কর্ণফুলী বৈষম্য বিরোধী ছাত্র সমাজ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • কর্ণফুলী বৈষম্য বিরোধী ছাত্র সমাজ

কর্ণফুলী বৈষম্য বিরোধী ছাত্র সমাজ Believer shopping
(1)

উনার নাম মো.দেলোয়ার হোসেন, পেশায় তিনি একজন রিকশাচালক। আজকে টিএসসিতে নিজের কষ্টার্জিত ২২০০০ টাকা দিয়েছেন৷ কি আজব দুনিয়া! ...
25/08/2024

উনার নাম মো.দেলোয়ার হোসেন, পেশায় তিনি একজন রিকশাচালক। আজকে টিএসসিতে নিজের কষ্টার্জিত ২২০০০ টাকা দিয়েছেন৷ কি আজব দুনিয়া! বড়লোকেরা দেশের কোটি কোটি টাকা পাচার করে আর গরীব দেলোয়ার চাচা নিজের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দান করে৷ অবশ্য চাচারে গরীব বললে ভুল হবে, চাচাই আসল বড়লোক৷ যার এতো বড় মন সে কখনো গরীব হতে পারে না ❤
Md Mahmudul Islam

কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা হবে আজ রাত ১০টাই; জরুরী সতর্কতা👈🛑📣📣  কাপ্তাই লেকের পানির স্তর বিপদসীমার কাছে রয়েছে, পানি ছা...
24/08/2024

কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা হবে আজ রাত ১০টাই; জরুরী সতর্কতা👈🛑📣📣

কাপ্তাই লেকের পানির স্তর বিপদসীমার কাছে রয়েছে, পানি ছাড়া হলেও এ নিয়ে আতঙ্কের কিছু নেই।

লেকে পানি ধারণক্ষমতা ১০৯ ফুট (মীনস সী লেবেল). ১০৮ ফুটকে বিপদসীমা ধরা হয়।

👉এক পলকে জেনে নি- পানি ছাড়লে কি হবে?
যদি লেকের পানির স্তর ১০৮ ফুট ছুঁয়ে ফেলে তখন বাঁধের স্প্রীলওয়ের ১৬টি গেইটের প্রতিটি ১৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে অথবা (২ফুট, ৪ ফুট ৬ফুট )পর্যন্ত খুলে দেওয়া হতে পারে। কখনো কখনো পানির চাপ বুঝে ১০ফুট পর্যন্ত খুলে দিয়ে থাকে। এতে লেক থেকে প্রতি সেকেন্ডে ৮০ হাজার কিউসেক থেকে শুরু করে দুই লাখ কিউসেক পর্যন্ত পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে। (৫লাখ কিউসেক পর্যন্ত পানি ছাড়ার ক্ষমতা রয়েছে)। এতে কর্ণফুলী নদীর পানির উচ্চতা বৃদ্ধি পায়। নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়। চন্দ্রঘোনা ফেরী চলাচল বন্ধ হয়ে যায়, কাপ্তাই লেকের নিম্নাঞ্চল রাঙ্গুনিয়া, রাউজান,. বোয়ালখালী অঞ্চলে নদী ভাঙন সৃষ্টি হতে পারে, পাশাপাশি নদী তীরবর্তী ফসলী জমি, রাস্তাঘাট প্লাবিত হতে পারে। তবে কাপ্তাই লেকের ছেড়ে দেওয়া পানিতে খুব ভয়াবহ বন্যার সৃষ্টি করে না। গ্রাম বাড়িঘর ডুবে যায় না। প্রায় বছরই লেকের পানি ছাড়া হয়। কখনোই এই পানিতে বড় কোন বন্যার সৃষ্টি করেনি। সুতারাং আতঙ্কের কোন কারণ নেই।

গুজব ছড়াবেন না, প্রতিরোধ মোকাবেলায় সহায়তা করুন।।

22/08/2024

"অনুগ্রহ করে যত বেশি পারেন শে'য়া'র করেন"
আশ্রয়কেন্দ্র আপটেড
বন্যা, নোয়াখালী:
---------------------------

‼️আশ্রয়কেন্দ্র ১
একলাশপুর মাদরাসা, একলাশপুর উচ্চ বিদ্যালয়
01812355103

‼️আশ্রয়কেন্দ্র ২
এম এ রশিদ উচ্চ বিদ্যালয়,মাইজদি
01616-537086
01609884684

‼️আশ্রয়কেন্দ্র ৩
নোয়াখালী সরকারি কলেজের নতুন ভবন
01875418577

‼️আশ্রয়কেন্দ্র ৪
লক্ষীনারায়ণপুর ,মাইজদি
আদর্শ উচ্চ বিদ্যালয়,
আল ফারুক জামে মসজিদ।
01680943899

