জানা-অজানা

জানা-অজানা Well come to my page

Media and Content Creator
(11)

19/07/2025

আগে আপনি নিজেই সৎ চরিত্রবান হন, তারপরে সৎ চরিত্রবান স্ত্রী আশা করতে পারেন, নিজে অসৎ, চরিত্রহীন থেকে স্ত্রীর কাছ থেকে ভালো কিছু আশা করা বোকামি ।

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Jomir Uddin, MD Jisan, Haji Jutt, ইমরান খান ইমরান খান,...
18/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Jomir Uddin, MD Jisan, Haji Jutt, ইমরান খান ইমরান খান, Md Pannu, Rubel Mdrubel, Belayet Hossain, Yunus Khan

15/07/2025

সৎ মানুষ সব সময় ঠকে, দেখবেন যে মানুষটা কাউকে ঠকায় না সে মানুষটা সব সময় ঠকে , যে মানুষটা কাউকে ধোকা দেয় না সে মানুষটা সব সময় ধোকা খায় , এটাই বাস্তবতা ।

14/07/2025

মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায়, যোগ্যতার পরিচয় দেয় কর্মে, আর বংশের পরিচয় দেয় ব্যবহারে ।

13/07/2025

বাবার টাকা থাকলে বোকা সন্তানেরা চতুর হয়ে যায়, আর বাবার টাকা না থাকলে শিক্ষিত মেধাবীরাও এক সময় বোকা হয়ে যায় ।

12/07/2025

সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল খুনিদের বিরুদ্ধে অবশ্যই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, নাহলে দেশে খুনের মত জঘন্য অপরাধ কখনোই বন্ধ হবে না, কারণ অপরাধীরা জানে এদেশে সর্বোচ্চ অপরাধ করার পরও আদালত থেক জামিন পাওয়া যায় ।

10/07/2025

আপনার সন্তান পরিক্ষায় ফেল করেছে এখানে শিক্ষকের দোষ কোথায়, আপনার সন্তান ভালোভাবে পড়া লেখা না করলে শিক্ষক তাহাকে কিভাবে পাস করাবেন?

07/07/2025

ইয়া হোসাইন

06/07/2025

আজকে এমন এক অলৌকিক মাজারের সন্ধান দেব যা পৃথিবীতে বিরল ।
হযরত আব্বাস আলামদার (রা:)। উনি কারবালার ময়দানে শহিদ হয়েছিলেন।তার মাজার থেকে অনবরত পানি বের হচ্ছে, ১৪০০ বছর পার হবার পরও এখনো মাজার থেকে পানি বের হচ্ছে। ইরাকের কারবালায় ইমাম হুসাইন (রা:) এর মাজারের থেকে ৩০০মিটারের মত দূরে অবস্থিত।

ইমাম হুসাইন (র) এর আওলাদ, শিশু আলী আজগরের জন্য পানি আনতে গিয়ে কারবালার প্রান্তরে, কুখ্যাত এয়াজিদ বাহিনীর হাতে, শহীদ হলেন হযরত আব্বাস আলান্দার (রা)।

কারবালার প্রান্তর যখন চারদিকে অবরুদ্ধ করে রেখেছে এয়াজিদ বাহিনী, এমনকি ফোরাত নদীও । এদিকে রাসূলে পাকের আওলাদের তাঁবুতে একফোঁটা পানিও নেই । কচি কচি শিশুরা পানির জন্য ছটফট করে যাচ্ছে । ইমাম হুসাইন (রা) এর, ছয় মাসের দুধের শিশু আলী আজগরের অবস্থা আরো করুন । পানিতো নেই, এমনকি মায়ের বুকের দুধও শুকিয়ে গেছে পানির অভাবে । শিশু আলী আজগর বাবা মায়ের দিকে করুন দৃষ্টিতে তাকিয়ে আছে একফোঁটা পানির জন্য । এ করুন দৃশ্য দেখে হযরত আব্বাস আর বরদাশত করতে পারলেননা । পানির মশক নিয়ে দুর্বার গতিতে ছুটে গিয়ে এয়াজিদ বিযাদব বাহিনীকে ফাঁকি দিয়ে ফোরাত নদী থেকে পানি ভরে কাঁধে নিলেন । তিনি নিজে কিছুটা পানি পান করতে চেয়েও শিশু আজগরের তৃষ্ঞান্ত চেহারার কথা মনে পড়ায় পানি পান করলেননা ।এসময় তাঁকে হঠাৎ ঘিরে ফেলল যালিম এয়াজিদের দল । তিনি এয়াজিদের বূহ্য ভেদ করে কিছুদূর অগ্রসর হলে পেছন থেকে অনবরত তীর নিক্ষেপ করতে থাকে এয়াজিদ বাহিনী, আরো কিছুদূর
অগ্রসর হওয়ার পর এয়াজিদ বাহিনীর একজন হযরত আব্বাসের ডান হাত কেটে ফেলেন । তিনি ঐ অবস্থায় মশক বাঁচিয়ে বাম হাতে নিলে ঐ যালিম তাঁর বাম হাতও কেটে ফেললেন । তারপরও তিনি মশকটি চরম কষ্টে দাঁতে কামড়ে ধরে ছুটে চললেন । বীর আব্বাসের এই বীরত্ব দেখে যালিম এয়াজিদিদের আর সহ্য হলোনা , তারা এক সাথে ঝাঁপিয়ে পড়ে হযরত আব্বাসকে শহীদ করে দিলেন । এদিকে পানির জন্য ছটফট করতে থাকা দুধের শিশু হযরত আজগরের জন্য পানিও আর হলোনা ।
* আর এইটা হল,কারবালার ময়দানে, পানির পিপাসায় শহীদ গনের মধ্যে অন্যতম,
সেই শহীদ " হযরত আব্বাস আলান্দার (রা:)" এর মাজার শরীফ, ( ইরাক )
যার মাজার থেকে, সেই দিন থেকে এখনো পর্যন্ত,,দিবা রাত্রী,অলৌকিক ভাবে পানি বের হচ্ছে ,,, সুবহানাল্লাহ

05/07/2025

মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার প্রাণের প্রাণ ।

05/07/2025

পুরুষদের জন্য পর নারীরাই হচ্ছে জাহান্নামের টিকিট সরূপ , তাই পর নারীদের সঙ্গে মেলামেশা করা থেকে বিরত থাকুন ।

04/07/2025

রাসুল (সাঃ) বলেছেন বৈধ ও হালাল জীবিকার ইবাদত ছাড়া কোন প্রকার ইবাদত আল্লাহর নিকট উঠানো হয় না। সহীহ আল বুখারী হাদীস--6993 সবাইকে জুম্মা মোবারক

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when জানা-অজানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জানা-অজানা:

Share