13/02/2025
মেয়েদের নিয়ে বাস্তব কিছু কথা...! একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে!
কখনো তার পরিবারের কাছে আবার কখনো তার ইচ্ছার কাছে, চাইলেও নিজের ইচ্ছায় চলতে পারেনা তার ছোট ছোট ইচ্ছে গুলো পূরণ করতে পারে না! আর ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে পারেনা! সারা জীবন কাটিয়ে দিতে হয় তাকে মানিয়ে নিতে নিতে! অবহেলা অপমান নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে! আসলে সবাই মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যাই বিবাহিত হোক আর অবিবাহিত মেয়ে সমাজের অবহেলার পাত্রী কেউ তাদেরকে তাদের মতো করে বুঝার চেষ্টা করে না!
হ্যাঁ ভাই এটাই মেয়েদের জীবন ..!