
04/01/2024
সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের প্রিয় South Indian Food অনিবার্য কিছু কারণে তাদের কার্যক্রম আপাতত স্থগিত করেছে।। আপনারা পুরনো লোকেশান এ আমাদের আর পাবেন না। নতুন লোকেশান এ নতুন করে আমাদের যাত্রা শুরু করার ইচ্ছে আছে। তবে লোকেশান এখনও ফিক্সড না হওয়ায় আমাদের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। পরবর্তী আপডেট পেইজে জানিয়ে দেওয়া হবে।। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের ফোন করে, মেসেজের মাধ্যমে আমাদের ব্যাপারে জানতে চেয়েছেন।
এই সংক্ষিপ্ত যাত্রায় আপনাদের আন্তরিকতা, ভালোবাসায় আমরা আপ্লুত।। দোয়া রাখবেন যেন আবারও অতি দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারি।