Mohammed Hasan Raja

Mohammed Hasan Raja সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য
সহ-সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা যুবসেনা, হাটহাজারী পৌরসভা
(1)

30/08/2025

আনোয়ার ও তাহসিন মোল্লারকে গরম ধোলাই মোহাম্মদ ইউসুফ সুন্নি

সূন্নী মতাদর্শী ৩ টি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে "বৃহত্তর সূন্নি জোট" এর আত্মপ্রকাশ২৪ এর গণ অভ্যুত্থান বাংলাদেশ এর রা...
30/08/2025

সূন্নী মতাদর্শী ৩ টি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে "বৃহত্তর সূন্নি জোট" এর আত্মপ্রকাশ

২৪ এর গণ অভ্যুত্থান বাংলাদেশ এর রাজনীতিতে একটি ঐতিহাসিক ঘটনা- বৃহত্তর সূন্নি জোট

সূন্নী মতাদর্শী ৩ টি নিবন্ধিত রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি এস পি) এর সমন্বয়ে "বৃহত্তর সুন্নী জোট" এর ঘোষণা উপলক্ষে আজ ৩০ আগস্ট '২৫ শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পরবর্তী জুলাই ২৪ এর ন্যায় অন্য কোন আন্দোলন-সংগ্রামে এদেশে এত বেশী রক্তপাত এর ঘটনা আর ঘটে নি। সংবাদ সম্মেলনে জুলাই '২৪ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি, শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, পূনর্বাসন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করাসহ পূনর্বাসনেরও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও বলা হয়- ৫ আগস্ট পরবর্তী সরকার জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বিগত ১ বছরে মব ভায়োলেন্স, সন্ত্রাস, খুন, গুমসহ অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অতীতের ন্যায় অব্যাহত রয়েছে। চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, দখল- বেদখল এর মতো ঘটনায় জনজীবন ওষ্ঠাগত বলে মন্তব্য করে আরও বলা হয়- এ যাবত শতাধিক মসজিদ, মাদরাসা ও মাজারসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা, ভাংচুর তথা অগ্নিসংযোগের মতো নেতিবাচক ঘটনা ঘটেছে। এক্ষেত্রে সরকারের নির্লিপ্ত ও নির্বিকার ভূমিকা জনমনে ক্রমাগত ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। জাতীয় জীবনে প্রতিহিংসার রাজনীতি জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে। নির্বাচন এর সময় ঘোষিত হলেও এখনো এতদসংক্রান্ত ধোঁয়াশা কাটে নি।

বিগত এক বছরেও সংস্কার দৃশ্যমান হয়নি। সরকার সংশ্লিষ্ট অনেকেরই দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনা ২৪ এর আন্দোলনের চেতনার সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করে আরও বলা হয় পি আর পদ্ধতি একটি নতুন কন্সেপ্ট, এতে জনগণ সংশয় ও বিভ্রান্তিতে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা সর্বাধিক। এছাড়া জাতীয় নীতি নির্ধারনে সকল নিবন্ধিত দলের অংশগ্রহণ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করণ, জুলাই আন্দোলনে বিভিন্ন থানা থেকে লুট হওয়া এবং সকল অবৈধ অস্ত্র উদ্ধারে কম্বিং অপারেশন পরিচালনা করা, অবৈধ অর্থ পাচার রোধ এবং পাচারকৃত অর্থ ফেরত আনার উদ্যোগ গ্রহণ করা, নির্বাচনের পূর্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা, দুর্নীতিবাজ, আদালতের রায়ে দণ্ডিত সন্ত্রাসী, ঋণখেলাফি, বিদেশে অর্থ পাচারকারী ও কালো টাকার মালিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। এছাড়া ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতার চেতনার ভিত্তিতে ন্যায়ভিত্তিক, কল্যাণ-মুখী ও সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা। শান্তিপূর্ণ ও অহিংস রাজনৈতিক সংস্কৃতি চর্চা এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া।

