30/12/2025
শুভসকাল আমার বোনেরা ভাইয়ারা ❤🖤বছরটা তো শেষ হতেই চললো 🥺 আর একদিন বাকি,,এ বছরে কী পেলাম আর কী না পেলাম এসব নিয়ে না ভেবে সামনের দিনগুলো বা সামনের বছরটা কীভাবে সুন্দর আর ভালোভাবে কাটানো যায় সেটাই ভাবুন কেননা অতীতকে গিড়ে বাচা যায়না অতীত সেটাতো অতীতিই রয়ে যায় বর্তমান কে নিয়ে ভাবুন বর্তমান সুন্দর করে করুন দেখবেন জীবনটা এমনিতেই সুন্দর আর সুখকর হয়ে ওঠবে ☺আমি জ্ঞানী নই আর জ্ঞানের ভানডার ও নই যা মনে আসে বা নিজের বুঝটাকে নিয়েই এসব কিছু লেখা 🙂 নতুন বছরটাকে আমন্ত্রিত জানানোর অপেক্ষা খালি সবার 2026 সালটা ভালো কাটুক এটাই চাই আমি🤗পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো থাকুন 🤲🥰