Ahmed Nahid ul sharif Emon

Ahmed Nahid ul sharif Emon My Name is Ahmed nahid ul sharif Emon....
I am from Chattogram.. I'm a digital marketer..

আমিন..🤲
23/10/2023

আমিন..🤲

** ইচ্ছা থাকলে সবই সম্ভব।** যে কোন পেশার পাশাপাশি শিখুন ফ্রিল্যান্সিং।** নিজের ক্যারিয়ারকে স্বাবলম্বী করতে শিখুন ফ্রিল্...
23/09/2023

** ইচ্ছা থাকলে সবই সম্ভব।
** যে কোন পেশার পাশাপাশি শিখুন ফ্রিল্যান্সিং।
** নিজের ক্যারিয়ারকে স্বাবলম্বী করতে শিখুন ফ্রিল্যান্সিং।
** যেখানে আছে সময়ের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা,অধিক সম্মান।
✅✅
** পরের অধীনে থেকে চাকরি করবেন আর কত?
** অসুস্থ শরীর নিয়ে অফিসে যাবেন আর কত?
** উচ্চমাধ্যমিক পাশ করে বেকার বসে থাকবেন আর কত?
** পরিবারের কাঁধে ভর করে বসে কতদিন আর খাবেন?
** অযথা সময়গুলো নষ্ট করছে কেন?
✅✅
** তাই আসুন সময়গুলোকে কাজে লাগাতে শিখি।
** মুক্ত এবং স্বাধীন পেশায় নিজের জীবন গড়ি।
** অন্যের অধীনে থেকে কাজ করার মানসিকতা বাদ দেই।
** ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গঠন করি।
** সবাই পারলে, আমি কেন পারব না?
তাই আসুন সঠিক সময় সঠিক পদক্ষেপ নেই।

ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ুন। অযথা সময়গুলো নষ্ট করা থেকে বিরত থাকুন। সময়গুলোকে সঠিক কাজে লাগাই।

Happy freelancing

যেকোনো Marketplace এ Order এর Minimum Timeline 24 hours থাকে।চাইলে রাত না জেগে দিনে কাজ করতে পারবেন।তবে এশার পর ১০/১১ টা...
20/08/2023

যেকোনো Marketplace এ Order এর Minimum Timeline 24 hours থাকে।
চাইলে রাত না জেগে দিনে কাজ করতে পারবেন।
তবে এশার পর ১০/১১ টার মধ্যে ঘুমিয়ে ফজরের সময় উঠতে পারলে ভালো।
কারণ আমাদের ফজরের সময় USA তে সন্ধ্যা থাকে। তখন Knock আসে।
আবার আমাদের সন্ধ্যার সময় সেখানে সকাল থাকে, যখন সবচেয়ে বেশি Knock আসে।

তাই সকাল আর সন্ধ্যা মেসেজিং এর জন্য Available থাকতে পারলে যেকোনো সময় কাজ করতে পারবেন।

এখন আসি ভিন্ন Type এর Discussion এ 🚀
Freelancing এর 2 টা দিক আছে। যেটা আপনার Career Goal and Journey এর সাথে Related.

1️⃣ যদি অনেক সময় ধরে Freelancing করতে চান,
তাহলে অবশ্যই আপনাকে Long term চিন্তা করে Health এর দিকে খেয়াল রাখতে হবে।
কেউ যদি এই প্রশ্ন করে তাহলে ধরেই নেওয়া যায়, সে সাস্থ্য সচেতন। রাত জাগার অভ্যাস নেই বা জাগতে চায় না। তাহলে তার জন্য অবশ্যই দিনে কাজ করা সম্ভব।
তাতে Opportunity Cost হিসেবে কিছু Potential Deal Miss হবে এটাই স্বাভাবিক।

2️⃣ আর যদি Plan থাকে 1-2 বছর Freelancing করে, কিছু টাকা হলেই Agency Form করবেন,
তাহলে অবশ্যই বেশি Load নিতে হবে, হেলথ Compromise করতে হবে।
দুনিয়ার সব উদ্যোক্তা একটা সময় দিন নাই, রাত নাই, ইচ্ছা মত খাটছে দেখেই আজকে তারা একটা Stable পর্যায়ে আছে। They work like an animal ⚡
এখন হয়ত 2 মাসের Vacation এ গেলেও সমস্যা হয় না।

⭐ ব্যাপারটা সম্পূর্ন আপনার Strategy এর ওপর।
তবে Best Case হলো
যেটা আমি নিজে চেষ্টা করতেছি কোনো ভাবে করা যায় নাকি
এশার পর রাত 10-11 টায় ঘুমিয়ে ভোর 3-4 টায় উঠে,
তাহাজ্জুদ, ফজর পড়ে কাজ করে
আবার সকাল 10-11 টার দিকে কিছুক্ষন ঘুমানো যায় কি না।

যদি খেয়াল করেন, Islam এর Recommended Routine এর সাথে অনেকটাই Align হয়ে যায়।


'Don't quit. Suffer now and live the rest of your life as a champion.'

