
20/11/2022
. 🙏ভগবদ্ভক্তির ফল চিরস্থায়ী🙏
🌻নিজের সুখ-সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে, তাতেও কোন ক্ষতি নেই এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক না কেন, কোন অবস্থাতেই তা বিফলে যায় না।
🌻জড়-জাগতিক স্তরে যে কোনও কার্যকলাপের কোনও তাৎপর্য নেই যদি না এটি ভালভাবে করা হয়। কিন্তু অপ্রাকৃতিক কর্ম বা ভাগবত-সেবা ভালোভাবে না করলেও তা বিফলে যায় না - এর সুফল চিরন্তন। সেবাটি চালু হলে বিপথে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ভগবানের প্রতি তার ভক্তি যদি এক জন্মে পূর্ণ না হয়, তবে পরের জন্মে সে যেখান থেকে ছেড়েছিল সেখান থেকে আবার শুরু হবে। এইভাবে ভগবদ্ভক্তির ফল চিরন্তন এবং ধীরে ধীরে জীবকে মায়া থেকে মুক্ত করে।
🥰হরে কৃষ্ণ🥰