22/05/2025
**আজকের দিনটা নিয়ে কিছু ভাবনা**
আজকের দিনটা যেমন স্বাভাবিক, তেমনই অসাধারণ। সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে পড়া রোদ্দুর, পাখির ডাক, কিংবা শহুরে জীবনের ব্যস্ত শব্দ—সব মিলিয়ে আজও জীবন তার নিজের গতিতে এগোচ্ছে। কিন্তু এই সাধারণ মুহূর্তের ভেতরেই লুকিয়ে আছে অসাধারণ কিছু।
আজকে হয়তো কোনো বিশেষ দিন নয়, তবু এই দিনটা আর কখনো ফিরে আসবে না। সময়ের স্রোতে আজকের সকাল, দুপুর, সন্ধ্যা—সবই হয়ে যাবে গতকালের স্মৃতি। তাই আজকে কী করলাম, কাদের সঙ্গে হাসলাম, কোন ছোট্ট মুহূর্তে মনটা উচ্ছ্বসিত হল—সেই কথাগুলোই তো আসলে জীবনকে অর্থ দেয়।
কখনো কখনো ভাবি, আমরা বড় লক্ষ্য আর ভবিষ্যতের চিন্তায় আজকের ছোটো joys-গুলোকে উপেক্ষা করি। কিন্তু জীবন তো শুধু আগামীর জন্য নয়, এখনকার জন্যও। আজকে হয়তো একটা ভালো বই পড়া হলো, প্রিয় মানুষের সঙ্গে দু’মিনিটের আড্ডা হল, কিংবা নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলল—এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আসলে বেঁচে থাকার আসল স্বাদ।
আজকের দিনটা নিয়ে লিখতে গিয়ে মনে পড়ে রবীন্দ্রনাথের কথা—
*"আজি এ প্রভাতে রবির কর, কেমন করে হৃদয়ে পরশ করিল!"*
প্রতিদিনের এই সাধারণ পরশটুকুই যদি আমরা অনুভব করতে পারি, তাহলে জীবনটা আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে।
তাই আজকের দিনটাকে ছোট করে না দেখে, এর প্রতিটি মুহূর্তকে স্বাগত জানাই। কারণ, আজই হলো সেই দিন—যাকে আমরা "গতকাল" বলতে পারব না, আবার "আগামীকাল" বলেও ডাকব না। আজই একমাত্র সত্য, আজই একমাত্র বর্তমান।