School of Human Resource Development

School of Human Resource Development Discover a variety of courses to improve your career. Green Society Bangladesh. Vision: Development of social leadership.

We have various courses in the field of leadership, communication, public speaking, etiquette masterclass, stress management, conflict management, strategic management, project management & more... www.greensociety-tanvir.org
We offer time worthy training and education on talent management, leadership excellence, communication, public speaking, office administration & management, etiquette & manne

r, international business management, intensive interaction, and many more. Mission: To act as a support force in the development of latent talent among every human being and to take effective programs to create social leadership to the development of Bangladesh.

12/07/2025
11/06/2025

হিটলারের শেষ দিনগুলো: পরাজয় নিশ্চিত জেনে কী করেছিলেন?

১৯৪৫ সালের এপ্রিলে, যখন নিশ্চিত হয়েছিল যে জার্মানির পরাজয় অবধারিত, তখন অ্যাডলফ হিটলার বার্লিনের ফিউরারের বাংকারে (Führerbunker) নিজেকে আটকে রেখেছিলেন। সোভিয়েত রেড আর্মি বার্লিন ঘিরে ফেললে, হিটলার বুঝতে পেরেছিলেন যে তার পতন আসন্ন। এ অবস্থায় তিনি নিম্নলিখিত পদক্ষেপ নিয়েছিলেন:

#১. ইভা ব্রাউনকে বিয়ে করা
৩০ এপ্রিল, ১৯৪৫-এর আগের দিন, হিটলার তার দীর্ঘদিনের সঙ্গী ইভা ব্রাউনকে বিয়ে করেন। একটি ছোট অনুষ্ঠানের পর তাদের বিবাহ সম্পন্ন হয়, যা মূলত একটি প্রতীকী কাজ ছিল।

#২. আত্মহত্যা
পরাজয় এড়াতে হিটলার আত্মহত্যার সিদ্ধান্ত নেন। ৩০ এপ্রিল, তিনি ইভা ব্রাউনকে সায়ানাইড দিয়ে আত্মঘাতী করতে বলেন এবং নিজে গুলি করে আত্মহত্যা করেন। তাদের মৃতদেহ বাংকারের বাইরে পুড়িয়ে ফেলা হয়।

#৩. জোসেফ গোয়েবলসকে দায়িত্ব হস্তান্তর
মৃত্যুর আগে হিটলার জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত করেন নাজি প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসকে। তবে গোয়েবলসও পরের দিন পরিবারসহ আত্মহত্যা করেন।

#৪. ইহুদি নিধন জারি রাখার নির্দেশ
মৃত্যুর আগ পর্যন্ত হিটলার হোলোকস্ট বন্ধ করার কোনো নির্দেশ দেননি। বরং, তার সহযোগীরা শেষ মুহূর্ত পর্যন্ত ইহুদি হত্যা চালিয়ে যায়।

#৫. জার্মানিকে ধ্বংসস্তূপে রেখে যাওয়া
হিটলারের "**নিরো অর্ডার**" (Nero Decree) অনুযায়ী, জার্মানির সব অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়, যাতে শত্রুপক্ষ কোনো সম্পদ না পায়। তবে এই আদেশ পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

#পরিণতি
৭ মে, ১৯৪৫-এ জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে, এবং হিটলারের মৃত্যুর মধ্য দিয়ে নাজি জার্মানির পতন ঘটে। তার আত্মঘাতী সিদ্ধান্ত তাকে বিচার বা শাস্তি থেকে রক্ষা করলেও ইতিহাস তাকে একজন নিষ্ঠুর স্বৈরশাসক হিসেবেই স্মরণ করে।

হিটলারের শেষ দিনগুলো ছিল আতঙ্ক, অসহায়ত্ব ও ধ্বংসের এক করুণ ইতিহাস।

1. "The Death of Hi**er" (1995) – Ada Petrova & Peter Watson
(হিটলারের মৃত্যুর ফরেনসিক বিশ্লেষণ এবং সোভিয়েত গোপন নথি নিয়ে গবেষণা)

2. "The Last Days of Hi**er" (1947) – Hugh Trevor-Roper
(মিত্রবাহিনীর তদন্তের ভিত্তিতে হিটলারের শেষ মুহূর্তের বিস্তারিত বিবরণ)

