Raju Biswas

Raju Biswas Raju Biswas is ready to give you full computer skill and freelancing service .

ফেইসবুকে ছবিটা পেয়ে অনেক্ষন তাকিয়ে ছিলাম।কত সুন্দর মিনিংফুল একটি ছবি। ইগো, অহংকার, রাগ এসবের মধ্যে আমরা বন্দি। অথচ সবার ...
13/01/2024

ফেইসবুকে ছবিটা পেয়ে অনেক্ষন তাকিয়ে ছিলাম।
কত সুন্দর মিনিংফুল একটি ছবি। ইগো, অহংকার, রাগ এসবের মধ্যে আমরা বন্দি। অথচ সবার ভেতরেই একটা শিশু সুলভ মন আছে। যে মিশতে চায়। মিলে মিশে থাকতে চায়। কম্প্রোমাইজ করতে চায়। কারণ এই পৃথিবীতে আমরা অনেক একা। বড় একা।
তারা ভরা রাতে ছাদে শুয়ে নিরিবিলি আকাশের দিকে তাকালে বুঝা যায় কত ছোট আমাদের পৃথিবী।
তার মাঝে কত কত ক্ষুদ্র আমরা।
ওই দিন আমার এক ফ্রেন্ড খুব হাইথট একটা কথা বলল। ওর কথাটা আমাকে অনেক্ষন ভাবিয়েছে।
বলল, তোর হাতের মোবাইলটার মালিক তুই, মানে এই মোবাইলটা তোর কিন্তু মোবাইলটা কিন্তু তুই না। তেমনি এটা তোর হাত কিন্তু হাতটা তুই না। তোর হাতটা কেটে ফেলেও তুই বেঁচে থাকবি। এই পা, মাথা সব কিছুই তোর কিন্তু কোনটাই তুই না। তাহলে তুই কে? হু আর ইউ? হয়ার আর ইউ?
আমি কিছুক্ষন টাসকি খেয়েছিলাম। আসলেইতো আমি কে? আমার পরিচয় কি? আমার দেহের ভেতর তন্ন তন্ন করে খুঁজে কোথাও আমাকে পাইনি। তার মানে জ্বীন ভুত মানুষের উপর যেভাবে ভর করে আমরাও এই দেহটার মধ্যে ভর করে আছি। ব্রেন আমাদের শরীরকে নিয়ন্ত্রন করে। আর ব্রেনকে নিয়ন্ত্রণ করি আমরা। কিন্তু আমি কে? কোথায় আমি? আমার পরিচয় কি?
পৃথিবীর জন্ম থেকে শুরু করে মিলিওন মিলিওন বছর কেটে গেছে। সামনে আরো মিলিওন বছর হয়তো টিকে থাকবে। তার মাঝে আমরা মাত্র কয়েকটা বছর থাকব। পৃথিবীর হিসেবে মাত্র কয়েক মিলিসেকেন্ড আমাদের স্থায়িত্ব।
তবুও কেন এতো মারামারি, এতো হানাহানি, এতো লোভ, এতো লালসা? এতো বিবেধ, এতো দূরত্ব?
নিজের পরিচয় জানিনা অথচ অন্যের জাত বংশ নিয়ে প্রশ্ন তুলি। হাস্যকর না?
মানুষের দেহের গতি খুব বেশি না। কিন্তু মানুষটার গতি বিদ্যুতের চাইতেও বেশি। মানুষ চাইলে মুহুর্তেই বাংলাদেশ থেকে আমেরিকা চলে যেতে পারে সেখান ধাম করে মঙ্গলগ্রহে।
মানুষ চাইলে পৃথিবীটাকে মুহুর্তেই ধ্বংস করে ফেলতে পারে আবার চাইলে শান্তিতে ভরিয়ে দিতে পারে।
ভাল থাকুক মানুষ। ইগো, রাগ, হিংসার হাজতে বন্দি না থেকে চারিদিকে ছড়িয়ে পরুক ভালবাসা। একে অপরের সাথে জাপটে লেপ্টে থাকুক। 😌
©

