
28/04/2025
💕 জীবন 🥀
মাথার উপরে প্রচন্ড রোদ তবুও থেমে নেই তারা , জীবিকার তাগিতে ছুটে বেড়াতে হচ্ছে, রাস্তার পাশে বসে বিক্রি করতে হচ্ছে মাটির তৈরি হরেক রকমের আসবার পত্র, এদের মাথার ঘাম পায়ে ফেলে তারা তাদের পরিবারের জন্য রুজি রুটির ব্যবস্থা করে, আর পরিবারের এই মানুষটাকে বলা হয় পরিবারের কর্তা, সে কারো বাবা, কারো বা ভাই, কারো বা সন্তান, পরিবারের একমাত্র উপাজজনক ব্যক্তি, আমার দৃষ্টিতে তার সম্মান অনেক ঊর্ধ্বে, কোন কাজই ছোট নয়, তাই এটা আমার মতে আজকের সেরা ছবি, আপনার কি মত 🤔 ゚