3. "Inside Hi**er’s Bunker: The Last Days of the Third Reich" (2004) – Joachim Fest
(হিটলারের বাংকারে শেষ দিনগুলোর চাঞ্চল্যকর বর্ণনা)

4. "Hi**er: A Biography" (2008) – Ian Kershaw
(হিটলারের জীবন ও পতনের সর্বাধিক গ্রহণযোগ্য জীবনী)

5. "The Rise and Fall of the Third Reich" (1960) – William L. Shirer
(নাজি জার্মানির পতনের বিশদ ইতিহাস)

11/06/2025

সত্য সব সময় কঠিন এবং তেতো হয়ে থাকে আর মিথ্যা রসালো এবং মিষ্টি।

এফসি কোপেনহেগেন থেকে বাংলাদেশের ক্যাপ্টেন: জামাল ভূঁইয়ার অনন্য যাত্রা!এফসি কোপেনহেগেন প্রায়ই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে অংশ...
10/06/2025

এফসি কোপেনহেগেন থেকে বাংলাদেশের ক্যাপ্টেন: জামাল ভূঁইয়ার অনন্য যাত্রা!

এফসি কোপেনহেগেন প্রায়ই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে অংশ নেয়। একসময় এই ক্লাবের যুবদলের সেরা খেলোয়াড় ছিলেন জামাল ভূঁইয়া—যিনি আজ বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার উজ্জ্বল সম্ভাবনা ছিল; কোপেনহেগেনের সিনিয়র দলে তার উত্তরণ এবং ডেনমার্ক জাতীয় দলের ভবিষ্যৎ স্টার হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু ২০০৭ সালে এক মর্মান্তিক ঘটনা তার জীবন বদলে দেয়। মাত্র ১৭ বছর বয়সে স্কুল থেকে ফেরার পথে গ্যাং সংঘর্ষের গুলিবিদ্ধ হন তিনি। চারটি বুলেট তার শরীরে বিদ্ধ হয়, যার মধ্যে একটি কনুইয়ে, একটি পেটে এবং দুইটি পাশে লাগে। সাত মাস লড়াইয়ের পর ফুটবলে ফিরলেও শারীরিক ও মানসিক জটিলতা তাকে প্রায় খেলাই ছাড়তে বাধ্য করে।

কোচ ও পরিবারের অনুপ্রেরণায় জামাল নতুন লক্ষ্য খুঁজে পান: বাংলাদেশের জার্সি গায়ে খেলা। ২০১১ সালে তিনি বাংলাদেশে ট্রায়াল দিতে আসেন, কিন্তু গরম আবহাওয়া ও পানিশূন্যতার কারণে ব্যর্থ হন। ২০১৩ সালে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ তাকে আবার ডাকেন, এবং এবার তিনি সফল হন। বাংলাদেশের প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে অভিষেকের পর থেকে তিনি দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। ৮৮ আন্তর্জাতিক ম্যাচ খেলে রেকর্ড গড়েছেন, এবং ২০১৮ সাল থেকে দলের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন।

এখন ৩৫ বছর বয়সে জামালের শারীরিক সক্ষমতা কমলেও তার মনোবল অটুট। দলের প্রয়োজনে তিনি যেকোনো ভূমিকায় নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। বাংলাদেশ ফুটবলের নতুন প্রজন্ম যখন এগিয়ে যাচ্ছে, জামাল ভূঁইয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু একজন খেলোয়াড় নন, একজন অনুপ্রেরণা—যিনি অন্ধকারে আলোর মশাল হাতে এনেছিলেন।

31/05/2025

১. অপমান নয়
শিশুর সামনে কাউকে অপমানজনক বা গালিভরা ভাষায় কিছু বলবেন না। এতে শিশু শিখে যায় রূঢ়ভাবে কথা বলাটাই স্বাভাবিক। সে নিজেও পরবর্তীতে সেই রকম ভাষা ব্যবহার করতে পারে।

২. তর্ক নয়
পরিবারের কোনো দ্বন্দ্ব বা ঝগড়া শিশুর সামনে করা উচিত নয়। শিশুর মনে এতে অস্থিরতা ও ভয় ঢুকে পড়ে। তারা নিরাপত্তাহীনতায় ভোগে এবং সম্পর্ক নিয়ে নেতিবাচক ধারণা গড়ে তোলে।

