19/04/2023
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? (What is social media marketing)
কেন করা হয়? এবং এই মার্কেটিং প্রক্রিয়া করে কি লাভ হয়?
★★আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং কি (Digital marketing) এর একটি ভাগ, আর এই ব্যাপারে বিস্তরিতভাবে পোস্টে তুলে ধরা হয়েছে।
তার আগে জানবো সোশ্যাল মিডিয়া (social media) বলতে কি বুঝায়?
★★সেটা তো আপনি অবশ্যই জানেন। আপনি প্রতিদিন কম্পিউটার বা মোবাইলে ব্যবহার করা Facebook, Twitter, Instagram, YouTube এগুলো হলো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।
এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম (social media platform) ব্যবহার করে আমরা দেশ বিদেশের চেনা অচেনা বিভিন্ন মানুষের সাথে ছবি, ভিডিও, স্ট্যাটাস এবং কথার মাধ্যমে মনের ভাব শেয়ার করি। কিন্ত বর্তমানে এই সোশ্যাল মিডিয়া গুলো অনলাইন মার্কেটিং (online marketing) এর জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ব্যবসার প্রডাক্ট, ব্রান্ড, সার্ভিস গুলো প্রোমোশন করার জন্য এই মাধ্যম গুলো অনেক বেশি পরিমানে ব্যবহার করা হচ্ছে।
অনলাইন মার্কেট হলো এমন একটি মার্কেটিং যার মাধ্যমে অনলাইন ইন্টারনেটে থাকা সকল সক্রিয় মানুষের কাছে পণ্য, বিসনেস, সার্ভিস প্রচার বা মার্কেটিং করে তাদেরকে জানািয়ে দিতে পারি। বর্তমানে ইন্টারনেটে সক্রিয় থাকা মানুষের মধ্যে অনেক বেশি পরিমানে মানুষরা এই social media platform গুলো ব্যবহার করে।
এজন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ আরো বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে ব্যবসা বা পণ্য প্রচার করা অনেক লাভজনক বলে প্রমাণিত হচ্ছে। এতে ঘরে বসে মানুষরা আপনার ব্যবসা বা পণ্য দেখে দিতে পারবে। আর এই পুরোটাই হবে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া মাধ্যম ব্যবহার করে।
আপনি একটু সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে লক্ষ্য করলে দেখতে পাবেন বর্তমানে প্রতিটা কোম্পানি বা ব্রান্ড এর social media profile রয়েছে। তারা ফেসবুক পেজ, টুইটার পেজ, ইউটিউব চ্যানেল এর মাধ্যমে তাদের প্রডাক্ট, সার্ভিস, ব্যবসা গুলো প্রোমোট করছে ইন্টারনেটে সক্রিয় থাকা লক্ষ লক্ষ মানুষের কাছে।
মনে রাখবেন, এই মাধ্যম গুলো ব্যবহার করে অনেক সহজে এবং কম সময়ে পণ্যের প্রচার বা মার্কেটিং করতে পারবেন। এখন, আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট রয়েছে বা আপনি একটি ব্যবসার মালিক যে নিজের প্রডাক্ট এর Promotion বা marketing করতে চান। তাহালে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে পেজ তৈরি করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে প্রডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করতে পারবেন এবং এতে আপনি অনেক সহজে কাস্টমার পেয়ে যাবেন।