Ariful Islam

Ariful Islam Hi, I'm Ariful islam. I'm a digital creator.
(1)

25/08/2025

৫টা ফ্রি AI টুল বদলে দেবে আপনার সন্তানের শেখার ধরণ!

পড়াশোনা এখন আগের চেয়ে অনেক বেশি মজার! কল্পনা করুন আপনার বাচ্চা মোবাইল ব্যবহার করছে কিন্তু শুধু গেম বা ভিডিও দেখছে না, বরং খেলতে খেলতেই শিখছে। আজকে শেয়ার করছি ৫টা ফ্রি AI টুল যা বাচ্চাদের শেখাকে করে তুলবে আরও আকর্ষণীয়।

⭐ Khan Academy Kids – ছোটদের জন্য দারুণ এক অ্যাপ। এখানে আছে রঙিন ইন্টারফেস, গল্প, গান আর নানা অ্যাক্টিভিটি যা পড়াশোনাকে খেলাধুলার মতো করে তোলে।

⭐ Duolingo ABC – অক্ষর চিনা, শব্দ বানানো আর পড়তে শেখার জন্য অসাধারণ। বিজ্ঞাপন ছাড়া নিরাপদ এই অ্যাপটি ছোট বাচ্চাদের জন্য পারফেক্ট।

⭐ Socratic by Google – কোনো প্রশ্ন বুঝতে না পারলে ছবি তুলে দাও বা টাইপ করো, আর AI সহজভাবে ব্যাখ্যা করে দেবে। গণিত থেকে শুরু করে বিজ্ঞানের যে কোনো বিষয় বুঝতে সাহায্য করে।

⭐ Quillionz – শুধু পড়াশোনা নয়, নিজের লেখা থেকে মজার কুইজ বানানো যায় এই টুল দিয়ে। এতে শেখার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়।

⭐ Google Read Along – বাচ্চারা যখন পড়বে, তখন AI তাদের উচ্চারণ শুনে সঙ্গে সঙ্গে ফিডব্যাক দেবে। গল্পের মাধ্যমে শেখার জন্য একদম আদর্শ।

এখন শেখা আর পড়াশোনা শুধু বইয়ের ভেতর সীমাবদ্ধ নয়। AI এর মাধ্যমে বাচ্চারা শিখতে পারছে আনন্দের সঙ্গে, একেবারে নিজের গতিতে।

#শিক্ষা

বিশ্বাস ও ধর্য্য রাখুন।
18/08/2025

বিশ্বাস ও ধর্য্য রাখুন।

শুভ সকাল সবাইকে
17/08/2025

শুভ সকাল সবাইকে

শুভ সন্ধ্যা
16/08/2025

শুভ সন্ধ্যা

শুভ দুপুর সবাইকে
16/08/2025

শুভ দুপুর সবাইকে

15/08/2025

জুম্মা মোবারক সবাইকে

পৃথিবী আমাগোরে পারিশ্রমিকে কি দিবে কেডা জানেতবে শালা খাটায়া মারলো !তোমরা দলে দলে আসো, ভূমিষ্ঠ হওআর খাইট্টা যাও শেষ অব্ধি...
14/08/2025

পৃথিবী আমাগোরে পারিশ্রমিকে কি দিবে কেডা জানে
তবে শালা খাটায়া মারলো !

তোমরা দলে দলে আসো, ভূমিষ্ঠ হও
আর খাইট্টা যাও শেষ অব্ধি !
হাঁটো-দৌড়াও-ঘাম ঝড়াও
আর ফুরুত কইরা মইরা যাও
অনেক রাইতের শেষে !!

যে-যারা ডেইলি ডেইলি মারা খায়
তাদেরে আমরা আবেগ বলি |
পুরানা ট্রাঙ্ক খুললে এখনও যে ন্যাপথলিনের গন্ধ বাইরয়, অইটাও আবেগ !
গাঙ্গে ফালাফালি, স্কুল ভাগা
ক্রিকেট, ফুটবল, লাল সাইকেল
সন্ধ্যার চা-মুড়ি, নয়া নয়া দাড়ি-মুছ,
আমাগো ঝাপসা সেলফি, অথবা চোখ
ভিজাইন্ন্যা নাদান প্রেমের কথোপকথন !
মাইরি ! সব আবেগ ! মারা খাওয়া আবেগ !

প্রত্যেকটা নিসঙ্গতার রাত ধাক্কায়া চইলা যায়
পরের দিনের দৌড়ের অপেক্ষায়,
তোমার আমার হাত সইরা যায় মাইলের পরে মাইল !
শিশির ছোঁয়া, খালি পেটে হাঁটা,
হা কইরা জোৎস্না খাওয়া !
কতকিছু বাকি থাইকা যায়,
খালি সময় থাকে না..

মাইনষের কতজাতের দুঃখ রে ভাই
কতো হা-হুতাশ, কতো লাল লাল চোখ,
কতো অপ্রাপ্তি, কতো বিচ্ছেদ |
যদি আমাগো দূরত্বরে বিচ্ছেদ মনে হয়
তাইলে অইখানেও ভালোবাসা ছিলো, আবেগ ছিলো|
আগামীর ধান্ধায় অইটারে বাদ দেওন লাগবো
আমগোরে হওন লাগবো পরিপূর্ণ কামলা...

কবে আবার দেখা হইবো, কাঁন্ধের উপরে হাত আইবো, রইদ ফালায়া হাঁটা অইবো
কেডা জানে !!
কবে আবার ঠান্ডা আইবো, পায়ের মধ্যে শিশির লাগবো, ক্ষেতমার্কা গান অইবো
কেডা জানে !!

হয়তো হইবো, হয়তো হইবো না
হয়তো জোৎস্না থাকবো, আমরা থাকমু না...

