News of 64 districts of Bangladesh

News of 64 districts of Bangladesh all Bangladesh

কর্মের মধ্য দিয়ে আপনার পরিচয়, আপনার যোগ্যতা, আপনার গন্তব্য খুঁজে নিন। রাজনীতির মত অভিশপ্ত অধ্যায় আপনার জীবনের ডাইরী থেকে...
24/10/2024

কর্মের মধ্য দিয়ে আপনার পরিচয়, আপনার যোগ্যতা, আপনার গন্তব্য খুঁজে নিন। রাজনীতির মত অভিশপ্ত অধ্যায় আপনার জীবনের ডাইরী থেকে ছিড়ে ফেলুন।

( কপি )
ফখরুল ইসলাম শাওন

Farhan Shuvo sei sunder
09/09/2024

Farhan Shuvo sei sunder

🥹
30/04/2024

🥹

23/04/2024
"Indeed, Allah is with those who fear Him and those who are doers of good." (Quran 16:128)
08/01/2024

"Indeed, Allah is with those who fear Him and those who are doers of good." (Quran 16:128)

গতকাল রাতে রাস্তার এক ভিক্ষুক মহিলার পাশে দাঁড়িয়ে ছিলাম। ভিখিরির সঙ্গে ছিল তার ছেলে; বয়স ৬ কি ৭ হবে। এই পৌষের রাতে ছেলেট...
04/01/2024

গতকাল রাতে রাস্তার এক ভিক্ষুক মহিলার পাশে দাঁড়িয়ে ছিলাম। ভিখিরির সঙ্গে ছিল তার ছেলে; বয়স ৬ কি ৭ হবে। এই পৌষের রাতে ছেলেটি সম্পূর্ণ খালি গায়ে! শীত থেকে একটু রেহাই পেতে নিজের দুই হাত বুকের উপর জাড়িয়ে আছে। ছেলেটি অবাক চোখে আকাশে উড়ন্ত ফানুশ দেখছিল। হঠাৎ ছেলেটি ওর মাকে বলে উঠলো— মা, ওই যে যেডি উড়ে, হেডির দাম কত?
ওর মা উত্তর দেয়— জানি না।
আমি পাশ থেকে উত্তর দিই— 200 - 500 টাকা।
আমার উত্তর পেয়ে ভিখিরি মহিলাটি আমার সঙ্গে কথা বলার সাহস পেল। জিজ্ঞাসা করলো— স্যার, ছুডো পোলাপাইনের একটা শীতের সুয়েটার কিনতে কয় ট্যাকা লাগে?
আমি উত্তর দিই— 200-500 টাকা।
এরপর আমি, ওই ভিখারি ও তার ছেলে চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইলাম। আকাশে হাজার হাজার 200-500 টাকা ওড়াচ্ছে বাঙালিরা। বাংলাদেশি বাঙালিরা।🙁

😎
22/12/2023

😎

‘যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও।’🙂
20/12/2023

‘যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও।’
🙂

সম্পূর্ণ লেখাটা পড়তে হয়তো একটু কষ্ট হবে কিন্তু আপনার অনেক ফায়দা হবে আশা করি  কষ্ট করে পুরোটা পড়বেন 🥰আমরা কম-বেশি সবা...
18/12/2023

সম্পূর্ণ লেখাটা পড়তে হয়তো একটু কষ্ট হবে কিন্তু আপনার অনেক ফায়দা হবে আশা করি কষ্ট করে পুরোটা পড়বেন 🥰

আমরা কম-বেশি সবাই সংসারের খরচ কমাতে চাই। কিন্তু, সঠিক পরিকল্পনার অভাবে সম্ভব হয় না। তাই যারা দীর্ঘদিন ধরে সংসারের খরচ কমাতে চাচ্ছেন তাদের জন্য থাকছে কিছু টিপস।

( সব খরচের তালিকা )

আপনি হয়তো প্রতিদিন একাধিকবার ১০০ টাকা খরচ করছেন। কিন্তু, ভাবেন 'মাত্র ১০০ টাকা, খুব বেশি নয়'। তবে, আপনার ধারণা পাল্টে যাবে যদি আপনি এই কৌশলটি অবলম্বন করেন। প্রতিদিন যতবার ১০০ টাকা খরচ করছেন তা লিখে রাখুন। পুরো মাসজুড়ে এটি করুন। তারপর মাস শেষে একবার পুরো খরচ যোগ করে দেখুন, আপনি অবাক হয়ে যাবেন। কারণ, মাস শেষে আপনার মাত্র ১০০ টাকা খরচের যোগফল কিন্তু বেশ বড়ই হবে। এই বিষয়টি আপনাকে অনেক খরচ কমাতে সহায়তা করবে। আপনি অদরকারি খরচের খাত চিহ্নিত করতে পারবেন।

( বাইরের কফি বাদ )

