Viron Agro ltd Chattogram

Viron Agro ltd Chattogram কৃষি ও কৃষকের সাথে চলমান উন্নয়নে
(1)

চাকরির সূযোগ
26/08/2025

চাকরির সূযোগ

আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ,(দঃ)আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ(দঃ),আসসালাতু আসসালামু আলাইকা ইয়া র...
25/08/2025

আসসালাতু আসসালামু আলাইকা
ইয়া রাসুলাল্লাহ,(দঃ)
আসসালাতু আসসালামু আলাইকা
ইয়া হাবিবাল্লাহ(দঃ),
আসসালাতু আসসালামু আলাইকা
ইয়া রহমাতুল্লিল আলামিন(দঃ)।
#ঈদেমিলাদুননবী(দঃ)

🌱 হযরত মুসা (আঃ) যামানায় এক বৃদ্ধার একটি বাচ্চা মারা গেল, সেই দুঃখে বৃদ্ধা কাঁদতে লাগল,তখন হযরত মুসা (আঃ) বৃদ্ধা কে বললে...
14/08/2025

🌱 হযরত মুসা (আঃ) যামানায় এক বৃদ্ধার একটি বাচ্চা মারা গেল, সেই দুঃখে বৃদ্ধা কাঁদতে লাগল,তখন হযরত মুসা (আঃ) বৃদ্ধা কে বললেন তুমি কাঁদছ কেন?

তখন বৃদ্ধা উত্তর দিল!আমার বাচ্চাটি মারা গেছে এইজন্য কাঁদছি। তখন মুসা (আঃ) বললেন বাচ্চাটির বয়স কত? বৃদ্ধা উত্তর দিল ৩৫০( তিন শত পন্ধাশ) বছর।

মুসা (আঃ) বললেন তোমার এই বাচ্চাটির ৩৫০ বছর জীবিত ছিল,কিন্তু এমন একটি যামানা আসবে যেই যামানার নবীর উম্মত মাএ ৬০ থেকে ৭০ বছর বাঁচবে,

আর সেই নবী হলো হযরত মুহাম্মদ (সাঃ)। তখন বৃদ্ধা অবাক হয়ে বলল, তারা বালেগ হবে? মুসা (আঃ) উত্তরে বললেন হ্যা তারা বালেগ হবে।

বৃদ্ধা মহিলা পুনরায় প্রশ্ন করলে তার এই সামান্য সময়ে বিয়ে সাদি করতে পারবে? মুসা (আঃ) বললেন তারা এই সামন্য সময়ে বিয়ে করবে এবং তাদের থেকেও সন্তান হবে।বৃদ্ধা মহিলা পুনরায় প্রশ্ন করল,তারা এই সামান্য সময়ে কীভাবে নেকি এবং সওয়াব অর্জন করবে?

তখন হযরত মুসা (আঃ) বললেন তার এই সামান্য সময়ে এত নেকি অর্জন করবে যে, তাদের নেকি যদি আমাদের নেকির উপর রাখা হয় তাহলে আমাদের নেকির কোন নিশানাও থাকবে না।শুধু তাদের নেকি দেখা যাবে।

কারন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা এমন একটি মাস দিবেন,যে মাসের নাম রমজান মাস, যে মাসে একদিন ইবাদাত করলে ৮৩ (তিরাশি) বছরের সওয়াব তার আমল নামায় লেখা হবে।

তাহলে তারা যদি এইরকম একটি মাস পায় তাহলে হিসাব করলে আমাদের কোন নেকি তাদের সমান হবে না।💞💞💞
সংগৃহীত

゚viralシviralシfypシ゚viralシalシ

অনেক ছাদবাগানী আমাদেরকে ইপসম সল্টের উপকারিতা ও ব্যাববারবিধি সম্পর্কে নানা ধরনের প্রশ্ন করে থাকেন।তাদের জন্য আমাদের  আজকে...
12/08/2025

