23/07/2025
১৯ ফেব্রুয়ারি ২০২৩ এই ছবিটা তুলেছিলাম। ওইজে মুখে হাসি সেটা কিন্তু আনন্দের হাসি 🤭 । কারণ সেদিন আমি I -phone কিনেছিলাম। জানেন নতুন মোবাইল নিছি কিন্তু তার পরেও আমার আগের ফোন টাও আমার কাছে অনেক প্রিয় । কারন পুরনো ফোন টা আমি অনেক কষ্ট করে কিনেছিলাম আমার এখনো মনে আছে আমি তখন আমার খালা আর এক ফ্রেন্ড থেকে টাকা ধার করে এই মোবাইল কিনে ছিলাম । তাও কনটেন্ট বানানোর জন্য ।
চাইলে আব্বু থেকেই নিতে পারতাম,আব্বু থেকে টাকা নেইনি কারণ আমি মনে করতাম এইচএসসি এর পর আব্বু আম্মু থেকে টাকা না নেয়াই সুন্দর।
তবে ফোনটা আমি ৫০,৫০০ দিয়ে নিয়েছিলাম যেটা আমার জন্য স্টুডেন্ট হিসেবে অনেক ওভার । তবে এই ধার এর টাকা আমার পরিশোধ করতে খবর হয়ে গিয়েছিলো তখন । সকাল এ লোকাল এ করে বাসা থেকে ক্যাম্পাস এ যাওয়া তার পর সারাদিন ক্লাস করে আবার লোকাল বাসে করে ব্যাক করে বাসায় এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে যেতাম tuition করাতে আর তার পাশাপাশি Food review এর জন্য সময় বের করে ভিডিও বানাতাম। ২ টা বাচ্চা পড়াতাম আমি একজন ক্লাস ৩ অন্য জন ৬ এ পড়তো । আর ওই টিউশন এর টাকা দিয়ে আমি আমার বন্ধুর টাকা পরিশোধ করি তবে লকডাউন এর কারণে আমার সেই টিউশন টাও চলে যায় । 🥲 but I never give up .. আমি এর পর খালার টাকাটা পরিশোধের জন্য কিছুদিন সময় নিলাম । কারন তখন আমার page থেকে কোনো টাকা পেতাম না ২/৩ মাস ভিডিও বানালে ১০০ ডলার করতে পারতাম । তার পর আসতে আসতে প্রমোশন এর কাজ আসতে থাকে অনেক কাজ করেছি Alhamdulillah ২০২৩ অব্দি এখনো করি । এর মধ্যে খালার টাকা ও দিয়ে দেই । আর তার পর নিজের জন্য আইফোন নিজের সপ্নের বাইক সব পূরণ করতে থাকি। আর হা ২০২০ এ আমি আমার ফোন টা কিনেছিলাম এখনো আছে । comment এ দিচ্ছি।
বিদ্র: এই কাহিনী পরে কেউ সেন্টি খায়েন না । কারণ আমি জানি আমার থেকেও বেশী কষ্ট অনেক মানুষ এখনো করে । তাদের সামনে আমার এইসব কিছুই না ।