয়ারী রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় Mohius-Sunnah Nurani Madrasah উদ্ভোধন উপলক্ষে একেবারে ফ্রিতে চক্ষু সেবা প্রদান করা হবে। আপনাদের আশে পাশে চক্ষু রোগী থাকলে আগামীকাল পাটিয়ে দিবেন।।

ঠিকানাঃ ব্যাংক কলোনী, খাদেম পাড়া, নেভী রোড, মাদাম বিবির হাট, ভাটিয়ারী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

এবং মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে আকুল আবেদন, উক্ত এলানটি এশারের নামাজের পর মসজিদের মাইকে এলান করে দিয়েছেন। এতে গবির মানুষের জন্য সহযোগিতা হবে।

সালামান্তে
এস মুহাম্মদ শহিদুল ইসলাম
পরিচালক
মহিউস-সুন্নাহ নূরানী মাদ্রাসা।

মাদাম বিবির হাটের বেলাল সওদাগর নিয়ে যাদের অতিমাত্রায় ভালোবাসা তাদের দৃষ্টি আকর্ষণ করছি:-গতবছর রাষ্ট্রীয় ও মুসলামানদের অন...
27/10/2024

মাদাম বিবির হাটের বেলাল সওদাগর নিয়ে যাদের অতিমাত্রায় ভালোবাসা তাদের দৃষ্টি আকর্ষণ করছি:-

গতবছর রাষ্ট্রীয় ও মুসলামানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী (দঃ) ও আওলাদে রাসূল হুজুর আল্লামা তাহের শাহ( মাঃজিঃআ) শানে যাচ্ছে তাই ফেইসবুকে স্টাটাস শেয়ার করে এই দুশমনে রাসূল বেলাল।সম্প্রতি ফেইসবুকে বেলালের দোকানের একটি ভিডিও ভাইরাল হয়।যা অত্যন্ত হাস্যকর।কারন দীর্ঘ সময় তাকে বুঝানো ও তার স্টাটাসের ব্যাখা চাওয়ার পর সে যখন গাদ্দারী করে তখন এই ঘটনা ঘটে।তবে কিছু সুশীল যেভাবে দুশমনে রসুলের পক্ষে সাফাই গাইছে তাতে বোঝা যায় তারাও একই পথের পথিক। তার লিখিত স্টাটাসটি নিন্মরুপ:-

এই মুরুব্বি নাকি প্রতিবছর পাকিস্তান থেকে চট্টগ্রামে আসেন! রাস্তাঘাট ব্লক করে ঈদে মিলাদুন্নবী পালন করতে। লোকমুখে শুনি ইনি নাকি আবার আওলাদে রাসুল (ছাঃ)!!!

#আমি_জানতে_চাই?

১. ইনি পাকিস্তান থেকে চট্টগ্রাম কেন আসেন? আওলাদে রাসুল হলে উনিতো মক্কা-মদিনা যাবেন এই কথিত ঈদ পালন করতে।

২. উনাকে যেভাবে সাজানো গাড়িতে বসিয়ে রাস্তায় মিছিল করা হয়, তাতে যে কেউ ভাববে ইনারই জন্মদিন পালিত হচ্ছে (নাউজুবিল্লাহ) ছোটবেলায় দেখতাম, বাচ্চাদের খৎনার পর পালকিতে চড়িয়ে গ্রাম ঘুরাতো। ইনাদের ব্যাপারটি অনেকটা এরকমই।

৩. মিছিলের নামে কতজন আশেকে রাসুল যোহর, আছরের ছালাত জামাতে মিস হয় আল্লাহ ভালো জানেন। এর দ্বায়ভার কার?

রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছালাম) বলেছেন, 'ঈমানের ৭০ টিরও অধিক শাখা রয়েছে, তাঁর সর্বশেষ শাখাটি হলো "রাস্তাঘাট থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।

যারা উনাকে সম্মান করেন তাদের সম্মানের ধরন দেখে মনে হয় যেনো রথ যাত্রা (নাউজুবিল্লাহ)

এই লম্পট ও দুশমনে রাসুল বেলাল তথ্য গোপন করে একাধিক বিয়ে করে মামলার আসামিও হয়।খাদেমপাড়ায় খোজ নিলে এই লম্পটের কাহিনী ভালো জানতেন পারবেন।

পরিশেষে বলতে চাই,গাউসিয়া কমিটি কখনো কারও দোকানে হামলা ও ভাংচুরে লিপ্ত ছিলো না।করোনা,বি এম ডিপু,সীমা অক্সিজেন প্লান্টের ইতিহাস ঘুরে আসেন। সত্য বেরিয়ে আসবে।তবে ইসলাম ও নবীর শানে আঘাত আসলে কাওকে ছাড় দেয়া হবে না।

রাসূলের অপমানে যদি
কাঁদেনা তোর মন
মুসলিম নয় মুনাফেক তুই
রাসূলের দুশমন

এই গাছ গুলো বিক্রয় করা হবে। এইখানে মেহগুনি, সেগুন, ও নিম গাছ আছে। লোকেশন: ব্যাংক কলোনী, খাদেম পাড়া, মাদাম বিবির হাট, ভাট...
01/10/2024

এই গাছ গুলো বিক্রয় করা হবে।
এইখানে মেহগুনি, সেগুন, ও নিম গাছ আছে।
লোকেশন: ব্যাংক কলোনী, খাদেম পাড়া,
মাদাম বিবির হাট, ভাটিয়ারী।
যোগাযোগ: 01840856776

যার উসীলায় সমগ্র বিশ্ব-জাহানের সৃজন, সব দিবসের সৃষ্টি, সব ঈদের সৃষ্টি! আজ বাদে মাগরিব থেকে শুরু হলো সে দিবস ঈদে মিলাদুন্...
15/09/2024

যার উসীলায় সমগ্র বিশ্ব-জাহানের সৃজন, সব দিবসের সৃষ্টি, সব ঈদের সৃষ্টি! আজ বাদে মাগরিব থেকে শুরু হলো সে দিবস ঈদে মিলাদুন্নবী (ﷺ)❤️
সকলকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) এর শুভেচ্ছা।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Mim Tv Online - মিম টিভি অনলাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mim Tv Online - মিম টিভি অনলাইন:

Share

Category