আপনি হয়তো নিয়মিত বাইরে কফি পান করেন। কিন্তু, এটা বাদ দিতে পারেন। তাহলে আপনার খরচ কমে যাবে। প্রয়োজনে বাসায় কফি বানান। তারপর তা একটি ফ্লাস্কে ভরে কর্মস্থলে নিয়ে যান। আপনি যদি সত্যিই ব্যয় কমাতে চান তাহলে এই অভ্যাসটি খুবই জরুরি। এতে প্রতিমাসে আপনার খরচ কমবে।

( সাইকেলে বা হেঁটে কর্মস্থলে যাওয়া )

আপনার কর্মস্থল যদি বাসার কাছাকাছি হয়। তাহলে হেঁটে বা সাইকেল চালিয়ে কর্মস্থলে যেতে পারেন। এই অভ্যাস খরচ কমানোর জন্য খুবই কার্যকরী উপায়। আবার একইসঙ্গে আপনার জন্য ব্যায়ামও হয়ে যাবে, আপনি ফিট থাকবেন।

( ব্র্যান্ডের পণ্য এড়িয়ে চলা )

সংসারের প্রয়োজনীয় অনেক জিনিস আমরা ব্রান্ড থেকে কিনে থাকি। কিন্তু, খাদ্যপণ্যের ক্ষেত্রে ব্রান্ডের পণ্য আর সাধারণ পণ্যের স্বাদে খুব বেশি পার্থক্য নেই। তাই ব্র্যান্ডিংয়ে প্রলুব্ধ হবেন না। আপনি হয়তো ব্রান্ডের জুস বা প্রক্রিয়াজাত অন্যান্য খাবার কিনছেন। অথচ চাইলেই এগুলো বাসাতে বানানো যায়। তাহলে শুধু শুধু এজন্য কেন অতিরিক্ত টাকা খরচ করবেন?

( বাসার খাবার খাওয়া )

আমরা অনেক সময় বাইরের খাবার খাই। কিংবা সাপ্তাহিক ছুটির দিনে ব্যয়বহুল কোনো রেস্টুরেন্টে খেতে যাই। কিন্তু, কখনো ভেবে দেখেছেন এজন্য প্রতিমাসে আপনাকে অতিরিক্ত কতগুলো টাকা খরচ করতে হয়। তাই এই অভ্যাস এড়িয়ে চলুন। কোনো বিশেষ কিছু খেতে ইচ্ছে হলে চেষ্টা করুন বাসায় রান্না করে খাওয়ার। এতে খরচ সাশ্রয় হবে আবার পরিবারের সবার সঙ্গে সম্পর্কটাও মজবুত হবে।

( গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা )

আমার অনেকেই গ্যাস ও বিদ্যুতের ব্যবহার নিয়ে সচেতন না। অথচ আমাদের সংসারের প্রতিমাসের নিয়মিত খরচের দুটি খাত গ্যাস ও বিদ্যুৎ। তাই গ্যাস ও বিদ্যুতের ব্যবহারে খুব সচেতন হতে হবে। তাহলে এখান থেকেও সংসারের কিছু খরচ কমাতে পারবেন।

( দামি পানীয় এড়িয়ে চলা )

দামি কোল্ড ড্রিংকস ও সফট ড্রিংকস পান করা অনেকের নিয়মিত অভ্যাস। অথচ, এগুলোর কার্যত কোনো উপকার নেই। সহজ কথায় বলতে গেলে এগুলো এক ধরনের অপচয়। তাই এই অভ্যাস বাদ দিতে হবে। তাহলে এই খাত থেকেও বেশ কিছু খরচ কমানো সম্ভব হবে। আসল কথা, যে জিনিসের কোনো সুবিধা নেই তার পেছনে অর্থ ব্যয় করার কোনো মানে হয় না।

( কয়েন সংগ্রহ )

প্রতি মাসেই আমাদের হাতে অনেকগুলো কয়েন আসে। যার কোনো হিসাব থাকে না। সেগুলো হারিয়ে গেলেও আমরা জানতে পারি না। এক্ষেত্রে একটি পাত্র ঠিক করতে পারেন। তারপর সেই পাত্রে কয়েনগুলো জমাতে পারেন। মাস শেষে কয়েনের পরিমাণ দেখে আপনি হয়তো অবাক হবেন। কারণ, সেখানে জমানো কয়েনের টাকার অঙ্কটা বেশ বড়ই হবে।

( পুরনো জিনিস বিক্রি )

সংসারে এমন অনেক জিনিস থাকে যেগুলো কাজে লাগে না। ঘরের এক কোণে পড়ে থাকে। পুরনো হয়ে যাওয়ায় এই জিনিসগুলো ব্যবহার করা হয়ে ওঠে না। কিংবা হয়তো ব্যবহারের দরকার হয় না। কিন্তু, যে জিনিসটা আপনার জন্য অদরকারি, সেটা অন্য কারো কাছে বেশ দরকারি হতে পারে। তাই পুরনো অদরকারি জিনিসগুলো বিক্রি করে দিন। তাহলে সেখান থেকে কিছু অর্থ আসবে। আজকাল পুরনো জিনিস অহরহ বিক্রি হচ্ছে। পুরনো জিনিস কেনাবেচার অনেকগুলো অনলাইন প্লাটফর্মও আছে।

