Urmi's Dream

Urmi's Dream আসসালামু আলাইকুম,
আমি উর্মি🥰
কুমিল্লার মেয়ে এবং বউ🥰
সিফা আর সাইফের মা🥰
(3)

ফ্রিল্যান্সিং এ আসার সিদ্ধান্ত টা আলহামদুলিল্লাহ আমার জীবনের বেস্ট সিদ্ধান্ত ছিলো ❤️একটা সিদ্ধান্ত যে এভাবে আমার জীবনটা ...
11/08/2025

ফ্রিল্যান্সিং এ আসার সিদ্ধান্ত টা আলহামদুলিল্লাহ আমার জীবনের বেস্ট সিদ্ধান্ত ছিলো ❤️
একটা সিদ্ধান্ত যে এভাবে আমার জীবনটা পাল্টে দেবে ভাবতে পারিনি🥰

যারা এখনো করবেন ভাবছেন, তাদের বলবো না ভেবে করেই ফেলুন, দেখুন না, জীবনটা পরিবর্তন হয় কিনা❤️
Happy freelancing 🔥

পেজে ইসু এসে মনিটাইজেশন রেস্ট্রিকশন হয়ে গেছে, যার জন্য এতোটাই মন খারাপ হইছে যে, এতোদিন পেজ ওপেন ই করি নাই🥺প্রায় ৯৮ ডলার ...
10/08/2025

পেজে ইসু এসে মনিটাইজেশন রেস্ট্রিকশন হয়ে গেছে, যার জন্য এতোটাই মন খারাপ হইছে যে, এতোদিন পেজ ওপেন ই করি নাই🥺
প্রায় ৯৮ ডলার পে আউটে, এখন ১ বছরের জন্য মনিটাইজেশন রেস্ট্রিকশন, কেমন লাগে বলেন তো🥲

যাই হোক, এতোদিন ছিলাম না, আপনারা সবাই কি আমায় ভুলে গেছেন??

চকরিয়ায় চাচিকে নিয়ে ভাতিজার পালিয়ে যাওয়া: এলাকাজুড়ে চাঞ্চল্যনিজস্ব প্রতিবেদককক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের...
05/08/2025

চকরিয়ায় চাচিকে নিয়ে ভাতিজার পালিয়ে যাওয়া: এলাকাজুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের মুছা পাড়া এলাকায় চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (২০ জুলাই) ভোররাতে নিজ শিশু কন্যাসহ চাচিকে নিয়ে পালিয়েছেন এক ভাতিজা।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রবাসে থাকা রবিউল হাসান বাদলের স্ত্রী জান্নাতুল মাওয়া এলি (২৪) একই এলাকার আত্মীয় হারুনুর রশীদের ছেলে আরিফুল ইসলামের (২৭) সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। রবিউল দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন।

অভিযোগকারী মোহাম্মদ আজিজ বলেন, “এই অবৈধ সম্পর্ক আমরা আগেও টের পেয়েছি। একবার স্থানীয়রা দুজনকে আপত্তিকর অবস্থায় ধরেও ফেলে। তখন সামাজিকভাবে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়। কিন্তু তার পরেও সম্পর্ক চলমান থাকে। সর্বশেষ ভোর ৪টার দিকে বাচ্চাসহ পালিয়ে গেছে তারা।”

জান্নাতুল মাওয়া এলি পশ্চিম বাংলাবাজার, কোনাখালী ইউনিয়নের বাসিন্দা মাহবুব আলমের মেয়ে। কয়েক বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় প্রবাসী রবিউল হাসান বাদলের সঙ্গে। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মূল্যবোধ ও পারিবারিক ভাঙনের এই ঘটনা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে।

প্রবাসী ভাইদের প্রতি সতর্কবার্তা:
এ ঘটনায় এলাকার সচেতন মহল প্রবাসে থাকা ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন, স্ত্রী-সংসারের খোঁজখবর ও সামাজিক দায়বদ্ধতা যেন অবহেলায় না পড়ে। সম্পর্কের বিশ্বাস যেন ভেঙে না যায়, সেদিকে বিশেষ নজর রাখা প্রয়োজন।
সংগৃহীত

