বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জানে আলম স্মরণ সভা ২০২২

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জানে আলম স্মরণ সভা ২০২২

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জানে আলম স্মরণ সভা ২০২২ In the memory of the Freedom Fighter

দেশ নিয়ে ভাবনা : আফজাল হোসেন                         ( প্রখ্যাত চিত্রশিল্পী ও অভিনেতা) দেশ অনেক বদলে গেছে। বদলে গেছে বহু...
15/07/2024

দেশ নিয়ে ভাবনা : আফজাল হোসেন
( প্রখ্যাত চিত্রশিল্পী ও অভিনেতা)

দেশ অনেক বদলে গেছে। বদলে গেছে বহু মানুষই। একটু ভালো জীবনের আশায় শত চেষ্টা করেও কোটি কোটি মানুষের ভাগ্য বা কপাল বদলায়নি, বদলেছে কপালের খানিকটা উপরের দিক। হয় কপালে পড়েছে ভাঁজ অথবা মাথার চুল হতাশার ঠ্যালা গুঁতোয় হয়েছে উধাও।

কষ্টের জীবন নিয়ে মানুষের অতো ক্ষোভ অশান্তি ছিলনা- ক্ষোভ আর অশান্তি মন্দ মানুষদের নিয়ে- যাদের চাওয়া অশেষ,পাওয়ারও শেষ নেই। ঘোরতর অন্যায় তারা হাসতে হাসতে করতে পারে। অথচ যারা সাধারণ- অন্যায়ের দিকে এক পা বাড়াতে কেঁপে মরে। ভাবে, অন্যায় যদি করি- দেশের আইন গলা চেপে ধরবে আবার উপরঅলাও শেষবিচারের দিন এক চুলও ছাড় দেবেননা।

দেশের চোর ডাকাতগুলোর কলিজা বড়। তারা দেশের আইন বা আল্লাহ- কিছুরই ভয় করেনা। ভাবে, আমি আমরা সবাইকে তুষ্ট করেই যা করার করছি। অন্যায়কারী অন্যায় একা করেনা, অনেককে দিয়ে থুয়েই করে- সেটাই তাদের সাহস ও শক্তি জোগায়। এমনকি এমন তাঁদের দুঃসাহস, মনে করে থাকে, টাকা কামাতে পারলে আল্লাহকেও ম্যানেজ করা কঠিন হবেনা।

মাথায় টুপি চড়িয়ে উপর আর পিছনে ছবি ঝুলিয়ে নীচ সন্তুষ্ট করার চেষ্টা অনেক দেখা যায়। এরকম একজনকে তো বলতেই শুনেছে সবাই- এইভাবে যা আয় করেছি, ব্যায় করেছি আল্লাহর পথে। যখন বলেছে একথা, চেহারাতে একটুও ভয়ডর দেখা যায়নি।

ভালো মানুষেরা দীর্ঘশ্বাস ফেলে- আমাদের ভয়ডর এতো কেনো!
চোর ডাকাত লুটেরারা সংখ্যায় বাড়তে বাড়তে নিকট পর্যন্ত এসে গেছে- সেই তাপে কারও কারও মনে হয়, সবাই করছে যখন এক অধটু নিজে করলে অসুবিধা কি!

ঐ ভাবা পর্যন্তই। ঠকতে ঠকতে জীবন তলানিতে পৌঁছেছে তবু একদল মানুষ ভালো হয়ে থাকবার বাসনাটা টিকিয়ে রাখে। সে চেষ্টা কি সমাদর পায়? পায়না। যতো আইন তাঁদেরই নাকের ডগায় সাপের জিহ্বার মতো লকলক করে।

Address

Chittagong
4222

Telephone

+8801717585772

Website

Alerts

Be the first to know and let us send you an email when বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জানে আলম স্মরণ সভা ২০২২ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জানে আলম স্মরণ সভা ২০২২:

Share