Ariful Islam

Ariful Islam Hi, I'm Ariful islam. I'm a digital creator.
(1)

২৪২ জন যাত্রী  , ১৬৯ জন ভারতীয় , ৫৩ জন যুক্তরাজ্যের যাত্রী , ৭ জন পর্তুগাল, ১ জন কানাডিয়ান...পাঁচ মিনিট আগেও ওরা জানতো ন...
12/06/2025

২৪২ জন যাত্রী , ১৬৯ জন ভারতীয় , ৫৩ জন যুক্তরাজ্যের যাত্রী , ৭ জন পর্তুগাল, ১ জন কানাডিয়ান...

পাঁচ মিনিট আগেও ওরা জানতো না , বেলা ফুরানোর আগেই সূর্য অস্ত যাচ্ছে ।

বিশ্বাস করেন , এদের সবাই ব্রাইট ফিউচার এর স্বপ্ন দেখা মানুষ।

এখানে পাইলট ছিলো , গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী ছিলো , খুব ভালো ভারতীয় ছাত্র ছিলো, চাকুরীজীবি ছিলো ।

লন্ডন থেকে যারা ভারতে এসে আবার ফিরে যাচ্ছে , খোঁজ নিলে দেখা যাবে এরা সব বড় কোনো কোম্পানির অথবা কোনো প্রতিষ্ঠানের সব নামকরা মানুষ ।

সামনের সময়টা কি বিপুল সম্ভাবনাময় ছিলো ।

পরিসংখ্যানের স্বভাব নিষ্ঠুর । সে হিসেব রাখলো —

" বিমান দুর্ঘটনায় ২৪১ জন মারা গেলো । "

কিন্তু বিলিভ মি , যারা মারা গেছে , তারা একেকজন ঘরের খুঁটি ছিলো , যে খুঁটি খ'সে গেলেই ঘর হেলে পড়ে যায়।

মুখে বলছেন, ২৪১ জন মারা গেলো । ২৪১ জন না, ১০ জনের ঘরে যান , ওদের কান্না থামাইতে পারবেন না ।

কারণ এদের নিজের মানুষ মইরা গেছে স্বপ্ন বুকে নিয়া।

এদের কালকের দিন নিয়ে প্ল্যান ছিলো । আগামী সপ্তাহ নিয়ে প্ল্যান ছিলো । প্ল্যান ছিলো আগামী বছর নিয়েও ।

কিন্তু... এত এত প্ল্যান , এক নিমেষেই সব শেষ ।

যে মেডিকেলের ছাদে বিমান ধসে পড়লো , যে মেডিকেলের ৫ জন মারা গেলো , তারা কখনো ভাবছে?

মৃত্যু এত আশ্চর্যজনক অতিথি হয়ে আসবে তাদের জীবনে?

আজ থেকে বরাবর ১ মাস ১০ দিন আগে লিখেছিলাম,

প্রশ্নবোধক চিহ্নের নিচে একটা ফোঁটা আছে । জীবন তারচেয়ে ও ছোটো ।

তুমি কতদিন বাঁচবা?

এটা প্রশ্নবোধক চিহ্ন ।

তোমার জীবনে আগামীকাল কি ঘটবে?

এটাও প্রশ্নবোধক চিহ্ন ।

এক্সপেকটেশন লেভেল অনুযায়ী আপনার বর্তমান জীবন কি আমি তা জানি না , হইতে পারে টসের কয়েনের হেড অথবা টেল । ফিফটি ফিফটি ।

কিন্তু আমি এই যে ২৪২ জন যাত্রী , ৫ জন মেডিকেল স্টুডেন্টের কথা বলছি — এদের কাছে জীবন ধরা দিয়ে গেছে হঠাৎ আশ্চর্যবোধক চিহ্ন হয়ে।

একদম হান্ড্রেড থেকে আচমকা জিরো !

মৃত্যু বোধহয় এমনি আশ্চর্যবোধক চিহ্ন হয়ে পরিচিত হতে আসে জীবনের কাছে ।

লেখাঃ "আলোকশূন্য নক্ষত্র'

আয়মান ♥♥♥
01/06/2024

আয়মান ♥♥♥

আব্বাজান ♥♥♥
01/06/2024

আব্বাজান ♥♥♥

বাবাটার সমুদ্র সৈকত দর্শণ
01/06/2024

বাবাটার সমুদ্র সৈকত দর্শণ

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Ariful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ariful Islam:

Share