📍 “তৌকীর ইচ্ছা করে স্কুলে ক্র্যা*শ করেছে”—এই কথা কেউ যেন আর না বলে। মাফ চেয়ে বলছি—আপনারা যা খুশি বলেন, তবু এই একটা কথা ব...
02/08/2025

📍 “তৌকীর ইচ্ছা করে স্কুলে ক্র্যা*শ করেছে”—এই কথা কেউ যেন আর না বলে। মাফ চেয়ে বলছি—আপনারা যা খুশি বলেন, তবু এই একটা কথা বলবেন না। বলবেন না—তৌকীর ইচ্ছা করে স্কুল বিল্ডিংয়ে বিমান ক্র্যা*শ করেছে।

কারণ আমি তাকে চিনি।
আমরা যারা একাডেমিতে ছিলাম, যারা তার সঙ্গে দিন-রাত একসাথে কাটিয়েছি—আমরা জানি ও কেমন মানুষ ছিল।

✈️ তৌকীর কারও ভয় ছিল না—শুধু দায়িত্বের প্রতি অসম্ভব ভালোবাসা ছিল।

BMA একাডেমির দুইটা স্কোয়াড্রনের মধ্যে একটার সিনিয়র আন্ডার অফিসার ছিল সে।
ট্রেনিং থেকেই ওর অন্যরকম সততা, দায়িত্ববোধ, আর মানবিকতা দেখে সবাই মুগ্ধ ছিল।
ও ছিল একাডেমির গর্ব।

ওর ফ্লাইংয়ের প্রতি ভালোবাসা, আকাশের প্রতি যে নিষ্ঠা—দেখে আমরা মজা করে বলতাম:

> "তৌকীর একদিন চিফ হবে, কেউ আটকাতে পারবে না!"

সেই মানুষটার নামে আজ বলছে, সে নাকি ইচ্ছা করে স্কুলে বিমান ফেলেছে?

🔥 যে মানুষটার হৃদয় এতটা কোমল ছিল...

তৌকীর ছিল ভীষণ নরম মনের মানুষ।
ওর সামনে যদি কোনো বাচ্চা কেঁদে ফেলত, ওর চোখও ভিজে যেত।
আজ যারা বলে সে নাকি ১৩-১৪ বছরের নিষ্পাপ শিশুদের শরীর পুড়ে মরার ছবি দেখে কিছুই ভাবেনি—তারা তৌকীরকে কখনো চিনেনি।

এই মানুষটা যদি বেঁচে থাকত, এই ঘটনাটা দেখে সে প্রতিদিন একবার করে মরত।
শুধু বিমান নয়, তার হৃদয়ও বিধ্বস্ত হয়ে যেত।

❗ তৌকীরকে আপনি না চিনলেও আমরা চিনি।

এই দুর্ঘটনার তদন্ত হবে, হোক।
কারিগরি ব্যর্থতা থাকলে, প্রমাণ থাকলে কথা হবে।

কিন্তু আজকের এই সময়ে দাঁড়িয়ে, কোনো প্রমাণ ছাড়া,
একটা মরে যাওয়া মানুষকে ভিলেন বানিয়ে দেওয়া—এটা আমাদের অমানবিকতা।

> তৌকীর যদি ইচ্ছে করেই বাঁচতে চাইত, তাহলে আগেই প্যারাস্যুট নিয়ে ঝাঁপ দিত।
কিন্তু সে বিমানের শেষ মুহূর্ত পর্যন্ত কন্ট্রোল রাখার চেষ্টা করেছে—এটাই সত্য।

🤲 একটা অনুরোধ...

তৌকীর এখন আর কারো প্রশ্নের উত্তর দিতে পারবে না।
তাকে আপনারা বিচার করবেন—যেখানে সে কথা বলারও সুযোগ পাবে না?

