Sunnah Bazaar

Sunnah Bazaar ✅ আমাদের "সুন্নাহ্ বাজার" পেইজে আপনাকে স্বাগত! 👉গ্রাহকদের মন-রক্ষার্থে আমাদের এই "সুন্নাহ্ বাজার"
♻️"সততাই ব্যবসার মূলধন"♻️

15/11/2025
25/08/2025

চলছে ‘মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম’ এর দ্বিতীয় দিনের কর্মশালা। এঁদের ভেতর থেকে চূড়ান্ত নির্বাচিতদের নিয়ে শুরু হবে তিনমাসের আবাসিক কোর্স।

উল্লেখ্য, এ দেশের মোবাইল ফোন সার্ভিসিং খাতটি বিদেশি যন্ত্রাংশ ও প্রযুক্তির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দক্ষ জনশক্তি এবং সঠিক প্রশিক্ষণের অভাবে এই বিশাল সেবাখাতটি এখনও পুরোপুরি বিকশিত হতে পারেনি।

আমরা এই অচলায়তন ভাঙতে চাই। এ বিষয়ে তরুণদের যথাযথ ট্রেনিং দিতে পারলে বিপুল জনগোষ্ঠীর বেকারত্ব দূর করা সম্ভব হবে।

সে লক্ষ্যে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে চালু হয়েছে ‘মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম’ কোর্স।

বর্তমানে দক্ষতা উন্নয়নমূলক মোট নয়টি আবাসিক কোর্স চলমান রয়েছে।

25/08/2025

যতক্ষণ প্রয়োজন ততক্ষণই প্রিয়জন, এই টাইপের মানুষের সাথে দূরত্ব বাড়ুক!💔🙂

25/08/2025

তুমি নিজেকে সময় দাও, নিজের প্রতি যত্ন নাও, কারন তোমার জীবনটা তুচ্ছ নয়,তুমি অনেক দামি।🤍

আমীন 🤲
24/08/2025

আমীন 🤲

অলসতা থেকে মুক্তির দোয়া।
24/08/2025

অলসতা থেকে মুক্তির দোয়া।

24/08/2025

বেশি বেশি করে তওবা করতে হবে।

চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা যেন ❝আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি❞ পড়ার অভ্যাস করি।
যে যত বেশি তওবা করবে তার হৃদয় ততো পরিচ্ছন্ন হবে, গুনাহ মাফ হবে।
পরিচ্ছন্ন ক্বলবের মধ্যেই আল্লাহ পাকের নূর এবং মারফত নাজিল হবে ইংশাআল্লাহ। অপরিচ্ছন্ন ক্বলবের মধ্যে কিন্তু আল্লাহর নূর নাজিল হয় না।

~ আবু ত্বহা মুহাম্মদ আদনান

24/08/2025

"কেবল সাফল্য লাভ করবে সে ব্যক্তি যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর নিকট আসবে।''
[সূরা আশ-শুআ'রা:৮৯]

24/08/2025

"তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দিব"।
[সূরা ইবরাহীম: ৭]

24/08/2025

যে বন্ধু তোমার আখিরাতের কথা চিন্তা করে
সেই তোমার সত্যিকারের বন্ধু

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Sunnah Bazaar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sunnah Bazaar:

Share