03/12/2023

বর্তমান সময়ে #ফ্রিল্যান্সিং শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু আমরা বেশিরভাগ লোকেরাই জানি না আসলে ফ্রিল্যান্সিং কি, বা কিভাবে করতে হয়, বা ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন হতে পারে। তাই যদি কারো ফ্রিল্যান্সিং সর্ম্পকে জানার আগ্রহ থেকে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে ইনবক্সে।

❌🚫এলার্ট পোস্ট🚫❌বিগত দু'একদিন যাবত ফ্রেন্ডলিস্টের অনেক সংখ্যক ফ্রেন্ডের আইডি থেকে অনাকাঙ্ক্ষিত (18+) স্টোরি এবং পোস্ট কর...
29/11/2023

❌🚫এলার্ট পোস্ট🚫❌

বিগত দু'একদিন যাবত ফ্রেন্ডলিস্টের অনেক সংখ্যক ফ্রেন্ডের আইডি থেকে অনাকাঙ্ক্ষিত (18+) স্টোরি এবং পোস্ট করা হচ্ছে। এমনটা হচ্ছে কারণ তাদের আইডি এখন স্ক্যামারদের দখলে। এর মেইন রিজন হলো তারা স্ক্যামারদের দেওয়া ফিশিং লিংকে ক্লিক করেছে। বর্তমানে বাংলাদেশে স্ক্যামারদের যে ফিশিং লিংকটি একটিভ রয়েছে সেটা হচ্ছে 'Congratulation you selected to the interview. We will give 2000 taka per day. Please contact us this link' তারপর একটা লিংক দেওয়া হয়। আপনার ফোনের সিমে আসা মেসেজটি অনেকটা এরকম থাকে। অনেকে না বুঝে অথবা লোভে লিংকে ক্লিক করে থাকে। অনেক সময় এটি টেলিগ্রাম গ্রুপে নিয়ে যায়, অনেক সময় কোনো ইনফরমেশন দেয়না অথবা কোনো সাইটে নিয়ে যায়। এগুলো হলো ফিশিং লিংক। আপনার কাছে এমন মেসেজ এসে থাকলে ডিলেট করে দিবেন। আর আপনার ফ্রেন্ডলিস্টের ফ্রেন্ডের আইডি ইনফেক্টেড হয়ে থাকলে আনফলো দিয়ে আনফ্রেন্ড করে দিবেন। আপনার একটু সতর্কতাই আপনাকে ভার্চুয়াল জগতে সিকিউর রাখতে সাহায্য করবে।

ধন্যবাদ।

©

⚠️ ‼️ 😝😁😁😁❤️

ফেসবুক আপডেটঃফেসবুক ফ্রেন্ডলিস্টে যারা আনঅ্যাক্টিভ আপনাকে লাইক কমেন্ট কিছুই করেনা.!আপনি চাইলে এখন থেকে তাদেরকে আনফ্রেন্ড...
20/11/2023

ফেসবুক আপডেটঃ

ফেসবুক ফ্রেন্ডলিস্টে যারা আনঅ্যাক্টিভ আপনাকে লাইক কমেন্ট কিছুই করেনা.!

আপনি চাইলে এখন থেকে তাদেরকে আনফ্রেন্ড করে দিতে পারবেন এবং সেটা ফেসবুক নিজে থেকে অফিশিয়ালি সিস্টেম বাহির করছে .!

ফেসবুক অফিশিয়ালি লাস্ট ৯০ দিনের কাউন্টিং করে.!

৯০ দিন এর মধ্যে যারা আপনাকে লাইক কমেন্ট কিছুই করে নাই বা একটিভ ছিল না তাদের লিস্ট আপনাকে জানিয়ে দিবে।

©

11/11/2023

মাত্র ৭ বছরেই রাজমিস্ত্রী থেকে কোটিপতি হয়েছেন সাদ্দাম হোসেন।

Collection : Channel 24 News

10/11/2023

মোবাইলে ভিডিও এডিটিং করার ৫টি অ্যাপ।

Collection : Channel 24 Lifestyle

07/11/2023

টাঙ্গাইলে নতুন সম্ভাবনার হাতছানি দিচ্ছে ফ্রিল্যান্সিং।

Collection : dbcnews

06/11/2023

এই কথাগুলো শুনুন।

Collection : Rubayet Ul Karim Sir

05/11/2023

ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।

Collection : CHANNEL 24

 #প্রচুর_সংক্রমণ_বেড়ে_গেছে_এই_রোগের স্বাস্থ্য সতর্কতাঃইদানিং হঠাৎ করে বেড়ে যাওয়া জ্বরের সাথে হাতে পায়ে ফোস্কার মতো র‍্যা...
21/10/2023

