It'z Ar Bablu

It'z Ar Bablu love you music video

11/04/2025

😅❤️‍🩹

20/02/2025

In sha allah 🖤😅

23/09/2024

Akta prosno koro 😷

12/08/2024

🖤💚

28/02/2024

-রব- চাহে তো সাব কুছ হগা-!🌺🤲🏼

27/02/2024

- মা-বাবা'র যত্ন নিও প্রিয়-!!🥹🤗

31/12/2023

>>: অল্প বয়সে দুনিয়া চিনে ফেলেছি।-DEAR 2024-। আর মন ভেঙ্গে দিওনা. আর কষ্ট দিও না. স্বপ্ন পূরণের একটি বছর হয়ে এসো.?

>>: এই ২৩ বছর বয়সে আমি হেরেছি.জিতেছি.হেঁসেছি.
কেঁদেছি.ব্যার্থ হয়েছি অনেক অনেক বার তারপরেও হাল ছাড়িনি--!?

>>: আমাকে দিয়ে তো তেমন কিছুই হয় নাই;সবটুকুই সম্ভব হয়েছে আমার আম্মু আব্বুর জন্য।উনারা আমার জীবনে না থাকলে কখনোই সম্ভব হতো না. ব্যর্থতার গল্প থেকেই যেত আমার জীবনে"আমি এতই ব্যর্থ মানুষ ছিলাম যে ব্যর্থতাই শুধু সফলতা মনে হতো আমার..?

>>: অনেক ভুল করেছি. তবুও অনেক কিছু শিখেছি
সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ.!

>>: আলহামদুলিল্লাহ বলতে হচ্ছে শুধুই আমার আম্মু আব্বুর জন্য উনারা পাশে না থাকলে বাস্তবতা কি তাও কখনো বুঝে উঠতে পারতাম না.?আরো অনেক কথা বলা হয় নি এখানে.যেগুলো ছিল পার্সোনালি ফ্যামিলি গত ব্যাপার-স্যাপার। কথা তো বুঝেন না বলতে গেলে শেষ হয় না আর লিখতে গেলে কলমের কালি শেষ হয়ে যায়। লেখা শেষ করা যায় না ২৩ বছরের কিচ্ছা কাহিনী বুঝেনিতো আপনারা কি বলতে চাচ্ছি আমি.?

>>: শেষমেষ এতোটুকু বয়সে এসে সবকিছু ছেড়ে ছুড়ে দূর প্রবাসে আসতে হয়েছে।সেটাও সম্ভব হয়েছে ফ্যামিলির জন্য আম্মু আব্বুর জন্য.?আমি মরে গিয়ে আমার গায়ের চামড়া দিয়ে তাদের জুতা বানিয়ে দিলেও উনাদের ঋণ শোধ করতে পারবোনা.!?

>>: জীবনের প্রথমবার মা-বাবাকে ছাড়া ফ্যামিলি ছাড়া নতুন বছর জীবনে আসতে চললো। জানিনা কেমন যাবে নতুন বছর, যাই হোক সবকিছু আল্লাহর উপর আল্লাহ ভরসা। আল্লাহ ভালো কিছুই দেবেন ইনশাআল্লাহ।

>>: তারপরেও অনেক কথা বলতে ইচ্ছা করছে। বলাই হচ্ছে না আচ্ছা থাক আর নাই বললাম। সব কথা তো লিখে প্রকাশ করা যায় না কিছু কথা বুঝে নিতে হয়। এই কথাগুলো শুধু আমার কাছের আপন মানুষেরাই বুঝবে।

>>: আমি দোয়া করি নতুন বছর সবার জীবনে নতুন কিছু নিয়ে আসুক। ভালো কিছু হোক সবার জীবন সুন্দর হোক সবার জীবনযাত্রা। আমার কথা না হয় নাই বললাম। কিন্তু আপনাদের কাছে আমার একটাই চাওয়া। আমার জন্য আপনারা মন প্রাণ দিয়ে দোয়া করবেন। তাছাড়া চাওয়ার মতো আপনাদের কাছে আমার তেমন কিছুই নাই।

>>: ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো সুন্দর থাকুক। ফুলের মত সুন্দর হোক তাদের জীবন এটাই আমার কামনা আল্লাহর কাছে।

>>: বন্ধুদের নিয়ে তো কিছুই বললাম না তোদের নিয়ে কিছু বলার নাই তোরা সব সময় কলিজায় কলিজায় থাকবি ইনশাআল্লাহ.?

>>: নতুন বছরে নিজেকে নতুন করে তৈরি করবো ইনশাআল্লাহ.!?-নতুন বছরে একটা নতুন আমি দেখবেন ইনশাআল্লাহ।
- যেই আমি টা হবে মেন্টালি অনেক বেশি স্ট্রং!যে ভুল করবে কম.আর যার কাছের মানুষ থাকবে খুব কম.!

☺>>: HAPPY NEW YEAR 2024 :

12/12/2023

-অনেক স্বপ্ন"কিন্তু আমি মধ্যবিত্ত-❤️‍🩹

Address

Cumilla
Chittagong
৪২১১

Alerts

Be the first to know and let us send you an email when It'z Ar Bablu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It'z Ar Bablu:

Share