সুদমুক্ত, ন্যায্য ও উৎপাদনভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা। কৃষি, শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতকে রাষ্ট্রীয় সহায়তা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজারদর স্থিতিশীলকরণে সিন্ডিকেট ও কালোবাজারি বন্ধে কার্যকর ব্যবস্থা। জাতীয় সম্পদ গ্যাসসহ খনিজ সম্পদের যথাযথ ব্যবহার ও সুরক্ষা নিশ্চিত করা। বৈদেশিক কর্মসংস্থানের নতুন বাজার সৃষ্টি ও প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ। কুরআন-সুন্নাহ এর আলোকে যুগোপযোগী জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন। এছাড়া মাদরাসা, সাধারণ ও কারিগরি শিক্ষার মধ্যে সমন্বয় সাধন।

মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের পদক্ষেপ গ্রহণ। নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং মাদক, জুয়া ও অনৈতিক সংস্কৃতি নির্মূল করাসহ ১৭ দফা দাবি এবং ২১ দফা ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। ঘোষণাপত্র পাঠ করেন- অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ। যৌথভাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন- আল্লামা এম এ মতিন, পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও পীরে তরিকত আল্লামা ছৈয়দ সাইফুদ্দীন আল হাসানী। সঞ্চালনা করেন- মোহাম্মদ আসলাম হোসাইন। সংবাদ সম্মেলনে মধ্যে উপস্থিত ছিলেন- আল্লামা এম এ মতিন, পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, পীরে তরিকত আল্লামা ছৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আল্লামা আবু সুফিয়ান আবেদী আলকাদেরী, এডভোকেট আবু নাছের তালুকদার, এম সোলায়মান ফরিদ, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, মাওলানা আশেকুর রহমান হাশেমী, মাওলানা বাকি বিল্লাহ আজহারী, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, স ম হামেদ হোসাইন, এইচ এএম মুজিবুল হক শাকুর, ঢালি কামরুজ্জামান হারুন, মোহাম্মদ আবদুর রহিম, অধ্যক্ষ আলী মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ সোহেল সামাদ বাচ্চু, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাসুম বিল্লাহ মিয়াজি, এড, ইসলাম উদ্দীন দুলাল, তরিকুল হাসান লিংকন, এড. ইকবাল হাসান, মোহাম্মদ ইব্রাহীম মিয়া, আবদুল হাকিম, এস এম তারেক হোসাইন, কাজী জসিম উদ্দীন আশরাফী প্রমূখ।

28/08/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

ویلفم ٹو بنگلہ دیشاولاد رسول، پیرِ بنگال، حضرت الحاج علامہ سید محمد صابر شاہ مدظلہ العالیاولاد رسول، شہزادۂ حضور قبلہ، ...
28/08/2025

ویلفم ٹو بنگلہ دیش

اولاد رسول، پیرِ بنگال، حضرت الحاج علامہ سید محمد صابر شاہ مدظلہ العالی

اولاد رسول، شہزادۂ حضور قبلہ، حضرت الحاج علامہ سید محمد قاسم شاہ مدظلہ العالی

اولاد رسول، شہزادۂ پیرِ بنگال، حضرت الحاج سید محمد محمود شاہ مدظلہ العالی

♦️ইমাম আলাহজরত ছাড়া এমন একজন মানুষ দেখান যিনি ৮ বছর বয়স থেকে কিতাব লেখা শুরু করে জীবনের শেষ মুহুর্তে ইন্তেকালের আধঘন্টা ...
09/08/2025

♦️ইমাম আলাহজরত ছাড়া এমন একজন মানুষ দেখান যিনি ৮ বছর বয়স থেকে কিতাব লেখা শুরু করে জীবনের শেষ মুহুর্তে ইন্তেকালের আধঘন্টা পুর্ব পর্যন্ত লেখালেখির ধারাবাহিকতা বজায় রেখেছেন।!?
♦️এমন কোন মুফাস্সিরের নাম শুনেছেন যিনি তাফসীর লিখেছেন কিন্তু নাম দিয়েছেন #ঈমানের_খনি(কানজুল ঈমান)। যেখানে দেওবন্দীদের তাফসীর পড়লে ঈমান যা আছে তসও চলে যায় আর কানজুল এমন পড়লে বেঈমান পর্যন্ত ঈমানী বাউন্ডারিতে ঢুকে যায়।

