23/08/2024
দয়া করে অতি আবেগী হয়ে কেউ ফেনী আসবেন না ফেনীকে ডেড ঘোষণা করা হয়েছে। মাইকিং করা হচ্ছে সবাইকে মাফ করে দেয়ার জন্য।
পানির স্রোতে ফেনীর লালপোলে গাড়িও দাড়াতে পারছে না ভালো ভাবে। আপনারা যা ধারণা করতেছেন পরিস্থিতি তার চেয়েও খারাপ। বলতে গেলে সব প্রস্তুতি নিয়ে আসার পরও আপনার হাত পা বাধা।
আসলে অবশ্যই বোট, লাইফ জ্যাকেট, রশ্মি, শুকনা খাবার, পানি এগুলো অবশ্যই নিয়ে আসবেন। (অবশ্যই সাতার জানতে হবে)
অতি আবেগী হয়ে কেউ আসার চিন্তা কইরেন না। এখানে স্বেচ্ছাসেবকের অভাব নেই, অভাব শুধু লাইফ সেভিং বোটের।