কেউ এক্সপার্ট SEO নিয়ে, কেউ এক্সপার্ট Web Development নিয়ে, কেউ বা Digital Marketing নিয়ে, কেউ আবার গ্রাফিকস ডিজাইনিং নি...
19/08/2023

কেউ এক্সপার্ট SEO নিয়ে, কেউ এক্সপার্ট Web Development নিয়ে, কেউ বা Digital Marketing নিয়ে, কেউ আবার গ্রাফিকস ডিজাইনিং নিয়ে, কেউ এক্সপার্ট Affiliate Marketing নিয়ে। ফ্রিল্যান্সিংয়ে এরকম বিভিন্ন সেক্টরের এক্সপার্ট কিংবা নবীনরা একত্রিত হয়েছে এশিয়ার সবচেয়ে বড় ফ্রিল্যান্সার কনফারেন্সে, যেটার ভেন্যু ঢাকার ICCB তে এবং যেখানে ফ্রিল্যান্সার সংখ্যা ৩০০০+

পুরো দুনিয়া বুঝে গেছে আইটি ছাড়া অচল। আপনি বুঝছেন তো? ফ্রিল্যান্সিংয়ের সব সেক্টর আমার ভালো লাগে, তবে এফিলিয়েট মার্কেটিং সেক্টর একটু বেশি ভালো লাগে। ক্যারিয়ার হতে হবে যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে প্রযুক্তির ছোঁয়া থাকবে, মেধার প্রয়োগ থাকবে।আইকনিক গ্রুপের পক্ষ থেকে সকল ফ্রিল্যান্সারদের শুভেচ্ছা ও শুভ কামনা।

মায়ের দোয়া ছাড়া সামনের দিকে পথ চলা সম্ভব নয়।I love u Maa.....!!-🖤🤗
20/06/2023

মায়ের দোয়া ছাড়া সামনের দিকে পথ চলা সম্ভব নয়।
I love u Maa.....!!-🖤🤗

🔰আজকে যদি তোমার চাকরিটা চলে যায়। আজকে যদি তোমার ফ্যামিলির মেইন ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যায়। তোমার কি হবে? তোমার ফ্যামিলির...
13/06/2023

🔰আজকে যদি তোমার চাকরিটা চলে যায়। আজকে যদি তোমার ফ্যামিলির মেইন ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যায়। তোমার কি হবে? তোমার ফ্যামিলির কি হবে? যতটুকু সেভিংস আছে সেটা দিয়ে কতদিন চলবে?
🔰শুনো, চাকরি হচ্ছে লং টার্ম সমস্যার শর্ট টার্ম সল্যুশন। আজকে চাকরি নাই তো আজকে থেকে বেতন নাই। কিন্তু আজকে চাকরি থাকুক বা না থাকুক, আজকের খাওয়া দাওয়া, বাসা ভাড়া, সংসারের খরচ, পকেট খরচ, কেউ অসুস্থ হয়ে গেলে ডাক্তারের খরচ ঠিকই আছে। এইসব খরচ সারা জীবনের প্রতিটা মাসের খরচ, প্রতিটা দিনের খরচ। চাকরি থাকুক বা না থাকুক এইসব খরচ থাকবেই। তাই শুধুমাত্র চাকরির উপর নির্ভর না থেকে, অল্টারনেটিভ ইনকাম বাড়াও। কষ্ট হলেও অল্টারনেটিভ কিছু করো, সেভিংস বাড়াও, সম্পদ বাড়াও। আপনি চাইলে ফ্রিল্যান্সিং করে অল্টারনেটিভ ইনকাম করতে পারেন ।
* আপনি যদি ফ্রীল্যান্সিং করতে বা শিখতে চান, তাহলে ইনবক্স করুন ।

My name is Ahmed Nahid ul sharif Emon... I'm a digital marketer..
10/05/2023

My name is Ahmed Nahid ul sharif Emon... I'm a digital marketer..

Address

Chittagong

Telephone

+8801812903576

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Nahid ul sharif Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahmed Nahid ul sharif Emon:

Share