আমি এক আল্লাহর নগন্য বান্দা

আমি এক আল্লাহর নগন্য বান্দা ✅ আমার পেইজে আপনাকে স্বাগতম!🌸
দয়াকরে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন।
ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো কথা দিলাম। 💞💚

আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব মুসলিমদের বিশ্ব, আগামীর বিশ্ব খেলা*ফার বিশ্ব সুতরাং হে যুবক আল্লাহর শরিয়াহ প্র...
12/01/2025

আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব মুসলিমদের বিশ্ব, আগামীর বিশ্ব খেলা*ফার বিশ্ব সুতরাং হে যুবক আল্লাহর শরিয়াহ প্রতিষ্ঠায় দাওয়াহ ও জ্বি*হাদে নিজেকে আত্মনিয়োগ করুন। এটাই সফলতার পথে।

চরিত্র হীন,বদদ্বীন, ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যাবাদী, কা*ফির-মুশরি*কদের গোলা*ম ও মুনা*ফিক লোকদের হাতে আপনার মূল্যবান জীবনের নেতৃত্ব ছেড়ে দিবেন না। জীবন একটিই এই জীবনে ব্যার্থ হলে নিজেকে সংশোধন করার জন্য আরেকটি জীবন পাওয়া যাবে না। সুতরাং সাবধান নেতা বাছাইয়ে। না হয় আফসোস করতে হবে। সামনের সময়ে দালালদের প্রভুরা পরাজিত হবে এটি আল্লাহর ওয়াদা। আফ*গানে ও সিরিয়াতে যেভাবে দালা*লরা পালিয়েছে সেভাবে অন্যান্য ভূমি থেকেও পলায়ন করবে।

সুতরাং দুনিয়া ও পরকালের সফলতা চায়লে সত্যবাদী, হক্কানী-রব্বানী আলেমদের সাথে যুক্ত হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন,
{ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَكُونُواْ مَعَ ٱلصَّٰدِقِينَ }
[Surah At-Tawbah: 119]

হে ইমানদারগণ! তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং সত্যবাদীদের সঙ্গি হ‌ও ।

আল্লাহ তাআলা সত্যবাদীদের পরিচয় দিয়ে বলেন,
{ إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ لَمۡ يَرۡتَابُواْ وَجَٰهَدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ فِي سَبِيلِ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلصَّٰدِقُونَ }
[Surah Al-Ḥujurāt: 15]

তারাই তো মুমিন, যারা আল্লাহ্‌ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি এবং তাদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জি*হাদ করেছে, তারাই সত্যবাদী।

{ وَمَن يُشَاقِقِ ٱلرَّسُولَ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُ ٱلۡهُدَىٰ وَيَتَّبِعۡ غَيۡرَ سَبِيلِ ٱلۡمُؤۡمِنِينَ نُوَلِّهِۦ مَا تَوَلَّىٰ وَنُصۡلِهِۦ جَهَنَّمَۖ وَسَآءَتۡ مَصِيرًا }
[Surah An-Nisāʾ: 115]

আর কারো নিকট সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরে যায় সে দিকেই তাকে আমরা ফিরিয়ে দেব এবং তাকে জাহান্নামে দগ্ধ করাব, আর তা কতই না মন্দ আবাস ‍!

আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যকে বুঝার এবং অনুসরণ করার তৌফিক দান করেন। আমীন।।

®Abu Mardiyah

25/12/2024

আসসালামু আলাইকুম!!

17/11/2024

যদি গুনাহের কোন গন্ধ থাকতো তাহলে কেউ
আমার ধারে কাছেও আসতে পারতো না।😓

~মুহাম্মদ বিন ওয়াসী~

14/11/2024

যখন বান্দা গুনাহ স্বীকার করে এবং অনুতপ্ত হয়ে তওবা করে ক্ষমা চায় আল্লাহ তার তওবা কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন’
🌸সুবহানাল্লাহ🌸
(মিশকাত ২২২৩)

13/11/2024

ইয়া আল্লাহ এখন যে "আমিন'''লেখবে তুমি তার মনের সকল আশা পূরন করে দিও মাবুদ।
🤲আমিন🤲

13/11/2024

ইসলামী খেলাফত ছাড়া
চুড়ান্ত শান্তি কখনোই
আসবে না বাংলার মাটিতে

12/11/2024

- দোয়া ব্যাতিত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না!'🌸

- হযরত মুহাম্মদ (সাঃ)!'💛

12/11/2024

হে মানুষ!
তোমরা আমাকে (আল্লাহ) একান্ত বিনিতভাবে এবং
গোপনে ডাকো! নিশ্চয় তিনি সীমালংঘনকারীদেরকে পছন্দ করেন না।

___(সূরা আরাফ:-৫৫) ✅📚

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when আমি এক আল্লাহর নগন্য বান্দা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমি এক আল্লাহর নগন্য বান্দা:

Share