#প্রচুর_সংক্রমণ_বেড়ে_গেছে_এই_রোগের

স্বাস্থ্য সতর্কতাঃ

ইদানিং হঠাৎ করে বেড়ে যাওয়া জ্বরের সাথে হাতে পায়ে ফোস্কার মতো র‍্যাশ হওয়া রোগটা চিকেন পক্স নয়, এর নাম হ্যান্ড ফুট মাউথ ডিজিজ ( HFMD), কক্সাকি বা এন্টারো ভাইরাস দিয়ে সংক্রমিত হয়ে থাকে।

কাদের হয়?

সাধারণত ছোঁয়াচে এই রোগটা ৫ বছরের নিচে বাচ্চাদের হয়ে থাকে তবে অনেক সময় ১০ এর নিচে বা বড়দেরও হতে পারে।

কি হয়?

এই ভাইরাসের সংস্পর্শে আসার ৩-৬ দিনের মধ্যে জ্বর দেখা দেয় এবং ৬/৭ দিন লাগে ভালো হতে । জ্বরের ১ বা ২দিন পর মুখের ভিতর ঘা, হাতে ও পায়ে তালুসহ নিতম্বেও ফোস্কার মতো র‍্যাশ দেখা যায়। চুলকানি হয় না, তবে ব্যথার জন্য খাবার গিলতে কষ্ট হওয়ার, অরুচি, অস্থিরতা দেখা যায়। ৭দিন পর এমনিতেই ঠিক হয়ে যায়।

ক্ষতিকর দিকঃ

এটা তেমন মারাত্মক ইনফেকশন নয় তবে এর ফলে পানি শূন্যতা হতে পারে ভয়ের কারণ। এছাড়া ছোঁয়াচে হওয়ায় সহজেই স্পর্শ, হাঁচি কাশির মাধ্যমে রোগ ছড়ায়। খুবই কম সম্ভাবণা, খিচুনি বা অজ্ঞান হওয়ার মতো ঘটনা ঘটতে পারে।

প্রতিকারের উপায়ঃ

এই রোগের কোনো পরীক্ষা বা নির্দিষ্ট চিকিৎসা নাই। জ্বরের চিকিৎসার পাশাপাশি, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, প্রচুর পানি ও তরল খাবার খাওয়ানো, গোসল দেয়া, উপসর্গ অনুযায়ী ঔষধ দেয়াই এর চিকিৎসা। বলা হয়, বার বার হাত ধোয়া ও জীবাণুনাশক ব্যবহার করলে এই রোগের প্রকোপ থেকে বাঁচা যায়।💐💐💐

Collected

19/10/2023

❤যিনি একজন ডাক্তার হয়েও ফ্রিল্যান্সার।❤



Collection : ntv

ফেসবুকের রিচ সমস্যার সমাধান নিয়ে আসলো ফেসবুক নিজেই।কেমন হয় যদি ফেসবুক আপনাকে জানিয়ে দেয়, কখন পোস্ট করলে আপনার পোস্ট বেশি...
17/10/2023

ফেসবুকের রিচ সমস্যার সমাধান নিয়ে আসলো ফেসবুক নিজেই।

কেমন হয় যদি ফেসবুক আপনাকে জানিয়ে দেয়, কখন পোস্ট করলে আপনার পোস্ট বেশি রিচ পাবে !
অবশ্যই ব্যাপারটা দারুন, তাইনা !

এখন থেকে আপনি আপনার পেইজের ড্যাসবোর্ড থেকেই দেখতে পারবেন, কখন আপনার পেইজের অডিয়েন্স বেশি এক্টিভ এবং কখন আপনি বেশি রিচ পাবেন🥰🥰🥰

Collected

Address

Kotowali
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Raju Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share