৩. সত্য বলুন
শিশুদের সামনে মিথ্যা বললে তারা মনে করে মিথ্যা বলা স্বাভাবিক। ফলে তাদের চারিত্রিক গঠনে সততার অভাব দেখা দিতে পারে। সত্য বলা শিখিয়ে দিন ছোটবেলা থেকেই।

৪. সমালোচনা নয়
অন্যের দোষ বা খারাপ দিকগুলো শিশুদের সামনে বেশি বলা উচিত নয়। এতে শিশুদের মধ্যে নেতিবাচক মনোভাব গড়ে ওঠে এবং তারা অন্যকে মূল্যায়নের বদলে দোষ ধরতে শেখে।

৫. ভয় দেখাবেন না
শিশুদের ভুল করলে ভয় দেখিয়ে নয়, বরং ধৈর্য ধরে বুঝিয়ে বলা উচিত। ভয় দেখালে তারা আত্মবিশ্বাস হারায় এবং নিজের ভুল স্বীকার করতে ভয় পায়।

৬. অর্থকথা নয়
পরিবারের অর্থনৈতিক সমস্যা নিয়ে শিশুর সামনে আলোচনা না করাই ভালো। এতে তাদের মনে দুশ্চিন্তা বা অনিরাপত্তার অনুভব তৈরি হয়, যা মনঃসংযোগ ও বিকাশে বাধা দেয়।

৭. তুলনা নয়
শিশুকে অন্য কারো সঙ্গে তুলনা করা তাদের আত্মসম্মান ও আত্মবিশ্বাসে আঘাত করে। প্রত্যেক শিশু আলাদা, তাদের নিজের মতো গড়ে ওঠার সুযোগ দেওয়া উচিত।

৮. গঠনমূলক প্রশংসা
শিশুকে প্রশংসা করুন, তবে সেটা হোক গঠনমূলক ও উৎসাহমূলক। অকারণে বাড়াবাড়ি প্রশংসা করলে তা তাদের বাস্তববোধ কমিয়ে দিতে পারে।

৯. ব্যক্তিগত কথা নয়
দাম্পত্য কলহ বা ব্যক্তিগত গোপন কোনো বিষয় শিশুর সামনে আলোচনা করা ঠিক নয়। এতে তারা মানসিকভাবে চাপ অনুভব করে এবং অপ্রয়োজনীয় তথ্য নিয়ে বিভ্রান্ত হয়।

১০. ভদ্র ভাষা ব্যবহার করুন
আপনার ব্যবহৃত ভাষা যেন সবসময় ভদ্র ও পরিশীলিত হয়। শিশুরা যা শুনে, তাই শেখে। তাই অশ্লীল শব্দ ব্যবহার করলে তারাও তা অনুসরণ করতে পারে।

১১. ধর্ম নিয়ে নেতিবাচকতা নয়
শিশুর মনে সব ধর্মের প্রতি সম্মানবোধ গড়ে তুলুন। কোনো ধর্ম নিয়ে নেতিবাচক মন্তব্য করলে তারা অসহিষ্ণু হয়ে উঠতে পারে।

১২. নেগেটিভ খবর নয়
খুন, ধর্ষণ বা ভয়ংকর কোনো ঘটনা শিশুকে বলা উচিত নয়। এতে তারা আতঙ্কিত হয় ও রাতে ঘুমের সমস্যা হতে পারে।

১৩. রূপ নিয়ে কটুক্তি নয়
কাউকে কালো, মোটা বা অন্য কোনো বাহ্যিক বিষয় নিয়ে উপহাস করবেন না। এতে শিশুর মনেও একই ধরণের বিচারবোধ জন্মায়, যা পরবর্তীতে নেতিবাচক প্রভাব ফেলে।

১৪. ভুলে রাগ নয়
শিশু ভুল করলে তার ওপর চিৎকার বা শাস্তি না দিয়ে ধৈর্য ধরে বোঝান। এতে তারা নিজের ভুল বুঝতে ও সংশোধন করতে শেখে।

১৫. নিন্দা নয়
অন্য কারো পেছনে সমালোচনা বা নিন্দা করবেন না। শিশুরা মনে করে এটি স্বাভাবিক আচরণ এবং তারা অন্যদের সম্মান করতে শেখে না।

১৬. উপেক্ষা নয়
শিশুর কথা গুরুত্ব দিয়ে শুনুন। এতে তারা বুঝতে পারে যে তাদের কথা মূল্যবান, যা আত্মবিশ্বাস বাড়ায়।

১৭. ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ নয়
শিশুকে শাসনের পরিবর্তে যুক্তি দিয়ে বোঝান। ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করলে তারা শুধু সাময়িকভাবে কথা শুনবে, মনের ভেতর বিদ্রোহ জমবে।

১৮. উপহাস নয়
শিশুর কাজ বা কথা নিয়ে হাসাহাসি করা উচিত নয়। এতে তারা আত্মমর্যাদা হারায় ও নিজেদের প্রকাশে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে।

১৯. সম্মান শেখান
শিশুকে শেখান, সব শ্রেণি-পেশার মানুষই সম্মানের যোগ্য। গৃহকর্মী, রিকশাওয়ালা বা অন্য যেকোনো মানুষকে সম্মান করলে শিশুর মূল্যবোধ উন্নত হয়।

২০. ভালোবাসা থাকুক
আপনার প্রতিটি কথায় যেন মমতা ও সহানুভূতি থাকে। শিশুরা ভালোবাসা থেকেই শেখে এবং মানবিক গুণাবলি অর্জন করে।

শিশুদের সামনে কথাবার্তায় সচেতনতা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি দায়িত্ব। তারা আমাদের প্রতিচ্ছবি। তাদের সামনে সদাচরণ মানেই আগামী প্রজন্মকে ইতিবাচক ও মানবিক করে গড়ে তোলা। আপনার প্রতিটি ভালো কথা, কোমল আচরণই শিশুর ভবিষ্যতের ভিত্তি মজবুত করে।

Dr.Tanvir Ahmed

03/04/2025

পড়াশোনার পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীরা যে দশটি কাজ করতে পারে।

29/03/2025

ড. মুহাম্মদ ইউনুস!
বাংলার ইতিহাসে গত ৮৬ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩% লোকই ভালো করে জানেন না ড. মোহাম্মদ ইউনুস স্যারকে!

পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, সেটা নিশ্চয়ই জানেন? সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন?

সম্মানসূচকে পর্যায়ক্রমে,

১. নোবেল
২. অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড
৩. মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

পৃথিবীর ইতিহাসে উপরের ৩ টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন ১২ জন! বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে,

হ্যাঁ, সেই ১২ জনের একজন প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। 🧡

মেসিকে নিশ্চয়ই চিনেন! যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাঁড়িয়ে ছিলেন প্রফেসর ড. ইউনুসের জন্য, বিশ্বাস হয়, না হলেও সত্য!

'অলিম্পিক গেমস' পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি। আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক, জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। 💖

বর্তমানে বিশ্বের লিডিং ইন্টালেকচুয়ালের যেকোনো তালিকায় টপ ১০ এর ভিতরে থাকেন ড.ইউনুস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনুসের বিকল্প খুজে পাওয়াটা খুবি কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশের! এদেশে আর এমন ইউনুস জন্মাবে কিনা আজও সন্দেহ!

১. মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন।

২. কোর্ট-কাছাড়ির ৮ তলার এজলাশে তাঁকে যখনই হাজিরা দিতে হত সেসময় কোর্ট বিল্ডিং এর লিফট বন্ধ করে দেয়া হত। ৮২ বছরের অশিতিপর এই আসামীকে প্রতিবারই হেঁটে হেঁটে ৮ তলায় যেতে হত। এবং এই ঘটনা নাকি ৪০ বারের মত ঘটেছে।

সারা পৃথিবীর ১০৭টা ইউনিভার্সিটিতে মুহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তাঁর মাইক্রো-ফাইনান্স। যেটা তাঁকে এবং তাঁর গ্রামীন ব্যাংকে নোবেল শান্তি পুরষ্কার এনে দিয়েছিল।

ডক্টর মুহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে 'সুদখোর' ডাকা হয় বারবার। মজার ব্যাপার হচ্ছে- মুহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন তাদের বেশীরভাগও জানেন না, মুহাম্মদ ইউনূসের সুদের ব্যবসা নাই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীন ব্যাংকে তাঁর এক টাকার মালিকানাও নাই, শেয়ারও নাই। কখনোই ছিল না।

জিনিসটা আপনার-আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে। কিন্তু এটাই সত্যি।🥀🥀🥀🥀🥀🥀

29/01/2025

➖➖চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন সেরা??? কষ্ট করে আরেকবার দেখে নেওয়া যাক।➖➖➖

১)দেশের সবচেয়ে বড় (২১০০ একর) বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

২)দেশের ৪ টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের চবি ১টি।

৩) প্রতিষ্ঠার দিক থেকে দেশের ৩য় বিশ্ববিদ্যালয় হচ্ছে চবি.