‼️আশ্রয়কেন্দ্র ৫
নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক(মোজাম্মেল স্যার):- 01831873324
সহকারী প্রধান শিক্ষক(জসীম স্যার):- 01813053711

‼️আশ্রয়কেন্দ্র ৬
সেনবাগ
মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়
01956852538
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সেনবাগ।
01713941594

‼️আশ্রয়কেন্দ্র ৭
নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ব্রাদার আঁন্দ্রে উচ্চ বিদ্যালয় হয়েছে
জাফর স্যার : 01788404424

‼️আশ্রয়কেন্দ্র ৮
চৌমুহনী সরকারী এস এ কলেজ -চৌমুহনী।

‼️আশ্রয়কেন্দ্র ৯
সোনাপুর ডিগ্রি কলেজ, বিজ্ঞান ভবন ১
নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়,শরীফপুর।
01820926840,
01881065039

‼️আশ্রয়কেন্দ্র ১০
জমিদারহাট বিএন উচ্চ বিদ্যালয়-রসুলপুর।
আবদুর রশিদ চেয়ারম্যান
01812988990

‼️আশ্রয়কেন্দ্র ১১
বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়
01816780490

‼️আশ্রয়কেন্দ্র ১২
পশ্চিম চরউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (খলিল মিয়ার দরজা) ভবন।
৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড
01712327653 (মজিব স্যার)

‼️আশ্রয়কেন্দ্র ১২
সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়
যোগাযোগ:
01778711108
01835011434
01902680292
01754497533

‼️আশ্রয়কেন্দ্র ১৩
মফিজ উল্যাহ মেমোরিয়াল একাডেমী। মিরওয়ারিশপুর, নরোত্তমপুর

‼️আশ্রয়কেন্দ্র ১৪
নোয়াখালী স্কুল।
হরিনায়ণপুর স্কুলের পাশে

‼️আশ্রয়কেন্দ্র ১৫
ব্রাইট ফিউচার মডেল হাই স্কুল
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,দূর্গাপুর।

‼️আশ্রয়কেন্দ্র ১৬
পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়

‼️আশ্রয়কেন্দ্র ১৭
উত্তরলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রয়োজনে:
---------------
✴️বাংলাদেশ সেনাবাহিনী বন্যা নিয়ন্ত্রণ টিম:
01769331519
01769331520
AC(Land):
01307249392
PIO:
01614259627

✴️ফায়ার সার্ভিসের হটলাইন :
102

✴️কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ
02223355555

সকলে সাবধান থাকুন, আবহাওয়া খুবই খারাপ। জলাবদ্ধতা বেশি হলে আশ্রয়কেন্দ্রে উপস্থিত হোন। বাড়িতে অবস্থান করতে পারলে, প্রয়োজনীয় শুকনা খাবার, পানি, স্যালাইন,মোম মজুত রাখুন। পারলে পাশের আশ্রয় কেন্দ্রে ও প্রতিবেশীদের শুকনা খাবার দিন।
©

22/08/2024

রাঙ্গুনিয়া,রাউজান,হাটহাজারী,পটিয়া,আনোয়ারা
🔴🔴বিপদ সংকেত 🔴🔴
কাপ্তাই বাঁধের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট, বর্তমানে পানি আছে ১০১ ফুট। আর ৮ ফুট বাড়ার সম্ভাবনা দেখা গেলে বাঁধ কর্তৃপক্ষ বাঁধ ছাড়তে বাধ্য হবে। সেক্ষেত্রে রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, পটিয়া, আনোয়ারা বন্যা প্লাবিত হবার সম্ভাবনা আছে।বিপর্যস্ত হবে চট্টগ্রাম বন্দর।
যদি সম্ভব হয় জানমাল সরিয়ে নিরাপদ স্থানে রাখার অনুরোধ রইল।
তথ্যটি দ্রুত ছড়িয়ে দিন

21/08/2024

🚨ফেনীতে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে উদ্ধার না করলে অনেক মানুষকে হারাবো আমরা।

*সন্ধ্যার আগেই উদ্ধার অভিযান ব্যাপক ভাবে চালানো উচিত;
*সন্ধ্যার আগে উদ্ধার না করতে পারলে দাফন করার মানুষ পাবেন না।
*ফেনীর মানুষ বন্যায় অভ্যস্ত নয়, তার কারনে কোনো প্রস্তুতি নাই, সবাই ঘাবড়ে গেছে।
*স্রোতের কারনে বোট ৫০% এলাকায় যেতে পারবে না
*৮০% মানুষ অনিরাপদ অবস্থায় আছে।
*ফেনী শহর পানির নিচে।
*রাতে সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু করলে অনেক মানুষ নিরাপদ হতে পারতেন।
*হেলিকপ্টার দিয়ে উদ্ধার না হলে অনেক মানুষ মারা যাবে আই রিপিট।