অনেক ছাদবাগানী আমাদেরকে ইপসম সল্টের উপকারিতা ও ব্যাববারবিধি সম্পর্কে নানা ধরনের প্রশ্ন করে থাকেন।তাদের জন্য আমাদের আজকের এই লেখা।
প্রথমে আমরা জেনে নিবো ইপসম সল্ট কিঃ

🌻🌹ইপসম সল্ট (Epsom Salt), যার রাসায়নিক নাম ম্যাগনেসিয়াম সালফেট (MgSO₄)—গাছের পুষ্টির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি প্রধানত ম্যাগনেসিয়াম (Mg) ও সালফার (S) সরবরাহ করে, যা গাছের সুষ্ঠু বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

নিচে কৃষিকাজে ইপসম সল্টের বিস্তারিত উপকারিতা আলোচনা করা হলো:

---

🌱 কৃষিতে ইপসম সল্টের উপকারিতা:

✅ ১. ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে

গাছের পাতা যদি হলুদ হয়ে যায় কিন্তু শিরাগুলো সবুজ থাকে, তা হলে এটি ম্যাগনেসিয়ামের ঘাটতির লক্ষণ।

ইপসম সল্ট প্রয়োগ করলে এই ঘাটতি পূরণ হয়।

---

✅ ২. ফটোসিন্থেসিস (Photosynthesis) উন্নত করে

ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের কেন্দ্রীয় অংশ, যা সূর্যালোক থেকে খাদ্য তৈরিতে সহায়তা করে।

ফলে গাছ সবুজ, সতেজ এবং শক্তিশালী হয়।

---

✅ ৩. সালফার সরবরাহ করে

সালফার গাছের প্রোটিন ও এনজাইম তৈরিতে সাহায্য করে।

এটি গাছের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

---

✅ ৪. ফল ও সবজির গুণগত মান ও উৎপাদন বাড়ায়

ইপসম সল্ট ব্যবহারে টমেটো, মরিচ, আলু, বেগুন ইত্যাদি ফসলের আকার ও স্বাদ উন্নত হয়।

ফলন বেশি হয় এবং ফল বড় ও রঙিন হয়।

---

✅ ৫. পাতা ঝরে পড়া ও পাতা বাঁকানো প্রতিরোধ করে

ম্যাগনেসিয়াম ঘাটতিতে পাতা মোচড়ানো বা পড়তে পারে। ইপসম সল্ট তা প্রতিরোধ করে।

---

✅ ৬. মাটির গুণমান রক্ষা করে

এটি মাটিতে লবণাক্ততা বা অম্লতা বৃদ্ধি করে না, বরং মাটির কাঠামো উন্নত করে।

---

🧪 ব্যবহারের পদ্ধতি:

প্রয়োগ পদ্ধতি পরিমাণ সময়

গাছে স্প্রে করা ১ লিটার পানিতে ১ চা চামচ ইপসম সল্ট ৭-১০ দিন পর পর
মাটিতে দেওয়া প্রতি গাছের গোড়ায় ১-২ চামচ মাসে ১ বার।

---

⚠️ সতর্কতা:

অতিরিক্ত ইপসম সল্ট ব্যবহার করলে গাছের শিকড় নষ্ট হতে পারে।

ব্যালেন্স মেইনটেইন করে ব্যবহার করা জরুরি।

---

✅ উপযুক্ত ফসল:

🍎🌶️🫑সবজি: টমেটো, মরিচ, বেগুন, আলু

ফুল: গোলাপ, জিনিয়া

ফল: লেবু, কমলা

পাতাবাহার গাছ: লেটুস, পুদিনা

🫑🌶️🍅কৃষিকাজে ইপসম সল্ট একটি কার্যকর, সহজলভ্য এবং সাশ্রয়ী পুষ্টিকর উপাদান, যা গাছের পুষ্টি, বৃদ্ধি, ফলন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

04/08/2025
02/08/2025

একটি শোক সংবাদ
জনাব, মোঃ আফতাব হোসেন, ব্যবস্থাপনা পরিচালক
সমাধান এগ্রো ইন্ডাষ্ট্রিজ এর "মা" আজ সন্ধ্যা ০৭ ঘটিকায় ইন্তেকান করিয়াছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। আমিন। তার পরিবারের সবাইকে এই শোক সইবার তৌফিক দা করুন, আমিন ।।

সুখবর!এখন থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা – প্রা...
31/07/2025

সুখবর!
এখন থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা – প্রাইমারি পিসিআই (Primary PCI) সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে!

