
12/07/2025
আবু হুরায়রা ( রা:) থেকে বর্ণিত, ‘এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল! যদি কেউ আমার সম্পদ ছিনিয়ে নিতে উদ্যত হয় তাহলে আমি কী করব?
📌 রাসুল (সা.) বলেন, তুমি তাকে তোমার সম্পদ নিতে দেবে না।
📍লোকটি বলল, যদি সে আমার সঙ্গে এ নিয়ে মারামারি করে?
📌 রাসুল (সা.) বলেন, তুমি তার সঙ্গে মারামারি করবে।
📍লোকটি বলল, আপনি কী বলেন! যদি সে আমাকে হত্যা করে?
📌 রাসুল (সা.) বলেন, তাহলে তুমি শহীদ হিসেবে গণ্য হবে।
📍লোকটি বলল, আপনি কী মনে করেন, যদি আমি তাকে হত্যা করি?
📌 রাসুল (সা.) বলেন, সে জাহান্নামি।’
(সহিহ মুসলিম: ২৫৭)
আল্লাহ চাঁদা দিতে অস্বীকারকারী ভাইকে শহীদ হিসেবে কবুল করুক।🥺🤲