Borhan Uddin BD

Borhan Uddin BD Welcome To page. Borhan Uddin BD

নিশ্চয় ইসলাম আল্লাহর নিকট (একমাত্র মনোনীত) ধর্ম। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা পরস্পর বিদ্বেষবশতঃ তাদের নিকট জ্ঞান আসা...
19/05/2025

নিশ্চয় ইসলাম আল্লাহর নিকট (একমাত্র মনোনীত) ধর্ম। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা পরস্পর বিদ্বেষবশতঃ তাদের নিকট জ্ঞান আসার পরও তাদের মধ্যে মতানৈক্য ঘটিয়েছিল!আর যে আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার করে (সে জেনে রাখুক যে), নিশ্চয় আল্লাহ সত্বর হিসাব গ্রহণকারী।
সূরা:আল ইমরান
আয়াত:১৯

চলুন দেখি, জনগণ কাকে বেশি চাচ্ছে....
07/10/2024

চলুন দেখি, জনগণ কাকে বেশি চাচ্ছে....

14/09/2024

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ প্রিয় জন্মভূমি বাগেরহাট।

চলছে বর্ষার মৌসুম। রাসেল ভাইপার নামক বিষাক্ত সাপের প্রকোপে পুরো দেশ দিশেহারা। বাংলাদেশসহ পুরো বিশ্বে যেসব সাপ দেখা যায় ...
21/06/2024

চলছে বর্ষার মৌসুম। রাসেল ভাইপার নামক বিষাক্ত সাপের প্রকোপে পুরো দেশ দিশেহারা। বাংলাদেশসহ পুরো বিশ্বে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি অন্যতম বিষাক্ত সাপ। দেশে বিলুপ্ত প্রায় বিষধর প্রজাতির এ সাপ নতুন করে ফিরে এসেছে। এর কামড়ে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানির ঘটনাও ঘটছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। সাপের বিস্তার রোধে বাসা-বাড়ি ও ক্ষেত-খামারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাসহ এই দুআটি বেশী বেশী পাঠ করুন।

তাহাজ্জুদ এবং ইস্তিগফার,একটি অলৌকিক ভাবে কাজ করে ।Tahajjud and Istighfar, work like a miracle.
22/05/2024

তাহাজ্জুদ এবং ইস্তিগফার,
একটি অলৌকিক ভাবে কাজ করে ।

Tahajjud and Istighfar, work like a miracle.

17/05/2024

EDUCATION (শিক্ষা) এর অর্থ কি ? TEACHER (শিক্ষক) এর মানে কি ? STUDENT (ছাত্র) এর মানে কি ? আব্দুল্লাহিল মারুফ সাহেব ]

-মৃত্যুর পর মানুষেরা আফসোস করবে.!!!১. "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।" -(সূরা নাবা:৪০)২. "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম...
27/04/2024

-মৃত্যুর পর মানুষেরা আফসোস করবে.!!!

১. "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।" -(সূরা নাবা:৪০)

২. "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।" -(সূরা ফজর:২৪)

৩. "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।" -(সূরা আল-হাক্কাহ:২৫)

৪. "হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।" -(সূরা ফুরকান; ২৮)

৫. "হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল এর আনুগত্য করতাম।" -(সূরা আহযাব:৬৬)

৬. "হায়! আমি যদি রাসূল এর পথ অবলম্বন করতাম।" -(সূরা ফুরকান:২৭)

৭. "হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।" -(সূরা আন-নিসা:৭৩)

৮. "হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।" -(সূরা কাহফ: ৪২)
-আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন,

_ এসো ইসলামের পথে

তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারো উপাসনা করবে না এবং পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করবে; তাদের...
12/12/2023

তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারো উপাসনা করবে না এবং পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করবে; তাদের এক জন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে (বিরক্তিসূচক শব্দ) ‘উঃ’ বলো না এবং তাদেরকে ভৎর্সনা করো না; বরং তাদের সাথে বলো সম্মানসূচক নম্র কথা।
সুরা:বনী ইসরাঈল
আয়াত :23

*বিপদে পড়ে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে। তারমানে এই নয় যে আপনার জন্য অলস টাকা নিয়ে সে বসে ছিলো...
17/09/2023

*বিপদে পড়ে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে। তারমানে এই নয় যে আপনার জন্য অলস টাকা নিয়ে সে বসে ছিলো।
*কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে।
*লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে। তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে..
*কেউ আপনাকে বিনয়ের সাথে 'সরি' বলেছে মানে এই নয় যে সব দোষ তার। কিছু দোষ হয়তো আপনারও ছিল অথবা তার আসলে কোনো দোষই ছিল না, শুধু অহেতুক ঝগড়া করে সম্পর্কটা নষ্ট করতে চায়নি বলেই সে সরিটা নিজেই বলে দিয়েছে। এটা তার দুর্বলতা নয়, এটা তার বিনয়।
*কেউ আপনার সব কথা মেনে নিয়েছে মানে এই নয় যে, আপনি সবসময় যৌক্তিক কথা বলেন। বরং আপনাকে সে প্রচন্ড ভালোবাসে বলেই আপনার যৌক্তিক অযৌক্তিক সব কথাই সে মেনে নেয়। যাতে আপনি এতটুকু কষ্ট না পান।
*সব কথার জবাব সবাই মুখে দেয় না। কেউ কেউ সময়ের হাতে ছেড়ে দেয়। কেউ একটু হেসেই চলে যায়। তার হাসির মানে এই নয় যে আপনার কথা তার ভালো লেগেছে।
*যার সম্পর্কে আপনি খুব মিথ্যা বাজে কথা বলেছেন তিনি সেসব শুনেও প্রতিবাদ না করে চলে গেছে মানে এই নয় যে সে আসলেই তাই যা আপনি তার সম্পর্কে বলেছেন। বরং লোকটার তার নিজের প্রতি সম্মানটা অনেক বেশি যার কারণে কারো নোংরা কথার জবাব দিয়ে তিনি তর্কে জড়াতে চায়নি।
*কেউ আপনাকে ক্ষমা করে দিয়েছে মানে এই নয় যে আপনি খুব ছোট ভুল করেছেন বা কোনো অপরাধই করেননি। বরং এমনও হতে পারে তিনি বিচারটা মহান স্রষ্টার হাতেই তুলে দিয়েছেন।
*প্রতিশোধ না নেওয়াটাই কখনো কখনো বড় প্রতিশোধ হয়ে যায়।

আপনি হাসলে আপনার সাথে সবাই হাসবে কিন্তু আপনি কাঁদলে আপনার সাথে কেউ কাঁদবেনা।
17/09/2023

আপনি হাসলে আপনার সাথে সবাই হাসবে কিন্তু আপনি কাঁদলে আপনার সাথে কেউ কাঁদবেনা।

Address

CEPZ
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Borhan Uddin BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Borhan Uddin BD:

Share