06/09/2022
★★★ নিয়োগ বিজ্ঞপ্তি ★★★
একটি বেবি ফুড মার্কেটিং কোম্পানীর বিক্রয় বিভাগে নিম্ন লিখিত শর্ত সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী মেডিকেল রিপ্রেসেন্টিটিভ নিয়োগ দেয়া হবে।
পোস্টঃ মেডিকেল রিপ্রেজেনটেটিভ (পুরুষ / মহিলা)
দায়িত্ব ও কর্তব্যঃ
★ ডক্টরস চেম্বার, হাসপাতাল, ক্লিনিক জোন ভিত্তিক ভিজিট করা।
★ নির্ধারিত জোনের ফার্মাসিতে যোগাযোগ স্থাপন করা।
★ মাসিক সেলস রিপোর্ট তৈরি করা।
★ মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতাঃ
শিক্ষাগত যোগ্যতাঃ নুন্যতম উচ্চ মাধ্যমিক / স্নাতক / চলমান।
অভিজ্ঞতাঃ
★ অভিজ্ঞদের অগ্রাধিকার রয়েছে তবে উদ্যমী তরুণদের সুস্বাগতম। (পুরুষ / মহিলা)
বয়সঃ ২০ - ৩২ বছর
আমাদেরর পন্যঃ বেবী ফুড (ফর্মুলা মিল্ক) / মাদার্স হেলদী সাপ্লিমেন্ট ফর্মুলা।
কর্মস্থলঃ চট্টগ্রাম সিটি এবং চট্টগ্রাম জেলা।
বেতনঃ ১২,০০০ - ২০,০০০ টাকা।
এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট সহ সেলস টার্গেট পূরণে অথবা ভাল পারফরম্যান্স বোনাস প্রাপ্তির সুযোগ।
সিভি পাঠানোর শেষ সময়ঃ ১৩ সেপ্টেম্বর ২০২২
সিভি পাঠানোর ঠিকানাঃ
[email protected]
লক্ষ্য করুনঃ 🕵️♂️🕵️♀️
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থিদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ হতে চূড়ান্ত নির্বাচিতদের কোম্পানির নিয়ম অনুযায়ী কর্মস্থলে নিয়োগ প্রদান করা হবে।
সরাসরি ইন্টারভিউয়ের দিন প্রার্থীকে অবশ্যই পূর্ণ জীবন বৃত্তান্তের প্রিন্ট কপি, প্রাতিষ্ঠানিক শিক্ষা সনদের ফটোকপি, জাতীয় পরিচয় পত্র / জন্ম সনদ / পাসপোর্ট এর ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি ল্যাব প্রিন্টেড পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আনতে হবে।