07/08/2025
কিরে Australian gavi? হ্যা তোকে বলছি😆 চলে আসছোস আমার পেজে?আচ্ছা তুই এত নিখুঁতভাবে না জেনে না দেখে মানুষের নামে কেন এত বদনাম করছিস?বিশ্বাস করবি,তোর এইসব কর্মকান্ড দেখতে দেখতে আমরা অভ্যস্থ হয়ে গিয়েছি।আর এইসব দেখে আমার এমন যে হাসি আসে।আমি একা হাসতে পারিনা,তাই আমার জামাই আর বাচ্চারা মিলে একসাথে হাসি।কারণ তুই যেভাবে আমাকে প্রেজেন্ট করতে চাস আমি কিন্তু তেমন মোটেও না।মনে হয় তুই এমন তাই মানুষকেও ওই চোখেই দেখোছ।নেক্সট টাইম যা বলবি সরাসরি বলবি। কারণ অন্যর কথা বাহিরে ঢাক ঢোল বাজিয়ে বলা কোন ভালো ফ্যামিলির লোকের হতে পারেনা।😡😡