সরকারি অর্থে রিং বসানোসহ সমস্ত খরচ কভার করা হচ্ছে।
👉 যারা হার্ট অ্যাটাক (Acute STEMI) করেন, তাদের ১২ ঘন্টার মধ্যে ক্যাথ ল্যাবে এনে ব্লক খুলে দেওয়া হয় — জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি এটি।

এটি শুধু কার্ডিওলজিতে নয়, বাংলাদেশের স্বাস্থ্যখাতেও এক বিপ্লবী পরিবর্তন।

🫀 সঠিক সময়ে চিকিৎসা না পেলে অনেকেই প্রাণ হারান বা জটিলতায় ভোগেন। তাই এই বার্তাটি যত বেশি সম্ভব মানুষকে পৌঁছে দিন।
💰 এই চিকিৎসা প্রাইভেটে করতে গেলে যেখানে ২-৪ লাখ টাকা লাগে, সেখানে এখানে সবকিছুই ফ্রি!

📌 হেলথ অ্যালার্ট: হার্ট অ্যাটাক হলে ১২ ঘন্টার মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছান।

✍️ কৃতজ্ঞতা: ডা. মারুফ রায়হান খান
৩৯তম বিসিএস, হৃদরোগ বিশেষজ্ঞ

সংগৃহীত

#হৃদরোগইনস্টিটিউট #হার্টঅ্যাটাক #বিনামূল্যেচিকিৎসা

ইলিশ ঘাস খায় না, খড় খায় না,খৈল, ভুষি বা ফিডও খায় না!  ইলিশের জন্য চিকিৎসা খরচও নাই, ইলিশ পালতে দিনমজুরও রাখা লাগে না! ইল...
29/07/2025

ইলিশ ঘাস খায় না, খড় খায় না,
খৈল, ভুষি বা ফিডও খায় না!

ইলিশের জন্য চিকিৎসা খরচও নাই, ইলিশ পালতে দিনমজুরও রাখা লাগে না! ইলিশ ইউক্রেন-রাশিয়া থেকেও আসে না কিংবা ইলিশ পুকুরেও চাষাবাদ করা হয় না!

নদী বা সমুদ্র থেকে জাল টেনে ধরে আনা ইলিশের দাম
গরু, ছাগলের মাংস থেকেও অনেক বেশী।
এর জন্য সরকার কে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ইলিশ আমাদের জাতীয় মাছ!
সাধারণ মানুষ যদি সিজনের সময়ও ছয় মাসে একবার ইলিশ মাছ খেতে না পারে তাহলে এমন জাতীয় মাছ দিয়ে আমরা কি করবো?

(সংগৃহীত)

দীর্ঘ ৭ ঘন্টার অপারেশন। অতঃপর.... সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।এই ...
29/07/2025