😢😭মরচে ধরা লোহায় এমন কী আছে, যা পা কাটলেই টিটেনাস ইনজেকশন দিতে হয়?🤔🤩১. মরচে পড়া লোহায় মরিচার সাথে আরও থাকতে পারে ময়...
14/08/2025

😢😭মরচে ধরা লোহায় এমন কী আছে, যা পা কাটলেই টিটেনাস ইনজেকশন দিতে হয়?🤔

🤩১. মরচে পড়া লোহায় মরিচার সাথে আরও থাকতে পারে ময়লা-আবর্জনা এবং বিভিন্ন ধরণের জীবাণু। এই জীবাণুগুলোই আমাদের জন্য বেশি ক্ষতিকর।

২. একপ্রকার ব্যাকটেরিয়া Clostridium tetani, যা সাধারণত মাটি, আবর্জনা ও নোংরা স্থানে পাওয়া যায়। এই ব্যাকটেরিয়ার স্পোর যখন তীক্ষ্ণ পেরেক বা ওই জাতীয় জীবাণুবাহিত বস্তু দ্বারা চামড়া ভেদ করে শরীরের মাংসপেশিতে প্রবেশ করে, তখন সেগুলো বংশবিস্তারের মাধ্যমে একপ্রকার টক্সিন (tetanospasmin) তৈরি করে। এ টক্সিন মানবদেহের মোটর নিউরনে আক্রমণ করে, যা মাংসপেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করে।

৩. সংক্রমণ বৃদ্ধি পেলে পেশি খিঁচুনি ক্রমশ চোয়ালেও পরিলক্ষিত হয়, ফলে এই রোগের একটি সাধারণ নাম হল দাঁতকপাটি। এই রোগের অন্যান্য লক্ষণগুলি হল পেশির অনমনীয়তা, গিলে খেতে অসুবিধা এবং দেহের অন্যান্য অংশে খিঁচুনি। শরীরের পেছনের মাংসপেশিগুলো সংকুচিত হয় বলে পুরো শরীর ধনুকের মতো বেঁকে যায়। এই কারণে এই রোগকে (ধনুঃ + টঙ্কার) ধনুষ্টংকার বলা হয়।🏹

Clostridium tetani স্পোর:- এই ব্যাকটেরিয়ার স্পোর অনেক বছর পর্যন্ত টিকে থাকতে পারে এবং মাটিতে বা মরচে ধরা লোহার মতো স্থানে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কিন্তু শরীরে প্রবেশ করার পর এটি সক্রিয় হয়ে উঠে।

টিটেনাস ইনজেকশন কেন জরুরি?

-টিটেনাস একটি মারাত্মক ও দ্রুতগতির স্নায়বিক সংক্রমণ। তাই প্রাথমিক ধাক্কায় চিহ্ন না পেলেও, শরীরে Clostridium tetani প্রবেশের সম্ভাবনা থাকলে ২৪ ঘণ্টার মধ্যে টিটেনাস টক্সয়েড ইনজেকশন দেওয়া অত্যন্ত জরুরি।

প্রতিরোধের উপায়:-

১. টিটেনাস টক্সয়েড টিকা (TT) শিশুকালেই ডিপথেরিয়া, পারটাসিস, টিটেনাস (DPT) টিকার মাধ্যমে দেওয়া হয়।

২. প্রতি ১০ বছর অন্তর বুস্টার ডোজ নেওয়া ভালো।

৩. পায়ে পেরেক বা মরচে ধরা বস্তু ফুটলে তাড়াতাড়ি ক্ষত পরিষ্কার করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।🙏🙏😢😭😭

সমাজের ভুল ধারণা:-
অনেকে মনে করেন, শুধুমাত্র মরচে থেকেই টিটেনাস হয়। কিন্তু বাস্তবে মরচে নিজে টিটেনাস সৃষ্টি করে না; বরং এর মাধ্যমে Clostridium tetani জীবাণুর সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়।🦠🤩🤩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Copy post

আকাশ চোপড়ার এমন মন্তব্যে আপনি কি মনে করেন এশিয়া কাপে কি ভারত ম্যাচ বয়কট করবেন মনে করিয়ে দিলাম ।
13/08/2025

আকাশ চোপড়ার এমন মন্তব্যে আপনি কি মনে করেন

এশিয়া কাপে কি ভারত ম্যাচ বয়কট করবেন মনে করিয়ে দিলাম ।

চেয়ারপার্সনের জন্যে এমন উপদেষ্টা তো প্রয়োজন নেই।আমার মনে হয় উনার নিজের জন্যে একজন উপদেষ্টা প্রয়োজন,যে বলে দিবে বক্তৃতা,ট...
12/08/2025

চেয়ারপার্সনের জন্যে এমন উপদেষ্টা তো প্রয়োজন নেই।
আমার মনে হয় উনার নিজের জন্যে একজন উপদেষ্টা প্রয়োজন,যে বলে দিবে বক্তৃতা,টক শো কিংবা অন্য যে কোন জায়গায় সে কি বক্তব্য দিবে। 🙂

“মানুষ যখন আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন একটি অদ্ভুত পদ্ধতি অবলম্বন করে। আপনাকে লজ্জিত ও দোষী বোধ করানোর চেষ্টা করত...
12/08/2025

“মানুষ যখন আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন একটি অদ্ভুত পদ্ধতি অবলম্বন করে। আপনাকে লজ্জিত ও দোষী বোধ করানোর চেষ্টা করতে থাকে।”

তামান্না ভাটিয়া

আয়মান ♥♥♥
01/06/2024

আয়মান ♥♥♥

Address

Chittagong
4376

Alerts

Be the first to know and let us send you an email when Ariful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ariful Islam:

Share