আমরা শুধু চাই—একটু সুবিচার, একটু সহানুভূতি।
এত বড় ট্র্যা*জেডিতে সে নিজেও প্রাণ দিয়েছে, তবু যেন তার আত্মা শান্তি পায়।

আল্লাহ তৌকীরকে জান্নাতুল ফিরদাউস দান করুন।
আল্লাহ সমস্ত শহীদ শিশুদের জন্য জান্নাতের দরজা খুলে দিন।
আর আমাদের সবাইকে সত্য বুঝে কথা বলার, অনুভব করার তৌফিক দিন।
সংগৃহীত

জেল থেকে পালাতে ব্রাজিলের এক কয়েদী প্রায় পাঁচ বছর ধরে একটু একটু করে সুড়ঙ্গ খুঁড়েছিল। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস- এত...
02/08/2025

জেল থেকে পালাতে ব্রাজিলের এক কয়েদী প্রায় পাঁচ বছর ধরে একটু একটু করে সুড়ঙ্গ খুঁড়েছিল। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস- এতদিন সুড়ঙ্গ খুঁড়ে সে জেলখানার বাইরে যায়নি, বরং ওটার আরেক মুখ গার্ডদের এক রুমে গিয়ে শেষ হয়েছিল!
বাংলা ভাষা জানলে লোকটা নির্ঘাত গালমন্দ করে বলত, "____ বেকার খাটনি!"🥲💔
সংগৃহীত

সম্পর্ক শেষ হয়ে গেলেই দায়িত্ব শেষ হয়ে যায় না এটা আবারও প্রমানিত. টঙ্গীর ম্যা* নহোলে পরে মা-রা যায় জ্যোতি. তার স্বামী জুয়...
01/08/2025

সম্পর্ক শেষ হয়ে গেলেই দায়িত্ব শেষ হয়ে যায় না এটা আবারও প্রমানিত.
টঙ্গীর ম্যা* নহোলে পরে মা-রা যায় জ্যোতি. তার স্বামী জুয়েল এর সাথে অনেক আগেই ডি*ভোর্স হয়।

ডি’ভো’’র্স হয়ে যাওয়া সেই প্রাক্তন স্বামী জুয়েল এখন বুকের মধ্যে আগলে রেখেছেন তার সন্তানদের। ভিডিও তে দেখা গেছে ২ সন্তান কে বিভিন্ন ধরনের খেলনা কিনে দিচ্ছেন।
ঘুমের মধ্যে ছেলেটা বলে—"মাম মাম হা’রি’’য়ে গেলো…"
আর বাবা জুয়েল আছেন, কাঁ’দ’ছে’ন, খু’’শি রাখার চেষ্টা করছেন।
তিনি আজ এক অন্য রকম যোদ্ধা —যিনি প্রমাণ করেন,
"সন্তান শুধু মায়ের নয়, বাবারও হয়।"
জুয়েল বলে আমি তো এটা চাইনি জোত্যি কে আল্লাহ বেহেশতে রাখুক 💙🤲

© Rajib Khan

31/07/2025

৮.২৮ মিনিটে ভূমিকম্প হইছে, কে কে টের পাইছেন??
আমি বুঝতে পারছিলাম কিন্তু ভাবছি আমার মাথা ব্যাথা করতেছে তাই হয়তো মনে হচ্ছে ভূমিকম্প 🙄

©কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ 👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে ...
31/07/2025

©কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ 👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!!!
সংগ্রহীত

31/07/2025

My Institute ❤️

বালা জোরা আমার আম্মুর, বেশ কয়েক বছর আগে আব্বু সৌদি থেকে এনে দিয়েছিলো। আম্মু আমাকে বলে রেখেছিলো এটা তার ছেলের বউকে দিবে। ...
30/07/2025

বালা জোরা আমার আম্মুর, বেশ কয়েক বছর আগে আব্বু সৌদি থেকে এনে দিয়েছিলো। আম্মু আমাকে বলে রেখেছিলো এটা তার ছেলের বউকে দিবে। আমাকে বলার কারণ হলো আম্মু না থাকলে যেনো আমি তার ইচ্ছা টা পূরন করি।তখনও জানতাম না ভাইয়ের বউ কে হবে।আম্মু আমাকে বললো আমি যেমন আমার বউকে দিচ্ছি,তোমার শাশুড়িও তোমাকে দিবে এটাই হয়।সত্যি বলতে আমি আমার শাশুড়ীর কিছুই পাইনি।