এমতাবস্থায় সেনাবাহিনীর সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করে উদ্ধার অভিযান করা উচিত৷ হেলিকপ্টার মাস্ট লাগবে, নৌবাহিনীর সহায়তা ভীষণ প্রয়োজন। যাদের পরিচিত সেনা-নৌ কর্মকর্তা আছে তাদের কাছে অনুরোধ করেন।🙏🙏

18/08/2024

আগামীকাল স্কুল কমিটি ও স্কুল প্রধানের সাথে বৈঠক সকাল ১০ টায়।

যৌক্তিক দাবি নিয়ে অধিকার আদায়ে ছাত্রজনতা সবসময় সোচ্চার। আগামীকালের কর্মসূচি বাস্তবায়নে ছাত্রজনতার পাশাপাশি কলেজ বাজারে আপামর জনতার উপস্থিতি কামনা করছি।

'সরকারি হাসপাতালে আহতদের সকল চিকিৎসা ব্যয় সরকার কর্তৃক বহন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও...
16/08/2024

'সরকারি হাসপাতালে আহতদের সকল চিকিৎসা ব্যয় সরকার কর্তৃক বহন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহে তাদের বিল মওকুফ অথবা ন্যূনতম বিল গ্রহন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে।'

যতদ্রুত সম্ভব আমরা আহতের চিকিৎসার জন্য পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করবো।

15/08/2024

আসসালামু আলাইকুম।
পূর্বে নির্ধারিত সূচি অনুযায়ী আজ আমরা আমাদের "এ.জে.চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে" সকাল ১০ ঘটিকায় উপস্থিত হই।
এ সময় আমাদের সাথে অত্র স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীর পাশাপাশি অসংখ্য ছাত্রছাত্রী উপস্থিত ছিল।
আমরা প্রথমেই শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষকমিলনায়তন কক্ষে পৌঁছায়।সেখানে কিছু স্যার ছাড়া,অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।উল্লেখ্য এ সময়
আমাদের বিদ্যালয় এর প্রদান শিক্ষক "মিলন কান্তি দাস" স্যার অনুপস্থিত ছিলেন।আমরা উনার অবর্তমানে ইন চার্জ স্যার ও অন্যান্য স্যারদের সাথে অত্যন্ত বিনয়ের সাথে আমাদের অভিযোগ ও যৌক্তিক দাবি সমূহ উপস্থাপন করি।
তারা আমাদের দাবি ও অভিযোগ সমূহ মনোযোগ সহকারে শুনেন ও আমাদের আশ্বস্ত করেন যে,আগামী তিন দিনের মধ্যে আমাদের সকল যৌক্তিক দাবি(৬দফা) নিয়ে প্রধান শিক্ষক সহ পরিচালনা কমিটিকে নিয়ে আলোচনা করে আমাদের প্রতিনিধিদের জানাবেন।আগামী সোমবার আমাদের প্রতিনিধি রা ও শিক্ষক মন্ডলী এবং পরিচালনা কমিটির চূড়ান্ত বৈঠক হবে।এ নিয়ে আমরা পরবর্তীতে উপজেলা নির্বাহী পরিচালক এর সাথেও আলোচনা করি,উনিও আমাদের আশ্বস্ত করেছেন,ছাত্র ছাত্রীদের যথাযথ পাঠদান ও দূর্ণীতি দমনে আমাদের পাশে থাকবেন।আশা করছি পরিবর্তন আসবে খুব শীগ্রই।

তাই ধৈর্য্য ধরেন।বিভ্রান্ত হবেন না।

উল্লেখ্য সম্পূর্ণ কার্যক্রমে কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ও খুব সুন্দর পরিবেশ বজায় ছিল।কেউ প্রপাগাণ্ডা ছাড়ালে তাতে বিভ্রান্ত হবেন না।
ধন্যবাদ

15/08/2024

pray for Pakistan Students 😥🇵🇰🤲 Internet off 😭🇧🇩🇵🇰

৬ দফা দাবি নিয়ে এ,জে, চৌধুরী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন এবং বর্তমান অধ্যয়ন রত শিক্ষার্থীদের সমন্বয়ে আন্দোলন,, সাথে ৭২ ঘন্টা...
15/08/2024

৬ দফা দাবি নিয়ে এ,জে, চৌধুরী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন এবং বর্তমান অধ্যয়ন রত শিক্ষার্থীদের সমন্বয়ে আন্দোলন,, সাথে ৭২ ঘন্টার আলটিমেটাম

Address

Kornaphuli
Chittagong
4371

Website

Alerts

Be the first to know and let us send you an email when কর্ণফুলী বৈষম্য বিরোধী ছাত্র সমাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share