Govindo king

Govindo king View the profiles of people named Statas. Join Facebook to connect with Statas and others you may know. Facebook gives people the power to facebook.com

18/04/2025

Alwaysly happy 😘🤗
07/04/2025

Alwaysly happy 😘🤗

07/04/2025

❤️❤️❤️❤️

Cox in my frast 🙂🙂
07/04/2025

Cox in my frast 🙂🙂

07/04/2025

বাসন্তী পূজা ❤️🙏🙏

ঘুরা ঘুরি
07/04/2025

ঘুরা ঘুরি

10/01/2025

মায়ের হাতে ভাত খাওয়া হয়েছে? 🥺
Me : হ্যা 🥰
Page: GoGovindo king️

30/11/2024

কলেজ থেকে বাসায় ফিরছিলাম। হঠাৎ মাঝ পথে বৃষ্টি শুরু হলো।
বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিলাম। সামনে থেকে যে একটা গাড়ি আসছে বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না। গাড়ি টা যখন অনেক কাছে চলে এসেছে ঠিক তখন কে যেন আমাকে টেনে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারলাম এটা কোন পুরুষ। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগল। ছেলে টা অনেক শক্ত করে জড়িয়ে ধরছে। আমি ছোটার জন্য চেষ্টা করলাম কিন্তু তার শক্তির সাথে পেরে উঠলাম না। প্রায় পাঁচ মিনিট পরে আমাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে ছেলেটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম।কারন ছেলেটা আর কেউ না আমার ফুফাতো ভাই সামির। আমার থেকে ছয় বছরের বড়। আমাকে এভাবে জড়িয়ে ধরার মতো ছেলে তো ভাইয়া না।কারন সবসময় ভাইয়া আমার সাথে রাগিভ্ ভাব নিয়ে থাকে আর কারনে অকারণে বকাবকি করে।
-
ভাইয়ার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম কারণ তার চোখ লাল হয়ে গেছে। ভাইয়া যখন অনেক রেগে যায় তখন এমন লাল হয়।
হঠাৎ ঠা*শ করে আমার গালে একটা চ*ড় দিলো ভাইয়া। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম।এখন কিছু বললে আরো থা*প্পড় খেতে হবে।
ভাইয়া রাগী লুক নিয়ে বলল,
মামার কি এতোই টাকার অভাব পড়ছে যে তোর বৃষ্টি যে ভিজে হেটে হেটে বাড়ী ফিরতে হবে?
আমি কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম,
ভাভাভাইয়া আমার হেহেটে আসতে ভালো লাগে।
ভাইয়া বললো,
এখন যদি কোন দু*র্ঘটনা হতো তাহলে কি হতো?আর বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া এসেছিস কেন? নাকি ছেলেদের তোর এই ভেজা শরীর দেখানোর জন্য ইচ্ছে করেই ছাতা আনিসনি?
কথাটা শুনে আমার রাগে মাথা গরম হয়ে গেল। সকালে তো অনেক রোদ ছিল, আমি জানতাম কি হঠাৎ করে বৃষ্টি নামবে। কিন্তু মুখে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম।
ভাইয়া বললো,
এখন ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিস, তারাতাড়ি আমার গাড়িতে গিয়ে বস। আমি দুমিনিট এর মধ্যেই আসছি।
ভাইয়ার কথা শুনে সামনে তাকিয়ে ভাইয়ার গাড়ি দেখতে পেলাম। তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসলাম। ভিজে যাওয়ার কারণে একটু শীত করতে লাগলো। গাড়ির কাচ দিয়ে উঁকি মে*রে দেখলাম ভাইয়া ফোনে কার সাথে যেন কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারনে ভাইয়াকে অনেক সুন্দর লাগছে।এমনেতেই অনেক হ্যান্ডসাম
কোথাও গেলে কোথা থ

15/09/2024

♥একজন ছাত্র তার টিচারকে জিজ্ঞেস
করলো, ''ভালবাসা কি?''
শিক্ষক বললো,''আমি তোমার উত্তর
দেব,কিন্তু তার আগে তোমাকে
একটি কাজ
করতে হবে।আমাদের স্কুলের
সামনে যে ভুট্টার ক্ষেত
আছে তুমি সেখানে যাও এবং
সবচেয়ে বড়
ভুট্টাটি নিয়ে ফিরে এসো।''
''কিন্তু একটা শর্ত আছে,তুমি সবচেয়ে
বড়
ভুট্টাটি খুঁজে নিয়ে আসবে এবং
খুঁজতে খুঁজতে
যে ভুট্টাটি পেছনে ফেলে গেছ তা
আর
নিতে পারবে না''..
ছাত্রটি মাঠে গেল এবং ভুট্টার
ক্ষেতের
প্রথম সারিতে খোঁজা শুরু করলো। সেই
সারিতে একটা বড় ভুট্টা ছিল কিন্তু
সে ভাবলো...হয়তো সামনের
সারিতে আরো বড় কোন ভুট্টা তার
জন্য
অপেক্ষা করছে।
পরে,যখন সে মাঠের অর্ধেকের
বেশি খোঁজা শেষ করলো তখন
বুঝতে পারলো এদিকের ভুট্টাগুলো
ঠিক
অতটা বড় নয় যেটা সে আগেই খুঁজে
পেয়েছিল।
ছাত্রটি বুঝলো যে সবচেয়ে বড়
ভুট্টাটি সে পেছনেই
ফেলে এসেছে এবং এজন্য তার
অনু*শো*চ*না*র
শেষ থাকলো না।
তাই সে খোঁজা বাদ দিয়ে খালি
হাতে টিচারের
কাছে ফিরে এল।
টিচার তাকে বললো,''....এটাই
ভালবাসা....তুমিহয়তো জীবনে
কাউকে খুঁজে
পেয়েছো,কিন্তু তবু আরো ভাল
কাউকে পাওয়ার আশায় যদি খুঁজতেই
থাকো,এমন একদিন আসবে যেদিন
তুমি উপলব্ধি করবে যে,তোমার জন্য
সবচেয়ে ভালো
মানুষটিকে তুমি পেছনে হারিয়ে
ফেলেছো।
তখন আর তাকে ফিরে পাওয়ার কোন
উপায়
থাকবে না...!!!
Sobai aktu support koren 🥺🥺🙏

Address

Anowara
Chittagong

Telephone

+441838802409

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govindo king posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share