দীর্ঘ ৭ ঘন্টার অপারেশন। অতঃপর....
সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।
এই মা মারাত্মক রোগে আক্রান্ত। যার কারণে কোন বাচ্চা নিতে পারছিলেন না! দীর্ঘ ১১ বছর অপেক্ষা করে বড় ধরনের রিস্ক নিয়েছেন সন্তান নেয়ার জন্য। হয়তো সন্তান বাঁচবে না হয় মা!
এরপর ডাক্তার তার সবটুকু দিয়ে ৭ ঘন্টার চেষ্টায় বললো, বাচ্চা এবং মা দুই জনকে একসাথে বাঁচানো সম্ভব নয়। সর্বশেষ ডাক্তার সিদ্ধান্ত নিলেন - বাচ্চার মাকে জিজ্ঞেস করবেন, তিনি কী করতে চান? বাচ্চাকে বাঁচাবেন, না কি নিজের জীবন?
মা নিজেই নিভে গিয়ে বাচ্চাকে আলো দিতে রাজি হলেন.. অপারেশন এর পর মা তার ফুটফুটে বাচ্চাটিকে তার মুখের কাছে নিয়ে চুমু খেলেন,বুকে জড়িয়ে নিলেন। মাত্র দুই মিনিট পর হাসি দিয়ে চোখ বন্ধ করলেন সারা জীবনের জন্য।মা হিসেবে দুই মিনিটের স্বার্থক জীবনের কাছে হার মানল মায়ের পুরোটা জীবন।হাঁ এটাই মায়ের জাত।
সারাবিশ্বে হাজারেরও বেশি মা প্রতি বছর মৃত্যুবরণ করেন বাচ্চা জন্ম দেয়ার সময়।
সৃষ্টিকর্তা প্রত্যেক সন্তানকে মায়ের সম্মানটুকু দেয়ার জ্ঞান দিক। (আমীন)
হে আল্লাহ সকল মা কে জান্নাত দান করিও, আমীন।

অত্যান্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ফেয়ার এগ্রো কেমিক্যাল  সার্ভিসেস লিমিটেড এর সিনিয়র মার্কেটিং অফিসার মো: হুমায়ুন ...
29/07/2025

অত্যান্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ফেয়ার এগ্রো কেমিক্যাল সার্ভিসেস লিমিটেড এর সিনিয়র মার্কেটিং অফিসার মো: হুমায়ুন কবির, পত্নীতলা টেরিটোরি,
কোম্পানির পাওনা টাকা
দীর্ঘদিন বকেয়া থাকায়।
অফিসের নির্দেশনা অনুযায়ী,
কালেকশন চলতি মাসের মধ্যে পরিশোধ করার জন্য অফিসিয়াল চিঠি দিতে গেলে, তাহাকে ঘরে বেধে রেখে মোটরসাইকেল কেড়ে নেয়।
এবং তাহাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন, সংকটাপূর্ণ অবস্থায় সে বর্তমান মহাদেবপুর হাসপাতালে ভর্তি আছে।

প্রতিষ্ঠানের নাম
মেসার্স ভাই ভাই ট্রেডার্স।
প্রো: মো:শফিকুল ইসলাম।
মো: সাখায়াত হোসেন।
(তাহারা দুই ভাই মিলে অপরাধটি সংঘটিত করেছে)
মাতাজিহাট, মহাদেবপুর, নওগাঁ।
সবাই পোষ্টটি শেয়ার করুন।

ঈমানি শক্তি কত উচ্চ পর্যায়ের থাকলে এটা সম্ভব।আল্লাহ তুমি পৌঁছে দিও। আমিন
28/07/2025

ঈমানি শক্তি কত উচ্চ পর্যায়ের থাকলে এটা সম্ভব।আল্লাহ তুমি পৌঁছে দিও। আমিন

27/07/2025

হাদিসে এই জিকিরের বিশেষ ফজিলত উল্লেখ করা হয়েছে। রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলবে, তার গুনাহ সমুদ্রের ফেনার চেয়েও বেশি হলেও তা মাফ করে দেওয়া হবে।” (সহিহ বুখারি, হাদিস: ৬৪০৫)।

আরেকটি হাদিসে আছে, “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’।” (সহিহ মুসলিম, হাদিস: ২১৩৭)।

আরেক হাদিসে আছে, “যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলে, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়।” (জামে তিরমিজি, হাদিস: ৩৪৬৪)

হাদিসে বর্ণিত আছে, রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলবে, সে সব ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকবে।” (সুনানে তিরমিজি, হাদিস: ৩৩৮৮)।

Address

Chittagong

Telephone

+8801813212800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Viron Agro ltd Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Viron Agro ltd Chattogram:

Share