৪) ৫৪ টা ডিপার্টমেন্ট, ২৮ হাজার ছাত্রছাত্রী, প্রায় ১ হাজার শিক্ষক নিয়ে বিশাল এক পরিবার।

৫) রয়েছে ৩.৫ লক্ষ বই নিয়ে বিশাল কেন্দ্রীয় গ্রন্থগার।

৬) ছেলেদের জন্য ৮ টি হল ,মেয়েদের জন্য ৪ টি হল (মোট ১২ টি হল)

৭) বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যার জন্য আলাদাভাবে রয়েছে ২ টি শাটল ট্রেন,১ টি ডেমু ট্রেন ও BRTC এর লাল বাস,শিক্ষক দের জন্য অর্ধশত এসি-নন এসি বাস।

৮) দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার নিজস্ব জাদুঘর আছে।

৯) দেশের একমাত্র হাইটেক পার্ক যুক্ত বিশ্ববিদ্যালয় এবং একমাত্র পাহাড়ঘেরা বিশ্ববিদ্যালয়।

১০) দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ফ্যাকাল্টি( বায়োলজি ফ্যাকাল্টি)।

১১) দেশের একমাত্র প্রাকৃতিক ঝরনা যুক্ত বিশ্ববিদ্যালয়।

১২) চাকসুতে পাবেন-৩ টাকায়-দুধ চা,পরটা। ২৫ টাকায়-পোলাও,মুরগি / ডিম,১০ টাকায়- পানি পুরি। খাওয়াদাওয়া, আড্ডা দেওয়ার জন্য রয়েছে ঝুপড়ি।

১৩) মায়া হরিণ,অজগর ও বন্যশূকরের দেখা মিলবে চবি ক্যাম্পাসে।

১৪) চোখ জুড়ানো ফরেস্ট্রির রাস্তা,বঙ্গবন্ধু উদ্যান,বোটানিক্যাল গার্ডেন,স্লুইসগেট, নিজস্ব প্যাগোডা ও ঝুলন্ত ব্রিজ রয়েছে, বায়োলজি পুকুরপাড় ।

১৫) বিশাল ক্যাম্পাসের ভেতরে সহজেই চলাচলের জন্য রয়েছে- জো বাইক নামে সাইকেল সার্ভিস।

১৬)বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে আছে গিরিপথ, যার নাম - চালান্দা গিরিপথ।

১৭) দুপাশে পাহাড় আর মাঝ খানে রাস্তা - যার নাম কাটা পাহাড়।

১৮) হতাশার মোড়,সক্রেটিস চত্ত্বর, টাইটানিক চত্ত্বর,কাপল রোড,শহিদ মিনার,ভূতের বিল্ডিং, রেল স্টেশন এবং রয়েছে জয় বাংলা চত্ত্বর ।

১৯) জালিয়াতি বিহীন ভর্তি পরীক্ষা এবং ২৪ ঘন্টার ভেতর রেজাল্ট।

২০) মাদরাসার শিক্ষার্থী,হিন্দু, বোদ্ধ এদের জন্য রয়েছে ভর্তি পরীক্ষায় বিশাল এক সুযোগ।

২১) বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার শিক্ষক নোবেল পুরস্কার পেয়েছে(ড.মোহাম্মদ ইউনুস)।

২২) জামাল নজরুল ইসলামের মতো বিখ্যাত লোক চবির শিক্ষক ছিলেন(যার লেখা একাধিক বই অক্সফোর্ড ও ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত করে পড়ানো হয়)
চবির D UNIT এর বিশ্লেষণ দক্ষতা ( IQ) এর জন্য পড় " গাইডলাইন পাবলিকেশন্স IQ গাইডলাইন " বইটি। বাংলাদেশের বেস্ট আইকিউ বই এটি।
iQগাইডলাইন বইটি সারাদেশে পাওয়া যাচ্ছে এছাড়াও অনলাইনে রকমারি তে পাওয়া যাচ্ছে iQগাইডলাইন বইটি।

২৩) দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ও আধুনিক আইন অনুষদটি চবিতেই অবস্থিত ।😎

২৪)সর্বশেষ, চবি উপহার দিবে একটি Ragবিহীন ক্যাম্পাস ❤️👌

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা অনেক৷ প্রায় ৫০০০ আসন। কি পারবেনা ৫০০০ এর একজন হতে?

28/01/2025

শীতকালীন ৫০টি শাক-সবজির নাম বাংলা ও এগুলো ইংরেজি নাম উচ্চারণসহ

1. বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
2. ফুলকপি – Cauliflower (কাউলিফ্লাওয়ার)
3. শিম – Hyacinth Bean (হায়াসিন্থ বীন)
4. মুলা – Radish (র‍্যাডিশ)
5. গাজর – Carrot (ক্যারট)
6. টমেটো – Tomato (টম্যাটো)
7. লাউ – Bottle Gourd (বটল গার্ড)
8. কুমড়া – Pumpkin (পাম্পকিন)
9. শালগম – Turnip (টার্নিপ)
10. পালং শাক – Spinach (স্পিনাচ)

11. লাল শাক – Red Spinach (রেড স্পিনাচ)
12. পুঁই শাক – Malabar Spinach (মালাবার স্পিনাচ)
13. ধনেপাতা – Coriander Leaves (করিয়ান্ডার লিভস)
14. সরিষা শাক – Mustard Greens (মাস্টার্ড গ্রিনস)
15. মেথি শাক – Fenugreek Leaves (ফেনুগ্রিক লিভস)
16. কাঁচা পেঁপে – Raw Papaya (র’ পাপায়া)
17. পটল – Pointed Gourd (পয়েন্টেড গার্ড)
18. কচু শাক – Taro Leaves (ট্যারো লিভস)
19. চিচিঙ্গা – Snake Gourd (স্নেক গার্ড)
20. ঝিঙে – Ridge Gourd (রিজ গার্ড)

21. করলা – Bitter Gourd (বিটার গার্ড)
22. ওল কচু – Elephant Foot Yam (এলিফ্যান্ট ফুট ইয়াম)
23. ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিঙ্গার)
24. কাঁকরোল – Teasle Gourd (টিসল গার্ড)
25. বেগুন – Eggplant (এগপ্ল্যান্ট)
26. মিষ্টি কুমড়া – Sweet Pumpkin (সুইট পাম্পকিন)
27. লাউ শাক – Bottle Gourd Leaves (বটল গার্ড লিভস)
28. চিচিঙ্গা শাক – Snake Gourd Leaves (স্নেক গার্ড লিভস)
29. শালগম শাক – Turnip Leaves (টার্নিপ লিভস)
30. বক চয় – Bok Choy (বক চয়)

31. বাঁধাকপির শাক – Cabbage Greens (ক্যাবেজ গ্রিনস)
32. লেটুস – Lettuce (লেটুস)
33. কপি শাক – Cauliflower Greens (কাউলিফ্লাওয়ার গ্রিনস)
34. মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
35. ব্রোকলি – Broccoli (ব্রোকলি)
36. মেথি পাতা – Fenugreek Leaves (ফেনুগ্রিক লিভস)
37. গোল আলু – Potato (পটেটো)
38. শসা – Cucumber (কিউকাম্বার)
39. পেঁয়াজ – Onion (অনিয়ন)
40. রসুন – Garlic (গার্লিক)

41. আদা – Ginger (জিঞ্জার)
42. কাঁচা মরিচ – Green Chili (গ্রিন চিলি)
43. বুনো শাক – Wild Spinach (ওয়াইল্ড স্পিনাচ)
44. ধলা শাক – Amaranth (অ্যামারান্থ)
45. গুটি আলু – Baby Potato (বেবি পটেটো)
46. কাসুন্দি শাক – Wild Mustard Leaves (ওয়াইল্ড মাস্টার্ড লিভস)
47. কচু – Taro Root (ট্যারো রুট)
48. মুলো শাক – Radish Greens (র‍্যাডিশ গ্রিনস)
49. বরবটি – Long Bean (লং বীন)
50. চীনা বাঁধাকপি – Chinese Cabbage (চাইনিজ ক্যাবেজ)

Address

Chittagong

Telephone

+8801881765999

Website

Alerts

Be the first to know and let us send you an email when School of Human Resource Development posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to School of Human Resource Development:

Share