Omair Hossain

Omair Hossain Assalamualaikum. I'm omair Hossain From Chattogram Bangladesh. I'm a professional digital marketer.

✨আপওয়ার্ক হচ্ছে একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। প্রায় ১ কোটি ফ্রিল্যান্সার কাজ করছে এই প্লাটফর্মে। এই মূহূর্তে আপওয়া...
17/05/2023

✨আপওয়ার্ক হচ্ছে একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। প্রায় ১ কোটি ফ্রিল্যান্সার কাজ করছে এই প্লাটফর্মে।

এই মূহূর্তে আপওয়ার্কে ৪ লক্ষের উপর কাজ রয়েছে। প্রতিটি প্রজেক্টের জন্য “একটি নির্দিষ্ট পরিমাণ মূল্য” অথবা “ঘন্টা প্রতি কাজের জন্য অর্থ” উভয় প্রকারের কাজ পাওয়া যায়।💫

💁‍♂️আপওয়ার্ক মুলত স্বাধীনভাবে চুক্তিবদ্ধ কাজ অফার করে থাকে। আপওয়ার্ক হচ্ছে অন্যান মার্কেটপ্লেস এর মতন, যেখানে একজন চাকরিদাতা এবং একজন ফ্রীল্যান্সার একে অপরের সাথে চুক্তি করে থাকেন। কাজের রেটিং দিয়ে থাকে বায়ার একজন ফ্রীল্যান্সার কে তার নিখুঁত কাজের জন্য।

✅আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট গুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং যুগোপযোগী প্ল্যাটফর্ম হচ্ছে আপওয়ার্ক মার্কেটপ্লেস।

✅এখানে আপনি যেকোনো ভাষায় আর্টিকেল লিখে প্রতিদিন ঘরে বসে আয় করতে পারবেন।



👉 Affiliate Marketing  ki?✍️সহজ ভাষায় বলতে হলে Affiliate Marketing হল  কোন Website, page, Facebook Profile, You...
11/05/2023

👉 Affiliate Marketing ki?

✍️সহজ ভাষায় বলতে হলে Affiliate Marketing হল কোন Website, page, Facebook Profile, YouTube Channel ইত্যাদির মাধ্যমে অন্য কোন প্রতিষ্ঠানের পণ্যের প্রচারণা বা promote করা এবং বিক্রিতপণ্যের উপর কমিশন/commission আয় করা।

✍️ Affiliate Marketing এর ক্ষেত্রে SEO সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।ওয়েবসাইট লাগবে এবং ডোমেইন হোস্টিং কিনতে হবে।

✍️ ইন্টারন্যাশনাল এবং লোকাল মার্কেটপ্লেসে একাউন্ট থাকতে হবে। ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে শুধুমাত্র ফাইবার এর ক্ষেত্রে একজন নতুন সেলার সর্বোচ্চ সাতটি গিগ তৈরি করতে পারবে। এই গিগ শুধুমাত্র International Marketplace Fiver এর ক্ষেত্রে প্রযোজ্য।

✍️ Affiliate Marketing এর ক্ষেত্রে 4P সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে।যেমন:

✏️Product: যে পণ্যটি আপনি মার্কেটিং করতে চান।
✏️Price:যে দামে পণ্যটি ক্রেতার নিকট বিক্রি করতে চান।
✏️Place: যে স্হান থেকে পণ্যটি ক্রয় করতে চান।
✏️Promotion: যেভাবে আপনি পণ্যের প্রচার করতে চান।

✍️এফিলিয়েট মার্কেটিং/Affiliate Marketing এ পণ্য বা সেবা তিন রকমের হয়ে থাকে:

১। ডিজিটাল প্রডাক্ট:
২। ফিজিক্যাল প্রডাক্ট:
৩। লীড জেনারেশন:

👉কিভাবে কাজ কাজ করবো::

✍️এফিলিয়েট মার্কেটিং/Affiliate Marketing এ কাজ করার জন্য অবশ্যই ভালো মানের একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। সে ওয়েবসাইটে প্রতিটি পণ্যের ভালোভাবে রিভিউ লিখতে হবে এবং মানি কনটেন্ট লিখতে হবে। যে সমস্ত রিভিউ কনটেন্ট থাকবে সেগুলো থেকে পণ্য বিক্রয়ে/Sale আর্টিকেল আছে সে আর্টিকেলে ভিজিটর পাঠাতে হবে এবং সেখান থেকে ভিজিটর আপনার পছন্দ মতো পণ্য ক্রয় করবে। এই ভাবে আপনি আপনার ব্রান্ড কে প্রোমোট করতে পারেন এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে করতে পারেন

✍️আপনি যদি ভাল ডিজিটাল মার্কেটিং করতে পারেন তাহলে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমেও আপনার কাজটি শুরু করতে পারেন। যেমন, ফেসবুক , টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া।