( অনলাইন সাবসক্রিপশন কমানো )

আধুনিক সময়ে আমরা বিনোদনের জন্য অনেকে অনলাইন প্লাটফর্মের সাবসক্রিপশন নিয়ে থাকি। কিন্তু, সেসব প্লাটফর্মে মুভি, ড্রামা বা অন্যকিছু দেখা হয় না। তাই এসব প্লাটফর্ম আনসাবসক্রাইব করে নিন। তাহলে এখান থেকে প্রতিমাসে কিছু টাকা কমাতে পারবেন। যা আপনার সংসার খরচ যোগাতে সহায়ক হবে।

( ব্যয়বহুল ক্লিনিং পণ্যের ব্যবহার কমানো )

চাইলেই বাসাতে অনেক পরিষ্কারপণ্য তৈরি করা সম্ভব। যেমন- ড্রেন পরিষ্কার করতে ভিনেগার ও বেকিং সোডা ব্যবহার করতে পারেন। আবার সাধারণ দাগ, ফ্রিজ বা জানালার গ্লাস পরিষ্কার করতে লেবুর রস ব্যবহার করা যায়। তাহলে এসবের জন্য শুধু শুধু বিলাসবহুল পরিষ্কারপণ্য ব্যবহার করার দরকার নেই। এখান থেকে সংসারের খরচ কিছুটা হলেও কমবে।

( বিলাসবহুল সৌন্দর্যপণ্য এড়িয়ে চলা )

ত্বকের বলিরেখা থেকে মুক্তি পেতে এবং ত্বক সুন্দর রাখতে আমরা দামি ক্রিম ব্যবহারে প্রলুব্ধ হয়ে থাকি। কিন্তু, বাস্তবে ত্বকের প্রয়োজন হলো একটি ভালো ডায়েট। দরকার প্রচুর পরিমাণে পানি ও হাইড্রেশন। এজন্য ব্যয়বহুল ক্রিমের পরিবর্তে বাদাম বা নারকেল তেল ব্যবহার করুন। এতে ত্বক ভালো থাকবে আবার সংসারের খরচও কমবে।

( জিমের সদস্যপদ বাতিল করা )

ব্যায়াম বা ওয়ার্কআউটের জন্য জিমে যাওয়ার প্রয়োজন নেই। জিমের পরিবর্তে সাইকেল চালিয়ে, পার্কে হেঁটে ও দৌড়িয়ে কিংবা বাড়িতে ভারোত্তোলন করে ব্যায়াম করতে পারেন। আবার যারা জিম ছাড়তে চান, তাদের নিয়ে একটি গ্রুপ গঠন করতে পারেন। তারপর তাদের সঙ্গে বাইরে নিয়মিত ওয়ার্কআউট সেশন করতে পারেন। তাহলে ফিট থাকার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে না।

( কার্ডে নয়, নগদ লেনদেন )

প্রতি সপ্তাহে খরচের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ করুন এবং শুধু সেই পরিমাণ অর্থ ব্যয় করুন। তবে, অবশ্যই নগদ টাকা খরচ করবেন। কারণ কার্ডে লেনদেন করলে আপনি নিজেও জানতে পারবেন না কত টাকা খরচ করে ফেলছেন। তাই কার্ড নয় নগদ লেনদের করুন। তাহলে সহজে বুঝতে পারবেন কী পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। যা আপনাকে খরচের ব্যাপারে সাবধানী হতে সহায়তা করবে।

( সঞ্চয় নিয়ে কৃতজ্ঞ থাকা )

অর্থের প্রতি নিজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনুন। পর্যাপ্ত আয় না করা বা পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকার জন্য নিজেরে প্রতি অভিযোগ করবেন না। এর পরিবর্তে আপনার যা আছে তাই নিয়ে কৃতজ্ঞ থাকুন। মনোভাবের এই বদল ব্যয় কমাতে কতটা সহায়তা করতে পারে তা দেখে আপনি অবাক হবেন।

হে আমার রব আপনি আমার সমস্ত মুসলিম ভাই ও বোনদের ক্ষমা করুন এবং আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউশ নসিব করুন।আমিন💙🥰
18/12/2023

হে আমার রব আপনি আমার সমস্ত মুসলিম ভাই ও বোনদের ক্ষমা করুন এবং আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউশ নসিব করুন।আমিন💙🥰

Address

Ctg
Chittagong
152025

Alerts

Be the first to know and let us send you an email when News of 64 districts of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News of 64 districts of Bangladesh:

Share