♦️ইমাম আহমদ রেযা ছাড়া এমন কোন মহান ব্যাক্তির নাম জানেন যিনি চার বছর বয়সে কোরান শরীফ নাজেরা শেষ করে ফেলেছেন!

♦️ইমামে ইশকো মোহাব্বত সরকার আলাহজরত ছাড়া এমন কারো নাম জানেন যিনি ৩০ঘন্টারও কম সময়ে পুরো কোরান শরীফ মুখস্থ করে ফেলেছেন!।

♦️ইমাম আলাহজরত ছাড়া এমন কাউকে চিনেন যিনি ১৩বছর বয়স থেকে ফতোয়া লেখা শুরু করে ৬৮বছর তথা মৃত্যুর ২ঘন্টা আগ পর্যন্ত ৫৫বছর ধরে ফতোয়া লিখেছেন!?

♦️আলাহজরত ছাড়া এমন কোন মহামনীষীকে চিনেন যিনি ৫৫/৭০সাবজেক্টের উপর দেড় হাজারের অধিক কিতাব লিখেছেন!

♦️এমন কেউ কি আছে যিনি শুধু রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামী দিতে ১৭১টি সালামের কলি লিখেছেন!?
♦️এমন কারো খবর জানা আছে যিনি শুধু মিরাজের উপর ৬৭টি পংক্তি লিখে কসিদায়ে মেরাজের হক আদায় করেছেন।

♦️এমন কেউ কি আছেন যিনি শানে রেসালতের উপর কয়েক হাজার শের-নাত লিখেছেন!?
♦️এমন কারো নিয়ম জানেন যিনি শে'র পড়তে পড়তে জাগ্রত অবস্থায় রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দীদার করে ফেলেছেন!

✅হ্যাঁ তিনিই #আলাহজরত ইমামে ইশকো মোহাব্বত,পরওয়ানায়ে শময়ে রেসালত,বায়েছে খায়রো বরকত,মুজাদ্দিদ এ দীনো মিল্লত আল্লামা শাহ মাওলানা ইমাম েযা_খাঁন_মুহাদ্দিস_বেরেলভী রাদিআল্লাহু তাআ'লা আনহু।

✅মসলকে আলাহজরত সালামত রহে।
আগামী ২৪,২৫ সফর তাঁরই মহাপবিত্র #ওরসে_রেজভী বেরেলী শরীফে সহ বিশ্বের সকল মুসলিম দেশে পালিত হবে,বাংলাদেশেও।

25/07/2025
সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট---- মোমবাতি              (নিবন্ধন নং...
25/07/2025

সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট---- মোমবাতি
(নিবন্ধন নং ৩৫)

24/07/2025

تذكير'يوم وليلة الجمعة
قال رسول الله ﷺ:
(أكثِروا الصَّلاةَ عليَّ يومَ الجمُعةِ و ليلةَ الجمُعةِ ، فمَن صلَّى عليَّ صلاةً صلَّى اللهُ عليهِ عَشرًا)
(صححه الالباني)
قال الرسول -ﷺ-:
( أكثِرُوا عليَّ من الصلاةِ يومَ الجمعةِ ، فإنَّ صلاتَكم معروضةٌ عليَّ ، قالوا : كيف تُعْرَضُ عليك و قد أَرِمْتَ ؟ قال : إنَّ اللهَ تعالَى حرَّمَ على الأرضِ أن تأكلَ أجسادَ الأنبياءِ)
(صححه الألباني)

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Mohammed Hasan Raja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammed Hasan Raja:

Share