✍️এফিলিয়েট মার্কেটিং এর সেরা কিছু সাইট। যেমন : 1.Amazon, 2.flipkard 3.eBay 4.Snapdeal ইত্যাদি।

✍️এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে হলে যে যে বিষয়গুলো অবশ্যই লাগবে তা হলো :
১. কন্টেন্ট ২.ব্যানার ৩.গ্রুপ & এড ক্রিয়েট ৪. পেইজ ৫.ফেইসবুক আইডি ৬.ডাটা এন্ট্রি ৭.ডাটা এনালাইসিস ৮.কমোনিকেশন ৯.ক্লোজিং ১০. এডমিশন।

10/05/2023

আসসালামু আলাইকুম
শুভ সকাল

শুভকামনা।🖤
30/04/2023

শুভকামনা।🖤

19/04/2023

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? (What is social media marketing)
কেন করা হয়? এবং এই মার্কেটিং প্রক্রিয়া করে কি লাভ হয়?
★★আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং কি (Digital marketing) এর একটি ভাগ, আর এই ব্যাপারে বিস্তরিতভাবে পোস্টে তুলে ধরা হয়েছে।

তার আগে জানবো সোশ্যাল মিডিয়া (social media) বলতে কি বুঝায়?
★★সেটা তো আপনি অবশ্যই জানেন। আপনি প্রতিদিন কম্পিউটার বা মোবাইলে ব্যবহার করা Facebook, Twitter, Instagram, YouTube এগুলো হলো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।

এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম (social media platform) ব্যবহার করে আমরা দেশ বিদেশের চেনা অচেনা বিভিন্ন মানুষের সাথে ছবি, ভিডিও, স্ট্যাটাস এবং কথার মাধ্যমে মনের ভাব শেয়ার করি। কিন্ত বর্তমানে এই সোশ্যাল মিডিয়া গুলো অনলাইন মার্কেটিং (online marketing) এর জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ব্যবসার প্রডাক্ট, ব্রান্ড, সার্ভিস গুলো প্রোমোশন করার জন্য এই মাধ্যম গুলো অনেক বেশি পরিমানে ব্যবহার করা হচ্ছে।

অনলাইন মার্কেট হলো এমন একটি মার্কেটিং যার মাধ্যমে অনলাইন ইন্টারনেটে থাকা সকল সক্রিয় মানুষের কাছে পণ্য, বিসনেস, সার্ভিস প্রচার বা মার্কেটিং করে তাদেরকে জানািয়ে দিতে পারি। বর্তমানে ইন্টারনেটে সক্রিয় থাকা মানুষের মধ্যে অনেক বেশি পরিমানে মানুষরা এই social media platform গুলো ব্যবহার করে।
এজন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ আরো বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে ব্যবসা বা পণ্য প্রচার করা অনেক লাভজনক বলে প্রমাণিত হচ্ছে। এতে ঘরে বসে মানুষরা আপনার ব্যবসা বা পণ্য দেখে দিতে পারবে। আর এই পুরোটাই হবে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া মাধ্যম ব্যবহার করে।

আপনি একটু সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে লক্ষ্য করলে দেখতে পাবেন বর্তমানে প্রতিটা কোম্পানি বা ব্রান্ড এর social media profile রয়েছে। তারা ফেসবুক পেজ, টুইটার পেজ, ইউটিউব চ্যানেল এর মাধ্যমে তাদের প্রডাক্ট, সার্ভিস, ব্যবসা গুলো প্রোমোট করছে ইন্টারনেটে সক্রিয় থাকা লক্ষ লক্ষ মানুষের কাছে।

মনে রাখবেন, এই মাধ্যম গুলো ব্যবহার করে অনেক সহজে এবং কম সময়ে পণ্যের প্রচার বা মার্কেটিং করতে পারবেন। এখন, আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট রয়েছে বা আপনি একটি ব্যবসার মালিক যে নিজের প্রডাক্ট এর Promotion বা marketing করতে চান। তাহালে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে পেজ তৈরি করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে প্রডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করতে পারবেন এবং এতে আপনি অনেক সহজে কাস্টমার পেয়ে যাবেন।

14/04/2023

ডিজিটাল মার্কেটিং কি?

ইন্টারনেট বা যেকোনো ধরণের ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের
প্রচার চালানোকে বলা হয় ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেইল, সোশ্যাল মিডিয়া, ওয়েব-ভিত্তিক বিজ্ঞাপন
এর পাশাপাশি এসএমএস, অডিও মার্কেটিং চ্যানেল, ইত্যাদিও অন্তর্ভুক্ত। অর্থাৎ যে মার্কেটিং ক্যাম্পেইনে ডিজিটাল যোগাযোগ অন্তর্ভুক্ত, সেটিই হলো ডিজিটাল মার্কেটিং।

13/04/2023

আসসালামু আলাইকুম।

Address

Chittagong
4000

Telephone

+8801612409810

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omair Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Omair Hossain:

Share