কিন্তু আজ এটা দেখে আমার খুবই ভালো লাগছে যে আমার আম্মুর মানসিকতা অনেক সুন্দর। সে জানে কোনটা তার বউয়ের অধিকার।সে তার বউকে মেয়ের মতো আদর করার জন্য অপেক্ষা করছে।আর আমিও আমার ভাইয়ের বউকে আদর করার জন্য অপেক্ষা করছি।🥰

অনেকে বলবেন ভাইয়ের বউ আসলে দেখা যাবে!! আসলে সম্পর্ক তৈরি হয় দুই দিক থেকেই তবে ছাড় আমাকেই বেশি দিতে হবে।কারণ সে অন্য বাড়ি থেকে এসেছে ,আগে তাকে আদর করে সম্মান দিয়ে বোঝাতে হবে সে কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের কাছে তারপর তার থেকে আশা করবো।
আমার বাবা-মায়ের অবর্তমানে আমাকে যদি এক গ্লাস পানিও খেতে দেয় সেটা আমার ভাইয়ের বউই দিবে। আজীবন যদি বছরে একবারও বেরাতে আসি বাবার বাড়ি সেটা আমার ভাইয়ের বউয়ের কাছেই আসতে হবে, তাই ভাবি কে ভালোবাসবো নাতো কারে বাসবো? আমি মনে করি আমি যদি আমার ভাইয়ের বউকে তার পাপ্য আদর সম্মান দিতে না পারি, তাহলে আমার ভাইয়ের প্রতি আমার আদরের কমতি রয়েছে।

আমার ভাই আমার কাছে যেমন আদরের তার বউও আমার কাছে ততটাই আদরের।🌸
সংগৃহীত

টঙ্গীতে ম্যানহোলের ড্রেন থেকে উদ্ধার করা মহিলাটার লা শ দাফন করা হয়েছে ১ ঘন্টা আগে। এতবেশী সময় ধরে পানিতে থাকায় লা শটা প ...
30/07/2025

টঙ্গীতে ম্যানহোলের ড্রেন থেকে উদ্ধার করা মহিলাটার লা শ দাফন করা হয়েছে ১ ঘন্টা আগে।

এতবেশী সময় ধরে পানিতে থাকায় লা শটা প চে গিয়েছিল। মহিলার পুরো শরীর ফুলে গিয়েছিল। পেট ফাঁপা হয়ে বিশাল সাইজের আকার ধারণ করেছিল।

ঠোঁট, গাল, কপাল ফুলে ছোপ ছোপ র ক্ত জমাট বেঁধে ছিল। যে ব্যাগে ভরে লা শ আনা হয়েছিল সে ব্যাগ থেকেও চুপসে চুপসে র ক্ত পড়ছিল।

লা শের নাক ছিল না, মাছ কিংবা পোকামাকড় হয়তো খে য়ে ফেলেছিল। লা শ থেকে উদ্ভট গ ন্ধ হচ্ছিল তাই গোসল করানোর সময় আতরের সাথে স্প্রেও করা হচ্ছিল যাতে গ ন্ধ কম হয়।

লা শটারই এ অবস্থা না জানি মহিলাটা কতটা কষ্ট পেয়ে মা রা গিয়েছিল!

লা শের এ বীভৎস অবস্থা দেখে অনেকেই সামনে থেকে লা শটা দেখার সাহস পায়নি। এমনকি তার জমজ বাচ্চা দুটোকেও লা শের কাছে যেতে দেয়া হয়নি ওরা ভয় পাবে বলে।

বাচ্চাগুলো মায়ের লা শের কাছে যেতে না পেরে মা মা বলে সারাক্ষণ কাঁদছিল শুধু।

বাচ্চাগুলোর ব্যাপারে এখন সিদ্ধান্ত নেয়া হচ্ছে ওরা কার কাছে থাকবে।

মহিলাটার ডিভোর্স হয়েছিল অনেকদিন আগেই। এতদিন বাচ্চাদেরকে নিয়ে আলাদা বাসায় থাকতেন তিনি।

হাসবেন্ড না থাকায় নিজেই কোম্পানিতে ছোটখাটো একটা জব নিয়েছিলেন। প্রচন্ড কষ্ট করে বড় করছিলেন বাচ্চাগুলোকে।

বাচ্চা দুটো সাধারণত এত রাত জাগে না। তারা ৮ টা বা ৯ টার দিকে মায়ের হাতে খাবার খেয়েই ঘুমিয়ে পড়তো। মা'ই আদর করে খাইয়ে দিতো, ঘুম পাড়িয়ে দিতো।

কিন্তু আজকে মা' নেই, আদর করে ঘুম পাড়িয়ে দেয়ারও কেউ নেই।

বাসার এক রুমে এখন পরিবারের লোকজন ব্যস্ত আছে মহিলার সম্পত্তি কে নিবে, ব্যবহৃত স্বর্ণগুলো কে নিবে সেসব নিয়ে। আর অন্য পাশে বসে বাচ্চা দুটো হাউমাউ করে কাঁদতেছে শুধু।

ওদের চোখে ঘুম নেই, যেন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে ওরা।

পরিবারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম- সিটি কর্পোরেশন বা সরকারের দায়িত্বরত কেউ এখনো যোগাযোগ করেনি।

সিটি কর্পোরেশন গাফিলতির কারণে যেহেতু ম্যানহোলে পড়েছে তাই তাদের উচিত ছিল ক্ষমা চাওয়া এবং এই অনাথ বাচ্চা দুটোর পাশে দাঁড়ানো।

কিন্তু তারা তেমন কিছুই করেনি, লা শ ফেরত দিয়ে দায়মুক্ত হয়ে আরামসে ঘুমাচ্ছে। তাদের আর সমস্যা কি? তাদের কাছের কেউ তো আর মারা যায়নি!

ঢাকা শহরের কোন এক আলিসান বাসায় সিটি কর্পোরেশনের লোকেরা এখন আরাম করে ঘুমাচ্ছে আর অন্যদিকে রুমের এককোনায় বসে বাচ্চা দুটো মায়ের অভাবে হাউমাউ করে কাঁদতেছে!

( সিটি কর্পোরেশনের অবহেলার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করার আলোচনা করতেছি আমি। এখন বাচ্চা দুটোর জন্যে আইনি সহায়তা প্রয়োজন তাই শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র)

~ Ibrahim Khalil Shawon

দীর্ঘ ৭ ঘন্টার অপারেশন। অতঃপর.... সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃ ত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।এই...
29/07/2025

দীর্ঘ ৭ ঘন্টার অপারেশন। অতঃপর....
সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃ ত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।
এই মা মারাত্মক রোগে আক্রান্ত। যার কারণে কোন বাচ্চা নিতে পারছিলেন না! দীর্ঘ ১১ বছর অপেক্ষা করে বড় ধরনের রিস্ক নিয়েছেন সন্তান নেয়ার জন্য। হয়তো সন্তান বাঁচবে না হয় মা!
এরপর ডাক্তার তার সবটুকু দিয়ে ৭ ঘন্টার চেষ্টায় বললো, বাচ্চা এবং মা দুই জনকে একসাথে বাঁচানো সম্ভব নয়। সর্বশেষ ডাক্তার সিদ্ধান্ত নিলেন - বাচ্চার মাকে জিজ্ঞেস করবেন, তিনি কী করতে চান? বাচ্চাকে বাঁচাবেন, না কি নিজের জীবন?
মা নিজেই নিভে গিয়ে বাচ্চাকে আলো দিতে রাজি হলেন.. অপারেশন এর পর মা তার ফুটফুটে বাচ্চাটিকে তার মুখের কাছে নিয়ে চুমু খেলেন,বুকে জড়িয়ে নিলেন। মাত্র দুই মিনিট পর হাসি দিয়ে চোখ বন্ধ করলেন সারা জীবনের জন্য।মা হিসেবে দুই মিনিটের স্বার্থক জীবনের কাছে হার মানল মায়ের পুরোটা জীবন।হাঁ এটাই মায়ের জাত।
সারাবিশ্বে হাজারেরও বেশি মা প্রতি বছর মৃত্যুবরণ করেন বাচ্চা জন্ম দেয়ার সময়।
সৃষ্টিকর্তা প্রত্যেক সন্তানকে মায়ের সম্মানটুকু দেয়ার জ্ঞান দিক। (আমীন)
হে আল্লাহ সকল মা কে জান্নাত দান করিও, আমীন।
সংগৃহীত

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urmi's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share